সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভারত
সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশ সহ বর্তমানে ভারতীয় গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে অনেক কিছুই ভারতে এবং ভারতে অনেক কিছু বাংলাদেশে আমদানি রপ্তানির জন্য বা পার্সেল প্রেরণ করার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হয়ে থাকে। ভারতের পশ্চিমবঙ্গে যে কয়টি কুরিয়ার সার্ভিস রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের মধ্যে অন্যতম।
আজকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভারত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
আরো পড়ুন – বাংলাদেশ থেকে ভারতে কুরিয়ার করার নিয়ম
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভারত শাখা তালিকা
ভারতের কলকাতা বা পশ্চিমবঙ্গ তে বেশিরভাগ সময় বর্তমানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে অনলাইন প্লাটফর্ম গুলোর মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় পার্সেল প্রেরণ করে থাকে। ভারতের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা গুলো ঠিকানা সহ বর্ণনা করা হলো-
সুন্দরবন কুরিয়ার সার্ভিস কলকাতা
বর্তমানে ঢাকা থেকে কলকাতায় সরাসরি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কোন শাখা নেই। তবে এটার অল্টারনেটিভ কোম্পানি রয়েছে যা ফক্স পার্সেল সার্ভিসের মাধ্যমে পার্সেল আদান-প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আরো কয়েকটি অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কলকাতা পার্সেল প্রেরণ করে থাকে। সেগুলো হল-
- ফ্লিপকার্ট সুপার ফাস্ট ডেলিভারি সার্ভিস
- মেন্ত্রা ডেলিভারি সার্ভিস
- এমাজন ডেলিভারি সার্ভিস
- নায়িকা ডেলিভারি সার্ভিস
এই সার্ভিসগুলোর মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের পার্সেল গুলো কলকাতায় প্রেরণ করে থাকে।
নাম- Fox parcel
Email: [email protected]
কুরিয়ার গন্তব্য স্থান- বাংলাদেশ ইন্ডিয়া চায়না এবং ইউএসএ
যোগাযোগের নাম্বার- ০১৭১৬ ৮১৯১১৫
কুরিয়ার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল
Pincode: 741163
Address: lal bazar b.o ,Tehatta- I Taluk of nadia distric
District: Nadia
State: west bengal
Status: branch office
Head office: krishnanagar H.O
Sub office: Berai s.o
Telephone: not available
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইন্টারন্যাশনাল চার্জ লিস্ট
ইন্ডিয়া
যে কোন প্রোডাক্ট ১ কেজি- ৭৫০ টাকা
পৌঁছানোর সময়- ৪৮ ঘন্টা
পাকিস্তান
যেকোনো প্রডাক্ট এক কেজি- ২৭০০ টাকা
পৌঁছানোর সময়- ৭২ ঘন্টা
সৌদি আরব
যে কোন প্রোডাক্ট এক কেজি- ৩ হাজার টাকা
পৌঁছানোর সময়- ৭২ ঘন্টা
আমেরিকা
যে কোন প্রোডাক্ট এক কেজি- ৪২০০ টাকা
পৌঁছানোর সময়- ৭২ ঘন্টা
কলকাতায় বাংলাদেশের জন্য কিছু কুরিয়ার সার্ভিস
Garudavega courier
Phone: 07947249263
Apex india &co.
Phone: 07947155188
Address: Dutta lane, chittaranjan Avenue
Trackon courier service – ma kali enterprise
Address: 3lake colony, sarat bose road,kolkata
Phone: 07947406223
New courier bazar
Address: New town action area 1
Phone: 07947326491
India express courier service
Address: C R Avenue, chittaranjan Avenue, kolkata
Phone: 07947265293
Ranar Enterprises and courier
Address: Action area- 111,patharghata,kolkata
Phone: 08045795659
Shivam logistic concern
Address: Ramkrishna nagar,bansdroni,kolkata
Phone: 07947064950
বাংলাদেশ থেকে ভারতের সেরা কুরিয়ার সার্ভিস
বর্তমানে ভারতের ই-কমার্স শিল্পের উন্নয়নের জন্য ভারতের বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস সেবা দ্রুত প্রসারিত হচ্ছে। তারা খুব নিরাপদে মেডিসিন সহ বিভিন্ন খাদ্যপূর্ণ গৃহস্থালী যন্ত্রপাতি মোদী সামগ্রী স্টেশনারী সামগ্রী কর্পোরেট উপহার আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের পার্সেল দেশের ভিতরে এবং দেশের বাইরেও কুরিয়ার করে থাকে। নিচে ভারতের কিছু সেরা কুরিয়ার সার্ভিসের নাম উল্লেখ করা হল-
ইন্ডিয়ান ডাক সেবা
এটি ব্রিটিশদের সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ভালোভাবে গ্রাহকদের সার্ভিস দিয়ে চলেছে। এটি সরকারি মালিকানাধীন এবং পরিচালিত ডাক পরিষেবা অভ্যন্তরীণ কুরিয়ার বাজারে শীর্ষ অবস্থান দখল করে আছে। এটি বিশ্বস্ততার সাথে গ্রাহকদের দেশে এবং দেশের বাইরে কুরিয়ার সার্ভিস সেবা দিয়ে থাকে।
ডিএসসি কুরিয়ার ও কার্ব লিমিটেড
এটি ১৯৯০ সালে মুম্বাইয়ের শহরে প্রতিষ্ঠিত ভারত এবং বিদেশ একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে যার জন্য ব্যবসায়িক এবং গ্রাহক উভয়ের জন্য ডোর কোড ডেলিভারি কুরিয়ার পরিষেবা এটি সরবরাহ করে থাকে। প্রিমিয়াম কোম্পানির ভারতের দেশীয় কুরিয়ার পরিষেবা গুলোতে এটি বড়বাজার শেয়ার রয়েছে।
ডি এইচ এল এক্সপ্রেস
গ্লোবাল কুরিয়ার ক্যারিয়ারের জন্য ডিএসএল এক্সপ্রেস লিমিটেড অন্যতম। এটি ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন দেশে প্রায় বিশ্বের ২০০ টি দেশকে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস পরিবেশন করে থাকে। ভারতের এই ঘরোয়া কুরিয়ার পরিষেবা এবং ভারতের বাইরে পার্সেল পরিষেবা দিতে এ কোম্পানিটি খুবই নামকরা।
ফার্স্ট ফ্লাইট কুরিয়ার লিমিটেড
এই কুরিয়ার টি মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের একটি নেতৃত্বে স্থানীয় অভ্যন্তরীণ কোরিয়ার পরিষেবা পরিচালনার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে ১২০০ টি অভ্যন্তরীণ অফিস রয়েছে এবং আন্তর্জাতিক অঞ্চলগুলোতেও এটি কুরিয়ার সেবা দিয়ে থাকে।
Blue Dart Express
এটি ডিএল এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এবং ১৯৮০ সাল চালু হওয়ার পর থেকে ভারতসহ ১ ২২০ টি দেশে কাজ করে আসছে। এটি চেন্নাই ভিত্তিক লজিস্টিক এবং কুরিয়ার সলিউশন কোম্পানি ঝামেলা মুক্ত প্যাকেজ ডেলিভারির জন্য বেশ কয়েকটি ই-কমার্স স্টোর এবং কর্পোরেটের সাথে অংশীদারিত্ব করছে।
ফেডেক্স
ভারত বর্তমানে ফেডেক্স ভারত এবং বাংলাদেশের জন্য কুরিয়ার সার্ভিসের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফেডেক্স ভারতের কুরিয়ার সার্ভিস সেবা খুবই ভালো মানের হয়ে থাকে বলে গ্রাহকদের থেকে জানা যায়। এই কোম্পানিটি আজ কর্পোরেট ই-কমার্স ও ব্যক্তিগত সহ বিশ্বজুড়ে ২২০ টি ও বেশি দেশগুলোতে কুরিয়ার পরিষেবা দিয়ে থাকে।
টিএনটি এক্সপ্রেস
বাঙ্গালুরুতে এর সদর দপ্তর লজিস্টিক সলিউশন সেগমেন্টের কাজের জন্য অবস্থিত। এটি ১৯৭৪ সালের প্রতিষ্ঠিত হয়। তবে এটি কুরিয়ার সার্ভিস ১৯০ টিরও বেশি দেশে দিয়ে থাকে এবং বিশ্বব্যাপী চার্টার ও এক্সপ্রেস বিতরণের সমাধানের সরবরাহের ক্ষেত্রে শীর্ষস্থানীয় স্থান দখল করে আছে।
ইকম এক্সপ্রেস কুরিয়ার
এটি একটি অগ্রণী অ্যান্ড টুয়েল লজিস্টিক সলিউশন প্রদানকারী যা লোকেদের সমগ্র ভারতের বিপুল সংখ্যক গন্তব্যে পাঠাতে সহায়তা করে। এটি ২৫০০ প্লাস পিন কোড কভারের সহ কোম্পানির ২৫ হাজারের বেশি ডেলিভারি শাখা রয়েছে। ইকম এক্সপ্রেস কাটিং এর প্রযুক্তি এবং অটোমেশন এর উপর ভিত্তি করে প্রোডাক্ট ডেলিভারি করে থাকে।
এর মার্কেটিং সিস্টেম বিশাল গ্রাহকদের দ্রুত পার্সেল পৌঁছানোর জন্য ইকম এক্সপ্রেস নির্ভরশীল আস্থা হতে পারে।
মন্তব্য
আজকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভারত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –