আমার লোকেশন কোথায় – আমি এখন কোথায় আছি

আমার লোকেশন কোথায়

অনেক সময় আমরা বিভিন্ন কারণে নিজেদের লোকেশন জানার ইচ্ছা হয়। অচেনা জায়গায় গেলে কোথায় আছি কোন গ্রামে আছি তা জানার প্রয়োজন পড়ে। এছাড়াও স্মার্টফোনের মাধ্যমে কিভাবে কোথায় আছি বা আমার লোকেশন কোথায় তা বের করার সহজ উপায় সম্পর্কে অনেকেই সার্চ করে থাকে। আজকে আমরা আমার লোকেশন কোথায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আশা করছি আপনাদের ভালো লাগবে। আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

আরো পড়ুন – শুভ বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ফেসবুক ক্যাপশন

আমার লোকেশন কোথায় জানার জন্য যা যা প্রয়োজন

আপনি এখন কোথায় আছেন অথবা আপনার লোকেশন কোথায় সেই ইনফরমেশন পাওয়ার জন্য আপনার যে কোন একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আপনার লোকেশন জানতে পারবেন। এর জন্য আপনার ৩ টি জিনিসের প্রয়োজন হবে।

১। প্রথমত একটি ফোন

২। এরপর হলো ইন্টারনেট এবং

৩। আরেকটা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন

ইন্টারনেট চালু করে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে নিলেই আপনার বর্তমান লোকেশনটি শো করবে।

আরো পড়ুন – ছেলেদের ফেসবুক স্ট্যাটাস – স্মার্ট ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

আমার লোকেশন কোথায় জানার উপায়

আপনি এখন কোথায় আছেন অর্থাৎ আপনার এক্সাক্ট লোকেশন কোথায় সেটা জানার জন্য আপনি হাতের স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন। যেখান থেকে আপনি আপনার বর্তমান লোকেশন সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন একই সাথে বর্তমান লোকেশন এর পাশাপাশি আপনার লোকেশন এর নাম সম্পূর্ণ অ্যাড্রেস যাওয়ার রাস্তা এবং কিভাবে যাবেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা চলে আসবে।

  • আমার লোকেশন কোথায় তা দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলের লোকেশন অপশনটি চালু করতে হবে। যেটি আপনি মোবাইলের নোটিফিকেশন বার থেকে পেয়ে যাবেন।
  • এরপর সরাসরি গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে নিন।
  • অ্যাপ্লিকেশনটি খোলার সাথে সাথে আপনার সামনে গুগল ম্যাপে ড্যাশবোর্ড আসবে। সেখান থেকে সার্চ অপশনটি ক্লিক করে দিন।
  • অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ব্লু আইকন আসবে। যেখানে আপনার বর্তমান লোকেশন এবং লোকেশন লেখা আসবে।
  • এই পেজটিকে স্ক্রল করে উপরে তুললেই আপনি আপনার বর্তমান লোকেশন এর ফুল অ্যাড্রেস দেখতে পাবেন ।
  • এবং আপনি বর্তমানে কোন জায়গায় রয়েছেন সে সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়ে যাবেন।

গুগল ম্যাপ এর মাধ্যমে লোকেশন খোঁজার পদ্ধতি

অনেক সময় গুগল ম্যাপে লোকেশন খুঁজতে গেলে গুগল ম্যাপে সঠিক আসে না। ম্যাপে দেখানো নীল বিন্দুর জিপিএস লোকেশন সঠিক না থাকলে বা দেখা না গেলে সমস্যাটি সমাধান করতে নিচে ধাপগুলো অনুসরণ করতে পারেন। এছাড়া নিচের ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনার গুগল সার্চ এর ফলাফল আরো ভালো এবং সঠিক হবে ।

১। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট বা ল্যাপটপ google map অ্যাপ খুলুন।

২। ম্যাপের নীল বিন্দুর মাধ্যমে আপনার লোকেশন দেখানো হবে।

৩। স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকে বিন্দু দেখা না গেলে আপনার লোকেশন সার্চ বিকল্পে ট্যাপ করুন।

৪। সব চেয়ে নিখুঁত নীল বিন্দু দিয়ে গুগল ম্যাপে আপনার লোকেশন খুঁজে পাওয়ার ব্যাপারে সহায়তা করতে উচ্চ পর্যায়ে যথার্থতা মোড ব্যবহার করুন।

উচ্চ পর্যায়ে যথার্থতা মোড চালু করতে করনীয়-

১। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট

২। সেটিং অ্যাপস খুলুন দুই লোকেশনে ট্যাগ করুন।

৩। উপরে লোকেশন বিকল্প চালু করুন ।

৪। মোড উচ্চ পর্যায়ে যথার্থ বিকল্পে ট্যাগ করুন।

google ম্যাপ এর মধ্যে নিজের অবস্থান গন্তব্য সেট করে সম্পূর্ণভাবে নিজেকে ট্র্যাক করতে পারবেন। তাছাড়া আপনার আশেপাশে কি কি জায়গায় রেস্টুরেন্ট হোটেল দোকান রয়েছে সে বিষয়ে গুগল ম্যাপ আপনাকে শো করবে। তবে মনে রাখতে হবে আপনি কোথায় আছেন সেটা গুগল ম্যাপ দ্বারা জানার জন্য অবশ্যই মোবাইলের gps অন করে রাখতে হবে এবং বর্তমান লোকেশন জানার জন্য গুগল ম্যাপ অ্যাপ এর কাছে আপনার মোবাইলের জিপিএস ব্যবহার করার অনুমতি থাকতে হবে।

আরো পড়ুন – নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি

ম্যাপ কিভাবে আপনি বর্তমান লোকেশন খুঁজে পায়

আপনি কোথায় থাকতে পারেন গুগল ম্যাপ লিখিত সোর্স থেকে জানার চেষ্টা করে।

১। জিপিএস- ম্যাপ স্যাটেলাইট ব্যবহার করে প্রায় ২0 মিনিটের দূরত্বের মধ্যে আপনার লোকেশন জানতে পারে। কোন বিল্ডিং এর ভিতর বা উচু বস্তু কোন জায়গায় থাকলে জিপিএস কখনো কখনো ভুল তথ্য শো করে।

২। ওয়াইফাই- কাছাকাছি ওয়াইফাই নেটওয়ার্ক থাকলে আপনি কোথায় আছেন সেটা জানতে পারে।

৩। নেটকানেকশন- আমার আপনার মোবাইলে যে নেট কানেকশন রয়েছে তা কয়েক হাজার মিটার পর্যন্ত নিখুঁতভাবে লোকেশন দেখাতে পারে।

আপনার লোকেশন খোঁজার জন্য অন্যান্য সাইট ও অ্যাপ

অন্যান্য সাইট এবং গুগল ম্যাপ এর মত আপনার লোকেশন গুলোতে দেখা যায়। তবে অন্যান্য অ্যাপসগুলোতে লোকেশন দেখতে হলো নিচের ধাপগুলো অনুসরণ করুন।।

  • আপনি একটা আলাদা সাইট অথবা অ্যাপ ব্যবহার করবেন গুগল ম্যাপ নয়।
  • আপনাকে প্রথমে ব্যবহার করা সাইট বা এপকে লোকেশন ব্যবহার করার অনুমতি দিতে হবে।
  • গুগল ক্রোম বা সাফারি খুললে আপনি কেবল নিরাপদ হয়ে পৃষ্ঠাগুলোতে আপনার লোকেশন টি দেখতে পাবেন।
  • আপনি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আমার লোকেশন কোথায় জানা যায়

Whatsapp দ্বারা নিজের লোকেশন জানার নিয়ম

সাধারণত গুগল ম্যাপ এর মাধ্যমে আপনি আপনার সঠিক লোকেশনটি দেখতে পারবেন। তবে কোন কারণে যদি গুগল ম্যাপ থেকে নিজের কারেন্ট লোকেশন দেখতে না পারেন তখন আপনি কোন চিন্তা না করেই আপনার মোবাইলে থাকা whatsapp অ্যাপটি ব্যবহার করে নিজের এক্সাক্ট লোকেশন দেখে নিতে পারবেন। whatsapp ব্যবহার করে আপনি আমার লোকেশন কোথায় সেটা জানার জন্য নিজে ধাপগুলো অনুসরণ করুন।

  • সবার আগে নিজের মোবাইলে থাকা whatsapp একটি ওপেন করুন।
  • এবার যে কোন ব্যক্তির চ্যাট প্রোফাইল খুলে অ্যাটাচমেন্ট বাটন এর মধ্যে ক্লিক করুন।
  • ক্লিক করার সাথে সাথে আপনারা বিভিন্ন অপশন গুলো দেখতে দেখবেন সরাসরি লোকেশন বাটনে ক্লিক করুন।
  • লোকেশন এর অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে লোকেশন এক্সেস এলাউ করতে বলা হবে।
  • আপনি সরাসরি নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
  • এখন whatsapp আপনার ডিভাইসের লোকেশন এক্সেস করার জন্য অনুমতি চাইবে।
  • আপনাকে সরাসরি হোয়াইল ইউজিং দি এ্যাপ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নীল ডট নেট এর মধ্যে দেখতে পারবেন এবং নিজে লোকেশন চেক করতে পারবেন।
  • হাত দিয়ে একটি করে নিজের আশেপাশের জায়গা গুলো ভালো করে দেখে নিতে পারবেন।

এছাড়া আপনি চাইলে শেয়ার লাইভ লোকেশন অপশনে ক্লিক করে নিজের বর্তমান লোকেশন যেকোনো হোয়াটসঅ্যাপ কন্টাক এর সাথে শেয়ার করতে পারেন। এতে করে আপনি যেখানে যাবেন সেই ম্যাপ এর মাধ্যমে আপনাকে ট্র্যাক করা যাবে।

আরো পড়ুন – বোরহান পিক ডাউনলোড, ফেসবুক আইডি নষ্ট করার পিক

গুগল ম্যাপের গুরুত্বপূর্ণ সুবিধা

গুগল ম্যাপে আমার লোকেশন কোথায় তা জানার পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে জানার সুবিধা রয়েছে। নিচে সেগুলো বর্ণনা করা হলো-

  • যে কোন ঠিকানা খোঁজা সহজ হয়
  • সরাসরি দিকনির্দেশনা পাওয়া যায়
  • পার্কিং এর জায়গা খোঁজা যায়
  • হোটেল রেস্টুরেন্ট হাসপাতাল সহ বিভিন্ন ধরনের ডেস্টিনেশন সম্পর্কে জানা যায়
  • ট্রাফিক অবস্থা দেখা যায়

পরামর্শ

গুগল ম্যাপে নীল বিন্দু দেখা না গেলে ধূসর রঙের হলে ম্যাপ আপনার বর্তমান লোকেশন দেখাতে পারে না এবং আপনার ভিজিট করা সর্বশেষ লোকেশন টি দেখায়। আপনার এবং সেল টাওয়ারের মাঝখানে গ্যারেজ বা উঁচু বাড়ির মত কিছু থাকলে কিন্তু আপনার সঠিক লোকেশন সামন্য ভুল দেখাতে পারে।

আমার লোকেশন কোথায়

মন্তব্য

আজকে আমরা আমার লোকেশন কোথায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও প্রতিদিন নতুন নতুন সব ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।