কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট 2023

কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট

গতবছর এইচ এস সি সমমান ভোকেশনাল পাশের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ ছিল। ২০২০ সালে অবশ্য স্বয়ংক্রিয় পাশে শতাধিক শিক্ষার্থীই পাশ করেছিল।

গতবছর কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বের হয়েছে ৫ হাজার ৭৭৫ জন, যা আগের বছর ছিল ৪ হাজার ১৪৫ জন।

২০২১ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৯ হাজার ৯৩৭ শিক্ষার্থী ভোকেশনাল, ডিপ্লোমা-ইন-কর্মাস ও বিএম পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৭০৮ জন।

গতবছর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়াল যুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলের সারসংক্ষেপ তুলে ধরেন। এর পর প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

পরবর্তীতে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে দুপুর ১২ টায় ফলের সার্বিক বিষয় গণমাধ্যমের কাছে তুলে ধরেন।সংবাদ সম্মেলনের পর ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হয় কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট সহ অন্যান্য বোর্ডের রেজাল্ট।

কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট কবে দিবে?

বর্তমানে অনেকে ইন্টারনেটে কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট নিয়ে অনুসদ্ধান করেছন। আপনারা যাতে খুব দ্রুত কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট পেতে পারেন তার জন্যই আমাদের এই আর্টিকেলটি। আমাদের এই আর্টিকেলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট কবে প্রকাশ করবে তা ঘোষণা করেছে। তাই আপনি দেখে নিন আপনার এইচ এস সি রেজাল্ট। কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি।

মার্কশিট সহ কারিগরি বোর্ডের এইচ এস সি রেজাল্ট দেখুন

যারা নিজেদের পরীক্ষার ফলাফল মার্কশিট সহ ডাউনলোড করতে চান তাদের জন্য সহজ নিয়ম আমরা এখানে দিয়েছি। যার সাহায্যে মার্কশিট সহ ফলাফল অতি দ্রতই দেখতে পারবেন।

  • সর্বপ্রথম নিচে উল্লেখিত ওয়েবসাইটে চলে যান www.eboardresults.com
  • রেজাল্ট পেজে লেখা ক্লিক করুণ তারপর একটি বক্স ওপেন হবে।
  • তারপর সিলেক্ট করুন আপনার পরীক্ষার নাম [ HSC/ Vocational/ Alim ]
  • পরীক্ষার সাল নির্বাচন করুন [ 2023 ]
  • বোর্ডের নাম নির্ধারণ করুন [ Technical]
  • রেজাল্টের ধরন নির্বাচন করুন ইন্ডিভিদুয়াল টাইপ [ Individual Result ]
  • আপনার এইচ এস সির বোর্ড রোল দিন।
  • আপনি চাইলে রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে অপশনাল।
  • এখন সিকিউরিটি ক্যাপচা পূরণ করুন।
  • সকল তথ্য সঠিকভাবে দেয়া হয়ে গেলে গেট রেজাল্টে ক্লিক করুন।

ঢাকা বোর্ডের রেজাল্ট দেখুন এসএমএস এর মাধ্যমে

যদি আপনি ঢাকা বোর্ডের এইচ এস সি রেজাল্ট দেখতে চান তাহলে আপনি এসএমএস পূরণ করে ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই সঠিক ফরমেট ব্যবহার করে এসএমএস পাঠাতে হবে। নিম্নে ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট ফরমেট দেয়া হলো।

  1. সর্বপ্রথম আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান।
  2. তারপরে পরীক্ষার নাম লিখুন [ HSC ]
  3. তারপরে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর উল্লেখ করুন [ DHA ]
  4. স্পেস প্রদান করুন।
  5. এখন আপনার এইচ এস সি বোর্ড রোল লিখুন।
  6. তারপরে আপনার পরীক্ষার পাশের সাল লিখুন।
  7. তারপরে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
  8. SMS Formate: HSC DHA 233540 2023
    [ send the massage to 16222 number ]

এইচ এস সি ফলাফল পুনঃনিরীক্ষণ করার নিয়ম

আপনি যদি সম্প্রীতি এইচএসসি বা সমমান পরীক্ষা দিয়ে থাকেন আর যদি আপনার ফলাফল প্রত্যাশিত না হয় তাহলে আপনি ঘরে বসে ফলাফল পুনঃনিরীক্ষণ করার জন্য আবেদন করতে পারবেন।

রেজাল্ট প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফলাফল কাঙ্খিত না হলে শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা থাকে। শিক্ষার্থীদের এই অনিশ্চয়তা দূর করতে বোর্ডগুলো কাটা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে।

এ প্রক্রিয়াটি বোর্ড চ্যালেঞ্জ নামে পরিচিত। এই প্রক্রিয়াটি মূলত হাতের নম্বর গণনা কিংবা খাতার কোথাও নাম্বার ভুল ভ্রান্ত হয়েছে কিনা তা মিলিয়ে দেখা হয়। এতে খাতা নতুন করে আবার মূল্যায়ন করা হয় না।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পরে শিক্ষা বোর্ড গুলোর ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd কিংবা রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক এর ওয়েবসাইটে জানা যাবে।

আরো পড়ুন – মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ 2023

ফলাফল পুনঃনিরীক্ষণ কিভাবে করবেন

কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট কিংবা অন্য কোন বোর্ড এর রেজাল্ট পুনঃনিরীক্ষণ করার জন্য শিক্ষা বোর্ডে যাওয়ার কোন দরকার নেই। বাড়িতে বসেই ফলাফল পুনঃনিরীক্ষণ করার জন্য আবেদন করা যায়।

ফলাফল পুনঃনিরীক্ষণ করার জন্য যা লাগবে

১. টেলিটক সংযোগসহ একটি যোকোন মোবাইল ফোন। ( আপনার যদি টেলিটক সিম না থাকে তাহলে কোন সমস্যা নেই। আপনার আশেপাশে অনেকের আছে যাদেরটা দিয়ে ফলাফল পুনঃনিরীক্ষণ করার জন্য আবেদন করতে পারবেন )
২. সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। ( প্রতিটি বিষয়ের পুনঃনিরীক্ষণের জন্য ১৫০ টাকার মতো লাগতে পারে )

৩. যোগাযোগের জন্য আপনার একটি ব্যক্তিগত নাম্বার। ( বাংলাদেশে ব্যবহৃত যে কোন মোবাইল অপারেটরের নাম্বার দিতে পারবেন )

এসএমএস এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট পুনঃনিরীক্ষণ পদ্ধতি

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল নাম্বার থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC<Space> আপনার বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর <Space> আপনার বোর্ড রোল নাম্বর <Space> বিষয় কোড লিখে পাঠাতে হবে 16222 এই নম্বরে।

উদাহরণ: কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট দেখার জন্য একজন পরিক্ষার্থী তার বোর্ড রোল নম্বর 12345678 হলে এবং ঐ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চাইলে মেসেজ অপশনে RSC Tec 12345678 121 send করতে হবে 16222 এই নম্বরে।

এসএমএসে আপনার আবেদনের জন্য কত টাকা কাটবে তা জানিয়ে একটি PIN দেয়া হবে। এতে
সম্মত থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC<Space>Yes<Space>PIN<Space>Contact Number ( যে কোন মোবাইল অপারেটরের নাম্বার থেকে ) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উল্লেখ্য, আপনি যদি একই সাথে একাধিক বিষয়ের জন্য পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়/পত্রের কোড গুলো লিখতে হবে। যেমন রসায়ন ও পদার্থ দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মেসেজ অপশনে গিয়ে RSC<Space>Tec<Space>Roll Number<Space> 121,174,234,1620 এমন করে লিখতে হবে।

এছাড়া প্রতিপত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা করে কেটে নেয়া হবে। বিপদ বিশিষ্ট বিশিষ্ট বিষয়ের একটি পত্রের জন্য কিংবা দুটি পত্রের জন্য আবেদন করতে পারবেন। ম্যানুয়েল কোন আবেদন গ্রহণ করা হয় না।

কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট

মন্তব্য

কারিগরি শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই তথ্যবহুল আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। আপনার কোন এইচ এস সি পরীক্ষার্থী বন্ধু থাকে তাকে শেয়ার করে দিন। আর কোন মতামত থাকলে কমেন্ট বক্সে জানান অতি দ্রুতই রিপ্লাই দেয়ার চেষ্টা করবো। এ আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply