খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম

খাগড়াছড়ি আবাসিক হোটেল

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এবং নানা বৈচিত্র পাহাড়ি ঝর্ণাধার এবং সবুজের সমরে সব মিলিয়ে তৈরি এই খাগড়াছড়ি পার্বত্য জেলা। সৃষ্টিকর্তা খুবই নিপুণভাবে এই খাগড়াছড়ি কে সাজিয়েছে। এখানে রয়েছে আকাশ পাহাড়ের মিতালী সিংগী ও মাইনু পতাকার বিস্তীর্ণ সহ অনেক চোখ জোড়ানো জায়গা। যেদিকে চোখ যায় শুধু সবুজ সবুজ তাই এই জেলায় সব সময় পর্যটকদের আনাগোনা থাকে।

সব সরকারি ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খাগড়াছড়িতে থাকে মানুষের ঢল। ছুটির দিনগুলোতে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়িতে ঘুরতে যাবে তাদের জন্য আগে থেকে সম্ভব হলে কটেজ বুক করে নেয়া উত্তম। আজকে আমরা খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন – কক্সবাজার ট্যুর প্যাকেজ ২০২৩

খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া করতে প্রয়োজনীয় কাগজপত্র

  • আইডি কার্ডের ফটোকপি
  • বাস ট্রেন অথবা এয়ারলাইন টিকিটের ফটোকপি
  • দুই কপি ছবি এবং
  • হোটেলের নির্দেশনা অনুযায়ী ফরম পূরণের ফটোকপি
  • এডভান্স কিছু টাকা
  • দেশের বাইরের হলে পাসপোর্ট এর ফটোকপি
  • মোবাইল নাম্বার
  • নাম ঠিকানা
  • হোটেলে বা খাগড়াছড়িতে যাওয়ার কারণ উল্লেখ করা
  • আগে থেকে হোটেল বুকিং করলে ইমেইলের ফটোকপি

খাগড়াছড়ি ভালো হোটেল তালিকা ও ঠিকানা

পর্যটন মোটেল- খাগড়াছড়ি শহরে ঢুকতে নদী পার হলেই এই পর্যটন হোটেল চোখে পড়বে। মোটেলে সব কক্ষগুলোই ২ বিছানার। মটেলের ভাড়া- এসি পার নাইট ২১০০ টাকা, নন এসি ১৩০০ টাকা মটেলের অভ্যন্তরে মাটিতে বাংলাদেশের মানচিত্র বানানো আছে।

যোগাযোগ- ০৩৭১ ৬২০০৮৪৮৫

গিরি থেবার- এটি খাগড়াছড়ি শহরের কাছে অবস্থিত। খাগড়াছড়ি ক্যান্টনমেন্টের একদম ভিতরে এই মটেলটি। এখানে সিভিল ব্যক্তিরাও থাকতে পারে। সব রুমে সীতাতপ নিয়ন্ত্রিত। যার মধ্যে দুটি ভিআইপি রুম। প্রতিটির ভাড়া ৩০৫০ টাকা এবং ডাবল রুম ভাড়া ২০৫০ টাকা এবং একটি সিঙ্গেল রুম যার ভাড়া ১২০০ টাকা।

যোগাযোগ- কর্পোরেট রায়হান ০১৮৫৯০০২৫৬৯৪

হোটেল ইকো ছড়ি ইন- হাগরাপুর ক্যান্টনমেন্ট এর পাশে পাহাড়ি পরিবেশে এই হোটেলটি অবস্থিত। এটি রিসোর্ট টাইপের একটি হোটেল। যোগাযোগ- ০৩৭১৬২৬২৫ এবং ৩৭৪৩ ২৫

হোটেল শৈল সুবর্ণ- এটি খাগড়াছড়ির পাহাড় ও জঙ্গলের কাছাকাছি অবস্থিত। এখান থেকে সুন্দর ভাবে খাগড়াছড়ি অনেক অংশ দেখা যায়। এই হোটেলটির ভাড়া এসি রুম দুই হাজার, টাকা নন এস ১১০০ টাকা।

যোগাযোগের নাম্বার- ০৩৭১৬১৪৩৬ এবং ০১৯০৭৭৬৮১২

ঠিকানা- খাগড়াছড়ি বাজার চাউল বাজার রাস্তা, খাগড়াছড়ি সদর উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা

হোটেল জেরিন– খাগড়াছড়ি হোটেল গুলোর মধ্যে হোটেল জেরিন অন্যতম। মোটামুটি কম বাজেটের মধ্যে ঘুরতে গেলে এই হোটেলে থাকা যেতে পারে। হোটেলের ভাড়া সিঙ্গেল রুম ৫০০ থেকে ১০০০ টাকা, ডাবল রুম 1800 টাকা এবং ভিআইপি রূপ ২৫০০ টাকা।

যোগাযোগের নাম্বার- ০৩৭১৬১০৭১

হোটেল লবিয়াত- হোটেল লবিয়াত খাগড়াছড়ি জেলার অন্যতম একটি হোটেল। এখানে পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। এই হোটেলের সবগুলো রুম শীতাতপ নিয়ন্ত্রিত। হোটেলের ভাড়া সিঙ্গেল রুম বারোশো টাকা। এবং ডাবল রুম বাইশো টাকা।

যোগাযোগের নাম্বার ০৩৭১৬১২২০ এবং ০১৫৫৬৫৭৫৭৪৬ এবং ০১১৯৯২৪৪৭৩০

হোটেল শিল্পী- মোটামুটি মধ্যম বাজেটের মধ্যে এই হোটেলটি বেশ প্রসিদ্ধ। এখানে খাওয়া-দাওয়া এবং হোটেলের পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ফ্রি ওয়াইফাই সহ গাড়ি পার্কিংয়েরও সুবিধা পাওয়া যায়। হোটেলের ভাড়া সিঙ্গেল রুম ১৩০০ টাকা ডাবল রুম ২১০০ টাকা ভিআইপি রুম ২৮০০ টাকা।

নাম্বার- ০৩৭১৬১৭৯৫

Hotel mountain abashik- মালিকের নাম নূর মোহাম্মদ

ঠিকানা- নারিকেল বাগান কলেজ রোড খাগড়াছড়ি সদর সদর থানা খাগড়াছড়ি পার্বত্য জেলা। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান

মোবাইল নাম্বার- ০১৫৫০৬০৬০৭৭

খাগড়াছড়ি গেস্ট হাউস আবাসিক– এর পরিচালনাকারী বা মালিকের নাম মোঃ কামাল। ঠিকানা- খাগড়াছড়ি গেস্ট হাউস কলেজ রোড, মহাজন পাড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা

মোবাইল নাম্বার- ০১৫৫০৬০৬০৭৭

হোটেল নূর আবাসিক- পরিচালনাকারী বা মালিকের নাম সালেহ আহমদ।

ঠিকানা- হোটেল নূর আবাসিক আমিন মার্কেট টাউন হল সামনে কোর্ট রোড খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি পার্বত্য জেলা

মোবাইল নাম্বার- ০১৮৭০৬৯৫৯৮৮

হোটেল 4star আবাসিক- সিরাজুল ইসলাম পরিচালনাকারীর নাম।

ঠিকানা- মসজিদ রোড খাগড়াছড়ি বাজার খাগড়াছড়ি পার্বত্য জেলা।

মোবাইল নাম্বার- ০১ ৬২০০৫৪৪৯৯

হোটেল আল আমিন আবাসিক- মালিকের নাম আলহাজ্ব জাহিদুল আলম।

ঠিকানা- খাগড়াছড়ি বাজার শাহী জামে মসজিদের সামনে সুপার মার্কেট তৃতীয় তলা, মসজিদ রোড, খাগড়াছড়ি বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা মোবাইল নাম্বার- ০১৯২০ ৩২৫২৮৯

ক্যাফে চমক হোটেল এন্ড রেস্টুরেন্ট- পরিচালনাকারী বা মালিকের নাম জনাব নুরুল আলম।

ঠিকানা- সাং আরামবাগ, তিন নম্বর ওয়ার্ড খাগড়াছড়ি সদর উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। এটি একটি বেসরকারি হোটেল

যোগাযোগ কারার নাম্বার- ০১ ৩২৫৯৮৫০৩২

হোটেল জেরিন- ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত রিসোর্ট। ভাড়া বা হোটেল ভাড়া ১১০০ থেকে ২৫০০ টাকা।

মোবাইল নাম্বার- ০৩৭১৬১০৭১

দীঘিনালা গেস্ট হাউস- ঠিকানা দিঘীনালা পার্বত্য জেলা খাগড়াছড়ি। হোটেল ভাড়া ৭০০ থেকে ১ হাজার।

মোবাইল নাম্বার- ০১৮২৭৬ ৪৬৮৩৭৭

শাহজাহান হোটেল- ঠিকানা- দীঘিনালা খাগড়া ছড়িয়ে পতাকা মেইন রোড। ভাড়া ৮০০ থেকে ১৫০০ টাকা।

মোবাইল নাম্বার- ০১৮২৫৯৮০৮৬৭

হোটেল খাগড়াছড়ি সদর- হোটেল ভাড়া 700 থেকে 1500 টাকা। মোবাইল নাম্বার ০১৫৫৩৬০৩৮৪১

চৌধুরী বোর্ডিং হোটেল- ঠিকানা- খাগড়াছড়ি মেনরোড। হোটেল ভাড়া এক হাজার থেকে ২৫০০ টাকা পর্যন্ত।

হোটেল বুকিং নাম্বার- ০৩৭১৬১ ৭৬

আরো পড়ুন – কক্সবাজার ট্যুর প্যাকেজ ২০২৩

হোটেল বুকিং এর কিছু প্রয়োজনীয় পরামর্শ

ব্যবসায়িক কাজে কিংবা একা কোথাও ঘুরতে গেলে নিরাপদ রাত্রী জাপানের জন্য অনেক ক্ষেত্রে হোটেল কে বেছে নিতে হয়। তাই অনেক সময় হোটেলে উঠার পর অনেক রকম অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়। একা একা হলে রাত্রে যাপন করতে গেলে নিরাপত্তার জন্য অনেকগুলো বিষয় নজর দিতে হয়।

নিরাপত্তাকে গুরুত্ব দিন- যখন একা হোটেলে রাত্রে যাপন করতে হবে এবং অথবা পরিবার নিয়ে কোথাও রাত্রি যাপন করতে হবে তখন অবশ্যই নিজের এবং পরিবার নিরাপদ থাকে বিশেষ গুরুত্ব প্রদানকারী হোটেলের খোঁজ করতে হবে। জানতে চেষ্টা করতে হবে হোটেলে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার ব্যাপারে ততপর রয়েছে কিনা।

দামী হোটেল না খুজে নিরাপত্তাকে গুরুত্ব দেয় এমন হোটেলে সব সময় নিজেদের জন্য বুকিং করা উচিত। নয়তো অনেক অযাচিত বিপদের মুখোমুখি হতে পারেন।

নিচতলা না ওঠা- স্বাভাবিকভাবে কোন সন্ত্রাসী আক্রমন বা চুরি ডাকাতি করার ক্ষেত্রে প্রথম ফ্লোর বা নিচ তলা সবার আগে আক্রান্ত হয়। তাই নিচতলার আগমন এবং প্রস্থানের জন্য সবচেয়ে সহজে সুবিধা জনক। নিরাপত্তার কথা ভেবে নিচতলার কক্ষ এড়িয়ে চলা উচিত।

হোটেল কর্তৃপক্ষকে ব্যক্তিগত নাম্বার গোপন রাখতে বলুন- যখন কোন প্রয়োজনে হোটেল থেকে বাইরে বের হবেন তখন ম্যানেজার কে চাবি দেওয়ার সময় আশেপাশে পরিচিত কেউ থাকলে নিজের পরিচয় এবং নাম্বার গোপন রাখতে বলতে হবে। আর অবশ্যই ম্যানেজারকে বলতে হবে ব্যক্তিগত কক্ষের দিকে নজর রাখতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা- সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় কোথাও ঘুরতে গেলে আমরা বেশিরভাগ সময়ই বিভিন্ন হ্যাশ ট্যাগ দিয়ে জায়গার নাম হোটেলের নাম দিয়ে থাকি। এভাবে লোকেশন ট্যাগ করা থেকে বিরত থাকতে হবে। কেননা কোথায় কোন হোটেলে আছে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে অসাধুরা সুযোগ নিতে পারে।

জিনিসপত্র নিজ দায়িত্বে রাখা- হোটেলে নিরাপত্তা কর্মী রুম পরিষ্কার করতে আসলে খেয়াল রাখতে হবে। সেই সাথে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিজের তত্ত্বাবধানে রাখতে হবে যাতে রুমে কেমন গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তা সহজে কেউ বুঝতে না পারে।

খাগড়াছড়ির দর্শনীয় স্থান

  • ইকোপার্ক
  • জমিদার বাড়ি
  • মায়াবিনি লেক
  • বিডিয়াস স্মৃতিসৌধ
  • রিসান ঝর্ণা
  • হাতি মাথা পাহাড়
  • পানছড়ি
  • শান্তিপুর
  • অরণ্য কুঠির
  • রামবদ্ধ বিহার
  • দেবতার পুকুর
  • মানিকজোড়ে
  • মং রাজবাড়ি
  • হর্টিকালচার পার্ক
  • আলু ডিলার
  • রহস্যময় গুহা
  • আলিপুর মাছ বাজার
  • শাহ ইরানি রাহমাতুল্লাহ মাজার শরীফ
  • চুনাখোলা মসজিদ
  • অচিন গাছ

খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া করার কিছু টিপস

  • ঈদের ছুটিতে বা অন্য কোন সরকারি বন্ধের দিন ঘুরতে গেলে আগে থেকে হোটেল বুকিং দিয়ে গেলে ভালো হয়
  • হোটেল বুকিং দেওয়া ছাড়া গেলে অনেক সময় হোটেল রুম অ্যাভেলেবেল থাকেনা। এতে করে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়
  • ভ্রমনি গিয়ে কোন তার বিপদে পড়লে অবশ্যই টুরিস্ট পুলিশের সহায়তা নিতে হবে
  • টুরিস্ট পুলিশের চব্বিশ ঘন্টা সার্ভিস দেয়া হয়ে থাকে। পুলিশের হট লাইন নাম্বার ০১৭৬৯৬৯০৩৪০
  • হোটেলে সিসিটিভি ক্যামেরা আছে কিনা তা জেনে নিতে হবে
  • রাস্তার পাশে হোটেলের খরচ সব সময় বেশি হয়ে থাকে তাই কম খরচে বোতল ভাড়া করতে চাইলে একটু ভিতরের দিকে ভাড়া করাই ভালো
  • হোটেল বুকিং এর পূর্বে হোটেলের রিভিউ দেখা ভালো

মন্তব্য

আজকে আমরা খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ণা। আমরা অতি শীঘ্রই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া নতুন আপডেট পেতে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে এড হতে পারেন।

খাগড়াছড়ি আবাসিক হোটেল

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply