মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম কোনটি

মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম কোনটি

সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের তৈলাক্ত ত্বক বেশি হতে লক্ষ্য করা যায়। বিভিন্ন কারণে মেয়েদের তৈলাক্ত ত্বক হতে পারে। না জেনে বাজারের আজেবাজে ক্রিম গুলো ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে এমনকি স্থায়ীভাবে দাগ পড়ে যেতে পারে। তাই অবশ্যই ক্রিম ব্যবহার করার পূর্বে জেনে বুঝে করতে হবে।

আজকে আমরা মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম কোনটি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা। আমরা যে ক্রিমগুলো সিলেক্ট করেছি তার প্রত্যেকটি বিশ্বস্ত ও পার্শ্বপ্রতিক্রিয়া হীন।

তৈলাক্ত ত্বক কেন হয়

বিভিন্ন কারণে তৈলাক্ত ত্বক হতে পারে। অনেক সময় ধুলোবালি, প্রচন্ড ঘামানো এবং সঠিক পরিমাণে ঘুম না হওয়ার ফলে অথবা হরমোনের সমস্যার ফলেও তৈলাক্ত ত্বক হয়ে থাকে। তৈলাক্ত ত্বকের ফলে মুখে ব্রণ ইনফেকশন সহ বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায় এবং দিন দিন ত্বক নষ্ট হয়ে যায়।

তবে বয়সের কারনেও অনেক সময় তৈলাক্ত ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চিন্তিত না হয়ে ত্বকের যত্ন নিলে আল্লাহর তার ঠিক হয়ে যায়।

তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম এর নাম

বাজারে বিভিন্ন ধরনের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম পাওয়া যায়। তবে মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম কোনটি তা জানা থাকলে ব্যবহার করতে সুবিধা হয়। তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম হলো –

হিমালয়ের ডে ক্রিম – এই ক্রিমটি তৈলাক্ত ত্বকের জন্য অনেক উপকারী। স্কিনের তৈলাক্ত ভাব দূর করার জন্য ব্যবহার করা হলে তৈলাক্ত ভাব একেবারেই চলে যায়। এটি সাধারণত দিনের শুরুতে ব্যবহার করতে হয়। অথবা সারাদিনের মাঝে দুপুরে গোসলের পর এই ক্রিমটি ব্যবহার করা যায় ।

তেলাক্ত ভাবের ফলে স্কিন কালো হয়ে যায়। এই ক্রিম ব্যবহারে ফলে সে কালো ভাব দূর হয়ে যায়। তবে ক্রিমটি ব্যবহারের পূর্বে তো ভালোমতো ফেসওয়াস দিয়ে ধুয়ে নিতে হবে।

ক্রিমের দাম- হিমালয়ের ডে ক্রিম এর দাম ৩২০ টাকা।

লোটাস হারবাল হোয়াইট গ্লো জেল ক্রিম – মেয়েদের ত্বকের জন্য লোটাস হারবাল হোয়াইট গ্লো ক্রিম অনেক বেশি ব্যবহৃত। লোটাস কোম্পানি বিউটি প্রোডাক্ট দাম একটু বেশি হলেও হারবাল উপাদানদিয়ে তৈরি। তাই ত্বকের তৈলাক্ত ভাব ভালোভাবেই দূর করে এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ক্রিমে।

ক্রিমের দাম- লোটাস হারবাল হোয়াইট গ্লো জেল ক্রিমএর দাম ৪৫০ টাকা।

ল্যাকমি অ্যাবসোলুট পারফেক্ট রেডিয়েন্স ক্রিম – ল্যাকমি অ্যাবসোলুট পারফেক্ট রেডিয়েন্স ক্রিম মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য অন্যতম একটি ক্রিম। ল্যাকমি বিউটি প্রোডাক্ট গুলো অনেক উন্নত মানের হয়ে থাকে। বিদেশি পণ্য হওয়ায় এরমধ্যে ত্বকের ক্ষতিকারক কোনো উপাদান থাকেনা। যা ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সহায়তা করে।

ক্রিমের দাম- ল্যাকমি অ্যাবসোলুট পারফেক্ট রেডিয়েন্স ক্রিমএর বাজার মুল্য ৭০০ টাকা।

গার্নিয়ার স্কিন ন্যাচারালস লাইট কমপ্লিট সিরাম- গানিয়ার মেন ওমেন দুজনের জন্যই তৈলাক্ত ত্বক দূর করার অনেক প্রেম বাজারে নিয়ে এসেছে। যাই স্কিনের জন্য অনেক উপকারী। স্কিনের তৈলাক্ত ভাব দূর করে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে। পাশাপাশি নিজের মরা কোষ গুলোকে উজ্জীবিত করে।

ক্রিমের দাম- গার্নিয়ার ন্যাচারালস লাইট কমপ্লিট সিরাম এর বর্তমান বাজার মূল্য ২৮০ টাকা।

গ্লো অ্যান্ড লাভলি মাল্টি ভিটামিন ক্রিম- বর্তমানে গ্লো এন্ড লাভলী মাল্টিভিটামিন ক্রিম টি আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হচ্ছে। ক্রিম আপডেট হয় বাজারে নতুন এসেছে। তৈলাক্ত ত্বকের ডে ক্রিম হিসেবে ব্লু এন্ড লাভলী ক্রিম অনেক কার্যকরী। যার ফলে তৈলাক্ত ত্বক সজীব থাকার জন্য এই ক্রিম ব্যবহার করা যেতে পারে।

তৈলাক্ত ত্বকের জন্য ভালো ফেসওয়াশ

বাজারে তৈলাক্ত ত্বকের জন্য অনেকগুলো ভালো ফেসওয়াশ পাওয়া যায়। তবে ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করা উচিত। তা না হলে মুখে ব্রণ সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তৈলাক্ত ত্বকের জন্য ভালো ফেসওয়াশ গুলোর মধ্যে রয়েছে

  • গার্নিয়ার ফেসওয়াস
  • ল্যাকমি ফেসওয়াশ
  • লাভলী ফেসওয়াশ
  • পর্নস নারিশিং ফেসওয়াশ
  • য়াই সি ফেইস ওয়াশ অন্যতম।

পুরুষের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম

মেয়েদের পাশাপাশি পুরুষদের তৈলাক্ত ত্বকের সমস্যা দেখা যায়। বাজারে পুরুষের তৈলাক্ত ত্বকের জন্য বিভিন্ন ধরনের ভালো ডে ক্রিম পাওয়া যায়। যেগুলো ব্যবহারের ফলে ত্বকের তৈলাক্ত ভাব থাকে না।

Ponds men এনার্জি চার্জ ব্রাইটেনিং জেল ময়শ্চারাইজার- পুরুষদের ত্বকের ডে ক্রিম হিসেবে ভালো কাজ করে। সব ধরনের স্কিনের ব্যবহার উপযোগী ব্যবহারে ফলে স্কিন কে করে তুলে উজ্জ্বল এবং রিফ্রেশ। ই ক্রিমের দাম ২৩০ টাকা।

এভার ইউথ মেন্স হোয়াইটনিং ক্রিম- এটি পেপটাইড প্রাকৃতিক গুনাগুন ও ভিটামিন সমৃদ্ধ একটি ক্রিম। যার ত্বকের উপরের তৈলাক্ত ভাব দূর করবে। এর বাজার মুল্য ৩২০ টাকা ৫০ গ্রাম প্যাকের দাম।

হিমালয়া ক্লিয়ার কমপ্লিটেশন হোয়াইটেনিং ডে ক্রিম- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং এটি একটি ফেয়ারনেস ক্রিম। এই ফেয়ারনেস ক্রিম পুরুষ এবং মহিলা ব্যবহার করতে পারে সানব্লক হিসেবেও ব্যবহার করা যায় যষ্টিমধু এবং সাদা ডামারের প্রাকৃতিক মিশ্রণটি তৈরি। এই ক্রিমের ৫০ গ্রাম প্যাকেট দাম ৭৬০ টাকা ।

ফেয়ার এন্ড লাভলী ম্যান ম্যাক্স ফেয়ারনেস ক্রিম- এ ক্রিম পুরুষদের জন্য ফেয়ারনেস ফেসওয়াশ হিসেবে  জনপ্রিয়। স্কিনের ময়লা ধুলো এবং স্কিনের বিভিন্ন দূষণ দূর করার জন্য প্রস্তুত করা হয়েছে। পুরুষের তৈলাক স্কিনের এবং সারাক্ষণ যারা বাইরে থাকে তাদের জন্য উপযোগী গার্নিয়ার মেন পাওয়ার লাইট অয়েল কন্ট্রোল ফেয়ারনেস ক্রিম। এবং এর বাজার মুল্য ২৫০ টাকা।

তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

ত্বকের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি যদি কেউ ঘরোয়া উপায় যত্ন নেয় তাহলে তেল মুখে তেলাক্ত ভাব কম হয়।

শশার রস ও লেবু  – শশার রস ও লেবুর মিশ্রন মিশিয়ে মুখে লাগালে ত্বকের তৈলাক্ত ভাব একেবারেই চলে যায়। এছাড়াও এটি ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে সহায়তা করে।

লেবু ও মধুর মিশ্রন – লেবু ও মধু মিক্সকরে হালকা পরিমাণে মেসেজ করে লাগিয়ে দিতে হবে। এটা ব্যবহারের ফলে মেয়েদের ত্বকের তৈলাক্ত ভাব একেবারেই চলে যাবে। এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যায়।

চন্দন ও এলোভেরা – চন্দন ও এলোভেরা ত্বকের জন্য আলাদা দুটি উপকারি উপাদান। এটি একসাথে মিক্স করে লাগাতে ত্বকের তৈলাক্ত ভাব অনেকাংশে ই কমে যায়।

দুধের সর – গরম দুধ ঠান্ডা করার পর উপরে যে পাতলা সর পড়ে তা ত্বকের জন্য বেশ উপকারি। ত্বকের তৈলাক্ত ভাব দূর করার জন্য এটি ভালো একটি উপাদান হতে পারে।

তৈলাক্ত ত্বকের পরিচর্যা করার উপাদান

দিনের জন্য সব সময় এমন প্রোডাক্ট ব্যবহার করা উচিত যা ত্বকের উপযোগী। প্রথমে ত্বকের ধরন চিন্তা করে এবং সে সম্পর্কে কি কি প্রোডাক্ট ব্যবহার করা ভালো তা জেনে নিতে হবে ।যদি ওয়েলি ত্বক হয় তাহলে ত্বক পরিচর্যার স্টাট এ তাদের পূর্ণাঙ্গ দেখভাল করার জন্য এই কয়টি প্রোডাক্ট অনেক উপকারী।

  • ক্লিনজার
  • টোনার
  • মাস্ক
  • মশ্চারাইজার
  • সানস্ক্রিন
  • স্ক্রাব

ঘরোয়া উপায়ে অয়েলি স্কিনের জন্য নাইট ক্রিম তৈরি

ঘরোয়া উপায়ে নাইট ক্রিম তৈরি করতে হলে এটি তৈরিতে আপনি প্রতিদিন যে ব্যবহার করেন সে ক্রিমটি অল্প পরিমাণ নিয়ে সাথে হাফ চা চামচ এলোভেরা ও চন্দন প্যাক মিশিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ গোলাপ জল মিশিয়ে নেওয়া যায়।

এলোভেরা ভিটামিন এ এবং গোলাপজলের আমাদের ত্বককে উজ্জ্বল করে। চেহারার গোলাপের রং ধারণ করার জন্য সাহায্য করে।

ঘরোয়া উপায়ে অয়েলি স্কিনের জন্য নাইট ক্রিম ব্যবহারের নিয়ম

ঘরোয়া উপায় নাইট ক্রিম ব্যবহারের জন্য প্রথমে নাইট ক্রিমটি বানিয়ে নিতে হবে । এটি ব্যবহার করতে হলে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে ।প্রতিদিন রাত্রে এই ক্রিম টি তৈরি করে পাঁচ থেকে সাত মিনিটের মত মুখে হালকা করে মাসাজ করতে  থাকলে স্কিঙ্কে কে উজ্জ্বল ও সুন্দর করে তুলবে।

এভাবে এক মাস ১৫ দিনের মতো ব্যবহার করলে সুন্দর একটি ফলাফল পাওয়া যাবে।

ডাক্তারের পরামর্শ

সাধারণত ডাক্তারি পরামর্শ ছাড়া স্কিনের কোন ক্রিম বা ঔষধ ব্যবহার করা উচিত নয়। কেননা আজকাল বেশিরভাগ ক্ষেত্রে বাজারে নকল ক্রিম বিক্রি করে। যার ফলে স্কিনের বিভিন্ন সমস্যা দেখা যায়। এমনকি ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহারের ফলে স্কিন ক্যান্সারও হতে পারে।

সতর্কতা

বাজারে বিভিন্ন ধরনের নকল ঔষধ পাওয়া যায়। যা ব্যবহারের করলে স্কিনের বিভিন্ন রোগ হতে পারে। তাই যে কোন স্ক্রিন প্রডাক্ট কেনার পূর্বে যাচাই করে কেনা উচিত। কেনার পূর্বে লোগো ও মেয়াদ দেখে নেয়া উচিত। কমদামি কোণো প্রডাক্কট কেণা উচিত নয়।

মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম

মন্তব্য

আজকে আমরা আপনাদের সাথে মেয়েদের তৈলাক্ত ত্বকের ভালো ক্রিমের নাম কোনটি সে সম্পর্কে আর্টিকেল শেয়ার করেছি। আশা করছি দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আর্টিকেলটি সম্পর্কে যদি আপনাদের কোন মন্তব্য বা মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply