ভারতে চিকিৎসা খরচ কেমন
চিকিৎসা খরচ পৃথিবীর অনেক দেশে চেয়ে কম। এমন কি বাংলাদেশে বেসরকারি হাসপাতালে খরচের তুলনায় কয়েক গুণ কম খরচ হয়ে থাকে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ ভারতের চিকিৎসা নিতে চায় তবে ভারতের চিকিৎসা ব্যবস্থার খরচ সম্পর্কে অনেকেই সঠিক তথ্য সম্পর্কে ধারণা নেই। আজকে আমরা ভারতে চিকিৎসা খরচ কেমন ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুন – ভারতে ডাক্তারি পড়ার খরচ ও ভর্তির যোগ্যতা ২০২৩
ভারতে চিকিৎসা পদ্ধতি
কমবেশি সবাই জানে যে ভারতীয় ডাক্তার অনেক অভিজ্ঞ এবং সহানুভূতিশীল এবং তাদের জ্ঞানের পরিধি অনেক বেশি। ভারতীয় ডাক্তারদের ডিগ্রী প্রাপ্তির পরেও তারা প্রচুর পড়াশোনা করে থাকেন এবং বিদেশে গিয়ে বিভিন্ন সেক্টরের অনেক প্র্যাকটিসেস এবং অভিজ্ঞতা লাভ করে থাকেন। যার কারণে নতুন রোগ ও তার প্রতিকার সম্পর্কে তাদের ভালো ধারণা হয়ে থাকে।
এছাড়াও ভারতের হাসপাতালগুলো আধুনিক ও পর্যাপ্ত পরিমাণ ভারতের ছোট থেকে বড় হাসপাতালগুলো সব ডাক্তার এবং নার্সরা রোগীদের সততার সাথে সঠিক চিকিৎসা দিয়ে থাকে। রোগীদের চিকিৎসা খরচ কমানোর ব্যাপারেও তারা নিজেরাই সচেষ্ট থাকে। যারা বেশিরভাগই ভারতে গিয়ে চিকিৎসা করিয়েছেন তাদের বেশিরভাগই ভারতীয় ডাক্তারদের প্রশংসা করে থাকে।
ভারতে চিকিৎসা খরচ কেমন
ভারতে কম বেশি ছোট বড় সব ধরনের রোগের চিকিৎসা হয়ে থাকে। তবে ভারত ক্যান্সার, লিভার, চোখ, নিউরোলজি এবং হার্টের চিকিৎসার জন্য বেশ বিখ্যাত। এইসব রোগের খরচ নির্ভর করে সাধারণত রুগির রোগের ধরনের উপর এবং এর অবস্থার উপর এবং কোন হাসপাতালে চিকিৎসা করাবে তারপর নির্ভর করে।
তবে ভারতে চিকিৎসা করা বাংলাদেশের বেসরকারি হাসপাতালের তুলনায় খুবই কম হয়ে থাকে এবং চিকিৎসা ব্যবস্থাও খুবই দ্রুত এবং সঠিক চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। যেমন- হার্টের ব্লক অপারেশন কিংবা রিং পরাতে ৭০ থেকে ১ লাখ টাকা, ক্যান্সারের কেমোথেরাপি গুলো ৪০ থেকে ১ লাখ টাকা, এছাড়াও লিভার সহ বিভিন্ন রোগের চিকিৎসা খুব কম খরচে করানো সম্ভব হয়ে থাকে।
ভারতের চিকিৎসা খরচ বাংলাদেশের চেয়ে কম হওয়ার কারণ
তুলনামূলক খুব কম খরচে ভারতের চিকিৎসা হয়ে থাকার কারণ হলো এখানে দেশি-বিদেশে নানা ধরনের রোগীরা চিকিৎসা নিতে আসে এবং এখানে আন্তর্জাতিক মানের ডাক্তার রয়েছে। তাই সব রোগের চিকিৎসা করা হয়। ভারতের যেসব রোগের তুলনামূলক খুব কম খরচে চিকিৎসা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল- ক্যান্সার লিভার চোখ নিউরোলজি এবং হার্টের চিকিৎসা।
চিকিৎসার উদ্দেশ্যে ভারত বাংলাদেশী রোগীরা সাধারণত চেন্নাই, বেঙ্গালোর, ভেলোর, হায়দ্রাবাদে যায়। শুধু বাংলাদেশ থেকেই বছরে ও কয়েক লক্ষ মানুষ ভারতে চিকিৎসা নিতে আসেন।
আরো পড়ুন – ভারতে চোখের ছানি অপারেশন খরচ ও যাতায়াতের নিয়ম
ভারতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় তথ্য
ভারতে চিকিৎসা করানোর জন্য সর্বপ্রথম মেডিকেল ট্রিটমেন্ট প্ল্যান করা প্রয়োজন। একজন রোগী যদি বিদেশে কোন হাসপাতালে চিকিৎসার জন্য যাবে, সেখানে রোগীর এই রোগের চিকিৎসা পর্যাপ্ত সুবিধা এবং বিশেষজ্ঞ ডাক্তার আছে কিনা এবং চিকিৎসা করাতে কতদিন থাকা লাগতে পারে এবং রোগের সম্পূর্ণ চিকিৎসা করাতে কত টাকা প্রয়োজন হতে পারে তা জানা অত্যন্ত দরকার।এসব না জানলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন-
- বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎকার তারিখ নির্ধারণ না করে গেলে অনেক সময় বিদেশে যাওয়ার পর এক থেকে দুই সপ্তাহের চিকিৎসা না করে বসে থাকতে হয়।
- এতে রোগীর আর্থিক খরচ এবং থাকা খাওয়ার জন্য সমস্যা হয়ে যায়।
- চিকিৎসার খরচ সম্পর্কে পূর্ব ধারণা না থাকলে অনেক সময় অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়।
- সেক্ষেত্রে রোগের চিকিৎসা অসম্পূর্ণ রেখেই দেশে ফেরত আসতে হয়।
- চিকিৎসা সেবা নিয়ে দেশে ফেরত আসার পরে কিভাবে যোগাযোগ করবে তা না জানা থাকলেও অনেক সমস্যা হয়।
মেডিকেল ভিসার জন্য যা যা প্রয়োজন
- কমপক্ষে ছয় মাসের মেয়াদ যুক্ত পাসপোর্ট হতে হবে
- হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য নয়
- ভোটার আইডি অথবা জন্ম সনদপত্র যেটা দিয়ে পাসপোর্ট করা হয়েছে তার ফটোকপি
- টু ইনটু টু পাসপোর্ট সাইজের ছবি
- বাংলাদেশ থেকে দেখানো ডাক্তারের সকল প্রেসক্রিপশন টেস্ট রিপোর্ট পরামর্শ
- চিকিৎসার জন্য হাসপাতাল বিদেশে যে হাসপাতালে চিকিৎসা করাতে যেতে চায় সে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট পত্র
- রোগীর ব্যাংক স্টেটমেন্ট
- রোগের বাড়ির বিদ্যুৎ ফটো কপি
- ডলার এনরোসমেন্ট
টাকা বা ডলার কোথায় ভাঙ্গাবেন?
টাকা বা ডলার অনেক জায়গাতেই চেঞ্জ করতে পারেন। তবে বর্ডারে টাকা বার ডলার চেঞ্জ রেট টা কম অর্থাৎ বর্ডার চেঞ্জ করলে পরিমাণে কম পাওয়া যেতে পারে। প্রয়োজনে কিছু চেঞ্জ করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় কলকাতায় চেঞ্জ করে নেবেন তাহলে চেঞ্জ রেট বেশ ভালো পাওয়া যায়। যেখানে ঢাকার বাস গুলো যেখানে থামে সেখানে ডলার রেট বেশি আছে।
তবে কয়েক দোকানে যাচাই করার পর যেখানে ভালো রেট দিচ্ছে তার কাছ থেকে চেঞ্জ করে নেওয়া যেতে পারে। অনেকেই ভালোরে গিয়ে টাকা চেঞ্জ করার কথা চিন্তা করে থাকেন। কিন্তু সেখানে গেলে লস হবার সম্ভাবনা থাকে কারণ ভেলোরে টাকার চেঞ্জ অনেক কম হয়। তাই রেটটাও কম।
আরো পড়ুন – ভারতে ডাক্তারি পড়ার খরচ ও ভর্তির যোগ্যতা ২০২৩
ভারতের সেরা হাসপাতালের তালিকা
অ্যাপোলো হসপিটাল
এপোলো হাসপাতাল চেন্নাই এর মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে উন্নত যন্ত্রণা এবং বিশ্বমানের ডাক্তার। এখানে খরচ দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিণ ভারতের তুলনায় অন্যান্য হাসপাতালে খুবই কম। কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে হাসপাতালে যাওয়া যেতে পারে তবে খরচের পরিমাণ বেশি হবে।
ঠিকানা- অ্যাপোলো হসপিটাল রোড ২১, গ্রীন লাইন অফ চেন্নাই 600006,
মোবাইল নাম্বার- ৯১ ৪৪২৮২৯০২০০ এবং ৯১৪৪২৮২৯ ৩৩৩ এবং ৯১৪৪২৮২৯৪৪২৯
রেজিস্ট্রেশনের জায়গা- এখনো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে বিল্ডিং রয়েছে তার নাম সুন্দরী ব্লগ এ ব্লকেই রেজিস্ট্রেশন করা যায়।
রামচন্দ্র মেডিকেল সেন্টার
শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা খরচ তুলনামূলকভাবে অন্যান্য হসপিটাল এর চাইতে কম হয়ে থাকে। এটি ১৯৮৫ সালে চেন্নাইতে প্রতিষ্ঠা হয়। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সিএমসি ভেলোর তুলনায় অনেক কম। ওখানে চিকিৎসা সেবার পদ্ধতি অনেক ভালো এবং খরচ কম। এর পরিবেশ এবং ব্যবস্থাপনার চোখে লাগার মত।
Address: sri ramchandra medical centre,no 1 ramchandra nagar,porir chennai,Tamil na DU, হাসপাতাল থেকে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিলোমিটার দুর অবস্থিত।
ভেলোরের সিএমসি হাসপাতাল
কম খরচে ভালো মানের চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে হাসপাতাল বিখ্যাত। তামিলনাড়ুর ছোট এক জেলা ভেলোর সিএমসি হাসপাতাল অবস্থিত। এটি ভারতের প্রথম শ্রেণীর হাসপাতাল। এখানে কম খরচে ভালো চিকিৎসা হয়। এই হাসপাতালে অনেক ভিড় থাকে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় অনেক বেশি প্রয়োজন হয়।
Address: ida scudder road,vellore,Tamil Nadu 632004
phone: 04162281000
ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটাল নিউ দিল্লি
এখানে অ্যারেস্টেসিয়া কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি ক্যানসার শিশু বিশেষজ্ঞ ব্রুনের ঔষধ গ্যাসের স্ত্রীরোগ সহ বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করা হয়। নয়া দিল্লিতে এই হাসপাতালটি অনেক বেশি বিখ্যাত।
Address: ইন্দ্রপ্রস্থহা অ্যাপোলো হাসপাতাল সারিতা বিহার, দিল্লি মথুরা রোড, নতুন দিল্লি one100 76, ভারত
কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল
এটি মুম্বাইয়ে তো অবস্থিত। এই আম্বানি হাসপাতাল ভারতের একমাত্র হাসপাতাল যেখানে ফুলটাইম বিশেষজ্ঞ সিস্টেম রয়েছে। ক্যান্সার সহ মারাত্মক চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। এখানে ২০ টি ক্যান্সার সেন্টার রয়েছে এবং বিশ্বের প্রথম সম্পূর্ণ রেডিও সার্জারি সিস্টেম এই হাসপাতালে চালু করা হয়।
Address: লাউ সাহেব ও চিত্র পাটোয়ার্ড মার্ক, চারবাংলও, অন্ধের পশ্চিম মুম্বাই 400053, ভারত
শ্রী নারায়ণী হাসপাতাল
অল্প খরচ অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করানো যেতে পারে। সিএমসি হাসপাতাল থেকে হাসপাতালে দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলে ওখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। স্টেশন থেকে এর দূরত্ব ২৮ কিলোমিটার।
Address: sri narayan hospital and research center, azad road,sripuram,thirumalaikodi,vellore,Tamil nadu 632055
Phone: 04162206301
মনিপাল হাসপাতাল
মনিপাল হাসপাতাল ব্যাঙ্গালোরের একটি বিশেষ হাসপাতাল। এখানে চেন্নাই এর এপলিক তুলনায় ঘর আছে অনেকটা কমিটি আছে যেমন হার্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ নেফ্রলজি এন্ড ইউরোলজি এবং ক্যান্সার সেন্টার। এসব সেন্টারের সফলতার সাথে কাজ করে যাচ্ছে কিন্তু যাদের হাতে সময় এবং ধৈর্য নেই তারা এখানে চিকিৎসা না কারণেই ভালো। কেননা এখানে চিকিৎসা বিশ্ব মানুষ কিন্তু রোগীর ভীর বেশি হওয়ায় ডাক্তার এপয়েন্টমেন্ট পাওয়া খুবই কষ্টকর।
Address: manipal hospital hal airport road manipal hospital98, hal airport road,bangalore 560017
helpline: 180030014000
Enquiries: 91804011900/25024444
টাটা হাসপাতাল
ক্যান্সারের জন্য ভারতে মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের কথা কম বেশি সবাই জাণে। তবে কলকাতাতেও টাটা এর শাখা হাসপাতাল তৈরি হয়েছে। এখন কলকাতার বাংলাদেশের সহ বিদেশী রোগী এখানে চিকিৎসা করাতে আসেন।
Address: home babba building, dr ernes borges road,patel east ,patel, mumbai maharashtra 400012,india
Phone: 912224177000
অনলাইনে ভারতীয় চিকিৎসকদের পরামর্শ
বর্তমানে দেখা যায় প্রতিবছর অনেক মানুষ বাংলাদেশ থেকে ভারতের হাসপাতাল হতে চিকিৎসা নিতে যায়। রেগুলার চেকআপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্জারি যেকোন ধরনের চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে ভারত-বাংলাদেশীদের প্রথম পছন্দ। তবে বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করার ঝামেলা খুবই কম।
বিদেশে ঝামেলা ছাড়াই ঘরে বসে সেবারু ও হেলথ কেয়ার এর মাধ্যমে ভিডিও কলে ডাক্তারদের সাহায্যে প্রাথমিক চিকিৎসা করানো সম্ভব এবং পরামর্শ নেওয়া এখন অনেক সহজ।
ভারতের চিকিৎসার সুবিধা
- বাংলাদেশের কাছাকাছি হওয়ায় যাওয়া আশায় খরচ কম
- এবং খুব সহজে পাস পাসপোর্ট করা সম্ভব হয়
- মধ্যবিত্তদের জন্য এয়ারলাইন ছাড়াও বাস অথবা ট্রেনেও যাতায়াত করা সম্ভব হয়
- থাকা এবং খাওয়ার খরচ খুবই কম
- কম খরচে উন্নত মানের সেবা পাওয়া যায়
- একই জায়গায় কাছাকাছি অনেকগুলো বিশ্বমানের হসপিটাল রয়েছে
- বিদেশি রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা অনেক বেশি আন্তরিকতা এবং সহানুভূতি প্রদর্শন করে
- খুব দ্রুতই কম খরচে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়
- বাংলাদেশে রোগীদের জন্য দোভাষীর ব্যবস্থা রয়েছে সুতরাং ভাষার চিন্তা নেই
- গরীবের মধ্যবিত্তের জন্য বিশেষ ছাড়ের অনেক সময় ব্যবস্থা থাকে
মন্তব্য
আজকে আমরা ভারতে চিকিৎসা খরচ কেমন ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভারতে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমাদের আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। আর্টিকেলটি ভালো লাগলে আপনারা ফ্রেন্ড হিসেবে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন।
আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা শীঘ্র রিপ্লে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ওয়েবসাইটের নতুন আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন।
আরো পড়ুন –
- ভারতে ডাক্তারি পড়ার খরচ ও ভর্তির যোগ্যতা ২০২৩
- ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ও ঠিকানা ২০২৩
- ভারতে চোখের ছানি অপারেশন খরচ ও যাতায়াতের নিয়ম