কলকাতায় কম দামে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম, ঠিকানা ও খরচ

কলকাতায় কম দামে আবাসিক হোটেল

কলকাতা হল বাংলাদেশের বর্ডারের পাশে সীমান্তবর্তী সবচেয়ে কাছের জায়গা। যেখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঘোরার জন্য কিংবা চিকিৎসার জন্য গিয়ে থাকেন। কলকাতায় গেলে কলকাতায় কম দামে আবাসিক হোটেল কোথায় পাওয়া যাবে হোটেলের খরচ কেমন বা হোটেলের ঠিকানা কি সে সম্পর্কে বিস্তারিত জানতে অনেকে google এ সার্চ করে থাকেন।

আজকে আমরা কলকাতায় কম দামে আবাসিক হোটেল এর তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।

আরো পড়ুন – সিলেটে কম দামে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম, ঠিকানা ও খরচ

কলকাতায় যেখানে সবচেয়ে ভালো আবাসিক হোটেল পাওয়া যায়

কলকাতার বেশিরভাগ বিবিসি সদর স্ট্রিট এলাকাতে বিভিন্ন ধরনের সস্তায় আবাসিক হোটেল থাকে। তবে বাইপাসের ধারে ও ঠাকুর পুকুরে ক্যান্সার হাসপাতালের আশেপাশে অনেক সস্তায় আবাসিক হোটেল রয়েছে। সব জায়গায় নিজে রান্না করার ব্যবস্থাও আছে। এছাড়াও কলকাতায় গেলে বড়বাজারে সস্তায় হোটেলে থাকতে পারেন।

কলকাতায় আবাসিক হোটেলের ভাড়া

কলকাতায় প্রতিদিনের জন্য হোটেলে তিনশ রুপি থেকে শুরু করে ৫০০০ রুপি পর্যন্ত ভাড়া নিয়ে থাকে। আর যারা দীর্ঘ সময় চিকিৎসার জন্য আসবেন তাদের এক রুমের ভাড়া ২০ থেকে ২৫ হাজার রুপি মাসিক ভাড়া হতে পারে। তাই এখানে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় তাছাড়া কলকাতার শহর এবং জায়গা ভেদে এবং এলাকা ভেদে কলকাতার আবাসিক হোটেলের ভিন্ন হয়ে থাকে।

যেমন দীর্ঘদিন থাকার ইচ্ছা হলে একটু সস্তায় হাসপাতালের আশেপাশে হোটেল নেওয়াই উত্তম।

কলকাতায় গেলে কোথায় থাকবেন

যদি আপনি কেনাকাটা এবং ঘোরাঘুরির জন্য কলকাতায় আসেন তাহলে শহরের কেন্দ্রীয় ব্যবসায়ী এলাকায় হিসেবে পরিচিত কলকাতার হোটেল গুলোতে থাকতে পারেন। এক্ষেত্রে সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্পিড পার্ক, হোটেল গুলো হবে আপনার জন্য সবচেয়ে সুন্দর জায়গা। এসব এলাকায় রয়েছে কলকাতা নিউমার্কেট এক্সপ্লানেড চাঁদনী চক ডালহৌসি স্কয়ার বিগ বাজার।

এছাড়াও আশেপাশে প্রচুর শপিংমল রয়েছে। যেখান থেকে সব ধরনের দরকারি জিনিসপত্র কিনতে পারেন এবং কলকাতা ঘোরাঘুরি জন্য সবস্থাপনা গুলো কিন্তু এ এলাকাতে অবস্থিত। তাই যেকোনো জায়গায় এখান থেকে খুব সহজেই যেতে পারবেন। বাংলাদেশ থেকে আসা সকল গাড়িগুলোই মার্কস স্ট্রিটের এসেই থামে। আর যদি কলকাতায় চিকিৎসার জন্য এসে থাকেন তাহলে যে হসপিটালে চিকিৎসা নিবেন তার আশেপাশে থাকার চেষ্টা করবেন।

সব থেকে ভালো হয় আসার আগে গুগল ম্যাপ করে আপনার সম্ভাব্য এলাকাগুলোর বিষয়ে ধারণা নিয়ে আসা। এতে করে হোটেল এবং দূর পরিকল্পনা করতে অনেক বেশি সুবিধা হবে।

কলকাতায় কম দামে আবাসিক হোটেল ভাড়া করতে কি লাগে?

  • অনেক হোটেলে দুই থেকে তিন দিনের অ্যাডভান্স
  • পাসপোর্ট এর কপি
  • টিকিটের কপি
  • হসপিটালের বুকিং কাগজপত্র
  • আইডি কার্ডের ফটোকপি
  • সেফটি মানি বুকিং
  • আগে থেকে বুকিং থাকলে বুকিং এর ইমেইলের ফটোকপি
  • ছবি
  • রেফারেন্স আইডি

কলকাতার বিভিন্ন আবাসিক হোটেলের তালিকা

এই পর্যায়ে আমরা কলকাতায় কম দামে আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই আমাদের উল্লেখকরা হোটেল গুলো বাছাই করতে পারেন। এক্ষেত্রে কম খরচে ভালো রুম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

১। হোটেল আপনজন বেহালা

ঠিকানা- ৭৩৭/এ, ডায়মন্ড হারবার রোড, বাটা কলোনি পশ্চিম বারিশা

কলকাতা, পশ্চিমবাংলা ৭০০৩৪

হোটেল ভাড়া এখানে বাংলাদেশে ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেড পাওয়া যায়। প্রতি রাতের জন্য অনেক ক্ষেত্রে ৩০০ টাকা ও গুনতে হয়। এখানে সকল ধরনের খাবার এবং ভাতের সুব্যবস্থা আছে। এছাড়া নিজে রান্না করার জন্য সুব্যবস্থা রয়েছে। হোটেলের রুমগুলোতে এসি এবং নন এসি সিস্টেম রয়েছে।

২। হোটেল মনিশ

ঠিকানা- বি এক দর্শন লেন, দীঘা বাসস্ট্যান্ডের বিপরীতে

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২৬৬৬-৩১৯ ২৯০

টাইপ- বাজেট

হোটেল রুম সংখ্যা- ৭০

সর্বাধিক রুম ভাড়া- ১৫০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০ টাকা

৩। দ্যা নিউ আসকা হোটেল

ঠিকানা- ১৯/১৪ সত্যনারায়ণ মন্দিরের নিকটে, মুখর রাম কানুরিয়া রোড

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২৬৬৪২০০৯

হোটেলের রুম সংখ্যা- ২০ টি

সর্বাধিক রুম ভাড়া- ১২০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০ টাকা

৪। এ ভি হোটেলস প্রাইভেট লিমিটেড

ঠিকানা- বড় বাজার পুলিশ স্টেশনের কাছে, শম্ভু মল্লিক লেন বড়বাজার

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩ ২২৬৮৭৭৪১ থেকে ৪৬,৪৮,৪৯

ফ্যাক্স নাম্বার- ০৩৩২২৬৮১৯৯

হোটেলের রুম সংখ্যা- ৭৪

সর্বাধিক রুম ভাড়া- ১২০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০ টাকা

email- [email protected]

কলকাতা বিমানবন্দরের কাছে আবাসিক হোটেল

এই পর্যায়ে আমরা কলকাতা বিমানবন্দরের কাছে আবাসিক হোটেল ভাড়া সম্পর্কে জানবো। বাংলাদেশ থেকে অনেকেই কলকাতায় ডাক্তার দেখাতে বা ঘুরতে গেলে হোটেল ভাড়া করার প্রয়োজন পড়ে।

৫। অশোকা হোটেল

ঠিকানা- ১৩৩ আচার্য জগদীশচন্দ্র বোস রোড

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২২২২৭৭৫৯০৪

ফ্যাক্স নাম্বার- ০৩৩২২৬৪৯২২৯

হোটেলের রুম সংখ্যা- ৩৭

সর্বাধিক রুম ভাড়া- ১২০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া -৫00 টাকা

৬। ক্যাপিটাল গেস্ট হাউস

ঠিকানা- ১১ বি, চৌরঙ্গী লেন

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২২৫২৫২২২৫

হোটেলের রুম সংখ্যা- ৬০

সর্বাধিক রুম ভাড়া- ১২০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০ টাকা

৭। হলিউড হোটেল এন্ড রিসোর্টস

ঠিকানা- দোকান নং ১৪, বিষ্ণুপুর উত্তর ২৪ পরগনা ডায়মন্্রহাবার রোড,

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২৪৯৭৮১৫৩

হোটেলের রুম সংখ্যা- ৩০

সর্বাধিক রুম ভাড়া- ১২০০

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০

৮। হোটেল এয়ারলাইন্স

ঠিকানা- ২ কাপালি তলা লেন, বউবাজার

শহর- কলকাতা

রাজ্য-পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২২১১২৯৪৭

হোটেলের রুম সংখ্যা- ১৯

সর্বাধিক রুম ভাড়া- ১২০০

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০

email- [email protected]

৯। হোটেল এভিনিউ ক্লাব

ঠিকানা- ৯৫/এ চিত্তরঞ্জনেভিনিউ

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২২৫৫৩৭

হোটেলের রুম সংখ্যা- ১৭

সর্বাধিক রুম ভাড়া- ১৮০০ টাকা

সর্বনিম রুম ভাড়া- ১000 টাকা

email- [email protected]

১০। হোটেল ডাউন টাউন

ঠিকানা- আর এ এ ১/১ ভিআইপি রোড তেঘরিয়া

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২৫৭০৩৪১

ফেক্স নাম্বার- ০৩৩৪০৬১৭২৮৪

হোটেলের রুম সংখ্যা- ১৩

সর্বাধিক রুম ভাড়া- ২২০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ১000 টাকা

ইমেইল- [email protected]

ওয়েবসাইট www.downtown group.net

১১। হোটেল ডাউনটাউন

ঠিকানা- বর্ধমান মার্কেট চতুর্থ ও পঞ্চম তলা ষাট বিবি ঘোষ রোড বর্ধমান

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২২৫২৩২৩

হোটেলের রুম সংখ্যা- ১৭

সর্বাধিক রুম ভাড়া- ২০০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ১০০০

১২। হোটেল মিনার্ভা

ঠিকানা- ১১ গনেশ চন্দ্র এভিনিউ চাঁদনী চক

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২২৩৬৪৫০৫

হোটেলের রুম সংখ্যা- ৩১

সর্বাধিক রুম ভাড়া- বারোশো টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০ টাকা

১৩। হোটেল ওরিয়েন্টাল

ঠিকানা- ৯ই মারকিউস রোড পার্ক স্ট্রিট

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩০০৮৩০

হোটেলের রুম সংখ্যা- ৭৭

সর্বাধিক রুম ভাড়া- ১৫০০ টাকা

সর্বনিন্ম ভাড়া- ৫০০ টাকা

১৪। হোটেল প্যারামাউন্ট

ঠিকানা- ৩৩ বাই ৪ ফি ফি স্কুল স্ট্রিট মির্জাখালী স্ট্রীট

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২২৯০৬৬

হোটেলের রুম সংখ্যা- ৪০

সর্বাধিক রুম ভাড়া- ১২০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৫00 টাকা

১৫। নর্থ ইস্টার হোটেল

ঠিকানা- ৬৬/১ দমদম রোড

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২৫৫১৪১৭১

ফেক্স নাম্বার- ০৩৩২৫২৯১৫৩০

হোটেলের রুম সংখ্যা- ৯

সর্বাধিক রুম ভাড়া- বারোশো টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৫০০ টাকা

ইমেইল- নর্থ স্টার এটসিপি ডট কম

১৬। ঋতুরাজ হোটেল

ঠিকানা- ৬ মদনমোহন বর্মন স্ট্রিট বড় বাজার

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩ ৭২৪০৬০

হোটেলে রুম সংখ্যা- ৭৩

হোটেলে সর্বাধিক রুম ভাড়া- ২০০০ টাকা

সর্বনিম্ন রুম ভাড়া- ৮০০ টাকা

ইমেইল- [email protected]

১৭। কম্ফোটিং হোটেল

ঠিকানা- ৬৩ ভোরকা ব্লাড ব্যাংক রাফি আহমেদ কিদোয়াই রোড পার্ক স্ট্রিট

শহর- কলকাতা

রাজ্য- পশ্চিমবঙ্গ

ফোন নাম্বার- ০৩৩২৬৫৯১৩৮

হোটেলের রুম সংখ্যা- ৩১

হোটেলে সর্বাধিক রুম ভাড়া- ১৫০০ টাকা

সর্বনিন্ম ভাড়া- ৯00 টাকা

কলকাতায় কম দামে আবাসিক হোটেল

হোটেল গুলোর সুবিধা

  • আগে থেকে বুকিং করতে কোন টাকা লাগে না
  • পেমেন্ট চেক আউটের সময় দিলেই হয়
  • অনেক কম টাকায় থাকা যায়
  • সারাক্ষণ পানির ব্যবস্থা আছে
  • গ্রাউন্ড ফ্লোরে ফিল্টার লাগানো আছে
  • নরমাল পানি এবং ঠান্ডা পানি দুটোই পাওয়া যায়
  • ছাদে কাপড় শুকানো যায়
  • গেটের কাছে লন্ডি আছে কাপড় আয়রন করা যাবে
  • তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে রাত দশটায় বেশিরভাগ হোটেল বন্ধ করে ফেলে
  • পরিবেশ অনেক পরিস্কার পরিচ্ছন্ন

কলকাতায় কম দামে আবাসিক হোটেল ভাড়া করার টিপস

  • চিকিৎসার জন্য গেলে হাসপাতালের আশেপাশে হোটেল ভাড়া নেয়া উচিত
  • রাস্তার পাশের হোটেল গুলোতে ভাড়ার সবসময় একটু বেশি হয়।
  • মেইন রোডের ভিতরের দিকে হোটেলে ভাড়া কম লাগে।
  • ঝামেলা এড়াতে হোটেলে রিসিট সবসময় সাথে রাখা উচিত।
  • কলকাতায় হোটেল গুলোতে বেশিরভাগ সময় রান্না করার ব্যবস্থা থাকে। তাই নিজে রান্না করে খেতে চাইলে ম্যানেজারের সাথে কথা বলে নেয়া যেতে পারে।
  • বেশিরভাগ হোটেলে এডভান্স কিছু টাকা জমা রেখে তাই নিজের সাথে এক্সট্রা কিছু ডলার বা রুপি রাখা উচিত।
  • কলকাতার অনেক জায়গায় টাকার মান খুবই কম তাই সেখানে ডলারে বা রুপিতে ভাঙাতে গেলে যাচাই বাছাই করে নিতে হবে।
  • এছাড়াও নিজের পাসপোর্ট এবং এনআইডি কার্ডের কয়েকটি ফটোকপি করে সব সময় সাথে রাখা উচিত

কলকাতায় হোটেল ভাড়া করার ক্ষেত্রে সতর্কতা

হোটেলে উঠার সময় এবং হোটেল বুকিং দেওয়ার সময় হোটেলের সব নিয়মকানুন সঠিকভাবে জেনে হোটেলের ফরম পূরণ করা উচিত। কেননা অনেক অনেক অসাধু চক্র পরবর্তীতে হোটেলে ভাড়া সহ বিভিন্ন ফি বাড়িয়ে দেয়। এছাড়াও একা একা হোটেলে থাকলে রাস্তার পাশে হোটেলে থাকা উচিত। এতে খরচ একটু বেশি হলেও নিরাপত্তা বেশি থাকে।

কেননা কলকাতার গলির ভিতরের হোটেল গুলোতে ভাড়া কম হলেও রাত নয়টার পরে অনেক নিরিবিলি হয়ে যায়। এতে ছিনতাই করার সম্ভাবনা থাকে। তাই হোটেলে ওঠার পূর্বে হোটেলের পরিবেশ চেক করে নেয়া উচিত।

মন্তব্য

আজকে আমরা কলকাতায় কম দামে হোটেল ভাড়া করার নিয়ম এবং কলকাতার বিভিন্ন হোটেলের ঠিকানা এবং কলকাতায় থাকার খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন- 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply