কক্সবাজার আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম

কক্সবাজার আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম

কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটনের মূল কেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশ থেকে সমুদ্র বিলাসী মানুষ কক্সবাজার সমুদ্র তীরে বেড়াতে আসে। বেশি বেশি পর্যটকরা ঘুরতে এসে রাতে থাকার জন্য সমুদ্রের কাছাকাছি তৈরি করা হয়েছে অসংখ্য আবাসিক হোটেল রিসোর্ট এবং কটেজ। আজকে আমরা কক্সবাজার আবাসিক হোটেল ভাড়া ভাড়া করার নিয়ম ও কক্সবাজার বিভিন্ন হোটেলের ঠিকানা সহ বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন – কক্সবাজার ট্যুর প্যাকেজ ২০২৩

কক্সবাজার আবাসিক হোটেল বুকিং করার নিয়ম

  • প্রথমে নিজের বাজেটের হোটেল নির্বাচন করতে হবে এবং হোটেলে যোগাযোগ করার নাম্বারে ফোন দিয়ে বুকিং করতে হবে
  • বুকিং করার সময় ডাবল ও সিঙ্গেল বেল উল্লেখ করে বুকিং করতে হবে
  • বুকিং করার সময় ভাড়া কনফার্ম হয়ে এবং সময় উল্লেখ করে বুকিং করা উচিত
  • সরাসরি গিয়ে ও বুকিং দেওয়া যায়
  • তবে আগে থেকে বুকিং থাকলে হোটেলের রুম এভেলেবেল পাওয়া সম্ভাবনা বেশি থাকে
  • বুকিং করার জন্য বুকিং মানে পে করতে হয়
  • একেক হোটেলের বুকিং মানে পরিমাণ এক এক রকম
  • বুকিং এর পর বুকিং কনফার্ম করার ইমেইল ফটোকপি করে রাখা উচিত
  • হোটেল বুকিং করার জন্য নিজের নাম ইমেইন আইডি কার্ডের ফটোকপি এবং ঠিকানা লাগতে পারে।

কক্সবাজার আবাসিক হোটেল ভাড়া – যা যা প্রয়োজন

  • ব্যক্তির নাম ঠিকানা
  • মোবাইল নাম্বার
  • হোটেলের বুকিং কনফার্ম এর ফরম
  • এডভান্স মানি
  • এনআইডি কার্ডের ফটোকপি
  • আগে থেকে বুকিং করা থাকলে booking এর এমেইল এর ফটোকপি

কক্সবাজার পাঁচ তারকা হোটেল তালিকা

সাইমন ব্যাচ রিসোর্ট

প্রতি রাতের জন্য এই রিসোর্ট এর রুম ভাড়া প্রয়োজন হয়- ১০৫০০ থেকে ৪৪ হাজার টাকা পর্যন্ত

ঠিকানা- কলাতলী মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার

মোবাইল- ০১৭৫৫৬৯১৯১৭

লং বীচ হোটেল

ঠিকানা- কলাতলীতে, কক্সবাজার

 হোটেলে থাকতে হলে প্রতি রাতের জন্য রুম ভাড়া দিতে হয়- ৬৫০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত

হোটেলের মোবাইল নাম্বার- ০১ ৭৫৫৬৬০০৫১

ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট

ঠিকানা- কলাতলীতে, কক্সবাজার

কলাতলীর হোটেল মোটেল জনের এই হোটেলটির খুবই বিখ্যাত। প্রতি রাতের জন্য ভাড়া দিতে হয়- ৮০০০ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত

হোটেলের মোবাইল নাম্বার- ০১৯৩৮৮৪৬৭৬১

সিগাল হোটেল

সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার

এটি একটি বিখ্যাত হোটেল। এখানে প্রতি রাতের জন্য রুম ভাড়া দিতে হয়- সাড়ে পাঁচ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত

হোটেলের মোবাইল নাম্বার- ০১৭৬৬৬৬৬৫৩০

হোটেল দ্য কক্স টুডে

এই হোটেল প্রতি রাতের জন্য রুম ভাড়া দিতে হয়- ৭৫০০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত

হোটেলের ঠিকানা- কলাতলী রোড, কক্সবাজার

মোবাইল- ০১৭৫৫৫৯৮৪৪৯

হোটেল সি প্যালেস

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেল

প্রতি রাতের জন্য ভাড়া গুনতে হয়- ৩ ৫০০ টাকা থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত

মোবাইল- ০১৭১৪ ৬৫২২২৭

প্রাসাদ প্যারাডাইস

নিউ বিচ রোড,কক্সবাজার

নিউ বিচ রোডে অবস্থিত হোটেলে প্রতি রাতে থাকতে খরচ হয়- সর্বনিম্ন ৪ হাজার ৫০০ টাকা

যোগাযোগ- 01556347711

হোটেল সি গ্রাউন্ড মেরিন ড্রাইভ

মেরিন ড্রাইভ হোটেলের রোডের এই হোটেলে- ভাড়া চার হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে

হোটেলের ঠিকানা- মেড ইনডাইভ রোড, কক্সবাজার বাংলাদেশ

মোবাইল- ০১৮৩৩ ৩৩১৭০৩

হোটেল সি ওয়াল্ড

প্রতিরাতে এই হোটেলের ভাড়া- ২৫০০ থেকে শুরু করে ১৬০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে

হোটেলের ঠিকানা- লাবনী পয়েন্ট কক্সবাজার বাংলাদেশ

ণাম্বার- ০১৯৩৮৮১৭৫০১

হোটেল সার্ফ ক্লাব রিসোর্টে

প্রতি রাতের জন্য রুম ভাড়া প্রয়োজন হয়- 6000 টাকা

হোটেলের ঠিকানা- ক্লাব রোড কক্সবাজার, বাংলাদেশ

যোগাযোগ- ০১৭৭৭৭ ৮৬২৩২

হোটেল সি কক্স

প্রতি রাতের জন্য ভাড়া প্রয়োজন হয়- ৩ হাজার থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত

মোবাইল নাম্বার- ০১৮৪০৪৭৭৭০৭

মোটেল লাবনী

ঠিকানা- এই মডেলটি মোটামুটি ঠিকানা লাবনী পয়েন্ট, কক্সবাজার বাংলাদেশ

হোটেলের ভাড়া- এক হাজার থেকে ৫৫০০ টাকা পর্যন্ত দিতে হয়

মোবাইলের নাম্বার- ০১৯৩৮ ৪১৬২১১

রিসোর্ট রয়েল টিউলিপ সি পার্ট বীচ রিসোর্ট

এটি সর্ববৃহৎ সমুদ্র সৈকতের কক্সবাজারের ইনানী বিচের গড়ে তোলা হয়েছে। এই হোটেলটি ফাইভ স্টার হোটেল

এখানে থাকতে প্রতি রাতের জন্য ভাড়া গুনতে হয়- ১২ হাজার থেকে ১ লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত

যোগাযোগের ঠিকানা- ০১৯৭০৬৬০০৬৬

নৈসর্গ হোটেল এবং রিসোর্ট লিঃ

ঠিকানা- প্লট নাম্বার ৪৯২, মেরিন ড্রাইভ কক্সবাজার

 ভাড়া- প্রতি রাতের জন্য ৫৫০০ হতে ২০ হাজার টাকা পর্যন্ত

মোবাইল নাম্বার- ০১৭৭১৫৬৬৬৭৩, ০১৭৭৯৯৬৯৫৫৪

email: https://www.neeshorgo.com.bd,

এক্সোটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্ট

অবস্থান- মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার বাংলাদেশ

রুম ভাড়া- প্রতি রাতের জন্য ৫০০০ হতে ৮০০০ টাকা

মোবাইল নাম্বার- ০১৮৭৬০০০০১১

email: [email protected]

 হোটেল কল্লোল

অবস্থান- লাবনী বীজ পয়েন্ট হোটেল জোন সী বিচ রোড ৪৭০০

রুম ভাড়া- প্রতি রাতের জন্য ৩ হাজার ৫০০ হতে ৭০০০ টাকা

মোবাইল নাম্বার- ০১৮৮৬৭৭৭৭১১

web: https://www.hotelkollolbd.com

হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড

অবস্থান- হোটেল জন সি বিচ রোড কক্সবাজার

রুম ভাড়া-  ৩০০০ থেকে ৭০০০ টাকা

মোবাইল নাম্বার- ০১৭০৭০৭৪৪৭১

web: https://hotelmedialimited.business. site,

হোটেল শৈবাল

অবস্থান- মডেল রোড কক্সবাজার

রুম ভাড়া- প্রতি রাতের জন্য ৪০০০ হতে ৬০০০ টাকা

মোবাইল নাম্বার- ০১৯৯১১৩ ৯০২০

ইমেইল: [email protected]

প্রাইম পার্ক হোটেল

ঠিকানা- ফ্লট ৫৮ ব্লক সি হোটেল মোটেলশন কক্সবাজার 4700

রুম ভাড়া- প্রতি রাতের জন্য ৪০০০ হতে ১০ হাজার টাকা

মোবাইল নাম্বার- ০১৭৭৫৬০৯৯১৫

web: https://www.primeparkbd.com

বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ

অবস্থান- বাইপাস রোড কাকলি সার্কেল কক্সবাজার

প্রতি রাতের জন্য- ৬৫০০ থেকে ১১ হাজার ৫০০

মোবাইল নাম্বার- ০১৭৭৭৭৪৪০৩৪

web: https://bwpheritagehotel.com

লাইট হাউস ফ্যামিলি রেট

অবস্থান- লাইট হাউস রোড হাউজ নং ৮৪ কক্সবাজার ৪৭০০

হোটেলের রুম ভাড়া- প্রতি রাতের জন্য ৩০০০ হতে ৬০০০

মোবাইল নাম্বার- ০১৭৮৭৬৬৪৮৬৬

web: www.lighthousfamilyretreat.com

Fu wang domino’s resort

ঠিকানা- লাবনী পয়েন্ট লাবনী বীজ রোড কক্সবাজার

হোটেলের প্রতি রাতের জন্য- ৫০০ থেকে ৭৫০০ টাকা ভাড়া দিতে হয়

মোবাইল নাম্বার- ০১৬১৬০৯৬২৮০

হিল টাওয়ার হোটেল এন্ড রিসোর্ট

অবস্থান- প্লট সাইট নিয়োগ রোড হোটেল কক্সবাজার 4700

রুম ভাড়া- প্রতিরাতের জন্য ৩৫০০ হতে ১৫০০০ টাকা পর্যন্ত মোবাইল নাম্বার- ০১৩২২৮৮৯৬৯৫

কক্সবাজার আবাসিক হোটেল সুবিধা

  • ব্রেকফাস্ট ১০ থেকে ১২ আইটেম
  • সুইমিং পুল
  •  নিজস্ব রেস্টুরেন্ট
  • ওয়েলকাম ড্রিংকস
  • ওয়াইফাই
  • জেনারেটর
  • লিফট
  • রুমের সাথে বারান্দা
  • গিজার
  • সার্বক্ষণিক সিকিউরিটি সার্ভিস
  • সিসিটিভি মনিটর
  • প্রতিটি রুমে এলইডি টিভি
  • ফান শ্যাম্পু টুথপেস্ট টিস্যু ডিটারজেন্ট পাউডার ইত্যাদি
  • ২৪ ঘন্টা বিদ্যুৎ
  • চব্বিশ ঘন্টা রুম সার্ভিস

সর্তকতা

  • কক্সবাজার ভ্রমণে গিয়ে বিভিন্ন বিপদে সম্মুখীন হলে টুরিস্ট পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে
  • যাওয়ার পূর্বে পুলিশের নাম্বার ফোনে সেভ করে নেয়া উচিত
  • ভ্রমণের সময় এক্সট্রা ফোনের চার্জার এবং ফোন সেভিংস এর জন্য পলিব্যাগ নেওয়া উচিত
  • সমুদ্রের স্থানে যাওয়ার সময় ক্লিপার পড়া উচিত
  • বুকিং মানে দেওয়ার পূর্বে ভালভাবে খোঁজখবর নেয়া উচিত এতে করে অনেক সময় প্রতারণা শিকার হতে হয়
  • বুকিং এরপর বুকিং এর ইমেইল সেভ করে রাখা উচিত

কক্সবাজার আবাসিক হোটেল ভাড়া করার টিপস

  • হোটেলে ওঠার সময় হোটেলের ভাড়া এবং হোটেলের বিভিন্ন খরচ সম্পর্কে জেনে নেওয়া উচিত
  • রাস্তার বেশি ভিতর হোটেলগুলো সব সময় নিরিবিলি হয় তাই একা একা থাকতে গেলে রাস্তার পাশের হোটেল গুলোতে থাকাই উত্তম
  • রাস্তার পাশের হোটেল গুলোর তুলনায় বা সমুদ্রের কাছাকাছি হোটেলের তুলনায় একটু দূরের হোটেলের থাকা খাওয়ার খরচ কম হয়ে থাকে
  • হোটেলের হোটেলের বিভিন্ন ট্যুর গাইড পাওয়া যায় তাই কক্সবাজারে প্রথম গিয়ে থাকলে ট্যুর গাইডের সহায়তায় কক্সবাজার সব দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখা যায়

কক্সবাজার আবাসিক হোটেল

মন্তব্য

আজকে আমরা কক্সবাজার আবাসিক হোটেল বুকিং এর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট জানাতে পারেন। আমরা অতি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply