ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম । কমদামে কম্প্রেসার কিনুন । ভালো কম্প্রেসার চেনার উপায়

ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম

ফ্রিজের কম্প্রেসার হচ্ছে ফ্রিজের কুলিশ মেশিনের মত। ফ্রিজের গুরুত্বপূর্ন যন্ত্রাংশের মধ্যে কম্প্রেসার অন্যতম ও প্রধান উপাদান। কারন কম্প্রেসার মূলত ফ্রিজের ভেতরে ঠান্ডা রাখতে সাহায্য করে। সাধারনত আমরা যখন কম্প্রেসার কিনি তখন ফ্রিজের কোয়ালিটি অনুযায়ী সাথে একটি কম্প্রেসার দিয়ে দেয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ফ্রিজের শুধু কম্প্রেসার পার্টটি ঠিক নষ্ট হয়ে যায় এবং তা চেঞ্জ করতে হয়। কিন্তু আপনি যদি ভালো মানের কম্প্রেসার কিনতে না পারেন সেক্ষেত্রে আপনার পুরো ফ্রিজটা ই নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ব্লগে আমরা ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম ও ভালো কম্প্রেসার চেনার উপায় নিয়ে বিস্তারতি জানানোর চেষ্টা করবো।

আশা করছি আমাদের আজকের ব্লগটি সম্পূর্ন পড়লে কম্প্রেসার নিয়ে আপনার মনে আর কোন প্রশ্ন থাকবে না। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক।

ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম
ছবি: ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম

কম্প্রেসার কি এবং কিভাবে কাজ করে

কম্প্রেসার মানে হচ্ছে কম্প্রেস করা বা সংকুচিত করা। এই ফিজের ভেতর যে ঠান্ডা বাতাশ থাকে তা মূলত এই মেশিনের মাধ্যমেই পেয়ে থাকি। কম্প্রেসার মূলত ফ্রিজের ভেতরের গরম বাতাস সংকুচিত করে বাইরে বের করে দেয় এবং একই সাথে বাইরের গরম বাতাস ঠান্ডা করে ভেতরে পাঠায়। বাতাস কন্টিনিউয়াসলি পরিবর্তন করে বাইরের বাতাস ভেতরে ও ভেতরের বাতাস বাইরে পাস করাই হচ্ছে কম্প্রেসারের কাজ।

মূলত খাবার যখন বাইরে থাকে তখন স্বাভাবিক তাপমাত্রায় খাবারের গায়ে এক ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম নেয় যার ফলে খাবার নষ্ট হয়ে যায়। কিন্তু ফ্রিজের ভেতরে স্বাভাবিক তাপমাত্রার চেইয়ে অনেক কম তাপমাত্রা থাকে তাই সে পরিবেশে খাবার নষ্ট হয় না। তাই ফ্রিজের মূল কাজের ক্ষেত্রে আসল কাজটা কিন্তু কম্প্রেসার ই করে। এই একই পদ্ধতি ব্যবহার করা হয় এসির ক্ষেত্রে। সেখানেও কম্প্রেসার রুমের গরম হাওয়া বাইরে বের করে ও বাইরের হাওয়া কম্প্রেস করে রুমের ভেতর পাঠায়।

কম্প্রেসার কত ধরনের হয়

কম্প্রেসার মূলত ৫ ধরনের হয়ে থাকে। ফ্রিজের ধরন ও সাইজ ভেদে বিভিন্ন কম্প্রেসার ব্যবহার করা হয়। তাই কম্প্রেসার কেনার আগে কম্প্রেসারের ধরন সম্পর্কে ভালো আইডিয়া থাকা উচিত। চলুন তাহলে দেখে নেই কম্প্রেসার কত ধরনের হতে পারে।

  1. রেসিপ্রকেটিং কম্প্রেসার
  2. রোটারি ভেন কম্প্রেসার
  3. স্ক্রল কম্প্রেসার
  4. স্ক্রু কম্প্রেসার মেশিন
  5. সেন্ট্রিফিউগাল কম্প্রেসার

রেসিপ্রোকেটিং কম্প্রেশন মূলত পিস্টন সিলিন্ডার মেকানিজম ব্যবহার করে গ্যাস কম্প্রেসার করে। এই ধরনের কম্প্রেসার একটি মোটর ঙ্কশ্যাফটকে ঘুরায়। এই গ্যাস ঠান্ডা করে। রেসিপ্রোকেটিং কম্প্রেসার আবার কয়েক ধরনের হয়ে থাকে।

ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম

ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম অনেকেই জানতে চান। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ও বিভিন্ন কোম্পানির কম্প্রেসার পাওয়া যায়। ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম নির্ভর করবে আপনি কোন ধরনের ও কোন মানের কম্প্রেসার কিনছেন তার উপর। সাধারনত ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম ৩০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। নিচে আমরা বর্তমান বাজারের কিছু উল্লেখযোগ্য কম্প্রেসারের নাম ও এর প্রাইস বলার চেষ্টা করবো। আশা করছি এর মাধ্যমে ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে।

ওয়ালটন কম্প্রেসার – Walton compressor

ওয়ালটন হচ্ছে বর্তমানে বাংলাদেশে সাশ্রয়ী দামে ভালো মানের বিভিন্ন ইলেকট্রিক জিনিস বিক্রির জন্য বিখ্যাত। বাংলাদেশে ওয়ালটন ই প্রথম ফ্রিজকে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে। বর্তমানে ওয়ালটন কোম্পানি ফ্রিজ, ডিপ ফ্রিজ তৈরির পাশাপাশি ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছে এবং সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে। ওয়ালটন কম্প্রেসার বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ৩৫০০ টাকার মধ্যে। কিন্তু অন্যান্য কোম্পানির সাথে ওয়ালটন কোম্পানির পার্থক্য হচ্ছে ওয়ালটন কম্প্রেসার ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে যেখানে অন্যান্য কোম্পানি ৭ থেকে ১০ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। তাই আপনি যদি মোটামুটি কম বাজেটের মধ্যে বালো মানের কম্প্রেসার নিতে চান তাহলে ওয়ালটন কম্প্রেসার দেখতে পারেন।

এলজি কম্প্রেসার – LG compressor price

এলজি এক সময়ের বিশ্ব কাপানো একটি ব্রান্ড। ফ্রিজ তৈরির পাশাপাশি এটি টিভি, রেডিও সহ বিভিন্ন হোম এপ্লায়েন্স তৈরি করে থাকে। এলজি কম্প্রেসার বাংলাদেশে সরাসরি তৈরি হয় না ইন্ডিয়া থেকে আসে। অর্থাৎ বাংলাদেশে যেসব এলজি কম্প্রেসার দেখেন তার বেশিরভাগ ই আছে ইন্ডিয়া থেকে তাই দাম একটু বেশি। বর্তমানে বাজারে এলজি কম্প্রেসারের দাম হচ্ছে ৩৮০০ টাকার মত। তাই আপনার যদি বাজেট কিছুটা বেশি হয় আপনি এলজি কম্প্রেসার দেখতে পারেন।

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ওয়ালটন কম্প্রেসারে ১২ বছরের ওয়ারেন্টি হলেও এলজি কম্প্রেসারে দিচ্ছে ১০ বছরের ওয়ারেন্টি। তাই কেনার আগে ভেবে দেখুন আপনি কোন কোম্পানির কম্প্রেসার নিবেন।  তবে ব্যক্তিগত ভাবে আমাদের সাজেশন হচ্ছে ওয়ালটন এর কম্প্রেসার কিনুন। কারন ওয়ালটন আমাদের দেশীয় প্রোডাক্ট হওয়াইয় দাম কিছুটা কম। আর কেনার পর সমস্যা হলে খুব সহজেই তা সমাধান করতে পারবেন।

Tecumseh compressor

Tecumseh compressor মূলত চায়নিস ব্র্যান্ডের কম্প্রেসার। আপনি যদি বাজেট বাড়াতে পারেন সেক্ষেত্রে এই কোম্পানির কম্প্রেসারটি নিতে পারেন। এই কম্প্রেসারটি সরাসরি চায়না থেকে আসে আর কোয়ালিটি বাজারের অন্যান্য কম্প্রেসারের চেয়ে একটু ভালো। তাই যারা ভালো মানের কম্প্রেসার নিতে চান তারা এই কম্প্রেসারটি দেখতে পারেন। বর্তমানে বাজারে Tecumseh compressor টি পাওয়া যাচ্ছে ৪২০০ টাকায়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এটা যেহেতু চাইনিজ ব্র্যান্ড তাই পন্য ক্রয়ের পর আপনি ওয়ালটনের মত ওইভাবে ভালো কাস্টমার সার্ভিস পাবেন না।

QD compressor

QD compressor একটি চাইনিজ কোম্পানি যারা উন্নত মানের রেফ্রিজারেটর পার্টস তৈরি করে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে QD ব্র্যান্ডের কম্প্রেসার খুব জনপ্রিয়। বিশেষ করে দক্ষিন এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়ায় QD compressor প্রচুর জনপ্রিয়। বর্তমানে বাজারে এই কম্প্রেসার পাওয়া যাচ্ছে ৩০০০ টাকায়। এই কম্প্রেসারের স্পেশালিটি হচ্ছে খুব কমদামে ভালো কোয়ালিটি কম্প্রেসার প্রোভাইড করা। দাম কিছুটা কম মনে হলেও টেকনিশিয়ানদের মতে এই কম্প্রেসারটি খুব ভালো সার্ভিস দিচ্ছে। তাই আপনি চাইলে কোন সন্দের ছাড়াই নিতে পারেন।

কমদামে ভালো ফ্রিজের কম্প্রেসার

উপরে আমরা বিভিন্ন বিভিন্ন ব্রান্ডের কম্প্রেসার নিয়ে জানলাম। অনেকেই আমাদের কাছে জানতে চান কমদামে ভালো ফ্রিজের কম্প্রেসার কোনটা। অর্থাৎ কম দামে ভালো কম্প্রেসার নিতে চান সেক্ষেত্রে আমরা সাজেশন দিবো আপনি QD compressor টি দেখতে পারেন। এই কম্প্রেসরটি বর্তমানে বাজারে মাত্র ৩০০০ টাকায় পাওয়া যাচ্ছে। কাস্টমার সেটিসফিকশন অনুযায়ী এই কম্প্রেসারটি বর্তমানে কমদামে বাজারের সেরা কম্প্রেসার হিসেবে বিবেচ্য। তাই আপনি কম দামে ভালো ফ্রিজের কম্প্রেসার নিতে চাইলে অবশ্যই QD compressor টি দেখতে পারেন।

এছাড়াও আপনি যদি বাজেট আরেকটু বাড়াতে পারেন তাহলে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এর কম্প্রেসার নিতে পারেন। এক্ষেত্রে ওয়ালটল কম্প্রেসার এর দাম ৩৫০০ টাকার মত পড়লেও আপনি সাথে ১২ বছরের ব্র্যান্ড ওয়ারেন্ট পাচ্ছেন যা শুধুমাত্র ওয়ালটন ই দিচ্ছে। বাজারের অন্যান্য কম্প্রেসার ব্র্যান্ড সাধারনত ৭ থেকে ১০ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। তাই আপনি যদি কমদামে ভালো ফ্রিজের কম্প্রেসার নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এর কম্প্রেসার দেখতে পারেন।

ভালো কম্প্রেসার চেনার উপায়

এতক্ষন আমরা কম্প্রেসার কি এবং কম্প্রেসার কিভাবে কাজ করে এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করেছি। কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চান একটি ভালো মানের কম্প্রেসার চেনার উপায় কি। অর্থাৎ কিভাবে বুঝবেন আপনার ক্রয় করা কম্প্রেসারটি ভালো কি না। নিচে আমরা কয়েকটি জিনিস উল্লেখ করছি যা দেখে বুঝতে পারবেন আপনার ক্রয়কৃত কম্প্রেসারটি কেমন।

ব্র্যান্ড: নতুন কম্প্রেসার কিনার ক্ষেত্রে ব্র্যান্ড অনেক বড় একটা বিষয়। কারন বাজারে ভালো ব্র্যান্ডের কম্প্রেসার গুলো সাধারনত ভালো হয়। এবং কেনার পর যদি কোন সমস্যা হয়েও থাকে তাহলে তারা আপনাকে কাস্টমার সার্ভিসের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করে দিবে।

ওয়ারেন্টি: কম্প্রেসার কেনার আগে অবশ্যই ওই কোম্পানির ওয়ারেন্টি সিস্টেম একবার দেখে নিবেন। সাধারনত ভালো কোম্পানিগুলো তাদের কম্প্রেসারের সাথে ১০ বছর বা তার বেশি ওয়ারেন্টি দিয়ে থাকে। তাই কম্প্রেসার ক্রয় করার পুর্বে অবশ্যই চেক করে নিবেন সাথে কত বছরের ওয়ারেন্টি উল্লেখ করা আছে।

আমরা আজকের আলোচনায় ফ্রিজের কম্প্রেসার মেশিনের দাম ও ভালো কম্প্রেসার চেনার উপায় নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।আশা করছি আজকের আলোচনার পর আপনার কম্প্রেসার কেনার ক্ষেত্রে আর কোন সমস্যা হবে না। ব্লগটি আপনার কাজে আসলে আপনার বন্ধু আর পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply