পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম
তরুণদের চোখের নিচে দাগ পড়া একটি সাধারণ সমস্যা। বিশেষ করে বর্তমান জেনারেশনের দেরি করে রাতে ঘুমানোর এবং এ সকালে দেরি করে ঘুম থেকে ওঠা চোখের নিচে কালো দাগ পড়ার অন্যতম প্রধান একটি কারণ। সাধারণত চোখের নিচে কিছু সেনসিটিভ কোষ থাকে যেগুলো মরে গেলে কালো দাগ তৈরি হয়। নিয়মিত চোখের নিচের মৃতকোষ পরিষ্কার করলে চোখের চারপাশের কালো দাগে অনেকটাই কমে যায়। কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে এই মৃতকোষগুলো কি পরিষ্কার করা যায়। এ ছাড়াও বাজারে রেডিমেড অনেক ক্রিম কিনতে পাওয়া যায় যেগুলো ব্যবহার করে খুব সহজেই ডার্ক সার্কেল দূর করতে পারবেন।
আজকে আমরা মূলত পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম নিয়ে আলোচনা করব। চোখের নিচে কালো দাগ কেন হয়, চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়, এবং নিয়ে পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম বিস্তারিত আলোচনা করব।
ডার্ক সার্কেল কি?
বংশগত কারণে কিংবা বাহ্যিক কোন সমস্যার কারণে ছবি চারপাশে তার বাদামী বা কালো বর্ণের দাগ হয়ে যাওয়াকে ডার্ক সার্কেল বলা হয়। চিকিৎসকদের মধ্যে সাধারণত আমাদের চোখের চারপাশে কিছু কোষ নিয়মিত মারা যায় বিজ্ঞানের ভাষায় যাকে হাইপারপিগমেন্টেশন বলা হয়। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের চোখের চারপাশের কিছু প্রশ্ন আমি তোমারে কিন্তু যদি এই মৃত কোষের পরিমাণ বেশি হয়ে যায় তখন এই চোখের চারপাশে সামান্য কালো দাগের মতন পড়ে যায় যাকে আধুনিক ভাষায় ডার্ক সার্কেল বলে।
অনেকেরই ডার্ক সার্কেল বংশগত কারণে হয়ে থাকে। বংশগত সার্কেল দূর করা কষ্টসাধ্য তবে আপনারা যদি অনিয়ম এবং বাহ্যিক কারণটা সাইকেল হয় তা খুব সহজেই দূর করা যায়। নিচে আমরা পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুন – ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম । স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম
পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার উপায়
পুরুষের চোখের নিচের কালো দাগ মূলত দুই কারণে হয়ে থাকে। বাহ্যিক কারণে এবং বংশগত কারণে। নিচে আমরা দুইটি সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
ঘুমের পরিমাণ বৃদ্ধি করা – বর্তমান জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা গুলোর মধ্যে একটি রাতে সময় মত না ঘুমানো। রাতে পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই চোখের নিচে কালো দাগ দেখা দিলে রাতে ঘুমানোর পরিমাণ বৃদ্ধি করে।
চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন – গবেষণায় দেখা গেছে শারীরিক ও মানসিক প্রেসারের কারণে অল্প বয়সে চুল পাকার এবং চোখের নিচে কালো দাগ পড়ার মতো সমস্যাগুলো হয়ে থাকে। আপনার চোখের নিচে কালো দাগ পড়া সমস্যা থাকলে সবসময় চিন্তা মুক্ত রাখার চেষ্টা করুন এবং যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিশ্চিত করুন।
পর্যাপ্ত পানি পান করা – শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার কোনো বিকল্প নেই। চোখের নিচে ডার্ক সার্কেল দেখা গেলে ধারণা করতে হবে আপনার হয়তো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা হচ্ছে না।
নির্দিষ্ট বয়সের কারণে – বয়সন্ধিকালে কিশোরদের শারীরিক পরিবর্তন দেখা যায়। বিশেষজ্ঞদের মতে বয়সন্ধিকালে ছেলে এবং মেয়ে উভয়ের শারীরিক বিভিন্ন পরিবর্তন দেখা দেয় তার মধ্যে ডার্ক সার্কেল দেখা দিতে পারে।
অপুষ্টিজনিত সমস্যা – অনেকের ক্ষেত্রে ডার্ক সার্কেল অপুষ্টির কারণে হয়ে থাকে। নিয়মিত পুষ্টিকর খাবার না খাওয়া বা পরিমানগত না খাওয়ায় এর প্রধান কারণ হতে পারে।
অতিরিক্ত ধূমপান করা – অতিরিক্ত মদ্যপান অধুমপায়ী শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি। অতিরক্ত ধূমপানের ক্ষতিকর দিকগুলো মধ্যে একটি হচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়া। তাই আপনার ধূমপানের অভ্যাস থাকলে তা বর্জন করুন।
পাওয়ারফুল ঔষধ সেবন – অতিরিক্ত পাওয়ারফুল ঔষধ লম্বা সময় ধরে সেবন করলে এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।
ত্বকে সূর্যের আলো না লাগলে – যারা সব সময় বন্ধ রুমের মধ্যে থাকে তাদের এই সমস্যাটি হতে পারে কেননা সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যায় স্কিনের জন্য অনেক উপকারী। শরীরে সূর্যের আলো না লাগলে সে ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।
পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম
বর্তমানে বাজারে অনেকগুলো ক্রিম পাওয়া যায় পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার। সবগুলো ক্রিম স্কিনের জন্য পারফেক্ট নয়। ভাল ভাবে না জেনে আজেবাজে ক্রিম ব্যবহার করলে আপনার স্কিনের ক্ষতি হতে পারে। তাই আমরা বাজারের সেরা 5 রাত্রি আপনার জন্য বাছাই করে এনেছি। আশা করছি এই পোস্টটা ক্রিম এর মধ্যে যে কোন একটা ক্রিম ব্যবহার করলে আপনি ভাল ফলাফল পাবেন
VLCC আমন্ড ক্রিম – এই ক্রিমটির বাজার মূল্য বর্তমানে 150 টাকার মতো। যারা মোটামুটি বিউটি প্রোডাক্ট ইউজ করেন তাদের কাছে VLCC একটি জনপ্রিয় এবং পরিচিত নাম। এই ক্রিমটি বিশেষত্ব হচ্ছে এটি যেকোন স্কিনের সাথে সহজেই মানিয়ে নেয়। তাই আপনার স্কিন টনে যেমনি হোক খুব সহজেই এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন কোন চিন্তা ছাড়া।
অ্যারোমা ম্যাজিক আন্ডার আই জেল – এই জেল টির বর্তমান বাজার মূল্য 190 টাকার মতো। যেমনটা দেখতে পাচ্ছেন এটি ক্রিম নয় জেল। আমরা জানি বরাবরই স্কিনের জন্য ক্রিমের জেল বেশি কার্যকরী এবং কম ক্ষতি করে। তাই আপনি যদি কম দামের মধ্যে ভালো মানের একটি ক্রিম নিতে চান তাহলে এটি আপনি নিতে পারেন।
বায়োব্লুম ন্যাচারাল আন্ডার আই জেল – এই জেল বর্তমান বাজার মূল্য 250 টাকা। দাম একটু বেশি হওয়ায় অনেকেই কিনতে চান না। তবে আপনার যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে এই ক্রিমটি নিশ্চিন্তে নিতে পারেন। কারণ এটি বাজারে সবচেয়ে ভালো ক্রিম গুলোর মধ্যে একটি।
লোটাস হার্বাল রিজুভিনেটিং অ্যান্ড কারেক্টিং আই জেল – বাজার মূল্য 320 টাকা লোটাস হারবাল জেলটা চোখের নিচে কালো দাগ ও সহজেই দূর করে। অন্যান্য ক্রিম গুলোতে কিছু আর্টিফিশিয়াল এবং কেমিক্যাল কম্পনেন্ট থাকতে পারে। তবে কোম্পানি দাবি করছে লোটাস হার্বাল রিজুভিনেটিং অ্যান্ড কারেক্টিং আই জেল এই ক্রিমটি সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে তৈরি করা তাই আপনার ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
হিমালয়া হার্বালস আন্ডার আই ক্রিম – হিমালয় হারবাল আন্ডার আই ক্রিম টির বর্তমান বাজার মূল্য 150 টাকা। বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু হিমালয়ের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি ট্রাস্টেড একটি কোম্পানির ক্রিম ব্যবহার করতে চান তাহলে হিমালয় হারবাল স্থান পছন্দের তালিকার শীর্ষে থাকার কথা। তাছাড়া গ্রিন টির দাম তুলনামূলক ক্ষমতায় খুব সহজেই ক্রয় সাধ্যের মধ্যে থাকবে আশা করি।
পুরুষের চোখের নিচের কালো দাগ
এতক্ষন আমরা পুরুষের চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম আলোচনা করেছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা নিয়মিত স্বাস্থ্য ও টেকনোলজি বিষয়ক পোস্ট করে থাকি। ভালো লাগলে ওয়েবসাইটের অন্যান্য পোষ্টগুলো পড়ুন। ধন্যবাদ
আরো পড়ুন – ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম । স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম