মার্সেল ফ্রিজের মূল্য তালিকা 2023, মার্সেল ফ্রিজ বাংলাদেশ প্রাইস

মার্সেল ফ্রিজের মূল্য তালিকা

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। বর্তমানে ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের একটি অবচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বর্তমানে বাজারে ওয়ালটন, মার্সেল, শার্প, হিটাচি সহ অনেক ভালো ভালো কোম্পানির ফ্রিজ পাওয়া যাচ্ছে। তাই আপনারা হয়তো কনফিউশনে থাকতে পারেন কোন কোম্পানির ফ্রিজ নিবেন। আপনার যদি বাজেট একট কম হয় বা আপনি যদি কিছুটা কম টাকার মধ্যে ভালো মানের একটা ফ্রিজ নিতে চান তাহলে মার্সেল ফ্রিজ আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে।

আজকে আমরা মুলত মার্সেল ফ্রিজ নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। মার্সেল ফ্রিজ কেমন, মার্সেল ফ্রিজের মূল্য তালিকা, মার্সেল ফ্রিজে কতদিন তিকে, মার্সেল ফ্রিজ কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখবেন, বা মার্সেল ফ্রিজ কোথা থেকে কিনবেন। এইসব ব্যাপারে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আজকের ব্লগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক।

মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
ছবি: মার্সেল ফ্রিজের মূল্য তালিকা

মার্সেল ফ্রিজ কেমন

অনেকেই মার্সেল ফ্রিজের মূল্য তালিকা জানার আগে মার্সেল ফ্রিজ কেমন হবে সে ব্যাপারে জানতে চান। বিগত এক দশক ধরে মার্সেল ফ্রিজ খুবই নামের সাথে তাদের ফ্রিজ সারাদেশে তাদের ফ্রিজ বিক্রি করে যাচ্ছেন। শুধু দেশ নয় বিশ্বের মোট ১১ টা দেশে বর্তমানে মার্সেল কোম্পানি সরাসরি ফ্রিজ রপ্তানি করছে অথবা ফ্রিজের যন্ত্রাংশ রপ্তানি করছে। তাই আপনি কোয়ালিটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। তাছাড়া মার্সেল কোম্পানির মূলত বিশেষত্ব হচ্ছে বাজারে অন্যান্য ফ্রিজের তুলনায় দাম রাখা। তাই আপনি যদি কমদামে ভালো ফ্রিজ নিতে চান তাহলে মার্সেল ফ্রিজ আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে।

মার্সেল ফ্রিজ বাংলাদেশ প্রাইস

এতক্ষন আমরা মার্সেল ফ্রিজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এখন আমরা দেখবো মার্সেল ফ্রিজ বাংলাদেশ প্রাইস অর্থাৎ মার্সেল ফ্রিজের মূল্য তালিকা। আপনাদের সুবিধার জন্য আমরা কয়েকতি ভাগে মার্সেল ফ্রিজগুলোকে আলাদা করেছি। যাতে করে আপনি আপনার বাজেট অনুযায়ী সেরা ফ্রিজটি খুজে নিতে পারেন।

২৫ হাজার টাকার মধ্যে সেরা মার্সেল ফ্রিজ

মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
Model: MFA-B4D-RXXX-RP
  • MFA-B4D-RXXX-RP: যারা ছোট ফ্যামিলির জন্য কমদামে ভালো ও সুন্দর একটি ফ্রিজ খুজছেন এই ফ্রিজটি তাদের জন্য। সিম্পল ডিজাইন ও কপার কন্ডেন্সার যুক্ত এই ফ্রিজটি এই দামে বাজারের সেরা একটি ফ্রিজ। বর্তমানে মার্সেলের শোরুম থেকে নিলে এই ফ্রিজটির দাম পড়বে ২৩ হাজার টাকার মত।
মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
Model: MFD-A4D-RXXX-XX
  • MFD-A4D-RXXX-XX: ২৫ হাজার টাকা বাজেটের অন্যতম আরকটি অপশন হতে পারে এই ফ্রিজটি। বর্তমানে বাজারে এই ফ্রিজটি ২৩ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবে। এই ফ্রিজটি মূলত দাম কম ও সুন্দর ডিজাইনের জন্য ক্রেতারা কিনে থাকেন। আপনার বাজেট যদি ২৩ হাজার টাকা হয় তাহলে এই ফ্রিজটি ও দেখতে পারেন।

৩০ হাজার টাকার মধ্যে সেরা মার্সেল ফ্রিজ

মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
Model: MFA-B4D-GDEL-XX
  • MFA-B4D-GDEL-XX: আপনার বাজেট যদি হয় ৩০ হাজার টাকার আশে পাশে তাহলে মার্সেল কোম্পানির এই ফ্রিজটি দেখতে পারেন। ফ্রিজটির বর্তমান কোম্পানি নির্ধারিত বাজার মূল্য ৩৫ হাজার টাকার মত কিন্তু আপনি শোরুম থেকে নিলে আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিবে। ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজের দাম পড়বে ৩০ হাজার টাকার মত। সুন্দর ডিজাইন আর ভেতরে বিশাল জায়গা আছে এই ফ্রিজটিতে। তাই বড় পরিবারের জন্য খুব ভালো হবে এই ফ্রিজটি।
মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
Model: MFB-B5X-GDXX-XX
  • MFB-B5X-GDXX-XX: আপনার বাজেট যদি আরেকটু কম হয় অর্থাৎ আপনি যদি কোন ভাবেই ৩০ হাজার টাকার উপরে উঠতে পারবেন না এমন বাজেট হয় তাহলে এই ফ্রিজটি দেখতে পারেন। বর্তমান বাজার মূল্য
  • টাকার মত পড়বে। এটি মূলত মাঝারি সাইজের ফ্যামিলির জন্য ডিজাইন করা। ফ্রিজটি বেশ কয়েকটি কালারে ও ডিজাইনে পাওয়া যাবে।

৪০ হাজার টাকার মধ্যে সেরা মার্সেল ফ্রিজ

মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
Model: MFE-C0N-GDEL-XX
  • MFE-C0N-GDEL-XX: আপনার বাজেট যদি ৪০ হাজার টাকার আশে পাশে হয় তাহলে আপনি এই ফ্রিজটি দেখতে পারেন। বর্তমানে বাজারে এই ফ্রিজটি ৩৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। সুন্দর ডিজাইনের পাশাপাশি ডিপে অনেক বেশি জায়গা এই ফ্রিজের বিশেষত্ব।
মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
Model: MFE-C5H-ELEX-XX
  • MFE-C5H-ELEX-XX: আপনার বাজেট যদি আরেকটি বাড়াতে পারেন তাহলে আপনি এই ফ্রিজটি দেখুন। এই ফ্রিজটির শেশালিটি হচ্ছে সাইজে বড় ও বিদ্যুত সাশ্রয়ী। তাছাড়া সুন্দর ডিজাইন ও যেকারো নজর কাড়বে এই ফ্রিজটি। বর্তমানে এই ফ্রিজটি বাজারে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

৪৫ হাজার টাকার মধ্যে সেরা মার্সেল ফ্রিজ

মার্সেল ফ্রিজের মূল্য তালিকা
Model: MFC-C6E-GDNE-XX (Inverter)
  • MFC-C6E-GDNE-XX (Inverter): আপনার বাজেট যদি একটু বেশি হয় অর্থাৎ আপনার বাজেট যদি ৪৫ হাজার টাকা হয় তাহলে এই ফ্রিজটি দেখতে পারেন। এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য ৪৪ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। এই ফ্রিজটি ইনভার্টার সিস্টেম আছে অর্থাৎ নিজে নিজে কারেন্ট নেয়া বন্ধ করে ফেলে। তাই আপনার বিদ্যুত খরচ অনেক কম হয়।

মার্সেল ফ্রিজ ব্যবহারের নিয়ম

অনেক ক্ষেত্রে আমরা নতুন ফ্রিজ কিনে এনে সঠিকভাবে ব্যবহারের নিয়ম না জেনে ব্যবহারের ফলে ফ্রিজ নষ্ট হয়ে যায়। তাই আমরা কিছু নিয়ম নিয়ে আলোচনা করবো যেন আপনারা বুঝতে পারেন মার্সেল ফ্রিজ ব্যবহারের নিয়ম কিন। অর্থাৎ নতুন ফ্রিজ কিনে নিজে আসলে কিভাবে ব্যবহার করবেন।

  • ফ্রিজের চারপাশে পর্যাপ্ত যায়গা রাখুন। এতে করে ফ্রিজের গরম হাওয়া বের হতে সুবিধা হয়।
  • ফ্রিজের স্টাবিলাইজার ব্যবহার করুন। কারন বিদ্যুত এর ভোল্টেজ উঠা নামা করলে ফ্রিজের ক্ষতি হয়। তাই আপনি যদি ফ্রিজের স্টাবিলাইজার ব্যবহার করেন তাহলে আপনার ফ্রিজে ভোল্টেজ উঠা নামার কারনে কোন সমস্যা হবে না।
  • ফ্রিজের ভেতর কিছু খালি যায়গা রাখুন। ফ্রিজ সম্পূর্ন ভর্তি করে জিনিস পত্র রাখবেন না। এতে করে ঠান্ডা করন প্রক্রিয়া ব্যহত হয়। সব সময় চেষ্টা করবেন ফ্রিজের ভেতর কিছু যায়গা খালি রাখতে।
  • ফ্রিজের উপর ভারি জিনিস রাখবেন না। আমরা অনেক সময় ফ্রিজের উপর বিভিন্ন ভারি জিনিস রাখি যা ফ্রিজের জন্য ক্ষতিকর। চেষ্টা করবেন ফ্রিজের উপর ভারি কিছু না রাখতে।

মার্সেল মাঝারি সাইজ ফ্রিজের দাম

৪/৫ জনের পরিবারের জন্য মাঝারি সাইজের ফ্রিজগুলো বেষ্ট। এই পর্যায়ে আমরা বর্তমান বাজারের সিলেক্টেড কিছু মার্সেল মাঝারি সাইজ ফ্রিজের দাম নিয়ে আলোচনা করবো।

  1.  মডেল – MNH-D3X-0102-RXXX-XX দাম – ৪৫,৫০০ টাকা
  2. মডেল – MNH-D3X-GDEL-XX দাম – ৪৫,৯৯০ টাকা
  3. মডেল – MNH-D3X-HDXX-XX দাম – ৪৯,২০০ টাকা
  4. মডেল – MFC-C6E-GDNE-XX দাম – ৪১,২০০ টাকা

মার্সেল ছোট সাইজ ফ্রিজের দাম

৩ জনের পরিবারের জন্য ছোট ফ্রিজগুলো ভালো। যেমন যারা নতুন বিয়ে করেছেন বা ব্যাচেলর বন্ধুরা মিলে একটা ফ্রিজ নিতে চাচ্ছেন সেক্ষেত্রে বড় ফ্রিজ নেয়ার প্রয়োজন পড়ে না। এই পর্যায়ে আমরা মার্সেল ছোট সাইজ ফ্রিজের দাম ও মডেল নিয়ে আলোচনা করবো।

  1. মডেল – MNM-B7E-GDEL-XX দাম – ৩৬,১৯০ টাকা
  2. মডেল – MNM-B1G-RXXX-RP দাম – ৩১,৬০০ টাকা
  3. মডেল – MNM-A9E-GDEL-XX দাম – ২৭,৯০০ টাকা
  4. মডেল – MFA-B4D-RXXX-CP দাম – ২৫,৫০০ টাকা
  5. মডেল – MFB-B0A-RNXX-RP দাম – ২৬,৯৯০ টাকা

মার্সেল ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম কি?

আপনারা হয়তো অনেকে শুনেছেন ফ্রিজ ইএমআই বা কিস্তিতে কেনা যায়। মার্সেল ফ্রিজ ও কিস্তিতে কেনা যায় খুব সহজে। নিচে মার্সেল ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হচ্ছে।

আমরা উপরে কয়েকটি ফ্রিজের মূল্য সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। স্বল্পমূল্যে থেকে উচ্চ মূল্যের ফ্রিজ গুলো সম্পর্কে কিছুটা জেনেছি। চলুন দেখে নিই কিস্তিতে ফ্রিজ কেনার নিয়ম কি। ধরুন আপনি ৫০ হাজার টাকার একটি ফ্রিজ কিনলেন কিন্তু আপনার পক্ষে পুরো টাকা টা দেওয়া সম্ভব হচ্ছে না।

তখন আপনি এক বছরের কিস্তিতে ফ্রিজ টি নিতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। এভাবে আপনার টাকা টি পরিশোধ করতে হবে। কিস্তিতে ফ্রিজ নিলে কোন ডিসকাউন্ট দেওয়া হয় না। আপনি ওয়ালটন শোরুমে যোগাযোগ করলে কিস্তিতে ফ্রিজ কেনার বিস্তারিত নিয়ম জানতে পারবেন।  ভালোভাবে জানতে হলে আমরা সাজেস্ট করবো করবো সরাসরি মার্সেল এর শোরুমে গিয়ে নিয়ম কানুন গুলো দেখে আসুন। কারন সময়ের সাথে বিভিন্ন কোম্পানি তাদের নিয়ম কিছুটা পরিবর্তন করে আর।

মার্সেল ফ্রিজের ওয়েবসাইট ভিজিট করুন

মার্সেল ফ্রিজের মূল্য তালিকা

উপরে আমরা মার্সেল ফ্রিজের মূল্য তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি মার্সেল ফ্রিজের মূল্য তালিকা আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply