অনলাইনে গালফ এয়ার টিকিট চেক
বাংলাদেশ থেকে জানান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যাতায়াত করেন তাদের কাছে গালফ এয়ার একটি পরিচিত নাম। তুলনামূলক কম খরচে আরামদায়ক ফ্লাইট এর জন্য দেশের প্রবাসীদের কাছে একটি পরিচিত নাম। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের জায়গায় ভ্রমণ করেন তাদের প্রায় ৫৫% যাত্রী গালফ এয়ার ব্যবহার করেন।
বর্তমানে অনলাইনে গালফ এয়ার টিকেট যাচাই করা যায়। আজকের আর্টিকেলে আমরা অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার নিয়ম
অনলাইনে গালফ এয়ার টিকিট চেক পড়ার সম্পূর্ণ নিয়ম আমরা কয়েকটি ধাপে বর্ণনা করার চেষ্টা করব। আশা করছি সবগুলোর সম্পূর্ণভাবে দেখলে অনলাইনে টিকিট চেক করতে আর কোন সমস্যা হবে না।
ধাপ 1 – অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার জন্য প্রথমেই গালফ এয়ার এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। গালফ এয়ার এর অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে – https://www.gulfair.com/ অথবা নিচের বাটনে ক্লিক করুন।
ধাপ 2 – এই পর্যায়ে ওয়েবসাইট এর উপরের অংশে Book, Check-in, Manage, Status এই 4 টি অপশন দেখতে পাবেন। অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার জন্য 3 নাম্বার অপশন অর্থাৎ Manage অপশনটি সিলেক্ট করতে হবে।
ধাপ 3 – এই ধাপে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। Booking Reference, Last name টিকিটের মধ্যেই এই দুটি অপশন পেয়ে যাবেন। টিকেটে যেভাবে দেয়া আছে ঠিক সেভাবেই অপশন দুটি পূরণ করুন এবং Continue বাটনে ক্লিক করুন।
ধাপ 4 – উপরের তিনটি ধাপ ভালোভাবে সম্পূর্ণ করলে এইভাবে টিকিটের বিস্তারিত দেখতে পাবেন। অর্থাৎ আপনার ফ্লাইট বাংলাদেশ থেকে কখন ছেড়ে যাবে এবং গন্তব্যস্থলে পৌঁছানোর সম্ভাব্য সময়, ফ্লাইট নাম্বার সবকিছু বিস্তারিত দেখতে পাবেন।
উপরের সবগুলো প্রথম থেকে সঠিকভাবে ফলো করলে আশা করি ঘরে বসে অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করতে পারবেন।
Online gulf air ticket check
উপরে আমরা অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এবং প্রতিটি ধাপের ছবি সহ ব্যাখ্যা করেছি। পাঠকদের সুবিধার্থে অনলাইনে টিকিট চেক করার সম্পূর্ণ নিয়ম সংক্ষেপে আরেকবার আলোচনা করা হচ্ছে
- প্রথমে https://www.gulfair.com/ ওয়েবসাইটে ভিজিট করুন
- এই পর্যায়ে ওয়েবসাইট এর উপরের অংশে Book, Check-in, Manage, Status এই 4 টি অপশন দেখতে পাবেন। অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার জন্য 3 নাম্বার অপশন অর্থাৎ Manage অপশনটি সিলেক্ট করতে হবে।
- এই ধাপে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। Booking Reference, Last name টিকিটের মধ্যেই এই দুটি অপশন পেয়ে যাবেন। টিকেটে যেভাবে দেয়া আছে ঠিক সেভাবেই অপশন দুটি পূরণ করুন এবং Continue বাটনে ক্লিক করুন।
- উপরের তিনটি ধাপ ভালোভাবে সম্পূর্ণ করলে এইভাবে টিকিটের বিস্তারিত দেখতে পাবেন। অর্থাৎ আপনার ফ্লাইট বাংলাদেশ থেকে কখন ছেড়ে যাবে এবং গন্তব্যস্থলে পৌঁছানোর সম্ভাব্য সময়, ফ্লাইট নাম্বার সবকিছু বিস্তারিত দেখতে পাবেন।
আরো পড়ুন – ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট, ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত
গালফ এয়ার টিকিটের দাম
গালফ এয়ার টিকিটির দাম নির্ভর করবে আপনি কোন দেশে যেতে চান তার উপর। তবে গালফ এয়ার এর বিশেষত্ব হচ্ছে অন্যান্য ফ্লাইটের তুলনার গালফ এয়ারের ভাড়া ১০-১২% কম থাকে।
যখন অনলাইনে টিকিট বুকিং করে ফেলবেন তারপর আপনি দেখতে পারবেন এয়ার টিকেটের দাম অর্থাৎ আপনি টিকিট বুকিং করার সময় সেখান থেকেই আপনাকে জানানো হবে টিকিটের দাম সম্পর্কে। সে ক্ষেত্রে আপনারা সেখান থেকেই টিকিটের দাম দেখে নিতে পারেন।
ইতিমধ্যেই আমরা অনলাইন টিকিট বুকিং এর নিয়ম আপনাদের কাছে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
বিমান বাংলাদেশ এয়ার টিকেট বুক করার নিয়ম
উপরে আমরা অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো ফ্লাইট এর টিকেট কিভাবে চেক করা যায় তা বিস্তারিত দেখব। যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্সে প্রচুর প্রবাসী ভ্রমণ করে থাকেন তাই আমরা বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম দেখাচ্ছি।
নিচে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট বুকিং করার নিয়ম এবং অনলাইনে টিকিট চেক করার নিয়ম আলোচনা করব।
- প্রথমে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- প্রথমে Book Flight অপশনটিতে ক্লিক করতে হবে। লেখাটি নিচে আপনি পাবেন Round Trip যাওয়া এবং আসা, ওয়ান ওয়ে, Multi-city মানে একটি গন্তব্যে গিয়ে আরেক গন্তব্য থেকে ফেরা। এগুলো অপশনের মধ্যে আপনার পছন্দমত যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। তবে আপনারা মনে রাখবেন যে বাংলাদেশ অভ্যন্তরীণ রুটে চলাচলের ক্ষেত্রে Multi-city অপশন এর ব্যবহার নেই।
- এরপর আপনাকে Flying From ও Flying To তে ক্লিক করে আপনার যাত্রা শহর সিলেক্ট করতে হবে। এরাইভাল সিটি অপশনটি তে আপনার গন্তব্যের তথ্য গুলো দিতে হবে। এরপর Depart Date অপশনে আপনার যাওয়ার তারিখ এবং ফিরে আসার তারিখটি দিতে হবে। এরপর অ্যাডাল্ট অপশনে 12 বছর বয়সের বেশি যাত্রী সংখ্যা উল্লেখ করে দিতে হবে।
সে ক্ষেত্রে যদি আপনার সাথে শিশু থাকে তবে সেটা উল্লেখ করে দিতে হবে। এরপর আপনাকে কেবিন ক্লাস অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আপনি কোন ক্লাসে যাত্রা করতে চাচ্ছেন সেটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি কোন ক্লাসে যেতে চাচ্ছেন ইকোনমিক্স ক্লাসে নাকি বিজনেস ক্লাসে। এভাবে এয়ার টিকিট নিতে চাইলে আপনাকে তারিখ মেনশন করে দিতে হবে। এবং continue-তে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে রিজার্ভেশন সম্পূর্ণ করতে হবে। রিজার্ভেশন সম্পন্ন হয়ে গেলে মেক রিজার্ভেশন অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার বসার জন্য আসন রিজার্ভ হয়ে যাবে।
- এর পরের পৃষ্ঠা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাকে এ পেজ টি প্রিন্ট করে নিতে হবে। এরপর আপনাকে আপনার পেমেন্ট করতে হবে।
এভাবে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনি আপনার এয়ার টিকিট বুকিং করতে পারবেন।
মন্তব্য
উপরে আমরা অনলাইনে গালফ এয়ার টিকিট চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি ব্লগ টি আপনাদের ভাল লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদেরও সাথে শেয়ার করতে পারেন। এয়ার টিকেট রিলেটেড নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
গালফ এয়ার টিকেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে এই পোষ্টের কমেন্টে জানাতে পারেন।
আরো পড়ুন –
- ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট, ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত
- ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া, কম খরচে ঢাকা থেকে চেন্নাই কিভাবে যাবেন