কম খরচে চেন্নাই হোটেল ভাড়া করার নিয়ম

কম খরচে চেন্নাই হোটেল ভাড়া করার নিয়ম

ভারতের চেন্নাইতে রয়েছে বিশ্বমানের অনেক বড় বড় হসপিটাল। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ চেন্নাইতে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসার জন্য প্রতিদিন আসে। চেন্নাইতে চিকিৎসার জন্য গেলে হোটেল বুকিং করা, কম খরচে হোটেল ভাড়া করার নিয়ম এবং হোটেলের সম্পর্কে অনেকেরই জানা থাকে না। তাই আজকে আমরা কম খরচে চেন্নাই হোটেল ভাড়া করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন – ভারতে ডাক্তারি পড়ার খরচ ও ভর্তির যোগ্যতা ২০২৩

হোটেল ভাড়া করতে যা যা প্রয়োজন

  • দুই থেকে তিন দিনের অ্যাডভান্স
  • পাসপোর্ট এর কপি
  • টিকিটের কপি
  • হসপিটালের বুকিং কাগজপত্র
  • আইডি কার্ডের ফটোকপি
  • সেফটি মানেই বুকিং
  • আগে থেকে বুকিং থাকলে বুকিং এর ইমেইলের ফটোকপি

চেন্নাই হোটেল ভাড়া কত?

চেন্নাইতে গেলে টিএমসি বা অ্যাপোলো যেখানে যায় হসপিটালের আশেপাশে বেশ কিছু আশেপাশে হোটেল পাওয়া যাবে। হোটেল বা লজ ভাড়া করলে ১৫০ থেকে ১০০০ রুপি পর্যন্ত দাম নিতে পারে। সুবিধা ভেদে দাম কম বেশি হতে পারে হোটেলের পাশের লঞ্চ গুলোর ভাড়া একটু বেশি হয়। তবে সাইদা পেট এর এই দিকটায় ভাড়া একটু কম হয়ে থাকে।

এছাড়াও খাওয়ার জন্য হোটেল ম্যানেজারের সাথে যোগাযোগ করলে রান্নার সরঞ্জামক পাওয়া যায় নিজে রান্না করে খাবার জন্য। বাঙালি হোটেল ও আছে কিছু। প্রতিবেলা খাবারের জন্য ৬০ থেকে ২০০ রুপি পর্যন্ত বিভিন্ন মূল্যের মিল পাওয়া যায়। তবে যে হোটেলে বা লজেই থাকা হোক না কেন হোটেল পেমেন্ট স্লিপগুলো ঠিকমতো কালেক্ট করে সাথে রাখতে হবে। পরবর্তীতে ঝামেলায় এড়াতে এগুলো কাজে দেবে।

স্টেশন থেকে হোটেল কিভাবে যাবেন?

সাধারণত এয়ারপোর্ট বা রেলস্টেশন থেকে ক্যাব ভাড়া করে সরাসরি যাওয়া যায়। এভাবে গেলে ভাড়া ৪০০ থেকে ৬০০ রুপি পর্যন্ত লাগতে পারে। এক্ষেত্রে ভাড়া বেশি লাগলেও নিরাপদে সারা শরীর হোটেলে পৌঁছানো যায়। তবে অনেক ক্ষেত্রে একটি ক্যাপ ৩-৪ জন মিলে ভাড়া করলে কম খরচে পৌঁছানো যায়। ক্যাপ ড্রাইভাররা নতুন যাত্রী হলে ভাড়া একটু বেশি নিয়ে থাকে তবে পুরাতন হলে ১২০ থেকে ১৫০ রুপি নিয়ে থাকে।

ক্যাপ ভাড়া করার পূর্বে ট্যাবের ফর্মে ডেসটিনেশনের জায়গায় নির্দিষ্ট স্থান লিখে দিলে ড্রাইভার সরাসরি সেখানে পৌছে দেয়।

চেন্নাইয়ের কিছু হোটেলের নাম ও ঠিকানা

রয়েল রেসিডেন্সি

সুবিধা

  • ছোট একটি রান্নাঘর
  • বারান্দা
  • টিভি
  • তবে এসি চলে এক্সট্রা ৪০০ রুপি দিতে হবে
  • যাওয়ার আগে ফোন করে রুম বুক দেওয়া যাবে
  • তবে প্লেনের বা ট্রেনের টিকেট কাটার পর ফোন দিলে কনফার্ম বুকিং রেখে দেয়

ঠিকানা- গ্রিমস রোড, অপজিট অফ অ্যাপোলো রোড হসপিটাল/ বাজার।

হোটেলের ফোন নাম্বার- ৯১০৪৪২৮২৯১৭৮৬

ক্লাসিক্যাল রেসিডেন্সি

ঠিকানা- গ্রিমস রোড, অপজিট অফ অ্যাপোলো রোড হসপিটাল/ বাজার।

সুবিধা –

  • লিফট আছে
  • ছোট একটি রান্নাঘর
  • বারান্দা
  • টিভি
  • তবে এসি চলে এক্সট্রা ৪০০ রুপি দিতে হবে
  • যাওয়ার আগে ফোন করে রুম বুক দেওয়া যাবে
  • তবে প্লেনের বা ট্রেনের টিকেট কাটার পর ফোন দিলে কনফার্ম বুকিং রেখে দেয়

এমকেএস হোটেল

এড্রেস- থাউজেন্ট লাইট, বিসাইড অফ আল আব্বাস আলী স্ট্রেড মডেল স্কুল।

এই হোটেলে যে দুজন দেখাশোনা করে তারা সবাই বাংলা জানে

যে জিয়া নাট হোটেল সুবিধা

  • লাক্সারিয়াস হোটেল
  • অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ
  • এসি রয়েছে
  • লেফট রয়েছে

রেন্ট – ১৫০০ রুপি করে

অ্যাড্রেস – এমকেএস হোটেল পাশে যে মসজিদ আছে তার পাশে

বর্ধমান গেস্ট হাউস

ভাড়া- ২৫০ রুপি। ভেলোর সিটে এখানে ৬০০ থেকে ৮০০ মধ্যে ভালো রুম পাওয়া যায়। তবে একটু ভালোভাবে থাকতে চাইলে ১১০০ থেকে ১২০০ টাকার মতো খরচ হবে।

ঠিকানা- ভেলোর, চেন্নাই

Nisha homes

Address:  no 30,begum 3rd street,mackey’s Garden,Dreams Road,chennai-600006

রেন্ট – ৫০০

Absolute homes

Rent – 1000/1200

ঠিকানা – ভেলোর,চেন্নাই

Classic residence

Address: no 30, begum 3rd street, mackey’s Garden, Dreams Road,Chennai-600006

রেন্ট- ৪৬০ রুপি

R J Manson

Manager name: Dipak dada

Address:  thousands lights, greams  road,walking distance 3/4 minutes from apollo hospital chennai.

Rent : per day 600

সুবিধা

  • Attached bathroom
  • ,kitchen,
  • ac,
  • lift available.

Vaibah residency

Address: vellore,india

Rent : per day 850 ruppe

Swagatam Guest house

Manager: s. G mohammed

Rent: per day non ac 360 rupee

Vishnu anex hotel

Clean and simple hotel

Address: Boivab, after lic

Rent: 500-550 rupees

কম খরচে চেন্নাই হোটেল ভাড়া করার টিপস

  • চিকিৎসার জন্য গেলে হাসপাতালের আশেপাশে হোটেল ভাড়া নেয়া উচিত
  • রাস্তার পাশের হোটেল গুলোতে ভাড়ার সবসময় একটু বেশি হয়।
  • তাই মেইন রোডের ভিতরের দিকে হোটেলে ভাড়া কম লাগে
  • ঝামেলা এড়াতে হোটেলে রিসিট সবসময় সাথে রাখা উচিত
  • চেন্নাই হোটেল গুলোতে বেশিরভাগ সময় রান্না করার ব্যবস্থা থাকে তাই নিজে রান্না করে খেতে চাইলে ম্যানেজারের সাথে কথা বলে নেয়া যেতে পারে।
  • বেশিরভাগ হোটেলে এডভান্স কিছু টাকা জমা রেখে তাই নিজের সাথে এক্সট্রা কিছু ডলার রাখা উচিত
  • চেন্নাইতে টাকার মান খুবই কম সেখানে ডলারে বা রুপিতে ভাঙাতে গেলে কম পাওয়া যায় তাই কলকাতা থেকে টাকা ভাঙিয়ে নিলে সবচেয়ে বেশি লাভ হয়।
  • এছাড়াও নিজের পাসপোর্ট এবং এনআইডি কার্ডের কয়েকটি ফটোকপি করে সব সময় সাথে রাখা উচিত

চেন্নাই হোটেল ভাড়া করার ক্ষেত্রে সতর্কতা

হোটেলে উঠার সময় এবং হোটেল বুকিং দেওয়ার সময় হোটেলের সব নিয়মকানুন সঠিকভাবে জেনে হোটেলের ফরম পূরণ করা উচিত। কেননা অনেক অনেক অসাধু চক্র পরবর্তীতে হোটেলে ভাড়া সহ বিভিন্ন ফ্রি বাড়িয়ে দেয়। এছাড়াও একা একা হোটেলে থাকলে রাস্তার পাশে হোটেলে থাকা উচিত। এতে খরচ একটু বেশি হলেও নিরাপত্তা বেশি থাকে।

চেন্নাই হোটেল ভাড়া

 

কেননা চেন্নাইয়ের গলির ভিতরের হোটেল গুলোতে ভাড়া কম হলেও রাত নয়টার পরে অনেক নিরিবিলি হয়ে যায় এতে ছিনতাই করার সম্ভাবনা থাকে। তাই হোটেলে ওঠার পূর্বে হোটেলের পরিবেশ চেক করে নেয়া উচিত।

আরো পড়ুন – ভারতে চিকিৎসা খরচ কেমন ২০২৩

মন্তব্য

আজকে আমরা কম খরচে চেন্নাই হোটেল ভাড়া করার নিয়ম ও চেন্নাইয়ের হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। আশা করছি চেন্নাইয়ের হোটেলে থাকতে গেলে হোটেল ভাড়া সহ হোটেলের বিস্তারিত তথ্য এই আর্টিকেল থেকে জানা যাবে। আর্টিকেলটি ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।

এবং আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া নতুন আপডেট জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply