এপোলো হাসপাতাল চেন্নাই ডাক্তার তালিকা

এপোলো হাসপাতাল চেন্নাই ডাক্তার তালিকা

ভারতের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত তা কমবেশি আমরা সবাই জানি। বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও খুব কম খরচে বিশ্বমানের ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়ে থাকে। চেন্নাই এপোলো হাসপাতাল তাদের মধ্যে অন্যতম। চেন্নাই এপোলো হাসপাতালে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা খুব কম খরচে কম সময়ে করা সম্ভব। বিশ্বসেরা হাসপাতাল গুলোর মধ্যে অ্যাপোলো হাসপাতাল অন্যতম।

প্রতিদিন যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক রোগী চিকিৎসা নিতে আসে। আজকে আমরা এপোলো হাসপাতাল চেন্নাই ডাক্তার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব।

আরো পড়ুন – ভারতে চিকিৎসা খরচ কেমন ২০২৩

চেন্নাই এপোলো হাসপাতাল

ভারতের চেন্নাইতে অ্যাপোলো হসপিটালটি এর চিকিৎসা সেবার জন্য অনেক বিখ্যাত। আন্তর্জাতিক মানের এই হাসপাতালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিসহ সব রোগেরই চিকিৎসা করা হয়ে থাকে। এখানে রয়েছে সব বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার। পার্শ্ববর্তী দেশ হওয়ায় এর বেশিরভাগ রোগী বাংলাদেশের হয়ে থাকে।

এছাড়াও বাংলাদেশের যে রোগের সঠিক চিকিৎসা পাওয়া যায় না, সেই রোগ নিয়ে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে গিয়ে সহজেই সুস্থ হওয়া যায়। এমন অনেক রোগী আছে যারা বাংলাদেশে চিকিৎসায় ব্যর্থ হয়েছেন কিন্তু এ্যাপোলো হাসপাতালে গিয়ে সুস্থ হয়েছেন।

ঠিকানা- ২১, গ্রিস লেন, গ্রিমস রোড, চেন্নাই ৬০০০০৬, ভারত । এটি এয়ারপোর্ট থেকে ১৭ কিলোমিটার দূরে এবং ৫১ মিনিট সময় প্রয়োজন হয়। আশেপাশেই ট্যাক্সি করে যাওয়া যায়।

Web: http://chennai.apollohospitals.com

অ্যাপোলো চেন্নাই হাসপাতালের বৈশিষ্ট্য

  • হাসপাতাল প্রতিষ্ঠার পরের বছরগুলিতে ভারতের সবচেয়ে বিখ্যাত সাফল্যের অবদান রেখেছে। সেই সাথে বিশ্বের অন্যতম মর্যাদা পূর্ণ হাসপাতাল এবং সারা ভারত থেকে রোগীদের জন্য সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পর্যটন ও চিকিৎসা মূল্যের ভ্রমণ গন্তব্য গুলার মধ্যে একটি।
  • আধুনিক চিকিৎসা কৌশল এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে হাসপাতালটি স্বাস্থ্য সেবার শিল্পে নিজেদের জন্য একটি খ্যাতি রয়েছে
  • এখানেও বেশি বিভাগ রয়েছে আন্তর্জাতিক এবং দক্ষ চিকিৎসা বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হয়
  • চিকিৎসার জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ ডাক্তার রয়েছে
  • ভারতের হৃদরোগের জন্য সেরা হাসপাতাল গুলোর মধ্যে একটি
  • অ্যাপলো হাসপাতালে ভারতের প্রথম অনলি প্যানক্রিয়াস প্রতিস্থাপন করা হয়েছিল
  • হাসপাতালটি এশিয়ার প্রথম এন ব্লক সম্মিলিত হার্ট এবং লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পাদনের জন্য পরিচিত
  • হাসপাতালে প্রতিদিন প্রায় তিন থেকে চারটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়
  • ৫০০টিরও বেশি বিছানায় সজ্জিত হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৩ সালে
  • হাসপাতালটি এনেবিএইচ এবং জেএসসিআই এর স্বীকৃতিপ্রাপ্ত
  • এটি ভারতের প্রথম হাসপাতাল যা আইএসও ৯০০১ এবং আইএসও ১৪০০০১ ধারা প্রত্যায়িত
  • হাসপাতালটিতে ৪৬০ বেশি বিভাগ রয়েছে যার মধ্যে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত এবং উচ্চ দক্ষ চিকিৎসা সেবা দানকারী রয়েছে
  • প্রতিদিন ৪০ টার বেশি কার্ডিয়াক সার্জারি ৬৭ বেশি ডায়ালাইসিস এবং চারটি অঙ্গ প্রতিস্থাপন সার্জারি ডাক্তাররা প্রতিদিন করে থাকে
  • হাসপাতালটি অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত
  • রেডিয়েশন অনোকোলজি রোবটিক এবং কম্পিউটার এসিস্ট্যান্ট সার্জারি সব আধুনিক চিকিৎসা প্রযুক্তি হাসপাতালে পাওয়া যায়
  • প্রতিটি রোগীর প্রয়োজন মেটাতে হাসপাতালে প্রতিদিন ভ্রমণ ডেস্ক রয়েছে
  • এর মধ্যে বুকিং অ্যাপয়েন্টমেন্ট হাসপাতালে থাকা ভিসা সুবিধা চিকিৎসা এবং ভ্রমণ বীমা এবং ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করা
  • সরকার কর্তৃক সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে ঘোষিত হাসপাতালটি একাধিকবার ভারতের সেরা বেসরকারি সেক্টর হাসপাতাল হিসেবে দ্যুয়িক দ্বারা ভোট দেওয়া হয়েছে
  • ভারতে প্রথম হাসপাতাল যেখানে করোনারি এনজিওপ্লাস্টিক রেডিওথেরাপি এবং রেডিও সার্জারি মত কিছু স্পেশাল চিকিৎসা চালু করা হয়েছে

চেন্নাই হাসপাতালের সেন্টার অফ এক্সিলেন্স

  • অ্যাপোলো হার্ট ইনস্টিটিউট
  • স্নায়ুবিজ্ঞান
  • যন্ত্র মানব নির্মাণ বিদ্যা
  • অর্থপেডিক্স
  • পালমানালোজি
  • নেফ্রলজি এবং ইউরোলজি
  • prediatrix
  • cancer
  • মেরুদন্ড
  • প্লাস্টিক সার্জারি
  • ক্রিটিকাল কেয়ার সার্জারি
  • কলরোক্টাল সার্জারি
  • জরুরি বিভাগ
  • রক্তনালীর শূন্য চিকিৎসা
  • চর্মরোগবিদ্যা
  • লিভার সাইন্স ইনস্টিটিউট
  • স্পোর্টস মেডিসিন এবং সার্জারি

এপোলো হাসপাতাল চেন্নাই ডাক্তার তালিকা

ডাক্তার মোহন এটি

মেডিকেল গেস্টর্মেন্টট্রানজিলোজি চিকিৎসক, এম বি বিএস, এমডি, ডিএন চেন্নাই ভারত,

৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে

Dr. Robert Mao

ইন্টারভেশনাল কার্ডিয়লজিস্ট

২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন

Dr a Navaladi Shankan

Orthopaedics,22 years experience, apollo hospital grims road chennai

Dr alpa khakar

Urogynaecology,20 years experience

Dr AR prem

General surgery,25 years experience,

Dr abdul gafur

Infection disease, 16 years experience

Dr. H Ganapathy

ENT specialists,1 award s

46 years experience

Dr surendranath R

Surgical gastroenterologist, 46 years experience

Dr uma chandran

Orthopaedic, 50years of practice

Dr.prasanna kumar reddy

Surgical Gastroenterologist, 3 award, 51 practice

Dr. Rajan santhosan

Cardiac surgeon, 3 award

45 years experience

Dr aditya shah

Gastroenterologist, 10 year experience

Dr. Abraham oomman

Cardiologist, 20 years experience

Dr. Elangho R P

৩৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইয়ের এপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, পালমায়োলজিস্ট হিসেবে কাজ করছেন রেস্পিরাটোরই, মেডিসিন বিশেষজ্ঞ।

Dr. Rebti rose

পেরিয়ারট্রিক, হেমাটোলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট হেমাটোলজিস্ট এবং বিএমটি না অ্যাপোলো, চিলড্রেন হাসপাতাল ক্রিমস রোড চেন্নাই।

ডাক্তার রাকেশ জালালী

রেডিয়েশন অনোকোলজিস্ট, নিউরো অনোকোলজিস্ট, মেডিকেল ডিরেক্টর ও লিড নিউরনোকোলজি। অ্যাপোলো প্রোটন ক্যান্সার সেন্টার চেন্নাই ভারত।

ডাক্তার স্বজনগে

মেরুদন্ডের সার্জন, সিনিয়র কনসালটেন্ট, এপোলো হসপিটাল, গ্রিমস রোড চেন্নাই।

ডাক্তার ওয়াই বিজয় চন্দ্র রেড্ডি

ইন্টারভিশন ভেনশনাল, কার্ডিওলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, অ্যাপোলো হসপিটালস, গ্রিমস রোড চেন্নাই।

ডাক্তার অজিত পাই

সার্জিক্যাল অনকোলজিস্ট, রোবোটিক সার্জন, জেনারেল সার্জন সিনিয়র কনসালটেন্ট অ্যাপোলোক ক্যান্সার  center এবং অ্যাপোলো হাসপাতাল চেন্নাই ভারত।

তার রাজেনদ্রন

এন্ড্রোক্রিনোলজিস্ট এবং ডায়াবেটিলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট এন্ড টেকনোলজি ও ডায়াবেটিসি বিভাগ, অ্যাপোলো হাসপাতাল, গ্রিমস রোড চেন্নাই ভারত।

ডাক্তার মধুকরণ সিএন

পিডিয়াট্রিক ইন্টারভিউ, ভেনশনাল কার্ডিওলজিস্ট, পরামর্শদাতা এপোলো চিলড্রেন হাসপাতাল চেন্নাই।

ডাক্তার পি মহাদেব

রেডিয়েশন অন করজিস্ট, সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন, অনোকোলজি এপোলো ক্যান্সার সেন্টার। চেন্নাই ভারত

ডাক্তার রত্না দেবী

রেডিয়েশন অনোকোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট, রেডিয়েশন অনোকোলজি বিভাগ, অ্যাপোলো ক্যান্সার সেন্টার চেন্নাই

ডাক্তার অনিল বৈদ্য

ট্রান্সপ্লান্ট সার্জন, জেনারেল সার্জন, জৈষ্ঠ পরামর্শদাতা, এপোলো হাসপাতাল নাভি মুম্বাই

ডাক্তার ভি বালাজি

ভাস্কুলার সার্জন, সিনিয়র কনসালটেন্ট এপোলো হসপিটাল, গ্রীনস্ট রোড চেন্নাই

ডাক্তার স্বপ্না নামজিয়া

রেডিয়েশন অনোকোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট, রেডিয়েশন অনোকোলজি এপোলো প্রোটন ক্যান্সার সেন্টার, চেন্নাই ইন্ডিয়া

ডাক্তার জোসেফ থানচি

কিডনি ট্রান্সপারেন্ট সার্জন, ইউরোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি অ্যাপোলো হসপিটাল, চেন্নাই

ডক্টর রাজ কুমার পালানিআপ

বাড়িয়াট্রিক সার্জন, লোগোটিক অ্যান্ড বোলিক সার্জন, ডিরেক্টর এন্ড চিফ সার্জন ইনস্টিটিউট অফ বাড়িয়াট্রিক্স অপলো হসপিটাল, গ্রীনস্ট রোড চেন্নাই

চেন্নাই এপোলো হাসপাতালে এপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম

চেন্নাই এপোলো হাসপাতাল যেহেতু বিশ্ব বিখ্যাত একটা হাসপাতাল তাই এ হাসপাতালে এপয়েন্টমেন্ট পাওয়া একটু কঠিন হয়ে থাকে। তবে বর্তমানে খুব সহজেই একটু চেষ্টা করলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। এজন্য অনলাইনে নিতে হবে কেননা হাসপাতালে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা করাতে গেলে সর্বোচ্চ 15 দিন সময় লাগতে পারে।

সে ক্ষেত্রে অর্থের পাশাপাশি সময় নষ্ট হবে। তাই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করতে হবে অনলাইনে এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি http://chennai.apollohospitals.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর কোন ডাক্তার অ্যাপার্টমেন্ট নেবে তার জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট এর তারিখ চলে আসবে।

চেন্নাই এপোলো হাসপাতাল খরচ বিস্তারিত

চেন্নাই এর হাসপাতাল যেহেতু আন্তর্জাতিক একটি মানের একটি হাসপাতাল। তাই এখানে চিকিৎসার ব্যবস্থা অনেক উন্নত হওয়ার পাশাপাশি চিকিৎসার খরচও অনেক বেশি হয়ে থাকে। তবে চিকিৎসা খরচ নির্ভর করে রোগীর রোগের উপর এবং রোগীর অবস্থার উপর। চেন্নাইয়ের অ্যাপোলো টেস্ট অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে।

যেমন- পায়ের দুর্ঘটনায় পায়ের প্লেট ভেঙে গেলে চেন্নাই হাসপাতালে এর খরচ লাগতে পারে কিছুটা ৪০ লক্ষের কাছাকাছি। l5 / S1 এর সার্জারীর জন্য অ্যাপোলোতে চিকিৎসা খরচ লাগতে পারে সাড়ে তিন লাখ থেকে চার লাখ রুপি। pet-ct করার জন্য অ্যাপলোতে ৩২ হাজার রুপি লাগতে পারে। মলদ্বারে এনাল ফিস্টুলা এর চিকিৎসার জন্য ১ লাখ থেকে এক লাখ ২০ হাজার রুপি লাগতে পারে।

এছাড়াও ক্যান্সারের থেরাপি গুলোর জন্য প্রতিটি থেরাপি ৭০ হাজার থেকে ১ লাখ টাকা লাগতে পারে। খরচ বেশি হলেও কিন্তু এতে চিকিৎসা ব্যবস্থা খুবই ফাস্ট পাওয়া যায়।

আন্তর্জাতিক রোগীদের জন্য সুযোগ সুবিধা

প্রতিবছর সারা বিশ্ব থেকে প্রায় হাজার হাজার রোগী চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাত হাসপাতালে যায়। হাসপাতালের উচ্চপ্রশিক্ষিত কর্মীরা বিদেশি রোগীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। তাদের জন্য দোভাষীর ব্যবস্থা রয়েছে তারা শুধুমাত্র সর্বোত্তম চিকিৎসা সেবাই দেয় না বিমানবন্দরে পৌঁছানোর মুহূর্ত থেকে বিভিন্ন যত্ন প্রদান করে।

এছাড়াও হাসপাতালের কাছাকাছি থাকা এবং খাওয়ার গাইডেন্স বা আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলোর দ্বারা কভারেজ। তাদের আন্তর্জাতিক প্রতিনিধিরা বিভিন্নভাবে সাহায্য করে থাকে।

এপোলো হাসপাতাল চেন্নাই ডাক্তার তালিকা

মন্তব্য

আজকে আমরা এপোলো হাসপাতাল চেন্নাই ডাক্তার তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং অ্যাপোলো হাসপাতালের সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পা্রেন।

এছাড়া ওয়েবসাইটের নতুন আপডেট পেতে জয়েন করতে পারেন অফিশিয়াল টেলিগ্রামের গ্রুপে

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply