মাদ্রাসা এমপিও নোটিশ কিভাবে দেখে

মাদ্রাসা এমপিও নোটিশ কিভাবে দেখে – Madrasha MPO Notice

এমপিও ভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতার এমপিও নোটিশ সম্পর্কে আপডেট অনেকেই জানতে চান। আজকে আমরা মাদ্রাসা এমপিও নোটিশ কিভাবে দেখে এবং কোথায় এমপিও নোটিশ এর আপডেট পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে। আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

মাদ্রাসা এমপিও নোটিস- Madrasha MPO Notice কি

এম পি ও এর পূর্ণরূপ হল Monthly pay order । এমপিওভুক্ত সরকারি মাদ্রাসা শিক্ষকগণের বেতন ভাতার এই আদেশ Madrasha MPO Notice নামে পরিচিত। এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণ মাদ্রাসা শিক্ষা ও অধিদপ্তরের এক আদেশ এর বলে প্রতি মাসের বেতনে ভাতা প্রাপ্ত হন। এখানে ইবতেদায়ী থেকে হতাশা শিক্ষক কর্মচারীবৃন্দ সকলের বেতন ভাতা নির্ধারণ করা হয়।

মাদ্রাসা এমপিও নোটিশ কোথায় দেখা যায়

মাদ্রাসা এমপিও নোটিস মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক অফিসিয়াল ওয়েবসাইট www.dme.gov.bd এর ওয়েবসাইটে নোটিশ পাতায় দেখা যায়। ইবতেদায়ী সহ সকল এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীগণের এমপিও নোটিশ এখানে পাওয়া যায়। এছাড়াও সাধারণত প্রতি একমাস পরপর নতুন শিক্ষক এমপিও ভুক্ত করন উচ্চতর ও সিনিয়র স্কেল প্রধান সহ এমপি আপডেট করা হয়।

Madrasha MPO Notice দেখতে যা যা প্রয়োজন

ইন্টারনেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই মাদ্রাসার এমপিও নোটিশ দেখা যাবে। তবে মাদ্রাসা এমপিও নোটিশ দেখতে যা যা প্রয়োজন তা হল-

  • এজন্য প্রথমেই থাকতে হবে ইন্টারনেট যুক্ত একটি মোবাইল অথবা কম্পিউটার
  • মোবাইল অথবা কম্পিউটারে থাকতে হবে ওয়েব ব্রাউজার। যেমন- গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, ইউসি ব্রাউজার
  • এমপিও নোটিশ যেহেতু পিডিএফ ফরমেটে প্রকাশিত হয় তাই এটি দেখতে মোবাইলে কম্পিউটারে থাকতে হবে এডোবি রিডার বা অনুরূপ apps

মাদ্রাসা এমপিও নোটিশ কিভাবে দেখে

  • প্রথমেই গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, ইউসি ব্রাউজার এসব সফটওয়্যার অ্যাপস বিনামূল্যে পাওয়া যায় তাই এগুলো প্লে স্টোর থেকে মোবাইল ও কম্পিউটারে ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
  • এবার মোবাইল অথবা কম্পিউটারের ওয়েব ব্রাউজার এড্রেস বারে ওয়েবসাইট এর ঠিকানাটি টাইপ করে ইন্টার অথবা গো বাটনে ক্লিক করতে হবে
  • কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের দপ্তরে হোম পেজ আসবে
  • এবার মাদ্রাসা ও শিক্ষা অধিদপ্তরের হোমপেজে প্রথমে নোটিশ বোর্ড দেখতে পাবেন
  • এই নোটিশ বোর্ডে পাবেন কাঙ্খিত মাদ্রাসা এমপি নোটিস
  • এখানে অধিদপ্তরের কর্মকান্ডের প্রতিদিনকার নোটিশ কপি করতে দেখা যায়
  • যদি দেখতে না পান নোটিশ প্রোডাকশনে বোর্ড অপশনে ক্লিক করতে হবে তাহলে সিলেক্ট করা নোটিশ গুলো দেখা যাবে
  • মাদ্রাসার শিক্ষক অধিদপ্তরের সকল নোটিশ সহজে একসাথে দেখতে সংযুক্ত লিংক কপি করে ব্রাউজারের অন্য পেইজে পেস্ট করতে হবে
  • এরপর অধিদপ্তরের নোটিশ পাতা ব্রাউজ করে সকল নোটিশ একসাথে দেখা যাবে
  • যদি এখানে সকল নোটিশের মধ্যে উক্ত নোটিশ না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝতে হবে নোটিশটি এখনো প্রকাশিত হয়নি

মাদ্রাসা শিক্ষকদের এমপিও আপডেট কোথায় দেখা যায়

সম্প্রতি প্রকাশিত এমপিও আপডেট অনলাইনে  www.dme.gov.bd এই ওয়েবসাইটে দেখা যায়। নতুন শিক্ষকের এমপিও ভুক্ত করন উচ্চতর স্কেল কিংবা নাম বয়স জন্ম তারিখ সংশোধন ইত্যাদি আপডেট তথ্য দেখা যায়। এমপিও আপডেট দেখতে মাদ্রাসা অধিদপ্তরের memis cell  এ যেতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত মাদ্রাসা শিক্ষকদের এমপি আপডেট ওখানেই পাওয়া যায়।

পরামর্শ

এমপিও নোটিশ চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসে প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। তাই নির্দিষ্ট তারিখের মধ্যে খোঁজ করতে হবে। যদি নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে নোটিশের ডান কোনায় নিচের দিকে তীর চিহ্নে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে তাহলে মোবাইল বা কম্পিউটারে নোটিশ টি ডাউনলোড হয়ে যাবে।

মাদ্রাসা এমপিও নোটিশ কিভাবে দেখে

মন্তব্য

আজকে আমরা মাদ্রাসা এমপিও নোটিশ কিভাবে দেখে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আশা করছি। মাদ্রাসার শিক্ষকদের জন্য এমপিও নোটিশ কিভাবে সহজে দেখা যায় তা এই আর্টিকেলটি পড়ে জানা যাবে।

আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply