ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ কেমন
বাংলাদেশের বর্তমানে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরেজি মিডিয়াম গুলো খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশের প্রথম ইংরেজি মাধ্যমটি ১৯১২ সালে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ড্রিম হেরালড ইন্টারন্যাশনাল স্কুল নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
আজকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ কেমন হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করব।
আরো পড়ুন – ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা
ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ
সাধারণত ইংলিশ মিডিয়ামের স্কুলের খরচ স্কুলের পড়ালেখার মান ও পরিবেশ অনুযায়ী নির্ধারিত হয়। নিচে আমরা ঢাকার সেরা কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা এবং খরচ উল্লেখ করার চেষ্টা করব।
স্কলার্সস্টিক স্কুল
ভর্তি ফি – স্কলার্সস্টিক স্কুলের প্লে এবং নার্সারি ভর্তি ফি ৭ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ এর ভর্তি ফি ১০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্ট্যান্ডার্ড টেন ভর্তি ফি ১৫৮00 টাকা। এ লেভেলের ভর্তি ফি ২৫ হাজার ও লেভেলের ভর্তি ফি ২৮ হাজার টাকা।
স্কলার্সস্টিক স্কুল মাসিক বেতন
এই স্কুলের মাসিক বেতন প্লে এবং নার্সারি ৩০০০ টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্টান্ডার্ড থ্রি পর্যন্ত মাসিক বেতন ৫০০০ টাকা, ফোর থেকে স্ট্যান্ডার্ড সিক্স এর মাসিক বেতন ৬০০০ টাকা, সেভেন থেকে টেন মাসিক বেতন ৭ হাজার টাকা। এ লেবেল এবং ও লেবেল মাসিক বেতন ১০ হাজার টাকা। এছাড়াও বার্ষিক ফি দিতে হয় ১৫ হাজার টাকা।
ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল
ভর্তি ফি – ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে প্লে এবং নার্সারিতে ভর্তি ফি ৪০০০ টাকা। এবং স্টান্ডার্ড ওয়ান থেকে স্টান্ডার্ড ফাইভ পর্যন্ত ভর্তি ফি ৬০০০ টাকা। স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্ট্যান্ডার্ড নাইন এর ভর্তি ফি ১০ হাজার টাকা। ‘এ’ লেবেল ভর্তি ফি ১২ হাজার। ‘ও’ লেভেল ভর্তি ফি ১৫ হাজার। এবং এর সাথে ভ্যাট যুক্ত থাকবে।
ম্যাপল লিফ স্কুলের মাসিক বেতন
প্লে গ্রুপ ও নার্সারি গ্রুপের মাসিক বেতন ৫ হাজার টাকা, কেজি ওয়ান কেজি ২ মাসিক বেতন ৭000 টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান ও স্টান্ডার্ড টু এর শিক্ষার্থীদের মাসিক বেতন ১০ হাজার চারশো টাকা,স্ট্যান্ডার্ড থ্রি ও স্ট্যান্ডার্ড ৪ এ শিক্ষার্থীদের মাসিক বেতন ১২০০ টাকা,standard 5 ও 6 এর মাসিক বেতন ১৪ হাজার ৫০০ টাকা।
স্ট্যান্ডার্ড সিক্স সেভেন ও এইট এর শিক্ষার্থীদের মাসিক বেতন ১৫ হাজার ২০০ টাকা,স্ট্যান্ডার্ড নাইন ও স্টান্ডার টেনের শিক্ষার্থীদের মাসিক বেতন ১৭২০০ টাকা,এ লেভেলের শিক্ষার্থীদের মাসিক বেতন সাত হাজার টাকা, এছাড়াও বার্ষিক ফ্রি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা দিতে হয়।
সানি ডেল স্কুল
ভর্তি ফি – স্কুলের প্লে থেকে যেকোনো ক্লাসের ভর্তি ফি ১৫হাজার টাকা এবং সাথে ভ্যাট যোগ করতে হয়।
মাসিক বেতন
সানিডেল স্কুলের মাসিক বেতন প্লে এবং নার্সারি ৩০০০ টাকা, ওয়ান ৪ হাজার স্ট্যান্ডার্ড টু ৫০০০, স্ট্যান্ডারড সিক্স সেভেন এইট ৬০০০ টাকা, স্ট্যান্ডার্ড নাইন এবং টেন ৭ হাজার টাকা এবং এ লেভেল ও লেভেলের মাসিক বেতন ১০ হাজার টাকা দিতে হয়। এবং বার্ষিক ফি ১৭ হাজার টাকা করে সব স্টুডেন্টকে দিতে হয়।
আগা খান স্কুল
ভর্তি ফি – নার্সারিতে ভর্তি হওয়া শিক্ষার্থীকে ২০ হাজার টাকা ভর্তি ফি এবং ১০ হাজার টাকা নিরাপত্তা ফ্রি দিতে হয়। এছাড়া অন্যান্য শ্রেণীতে ভর্তি হতে হলেও একই পরিমাণ ভর্তি ফি ও নিরাপত্তা ফি দিতে হয়।
আগা খান স্কুল মাসিক বেতন
এখানে নার্সারি ও কেজি ওয়ান থেকে টু এর শিক্ষার্থীদের মাসিক বেতন ৩৪০০ টাকা,স্ট্যান্ডার্ড ওয়ান থেকে থ্রি এর শিক্ষার্থীদের মাসিক বেতন ৪৮০০ টাকা, স্ট্যান্ডার্ড থ্রি, ফোর,ফাইভ শিক্ষার্থীদের মাসিক বেতন ৪২০০ টাকা, স্ট্যান্ডার্ড সিক্স ও সেভেন শিক্ষার্থীদের মাসিক বেতন ৫৫০০ টাকা
স্ট্যান্ডার্ড নাইন ও টেনের শিক্ষার্থীদের মাসিক বেতন ৬২০০ টাকা,এ লেভেলের শিক্ষার্থীদের মাসিক বেতন ৮ হাজার টাকা, এছাড়া প্রতি বাছর শিক্ষার্থীকে বার্ষিক ফি হিসেবে দশ হাজার টাকা দিতে হয়।
আন্তর্জাতিক তুর্কি হোপ স্কুল
ভর্তি ফি – স্কুলের ভর্তি ফি প্লে এবং নার্সারি ১০০০ ডলার। স্ট্যান্ডারড ওয়ান থেকে স্টান্ডারড টেন এর ভর্তি ফি প্রায় ১২০০ থেকে ১৫০০ ডলার।
আন্তর্জাতিক তুর্কি হোপ স্কুল মাসিক বেতন
এই ইংলিশ মিডিয়াম স্কুলের মাসিক বেতন প্রায় ৭৫০ ডলার থেকে শুরু করে দুই হাজার টলার পর্যন্ত দিতে হয় এবং বার্ষিক ফি ৭০০ ডলার দিতে হয়।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ
ভর্তি ফি – উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ভর্তি হতে প্লে চার হাজার টাকা, নার্সারি ৫০০০ টাকা, ক্লাস ওয়ান টু থ্রি ভর্তি ফি ৬ থেকে ৮ হাজার টাকা। ক্লাস ফোর থেকে সিক্স ১০ হাজার টাকা। সিক্স থেকে স্ট্যান্ডার্ড নাইন টেন ১১ হাজার টাকা, ও লেভেল এবং এ লেবেল ১২ থেকে ১৫ হাজার টাকা প্রয়োজন হয়।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের মাসিক বেতন
ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি ২৬০০ টাকা। প্লে নার্সারি এর মাসিক বেতন ২৫০০ টাকা। ক্লাস ওয়ান থেকে ফাইভ চার হাজার টাকা।ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ৫ হাজার টাকা। ও লেভেল ও এ লেভেল ছয় হাজার টাকা মাসিক বেতনে প্রয়োজন হয়। এছাড়াও প্রতি বছর বার্ষিক ফি ১৫ হাজার টাকা প্রয়োজন হয়।
Glenrich international school
ভর্তি ফি – ভর্তি হতে হলে এবং নার্সারি গ্রুপের জন্য 5000 টাকা। standard ওয়ান থেকে ফাইভ ১২ হাজার টাকা স্টান্ডার্ড 6 থেকে 10 দশ হাজার টাকা। এ লেভেল এবং ও লেভেলের জন্য ২৩ থেকে ৪০ হাজার টাকা গুনতে হয়।
মাসিক বেতন
এই স্কুলের প্রতি মাসে প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত তিন হাজার টাকা করে দিতে হয় এবং ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ৭ হাজার টাকা করে দিতে হয়। এ লেবেলের জন্য 10 হাজার টাকা দিতে হয়। ও লেভেলের জন্য বারো হাজার দিতে হয়। এবং বার্ষিক ফি ১৫ হাজার টাকা দিতে হয়।
মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল
ভর্তি ফি – এই স্কুলে ভর্তি ফি ৩২ হাজার টাকা। প্রত্যেক ক্লাসে ভর্তির জন্য আলাদা আলাদা ভর্তি ফি প্রয়োজন হয়। প্লে এবং নার্সারি ভর্তি ফি একই। কেজি ওয়ান কেজি ২ ক্লাসে ভর্তি ফি ৩৬ হাজার টাকা। এবং উপরের ক্লাস গুলোতে ভর্তি ফি দিন দিন বেড়েই চলেছে।
মাস্টারমাইন্ড স্কুল মাসিক বেতন
এই স্কুলের প্লে এর মাসিক বেতন ৩২০০ টাকা।কলেজ শাখার মাসিক বেতন ৫০০০ টাকা।ভর্তি ফি ছাড়াও প্রতিবছর বার্ষিক ফি হিসেবে ১২০০০ টাকা দিতে হয়।
অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুল
ভর্তি ফি – প্লে এবং নার্সারি ১৫০০০ টাকা স্টান্ডার্ড ওয়ান থেকে স্টান্ডার্ড ফাইভ পঁচিশ হাজার টাকা। স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্টান্ডার টেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এ লেবেল ৫০ হাজার ও লেভেল ৬৫ হাজার
অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুল মাসিক বেতন
এখানে প্লে থেকে ও লেভেল পর্যন্ত সব স্টুডেন্টদের মাসিক বেতন ১০ হাজার টাকা করে দিতে হয় এবং বার্ষিক ফি ১৫ হাজার টাকা দিতে হয়।
সাউথ ব্রীজ স্কুল
ভর্তি ফি – সাউথ ব্রিজ স্কুলে ভর্তি ফি ১০ থেকে ১২ হাজার টাকা সাথে ভ্যাট যুক্ত হয় এবং ও লেবেল এবং এ লেভেলের জন্য ১৫০০০ টাকা ভর্তি ফি প্রয়োজন হয়।
সাউথ ব্রীজ স্কুল মাসিক বেতন
সাউথ ব্রিজ স্কুলে এবং নার্সারীর জন্য ৩০০০ টাকা। ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি ৪ হাজার আটশ। ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স ৫ হাজার। ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ৬ হাজার টাকা বেতন প্রয়োজন হয়। ও লেভেল এবং এ লেবেলের জন্য ৭800 টাকা।
এবিসি ইন্টারন্যাশনাল স্কুল
ভর্তি ফি – প্লে এবং নার্সারি বিশ হাজার টাকা, স্ট্যান্ডারড ওয়ান থেকে স্টান্ডার্ড ফাইভ ত্রিশ হাজার টাকা, স্ট্যান্ডার সিক্স থেকে স্টাণ্ডার্ড টেন ৪০ হাজার টাকা। এ লেভেল ৬০০০০ এবং লেবেল ৭০ হাজার টাকা। এবং বার্ষিক ফি ১৫000 টাকা দিতে হয়।
আমেরিকান ইন্টারনাশনাল স্কুল
ভর্তি ফি – আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল স্কুলে ভর্তি ফি প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ২৫ হাজার টাকা। স্টান্ডার্ড 6 থেকে স্টান্ডার্ড টেন ৩০ হাজার টাকা ও লেভেল এবং এ লেবেল এর জন্য ৩৫ হাজার টাকা প্রয়োজন হয়।।
আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল মাসিক বেতন
প্লে এবং নার্সারীর জন্য ৭০০০ টাকা স্ট্যান্ডার্ড ফাইভ দশ হাজার টাকা, স্ট্যান্ডার সিক্স থেকে স্ট্যান্ডার্ড টেন পনের হাজার টাকা এবং এ লেভেল ও লেবেলের জন্য বিশ হাজার টাকা। বার্ষিক ফি ১২০০০ টাকা।
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল
স্কুলের ভর্তি ফি – প্লে থেকে যেকোনো স্টান্ডার্ডে ১০০০ ডলার থেকে ২০০০ ডলার।
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল মাসিক বেতন
প্লে থেকে টুয়েলভ পর্যন্ত ৭০০ ডলার এবং এর বার্ষিক ফি ৫00 ডলার। এখানে যেকোনো ফি দেওয়ার সাথে ভ্যাট দিতে হয়।
ঢাকা সানবিমস স্কুল
ঢাকা সানবিমস স্কুল ভর্তি ফি – ঢাকা সানবিমস স্কুল ভর্তি ফি প্লে ৬ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান ৮ হাজার টা্কা, স্ট্যান্ডার্ড টু থ্রি ফোর ১০০০০ টাকা, স্ট্যান্ডার্ড ফাইভ সিক্স সেভেন ১৩০০০ টাকা, standard 8, 9, 10 এর জন্য ১৫000 টাকা ও লেভেল ১৮০০০ এ লেভেল ২০০০০।
ঢাকা সানবিমস স্কুল মাসিক বেতন
এই স্কুলে প্রতি মাসে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ প্রতি মাসে বেতন দিতে হয় তিন হাজার টাকা। প্লাস ফাইভ থেকে ক্লাস সেভেন ৫ হাজার টাকা। ক্লাস এইট নাইন টেন ৭ হাজার টাকা। এ লেভেল আট হাজার ও লেভেল ১০ হাজার এবং প্রতিবছর বার্ষিক ফি দিতে হয় ১৭ হাজার টাকা।
ইন্টারন্যাশনাল স্কুল
ইন্টারন্যাশনাল স্কুল ভর্তি ফি – প্লে গ্রুপ থেকে প্রি কিন্ডারগার্টেন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো ভর্তি ফি দিতে হয় না। কিন্ডারগার্ডেন এবং পরবর্তী স্ট্যান্ডার্ড ১ থেকে ১১ পর্যন্ত সব শিক্ষার থেকে ২৫০০ ডলার ভর্তি ফি দিতে হয়।
ইন্টারন্যাশনাল স্কুল মাসিক বেতন
প্লে গ্রুপের প্রতি শিক্ষার্থীর মাসিক বেতন ১৮৮০ ডলার।নার্সারীর শিক্ষার্থীদের মাসিক বেতন ৩২০০ ডলার।প্রি কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের মাসিক বেতন ৫৬৪০ ডলার। কিন্ডারগার্টেন ও স্টান্ডার্ড ১ থেকে ২ এর মাসিক বেতন ৭৮০০ ডলার।স্ট্যান্ডার্ড থ্রি থেকে ফাইভ পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক বেতন ৮৪৯০ ডলার।
সিক্স থেকে এইট পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক বেতন ১০৮০০ ডলার।স্ট্যান্ডার্ড নাইন ও টেনের শিক্ষার্থীদের মাসিক বেতন ১১ হাজার ৫০ ডলার।এ লেভেলের শিক্ষার্থীদের মাসিক বেতন ১২ হাজার ২৪০ ডলার।
ইন্টারন্যাশনাল হোপ স্কুল
ইন্টারন্যাশনাল হোপ স্কুল ভর্তি ফি – ইন্টারন্যাশনাল হোপ স্কুলে প্লে এবং নার্সারের ভর্তি ফি তিন হাজার টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান টু থ্রি ৫ হাজার টাকা। স্ট্যান্ডার্ড ৪,৫,৬ সাত হাজার টাকা। টান্ডার্ড ৭ থেকে ১0 দশ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি প্রয়োজন হয়। এ লেভেলের ভর্তি ফি ১২০০০ ও লেভেলের ভর্তি ফি ১৫000 টাকা।
ইন্টারন্যাশনাল হোপ স্কুল মাসিক বেতন
এই স্কুলের মাসিক বেতন ক্লাস ভেবে ভিন্ন ভিন্ন হয়।প্লে নার্সারি থেকে standard 5 পর্যন্ত চার হাজার টাকা। ক্লাস ফাইভ থেকে স্টান্ডার্ড টেন পর্যন্ত ৭ হাজার টাকা প্রতি মাসে। এ লেভেল ও লেভেল এর জন্য বারো হাজার টাকা। এছাড়াও প্রতিবছর বাৎসরিক ফি ১২ হাজার করে দিতে হয়।
বাংলাদেশ ইউরোপীয় স্ট্যান্ডার্ড স্কুল
বাংলাদেশ ইউরোপীয় স্ট্যান্ডার্ড স্কুল ভর্তি ফি – এখানে যে কোন ক্লাসে ভর্তি হতে হলে যোগ্যতায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়। প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা ভর্তি ফি প্রযোজ্য। প্লে থেকে শুরু করে ও লেভেল পর্যন্ত রয়েছে। প্লে থেকে ক্লাস ফাইভ ভর্তি চার্জ সাত থেকে বারো হাজার টাকা। টান্ডার্ড ফাইভ থেকে স্টান্ডার টেন ২০ হাজার টাকা এবং এ লেভেল এবং ও লেভেল ৪0000 টাকা ভর্তির প্রযোজ্য।
বাংলাদেশ ইউরোপীয় স্কুল মাসিক বেতন
প্লে নার্সারি ৩০০০ টাকা। স্টান্ডার্ড ওয়ান টু থ্রি ৪০০০ টাকা। স্টান্ডার ফাইভ সিক্স সেভেন ৫ হাজার টাকা। স্ট্যান্ডার্ড এইট ,নাইন,টেন ১০ হাজার টাকা। এ লেবেল ও লেভেলের জন্য ৩০ হাজার টাকা। প্রতিবছর বার্ষিক ফি ১৫000 টাকা দিতে হয়।
আরো পড়ুন – ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা
চট্টগ্রাম ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ
ঢাকার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালিত হচ্ছে। এই পর্যায়ে আমরা চট্টগ্রামের সেরা কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Sidar international school
ভর্তি ফি – সিডার ইন্টারন্যাশনাল স্কুলের ভর্তি ফি প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত তিন থেকে বারো হাজার টাকা। 6 থেকে স্ট্যান্ডার্ড টেন ১৫ থেকে ১৭ হাজার টাকা এবং টুয়েলভ ২০ থেকে ২৫ হাজার টাকা।
মাসিক বেতন
এখানে প্লে এবং নার্সারির জন্য প্রতি মাসে ৪০০০ টাকা করে দিতে হয় স্ট্যান্ডার্ড ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ৬০০০ টাকা স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্টান্ডারড টেন পর্যন্ত 8000 টাকা ও লেভেল এবং এই লেভেলের জন্য ১০ হাজার টাকা দিতে হয় এবং বার্ষিক ফ্রি ১২০০০ টাকা দিতে হয়।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল
ভর্তি ফি – প্লে থেকে স্টান্ডার্ড ফাইভ পর্যন্ত প্রায় ১০ থেকে ৩০ হাজার টাকা টেন্ডার সিক্স থেকে স্টান্ডার টেন ৪০ থেকে ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ইলেভেন বা ও দে এ লেভেলের জন্য ৬০ হাজার টাকা।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল মাসিক বেতন
এই স্কুলের মাসিক বেতন থেকে এই লেভেল পর্যন্ত একই। প্লে এবং নার্সারীর জন্য ৫০০০ টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড সিক্স ১০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ৬৭ থেকে স্টান্ডার টেন বারো হাজার টাকা এ লেভেলের জন্য ১৫০০০ টাকা।
আনসাইন গ্রামার স্কুল
ভর্তি ফি – প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ চার হাজার থেকে দশ হাজার টাকা স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্ট্যান্ডার্ড পেন 15000 টাকা স্ট্যান্ডার্ড ইলেভেন ২০ থেকে ২৫ হাজার টাকা।
আনসাইন গ্রামার স্কুল মাসিক বেতন
প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তিন হাজার টাকা তিন থেকে পাঁচ হাজার টাকা ঠান্ডা 6 থেকে স্টান্ডার টেনের জন্য সাত হাজার টাকা এবং বার্ষিক ফি ১৫ হাজার টাকা
মন্তব্য
আজকের আমরা ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপলাই দেওয়ার চেস্টা করব।
আরো পড়ুন –
- ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা
- মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা, ভর্তির নিয়ম ও খরচ
- মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি যোগ্যতা ও খরচ বিস্তারিত