বাজুস আজকের সোনার দাম ২০২৩, ২২ ক্যারেট সোনার দাম

বাজুস আজকের সোনার দাম

বর্তমানে প্রতিমাসে স্বর্ণের দাম কমছে বা বাড়ছে। তবে স্বর্ণের দাম বর্তমানে কমার তুলনায় বেশি বাড়ছে। প্রতিমাসে বাজুস কর্তিক স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ করা হয়। এর আগে গত ১১ই এপ্রিল নতুন করে যে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল সর্বশেষ ১৬ এপ্রিল একটি স্বর্ণের দামের আপডেট তালিকা হিসেবে বর্তমানে স্বর্ণের নতুন দাম-

আজকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম – ৯৮ হাজার ৪৪৪ টাকা

এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম – ৯৩ হাজার ৯৫৪ টাকা

১৮ ক্যারেট সোনার দাম ১ ভরি – ৮০ হাজার ৫৪০ টাকা

এবং সনাতন পদ্ধতির সোনার দাম – ৬৭ হাজার ১২৬ টাকা

গত ১১ এপ্রিলের নির্ধারিত স্বর্ণের দামের সাথে তুলনা করলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে প্রায় এক হাজার ২৮৩ টাকা।

আরো পড়ুন – কম দামে ভালো উপহার। বান্ধবীর জন্মদিনের উপহার। মেয়েদের পছন্দের উপহার

২২ ক্যারেট স্বর্ণের আজকের দাম

সর্ন দিয়ে অলংকার তৈরি করার জন্য ২২ ক্যারেট সর্বোত্তম। বাজারে ২৪ ক্যারেট স্বর্ণ পাওয়া গেলেও তা দিয়ে অলংকার তৈরি করা যায় না। কেননা ২৪ ক্যারেট স্বর্ণ এতটাই নমনীয় হয় তা দিয়ে কখনো তৈরি করতে গেলে সহজে ভেঙে যায়। এজন্য বিশুদ্ধ স্বর্ণের সাথে অন্যান্য ধাতু বা ঘাত মিশাতে হয় এরপরে স্বর্ণ তৈরি করা হয়। সাধারণত ২২ ক্যারেট সোনায় ৯১.৬৭% বিশুদ্ধ স্বর্ণ থাকে এবং বাকি ৮.৩৩ শতাংশ শতাংশ থাকে অন্যান্য ধাতু।

.২২ ক্যারেট আজকের সোনার দাম ১ ভরি- ৯৮ হাজার ৪৪৪ টাকা

২২ ক্যারেট এক আনা সোনার দাম- ৬০১৯৬ টাকা

২২ ক্যারেট ৪ আনা সোনার দাম- ২৪ হাজার ৭৮৬ টাকা

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৮৫০২ টাকা

২১ ক্যারেট স্বর্ণের আজকের বাজার দর

বর্তমানে ২২ ক্যারেট এর পরে ২১ ক্যারাটে স্বর্ণের চাহিদা বেশ রয়েছে। কেননা ২১ ক্যারেট স্বর্ণ দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর অলংকার তৈরি করা যায়। ২১ ক্যারেট স্বর্ণের বিশুদ্ধ সোনার পরিমাণ থাকে ৮৭.৫%। অর্থাৎ প্রতি ২১ ক্যারেট স্বর্ণের খাদ বা অন্যান্য ধাতু মেশানো থাকে ১১.৫%।

২১ ক্যারেট স্বর্ণের আজকের বাজার দর ১ ভরি সোনার দাম- ৯৩ হাজার ৯৫৪ টাকা

২১ ক্যারেট এক আনা সোনার দাম- ৫৯১৫ টাকা

২১ ক্যারেট ৪ আনা সোনার দাম- ২৩ হাজার ৬৬৩ টাকা

২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৮১১৮ টাকা

১৮ ক্যারেট সোনার আজকের দাম

বর্তমানে সোনার সবচেয়ে কম ক্যারাটে স্বর্ণ হচ্ছে ১৮ ক্যারেট। স্বর্ণ এর ভিতর যত বিশুদ্ধ সোনা থাকে এর দাম তত বেশি হয়ে থাকে সেজন্য তুলনামূলক হারে ১৮ ক্যারেট স্বর্ণের দাম কম। ১৮ ক্যারেট স্বর্ণের বিশুদ্ধ সোনা থাকে ৭৫ পার্সেন্ট বাকি ২৫ পার্সেন্ট থাকে খাদ বা অন্যান্য ধাতু। বর্তমান বাজারে বাজুস কর্তৃক নির্ধারিত ১৮ ক্যারেট স্বর্ণের আজকের বাজার দর হল-

১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম- ৮০ হাজার ৫৪০ টাকা

১৮ ক্যারেট এক আনা সোনার দাম- ৫০৭০ টাকা

১৮ ক্যারেট ৪ আনা সোনার দাম- বিশ হাজার ২৮০ টাকা

১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৬ হাজার ৯৫৮ টাকা

সনাতন পদ্ধতিতে আজকের সোনার দাম

বর্তমানে বাংলাদেশের সর্বমোট দুই ধরনের স্বর্ণ বিক্রি প্রথা রয়েছে। বর্তমানে বহুল প্রচলিত সনাতন পদ্ধতিতে স্বর্ণ খুব বেশি বেচাকেনা হয়ে থাকে। সনাতন সোনায় সোনার সঠিক পরিমান দেওয়া হয়না। সনাতন সোনার বর্তমান দর বাজার অনুসারে-

সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম- ৬৭১২৬ টাকা

১ আনা সোনার দাম- ৪ হাজার ২২৫ টাকা

৪ আনা সনাতন সোনার দাম- ১৬৮৯৮ টাকা

১ গ্রাম স্নাতন সোনার দাম- ৫৭৯৬ টাকা

বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক আজকের স্বর্ণ ও রুপার দাম ২০২৩

বর্তমানে স্থানীয় বাজারে তেজাভিষণ এর অর্থাৎ পিওর গোল্ডের মূল্য বেড়ে গিয়েছে। তাই ১৫ই এপ্রিল ২০২৩ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক সভা অনুষ্ঠিত হয়।

২২ ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের মূল্য- ৮৪৪০ টাকা

২১ ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের মূল্য- ৮০৫৫ টাকা

১৮ ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের মূল্য- ৬০৯৫ টাকা

সনাতন পদ্ধতি প্রতি গ্রাম স্বর্ণের মূল্য- ৫৭৫৫ টাকা

২২ ক্যাডমিয়াম প্রতি গ্রাম রুপার মূল্য- ১৪৭ টাকা

২১ ক্যাডমিয়াম হলমার্কৃত প্রতি গ্রাম রুপার মূল্য- ১৪০ টাকা

১৮ ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম রূপার মূল্য- ১২০ টাকা

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার মূল্য- ৯০ টাকা

স্বর্ণের মূল্য বৃদ্ধির হার

বাংলাদেশের বর্তমানে প্রতিনিয়তই স্বর্ণের মূল্য বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে স্বর্ণের মূল্য দিন দিন বেড়ে যাচ্ছে। সর্বশেষ ১৬ এপ্রিল বাজুস কর্তৃক প্রকাশিত স্বর্ণের মূল্য তালিকা স্বর্ণের দাম ১৫৩০ টাকা দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশের সকল স্থানে ১১ই এপ্রিল থেকে স্বর্ণের এই নতুন নামটি কার্যকর করা হবে। বেশ কয়েকদিন আগে ১১ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি স্বর্ণেতে প্রায় ১০৯৩ টাকা কমানো হয়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই আবার স্বর্ণের দাম বাড়তে পারে বলে জানা গেছে।

দুবাইয়ের আজকের স্বর্ণের দাম

প্রতিদিন এই দুবাই শহরের স্বর্ণের দাম আপডেট করা হয়। দুবাই জুয়েলারি গ্রুপ কর্তৃক প্রতিদিন প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়ে থাকে। যদি দুবাই হতে বিভিন্ন কারনে স্বর্ণ কেনার ইচ্ছা থাকে তাহলে আপনাকে প্রতি এক গ্রাম হিসেবে স্বর্ণ কিনতে হবে। দুবাইয়ের আজকে সোনার দাম হলো-

২৪ ক্যারেট- এইডি ২৪২.৫০

২২ ক্যারেট- এইডি ২২৪.৫০

২১ ক্যারেট- এইডি ২১৭.২৫

১৮ ক্যারেট- এইডি ১৮৬.২৫

দুবাইয়ের গোল্ড মার্কেট

পৃথিবীর সবচেয়ে বেশি সর্ণ উৎপাদনকারী দেশ হচ্ছে আরব আমিরাত। এদেশের দুবাই শহরে বিশ্বের সবচাইতে বড় স্বর্ণের মার্কেট রয়েছে। দুবাইকে গোল্ডের দেশ নামেও নামকরণ করা হয়। তাই প্রতিদিন বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ দুবাই শহরে ভ্রমণ করে ভ্রমণের সময় তারা সবাই দুবাই থেকে স্বর্ণ কিনে নিয়ে আসে। দুবাইয়ের গোল্ড মার্কেট অনেকগুলো রয়েছে তবে সবচেয়ে বড় গোল মার্কেট

১। গোল্ড সুক। এটি হচ্ছে দুবাইয়ের সবচেয়ে বড় স্বর্ণের বাজার

২। বুর্জ খলিফা

বাংলাদেশে সোনার হিসেব

এক ভরি=ষোল আনা

এক আনা= ১৬ রতি

এক ভরি = ৯৬ রতি

এক আনা = ৬ রতি

দেশের বাইরে সোনার হিসাব

একা আউন্স=২.৪৩০৫ ভরি

এক আউন্স =২৮.৩৪৯৫ গ্রাম

এক ভরি = ০.৪১১৪৩ আউনস

এক ভরি = ১১.৬৬৩৮ গ্রাম

বাজুস আজকের সোনার দাম

মন্তব্য

আজকে আমরা বাজুস আজকের সোনার দাম বর্তমান বাজার দর সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে সোনার আপডেট দাম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এছাড়াও আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরাও অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – সোনালী ব্যাংক স্কলারশিপ আবেদনের নিয়ম 2023

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply