গেমের জন্য কোন ভিপিএন ভালো
হ্যালো বন্ধুরা। বর্তমানে আমরা মোবাইলে এবং পিসিতে প্রচুর পরিমানে গেম খেলে থাকি কিন্তু প্রায় ই দেখা যায় জনপ্রিয় গেমগুলো বিভিন্ন কারনে ব্যান হয়ে যায়। যেমন পাবজি, ফ্রি ফায়ারের মত গেম গুলো প্রায় ই নিষিদ্ধ হয়ে যায়। এছাড়াও অনেক গেম আছে যেগুলো ভিপিএন ব্যবহার করে খেললে ভালো খেলা যায়। আজকে আমরা গেমের জন্য কোন ভিপিএন ভালো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। আমাদের আলোচনার সবগুলো ভিপিএন ই সম্পূর্ন ফ্রিতে ডাউনলোড করতে পারেবেন। অর্থাৎ এর জন্য আপনাকে কোন প্রকার টাকা বা ডলার খরচ করতে হবে না। চলুন তাহলে আজকের মূল আলোচনা শুরু করা যাক।

ভিপিএন কি?
Virtual Private Netword বা VPN হচ্ছে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক সিস্টেম। এতক্ষনে হয়তো অনেকেই মাথা চুলকানো শুরু করে দিয়েছেন। চলুন একটু সহজ ভাবে দেখা যাক ভিপিন কি। আমরা সাধারনভাবে যখন ইন্টারনেট ব্যবহার করি তখন তা পাব্লিক নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত ধরা হয়। অর্থাৎ আপনার সব তথ্য উন্মুক্ত থাকে। যেমন আপনার আইপি (ইন্টারনেট ব্যবহার কারীর আইডেন্টিটি নাম্বার), লোকেশন ইত্যাদি সবকিছু উন্মুক্ত থাকে।
কিন্তু ভিপিএন এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক টানেল যার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত সব তথ্য গোপন রেখে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ভিপিএন ব্যবহারের আরেকটি সুবিধা হচ্ছে ভিপিএন ব্যবহারের মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এমন কিছু গেম থাকতে পারেন যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ইউজাররাই নিতে পারেন সেক্ষেত্রে আপনি ভিপিএন ব্যবহারের মাধ্যমে সে সুবিধাগুলো নিতে পারেন।
বর্তমানে যেহেতু অনলাইনে অনেক ভিপিএন পাওয়া যায় আপনি উল্টপালটা ভিপিএন ইন্সটল করলে খুব সম্ভাবনা আছে গেম ব্যান খাওয়ার। তাই আমরা আজকে গেমের জন্য কোন ভিপিএন ভালো এই ব্যাপারে পরিষ্কার ধারনা দেয়ার চেষ্টা করবো। আশা করছি আমাদের উল্লেখ করা
ভিপিএন কিভাবে কাজ করে
পূর্বে হ্যাকাররা ব্যবহারকারীর সকল তথ্য খুব সহজেই পেয়ে যেতো এবং সুবিধামত তাদের নেটওয়ার্ক হ্যাক করতে পারতো। তাই শুরুর দিকে ভিপিএন আবিষ্কারের মূল উদ্দেশ্য ছিলো ইন্টরনেট ব্যবহারকারীর তথ্য গোপন রাখা যাতে করে হ্যাকাররা ব্যবহারকারীর কোন তথ্য না পায়। ভিপিএন মূলত এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক টানেলের মাধ্যমে আপনাকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয় যাতে করে আপনার পরিচয় গোপন থাকে।
যদিও আমাদের দেশে ওইভাবে ভিপিএন ব্যবহার করা হয় না তবে বিভিন্ন দেশে নিরাপদ ইন্টারনেট ব্যবহারেরে উদ্দেশ্যে গেমিং সহ বিভিন্ন কাজে ভিপিএন ব্যবহার করা হয়। এছাড়াও ভিপিএনের সাহায্যে আপনার লোকেশন আপনি ইচ্ছা মত সিলেক্ট করতে পারবেন যা খুব বড় একটি সুবিধা।
গেমের জন্য কোন ভিপিএন ভালো
গেমের জন্য কোন ভিপিএন ভালো এই সেকশনটিকে আমরা দুইটি সেকশনে ভাগ করেছি। প্রথমে আমরা মোবাইলের জন্য সেরা কয়েকটি ভিপিএন বলবো তারপর পিসির জন্য সেরা কয়েকটি ভিপিএনের নাম বলবো।
ফ্রি মোবাইল ভিপিএন
এই পর্যায়ে আমরা দেখে নিবো মোবাইলের জন্য সেরা কয়েকটি ফ্রি ভিপিএন। এখানে গুগল প্লে স্টোরের লিংকসহ দেয়া থাকবে যেনো আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে এই লিস্টের সব ভিপিএন ই এন্ড্রয়েড ও আইওএসে অর্থাৎ আইফোনের জন্য কাজ করবে। চলুন তাহলে ফ্রি মোবাইল ভিপিএন গুলো দেখে নেয়া যাক।
1.1.1.1: Faster & Safer Internet: এই ভিপিএনটিকে বর্তমানে বলা হয় গেমিং এর জন্য সেরা ভিপিএন। যদি পাবজি ফ্রি ফায়ার আবারো ব্যান হয় অথবা আপনি এমনিতেই অন্য সার্ভার ব্যবহার করে ফ্রি ফায়ার খেলতে চান সেক্ষেত্রে 1.1.1.1: Faster & Safer Internet ভিপিএন টি ব্যবহার করতে পারেন। নিচে আমরা এই ভিপিএন এর কয়েকটি কি-ফিচার দেখে নিবো এবং প্লেস্টোর ডাউনলোড লিংক ও পেয়ে যাবেন।
- ৫০+ হাই স্পিড সার্ভার
- ১০০% সিকিউর ও ওকলা পরিক্ষিত সাস্টেস্ট স্পিডের নিশ্চয়তা দিবে ভিপিএনটি
- আপনার ব্রাউজিং হিস্টরি রাখে না
1.1.1.1: Faster & Safer Internet ডাউনলোড লিংক
Turbo VPN: মোবাইলে গেমিং এর জন্য আরেকটি জনপ্রিয় ভিপিএন হচ্ছে টার্বো ভিপিএন। এটি প্লেস্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। প্লেস্টোর থেকে এখন পর্যন্ত ১০ কোটির বেশিবার ভিপিএনটি ডাউনলোড করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন গেমারদের কাছে কি পরিমান জনপ্রিয় এই ভিপিএন টি। নিচে টার্বো ভিপিএন এর কয়েকটি কি ফিচার উল্লেখ করা হলো।
- আনলিমিটেড প্রক্সি নেটওয়ার্ক
- কোম্পানির দাবি মনে এট এন্ড্রয়েডের সবচেয়ে ফাস্টেস্ট ভিপিএন
- বিল্টইন ফায়ারওয়াল ( ইন্টারনেট প্রোটেকশন সিস্টেম )
Secure VPN: মোবাইলের জন্য আরেকটি ভালোমানের ভিপিএন হচ্ছে সিকিউর ভিপিএন। ২০০০ হাজারের বেশি সার্ভার রয়েছে এই ভিপিএন এ এর মধ্যে আবার ৪০০ টি সুপার ফাস্ট স্পিডের। সব দিক বিবেচনায় এই ভিপিএনটি ও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। নিচে সিকিউর ভিপিএন এর কি ফিচার উল্লেখ করা হলো
- ২০০০ এর বেশি সার্ভার এবং সাথে ৪০০+ সুপার ফাস্ট সার্ভার
- ডিপ ওয়েব সিকিউরিটি
- ফাস্ট সার্ভার কানেকশন সিস্টেম
Thunder VPN: এন্ডয়েড গেমিং এর জন্য আরেকটি জনপ্রিয় ভিপিএন হচ্ছে থান্ডার ভিপিএন। প্লেস্টোরে 4.7 স্টার রেটিং পাওয়া একমাত্র ভিপিএন এবং এটি ডাউনলোড হয়েছে৫০ মিলিয়নের ও বেশিবার। যারা গেমের জন্য কোন ভিপিএন ভালো জানতে চান তাদের জন্য এই ভিপিএনটি একটি আদর্শ পছন্দ হতে পারে। চলুন দেখে নেয়া যাক থান্ডার ভিপিএন এর কিছু কি ফিচার
- সব প্রকার নেটওয়ার্কের সাথে এই ভিপিএন ব্যবহার করা যাবে
- আনলিমিটেড ব্যান্ডউইথ
- আনলিমিটেড সার্ভার
- নো- রেজিট্রেশন সিস্টেম
Super VPN: সুপার ভিপিএন মোবাইল ভিপিএন এর মধ্যে খুবই জনপ্রিয় একটি ভিপিএন। প্লে স্টোরে ৪.৬ স্টার রেটিং ও ১০০+ মিলিয়ন ডাউনলোড সহ ভিপিএন টি আপনার জন্য অসাধারন একটি চয়েস হতে পারে। চলুন এক নজরে সুপার ভিপিএন এর কি-ফিচারগুলো দেখে নেয়া যাক ও সুপার ভিপিএন এর ডিরেক্ট ডাউনলোড লিংক ও পেয়ে যাবেন।
- সুপার ফাস্ট সিড এর নিশ্চয়তা
- গেম খেলার সময় পিং ঠিক থাকবে
- সুপারফাস্ট সার্ভার
- আনলিমিটেড ব্যান্ডউইথ
- রুট করার প্রয়োজন নেই
কম্পিউটার ফ্রি ভিপিএন ডাউনলোড
এতক্ষন আমরা মোবাইল ফ্রি ভিপিএন নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমাদের কাছে জানতে চেয়েছেন গেমের জন্য কোন ভিপিএন ভালো তারা মোবাইলের জন্য উপরের যেকোন একটি ভিপিএন ডাউনলোড করতে পারেন। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মোবাইলের পাশাপাশি কম্পিউটারেও গেমিং করে থাকেন। সেক্ষেত্রে কম্পিউটার বা পিসির জন্য কোন ভিপিএন টি ভালো হবে অনেকেই বুঝতে পারে না। আপদের সুবিধার জন্য আমরা মোট ৩ টা ফ্রি ভিপিএন সিলেক্ট করেছি। প্রত্যেকটি ভিপিএন ফ্রিতে ডাউনলোড করে আপনার পিসি বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন তবে চাইলে তাদের প্রো ভার্শন ও ক্রয় করতে পারবেন।
Hide Me VPN: কম্পিউটারের ফ্রি ভিপিএন এর মধ্যে অন্যতম সেরা একটি ভিপিএন হচ্ছে এই ভিপিএনটি। চলুন দেখে নেয়া যাক এই ভিপিএন এর কয়েকটি কি ফিচার
- স্লেথ গার্ড প্রোটেকশন
- স্প্লিট টানেলিং সিস্টেম
- ডিএনএস লিক প্রোটেকশন সিস্টেম
- অটো কানেক্ট অন স্টার্ট আপ ( ল্যাপটপ বা পিসি ওপেন করলেই অটো কানেক্ট হয়ে যাবে)
- ওয়ান ক্লিক কানেকশন
- নো রেজিট্রেশন
- নো সাইন আপ
Proton VPN: প্রোটন ভিপিএন হচ্ছে কম্পিউটারের জন্য আরেকটি জনপ্রিয় ও নিরাপদ ভিপিএন। চলুন এক নজরে এই ভিপিএন এর কি ফিচারগুলো দেখে নেয়া যাক
- ইজি সাইন আপ
- কুইক কানেকশন সিস্টেম
- কিল সুইচ সিস্টেম
- নেট শিল্ড (এড ব্লকার) ফিচার
- ডিএনএস, আইপি লিক প্রোটেকশন সিস্টেম
- অল্টারনেটিভ রাউটিং সিস্টেম
- স্প্লিট টানেলিং সিস্টেম
- পিটুপি সাপোর্ট সিস্টেম
TunnelBear VPN: এই ভিপিএন টি কম্পিউটার ভিপিএন এর বাজারে কিছুটা নতুন তবে লাস্ট কয়েক বছরে এই জনপ্রিয়তা প্রচুর বেড়েছে। আপনি চাইলে খুব সহজেই এর ফ্রি ভার্শটি কম্পিউটারে ইন্সটল করে ব্যবহার করতে পারেন। এক নজরে টানেল বিয়ার ভিপিএন এর কি ফিচার গুলো দেখে নেয়া যাক।
- এন্টি পাসওয়ার্ড স্টিলিং সিস্টেম
- ইউজারের কোন তথ্য জমা রাখে না
- আনলিমিটেড ব্যান্ড উইথ
- আইপি ট্রাকিং রোধ করে
- স্ট্রং অনলাইন প্রাইভেসি
- ৪৮+ কান্ট্রি এক্সেস
ভিপিএন এর কাজ কি
উপরের আলোচনা থেকে আশা করি উত্তর পেয়ে গেছেন গেমের জন্য কোন ভিপিএন ভালো। এখন আমরা জানার চেষ্টা করবো ভিপিএন ব্যবহারের সুবিধা কি। আমাদের মধ্যে অনেকেই মনে করেন ভিপিএন শুধু গেম খেলার জন্য ও ব্যান হয়ে গেলে গেম খেলার জন্য ব্যবহার করা হয় কিন্তু বাস্তবতা হলো ভিপিএন ইন্টারনেটে আপনাকে নিরাপত্তা দেয়। সেক্ষেত্রে ভালো মানের ভিপিএন ব্যবহার করা আপনার জন্য ভালো। উপরে আমরা যেসব ভিপিএন এর লিংক দিয়েছি সেগুলো ব্যবহারে আপনার গেমিং একাউন্টের কোন সমস্যা হবে না এবং আপনি ইন্টারনেটে নিরাপদ থাকবেন।
ভিপিএন কি নিরাপদ
অনেকেই আমাদের কাছে জানতে চান ভিপিএন নিরাপদ কি না। উত্তর হচ্ছে সব ভিপিএন নিরাপদ না। কিছু কিছু নাম না জানা ভিপিএন আছে যারা সার্ভিসের নামে ইউজারের তথ্য চুরি করে। আপনাকে অবশ্যই ঔইসব ভিপিএন থেকে দূরে থাকতে হবে। উপরে আমরা যেসব ভিপিএন এর নাম বলেছি গেমের জন্য কোন ভিপিএন ভালো এবং আপনার গেমিং একাউন্ট এর কোন ক্ষতি করবে না।
আশা করছি ব্লগটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ