কমেট ৫০০ খেলে কি ওজন কমে

কমেট ৫০০ খেলে কি ওজন কমে

বর্তমান সময় অনেকে ওজন কমানোর জন্য ঘরোয়া ভাবে অনেক চেষ্টা করার পরও ওজন না কমলে বিভিন্ন ওজন কমানোর ট্যাবলেট সেবন করে থাকেন। তার মধ্যে অন্যতম হলো কমেট ৫০০। এই কমেট ৫০০ খেলে কি ওজন কমে কিনা এ সম্পর্কে অনেকেই জানতে গুগলে সার্চ করে থাকেন।

আজকে আমরা কমেট ৫০০ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – পিত্তথলির পাথর গলানোর ঔষধ, চিকিৎসা খরচ

কমেট ৫০০ কিসের ঔষধ

Untitled design 86

কমেট ৫০০ এমজি ট্যাবলেট একটি ড্রাগ বা ভারসাম্যপূর্ণ ঔষধ। রক্ত তে চিনির স্তরগুলোতে বজায় রাখতে সহায়তা করে। এটি সাধারণত ডায়াবেটিস হৃদরোগ এর চিকিৎসার জন্য বিশেষ করে ব্যবহার হয়ে থাকে। কমেট ৫০০ এম জি ট্যাবলেট একটি মেডিসিন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং ভারসাম্য হিসেবে ব্যবহার করা হয়।

এটি মূলত খুদা কমিয়ে দেয় এবং আপনার শরীরের ইনসুলিন এর সংবিধানশীলতা বাড়ায় এবং রক্ত দ্বারা শোষিত গ্লুকোজের পরিমাণ হ্রাস করে ও কোলেস্টোরলের মাত্রা কমিয়ে দেয়। ওজন কমানোর জন্য এই ঔষধ সেবন করা হয়।

আরো পড়ুন – দ্রুত ঘুমের ঔষধের নাম বাংলাদেশ

কমেট ৫০০ এর কাজ কি?

কমেট ৫০০ ঔষধ এর কাজ কি কি তা আমাদের জানতে হবে। কমেট ৫০০ ট্যাবলেট সাধারণত ডায়াবেটিসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে থাকে এবং ক্ষুধা মন্দা বা রুচি সমস্যা কম করতে সেবন করে থাকেন। অনেকেই চর্বি কাটতে বা ওজন কমানোর জন্যই এই কমেট ৫০০ ব্যবহার করে থাকে।

ওজন বেশি হলেই এই ট্যাবলেট খাওয়া যাবে। এই ট্যাবলেট খেলে ডাইবেটিস বা জন্ডিসের সমস্যা কমার পাশাপাশি ওজন কমে যায়।

কমেট ৫০০ খেলে কি ওজন কমে ?

কমেন্ট ৫০০ এর মধ্যে রয়েছে ৫০০ মিলিগ্রাম মিট ফর মেন হাইড্রোক্লোরাইড যা মেট ফরমিং ওজন কমাতে খুবই সাহায্য করে থাকে। এটি ক্ষুধা কম করতে এবং ডায়াবেটিস কমাতেও রোগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটিকে নির্ধারিত স্বতন্ত্র সমাধান হিসেবে ব্যবহার করা উচিত নয়।

ওজন কমানোর জন্য একটি সুষম ডায়েট নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা উচিত। এতে করে চর্বি কাটাতেও অনেক সাহায্য করে থাকে। কমেট ৫০০ খেলে ওজন কমে কিনা এ ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন।

কমেট ৫০০ খাওয়ার নিয়ম

কমেট ৫০০ ট্যাবলেট সাধারণত ডায়াবেটিস বা ক্ষুধা মন্দার জন্য সেবন করা হয়ে থাকে। যদি এটি কেউ ওজন কমানোর জন্য ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। কমেট ৫০০ ট্যাবলেটটি খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।

কমেট ৫00 ট্যাবলেট প্রতিদিন দুটি করে খাওয়া যায়। এর বেশি খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

কমেট ৫০০ ট্যাবলেট এর ডোজ

কমেট ৫০০ ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য। অপ্রাপ্তবয়স্কদের এ ধরণের ট্যাবলেট না খাওয়াই ভালো। প্রাপ্ত বিকৃতপক্ষে একটি করে ট্যাবলেট খেতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত এই ট্যাবলেট খেতে হবে। বৃদ্ধ ব্যক্তিদের এ ধরনের ট্যাবলেট না খাওয়াই ভালো। প্রতিদিন ২ টির বেশি এ ট্যাবলেট খাওয়া যায় না।

কমেট ৫০০ ট্যাবলেটের দাম

বাজারে বিভিন্ন ধরনের ওজন কমানোর ট্যাবলেট পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল কমেট ৫00। কমেট ৫00 ট্যাবলেট এর প্রতি প্রিস এর মূল্য ৩৫ টাকা থেকে ৪০ টাকা নেয়। সব ধরনের মেডিসিনের দোকানে এই ট্যাবলেট পাওয়া যায়। এবং এর দাম ও কম। তবে প্রেস্ক্রিপশন ছাড়া অনেক সময় ঔষধ বিক্রি করেনা।

তাই কেনার সময় স্লিপ সাথে নিন। কমেট ৫০০ খেলে ওজন কমে কিনা তা উপরে আমরা জেনেছি। এখন আমরা এর দাম সম্পর্কে জানলাম।

কমেট ৫০০ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত ওষুধের যেকোনো পার্শ্ব প্রতিক্রিয়া কম বা বেশি হয়ে থাকে। ডাক্তার এর পরামর্শ না নিয়ে গ্রহণ করলে সেজন বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। কমেট ৫০০ এম জি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হল-

  • ডায়রিয়া
  • মাথা ঘোরা
  • মাথা ব্যথা
  • পেটে ব্যথা
  • পেটে এসিডিটির সমস্যা তৈরি করা
  • বেশি দুর্বলতা
  • বমি বমি ভাব
  • অনিয়মিত হার্টবিট বা অনিয়মিত স্পন্দন
  • শরীর ঠান্ডা হয়ে যাওয়া
  • নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া

ওজন কমানোর ঔষধ

কমেট ৫০০ খেলে কি ওজন কমে

ডাক্তারি পরামর্শ ব্যতীত কোন ঔষধ বর্তমান সময়ের সেবন করা উচিত নয়। কারণ প্রত্যেক ওর সাথেই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বাজারে কিছু ওজন কমানোর ঔষধ পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • O-rlistat
  • Qsimia
  • Contrev
  • Victoza
  • Ozempik
  • Zerofat 120 mg

ওজন কমানোর ঘরোয়া উপায়

ওজন কমানোর ট্যাবলেট সেবন করার চাইতে ওজন কমানোর চেষ্টা করা উত্তম। এতে করে কোন প্রতিক্রিয়া থাকে না-

নিয়মিত ব্যায়াম করা- নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শরীর যেমন সুস্থ থাকে তেমনি সহজে ওজন কমে যায় ওজন কমানোর জন্য নিয়মিত শরীর চর্চা করতে হবে।

নিয়মিত হাটা- ওজন কমাতে হলে প্রতিদিন নির্দিষ্ট সময়ের ৩0 মিনিট করে হাঁটতে হবে। এমনভাবে হাঁটতে হবে যাতে শরীরে ঘাম বের হয়ে যায় এতে করে ওজন কমাতে সাহায্য করবে।

সাঁতার কাটা- সাঁতার কাটা যেকোনো স্বাভাবিক মানুষের জন্য অনেক উপকারী ওজন কমানোর জন্য এটি আরো বেশি উপকারী।এ হিসেবেই ডাক্তাররা বর্ণনা করেন প্রথম ওজন কমাতে চাইলে প্রতিদিন ১ ঘন্টা করে সাঁতার কাটা উচিত।

লেবু পানি- প্রতিদিন সকালে চিনি ছাড়া এক গ্লাস লেবু পানি পান করলে ধীরে ধীরে শরীরের মেদ কমে যায় এবং শরীরের ওজন কমে যায়।

অতিরিক্ত না খাওয়া- আমরা অনেকেই খাবার কম গ্রহণ করতে পারি না। একসাথে বেশি খাওয়ার চাইতে বারবার অল্প অল্প করে খেতে হবে। এতে করে শরীরও খারাপ করবে না এবং শরীরের অতিরিক্ত মেদ ভুড়িও কমে যাবে।

ফ্যাট জাতীয় খাবার কম খাওয়া- যেসব মানুষের চর্বি জাতীয় মাংস রয়েছে বা রিডমিট কম খেতে হবে। এতে করে ওজন কমে যাবে।

চিনি কম খাওয়া- চীনে আমাদের শরীরের ওজন বৃদ্ধিতে দ্রুত সহায়ক ভূমিকা পালন করে তাই ওজন কমাতে হলে সর্বপ্রথম চিনি ত্যাগ করতে হবে।

স্বাভাবিক কাজকর্ম করা- ওজন কমানোর জন্য আমাদের সব সময় স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে সেগুলো নিজে নিজে করতে হবে। প্রতিদিন স্বাভাবিক কাজকর্ম করলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় না ফলে শরীরের ওজন কমে যায়।

ওজন কমানোর খাবার

এখন আমরা জানব ওজন কমানোর জন্য নির্দিষ্ট খাবার চাট ফলো করতে হবে কিনা। সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার একজন দায়িত্বশীল নিযুক্ত করে খাবার তালিকা ঠিক করেন-

  • ওটস
  • লেবু পানি
  • পেস্তা বাদাম
  • ব্রকলি
  • মাশরুম
  • অলিভ অয়েল
  • গ্রিন টি
  • ডিম
  • মাছের তেল
  • পনির
  • বাদাম
  • মটরশুঁটি
  • আদা
  • ক্যালসিয়াম
  • আপেল

কমেট ৫০০ ঔষধ সেবনে সাবধানতা

কমেট ৫০০ সেবনের ক্ষেত্রে সাবধানতা অব্লম্বন করতে হবে। কমেট ৫০০ এমজি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করা উচিত না কেননা ডাক্তার আপনার ওজন কমানোর জন্য বা আপনার শরীরের উপর ডিপেন্ড করে আপনার বয়স বা আপনার অবস্থার উপর ডিপেন্ড করে আপনাকে ওষুধের ডোজ নির্ধারণ করবেন।

নির্দিষ্ট কিছু রোগীরাই ঔষধ সেবন করা উচিত নয়। যদি কারো লিভারের সমস্যা থাকে তাহলে সঠিক গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিডনি রোগ হৃদরোগ এলার্জি বা ডাইবেটিক কেটে অসিডিটিস গর্ভবতী মহিলা এবং যারা সন্তানদের দুধ খাওয়ায় এবং ১০ বছরে কম বয়সে শিশুর এ ওষুধ গ্রহণ করতে পারবেনা।

কমেট ৫০০ খেলে কি ওজন কমে

কমেট ৫০০ খেলে কি ওজন কমে?

আজকে আমরা কমেট ৫০০ খেলে কি ওজন কমে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি কমেট ৫০০ টেবলেট খেলে কি ওজন কমে আর্টিকেলটি ভালো লেগেছে। লিখাটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং।

কমেট ৫০০ খেলে কি ওজন কমে আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা ওদের শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply