১০০+ বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস, বাবা ছেলে নিয়ে উক্তি 2023

Table of Contents show

বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

১। বাবা তুমি চলে গেছো আমাদের ছেড়ে, কিন্তু তোমার প্রতিটা কথা আজো আমার কানে বাজে।

২। বাবা আজকে তোমার মৃত্যু বার্ষিকী, তুমি ছেড়ে যাওয়ার পর থেকে প্রতিটি দিন তোমাকে মিস করেছি।

৩। বাবা হচ্ছে পরিবারের ছাদ। বাবা হারানো মানে মাথায় উপর থেকে ছাদ হারিয়ে ফেলা।

৪। বাচ্চা জন্ম দিলেই যেকেউ পিতা হতে পারে। তবে একজন বাবা হওয়া সহজ নয়। বিশেষ কিছু গুন থাকতে হয়।

৫। যাদের বাবা নেই তারাই শুধু বাবা হারানোর বেদনা বুঝতে পারে।

বাবা, আজকে তোমার মৃত্যু বার্ষিকীতে এই দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন।

৬। বাবা তোমার খুব বেশি মনে পড়ে। বুখে মাঝে আছো তুমি ঠিক মধ্যখানে।

৭। বাবা, তুমি যখন ছিলে সবকিছু ঠিকঠাক চলছিলো। তুমি চলে যাওয়ার পর পৃথীবি অনেক ভারি মনে হচ্ছে।

৮। আজ থেকে ঠিক ১ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছো বাবা। কিন্তু তোমার প্রতিটি স্মৃতি এখনো ঠিক আগের মত ই আছে।

৯। দেখতে দেখতে তুমি চলে যাওয়ার ১ বছর পূর্ন হলো বাবা। তোমাকে ছাড়া সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই।

১০। এখনো ইদ আসে, নতুন বছর আসে, খুশি আসে। সবাই হাসে, কিন্তু আমি কেন হাসতে পারি না? তোমাকে খুব মিস করি বাবা। তুমি কি আমাকে মিস করো?

১১। বাবা খুব মিস করি তোমায়, আর কোনদিন বলা হবে না ভালোবাসি তোমায়।

১২। বাবা নামক ছায়াটি আমার জীবন থেকে হারিয়ে গেছে আজ থেকে ঠিক ১ বছর আগে।

আরো পড়ুন – অনলাইনে আয় করার সেরা সাইট

বাবা ছেলে নিয়ে উক্তি

১৩। পৃথীবির সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে বাবা আর ছেলের সম্পর্ক।

১৪। বাবা কখনো তোমার বলতে পারিনি মুখ ফুটে। খুব বেশি ভালোবাসি তোমায় বাবা।

১৫। বাবা পরিবারের বট বৃক্ষের ন্যায়। শুধুমাত্র যাদের বাবা নেই তারা ই এই কথার অর্থ বুঝতে পারবেন।

১৬। বাবা, শুধুমাত্র ২ টি শব্দ। কিন্তু একজন সন্তানের কাছে এই দুটি শব্দের মানে অনেক গভীর।

১৭। বাবা মানে হাজার বিকেল, আমার ছেলে বেলা।

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।

১৮। একজন বাবা তার সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে।

১৯। একজন বাবা ই শুদুমাত্র তার সন্তানকে শেখায় কিভাবে পৃথীবিতে বাচতে হয়।

২০। বাবার কাছে সন্তান পৃথীবির সকল সম্পদের চেয়েও দামি। সন্তানের কাছে বাবা মূল্য ও ঠিক একই।

২১। সন্তানের জন্য মায়ের কষ্টের কথা সবাই স্বীকার করি। কিন্তু সন্তানের জন্য বাবার সেক্রিফাইস ভুলে যাই বারবার।

২২। পরিবারে বাবা ই একমাত্র ব্যক্তি যিনি যেকোন কষ্ট মুখ বুঝে সহ্য করেন। কাউকে বুঝতে দেন না।

আরো পড়ুন – ঈদে ঘুরাঘুরি ক্যাপশন – ঈদ আনন্দ নিয়ে স্ট্যাটাস

বাবাকে নিয়ে স্ট্যাটাস – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

২৩। বাবা হলো সন্তানের সবচেয়ে আপন বন্ধু। যেকোন বিপদে নিঃস্বার্ধে তোমার জন্য ঝাপিয়ে পড়বে যেকোন বিপদে।

২৪। পরিবারের বাবার ভূমিকা নিমগাছের মত। তেতো হলেও ছায়া সবসময় উপকারি।

২৫। হাজার সমস্যার একমাত্র সমাধান, “বাবা”।

২৬। বাবার গুরুত্ব বুঝতে চাও? যার বাবা নেই তার কাছে একবার জিজ্ঞেস করো।

২৭। মায়ের একফোটা দুধের দাম আমরা দিতে পারবো না এটা আমরা সবাই জানি। বাবা একফোটা ঘামের মূল্য কি দিতে পারবে?

২৮। সন্তানের জন্য বাবা আল্লাহর এক নেয়ামত যা কখনো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।

২৯। মা কে মুখ ফুটে অনেকবার বলেছি “ভালোবাসি”, কিন্তু কখনো তোমাকে ভালোবাসি বলতে পারিনি বাবা।

৩০। বাবা, তোমাকে ভালোবাসার জন্য আলাদা কোন দিবস দরকার নেই। প্রতিটি দিন, প্রতি ঘন্টা তোমায় ভালোবাসি।

৩১। একজন বাবা ই শুধুমাত্র সন্তানের খুশির জন্য নিজের হাজারটা স্বপ্ন কবর দিতে পারে।

৩২। বাবা রা জিতে যায়, যখন সন্তান জিতে যায়।

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

৩৩। বাবা যখন তুমি আমাদের ছেড়ে চলে গেলে তখন ও বুঝতে পারিনি তোমার গুরুত্ব। এখন যে আমি আর পারছি না। তুমি কোথায় বাবা?

৩৪। বাবা, যখন তুমি বেচে ছিলে, সবকিছু সহজ ছিলো। এখন কেন এত কঠিন লাগছে সবকিছু?

৩৫। তোমায় খুব মিস করি বাবা। কখনো মুখ ফুটে বলা হলো না কতটা ভালোবাসি তোমায়।

৩৬। এখন বুঝি জীবনে বাবার গুরুত্ব কি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে বাবা। তুমি সারাজীবন আমাদের জন্য কষ্ট করে গেলে। বিনিময়ে তোমার জন্য কিছুই করতে পারলাম না।

৩৭। বাবাকে হারানোর পর বুঝতে পেরেছি জীবন কতটা কঠিন। আগে তো জীবন এত কঠিন ছিলো না।

এখন কেন সবকিছু চেঞ্জ হয়ে গেলো?

৩৮। আমাদের জন্মের পর থেকে জিনি আমাদের সকল চাহিদা নিঃস্বার্থভাবে পূরন করে যান তিনি হচ্ছে বাবা।

৩৯। বাবা তোমাকে ওই ছোট্ট মাটির ঘরে রেখে এসে আমি কিভাবে ভালো থাকতে পারি? কেমন আছো বাবা?

৪০। যার বাবা নাই শুধু তারাই জানে বাবা কি জিনিস।

আরো পড়ুন – বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস, ঈদ মোবারক ক্যাপশন

ছেলেকে নিয়ে বাবার স্ট্যাটাস – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

৪১। সন্তান হচ্ছে প্রভুর দেয়া সবচেয়ে সেরা উপহার।

৪২। প্রত্যেক সন্তানের উচিত বাবা মায়ের আদেশ মেনে চলা।

৪৩। সন্তানেরা আপনারা জীবন গুরুত্বপূর্ন করে তুলবে।

৪৪। বাবার জন্য সেরা অনুভূতি হচ্ছে সন্তানের স্পর্শ।

৪৫। কোন বাবা মায়ের কাছে তাদের সন্তান কুতসিত নয়।

৪৬। বাবা মা ক্ষুধার্ত হলেও ঘুমায়। তবে কখনো তাদের সন্তানদের ক্ষুধার্ত ঘুমাতে দেয় না।

৪৭। বাবা হওয়াটা গর্বের বিষয়। আর সফল সন্তানের বাবা হওয়া আরো গর্বের বিষয়।

৪৮। প্রত্যেক বাবা মায়ের কাছে পৃথীবির সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার সন্তান।

৪৯। পৃথীবিতে কেউ যদি তোমার জন্য নিঃস্বার্থভাবে জীবন দিতে পারে তা হলো মা বাবা।

৫০। প্রত্যেক বাবা ই তার সন্তানকে প্রতিষ্ঠিত দেখতে চায়।

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

৫১। বাবা আজ তোমার হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। সবকিছুই এলোমেলো হয়ে গেছে।

৫২। বাবা, তোমাকে ছাড়া আমি তো ভালো নেই। তুমি কেমন আছো বাবা।

৫৩। তোমাকে হারানোর পর থেকে আজ পর্যন্ত এমন কোন দিন ছিলো যেদিন তোমাকে মিস করিনি বাবা।

৫৪। বাবা তোমার ফেলে যাওয়া শূন্যস্থান টা এখনো কেউ ভরাতে পারেনি। সব কিছু থাকার পর ও কি যেন নেই। তোমাকে খুব মিস করি বাবা।

৫৫। সেদিন গুলো আজ বাবা বড্ড মনে পড়ে। তোমার কোলে আগের মত ছুটে যেতে ইচ্ছে করে।

৫৬। ছোট বেলায় ঘুমিয়েছি বাবা তোমার কোলে মাথা রেখে।

মাথায় হাত বুলিয়েছো তুমি মায়া ভরা স্পর্শে।

৫৭। থাকিতে পিতামাতা করিও যতন,

হারাইলে বুঝিবে তুমি হারাইছো কি ধন।

৫৮। বাবা মা ছাড়া পৃথীবির যে ই তোমাকে ভালোবাসবে,

সে ভালোবাসার পেছনে অবশ্যই কিছু স্বার্থ লুকিয়ে থাকবে।

আরো পড়ুন – কালো পাঞ্জাবি নিয়ে স্ট্যাটাস বাংলা (50+ panjabi status)

বাবা হারানোর স্ট্যাটাস – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

৫৯। বাবা, প্রায় আমি স্বপ্নে দেখি এসেছো তুমি ফিরে,

স্বপ্ন শেষে মাথার কাছে পাইনা তোমায় খুজে।

৬০। পড়তে বসে বাবা তোমার খুব বেশি মনে পড়ে,

বলতে তুমি আলতো রেগে পড় মনযোগ দিয়ে।

৬১। এইতো সেদিন হালকা রেগে বলেছিলে পড়তে,

এখন পড়ায় মন বসে না, মন চায়না কিছু করতে।

৬২। মনে পড়ে ছোট বেলায়, মাথার পাশে বসে,

হাত বুলাতে আলতো করে কাজ শেষ ঘরে এসে।

৬২। বাবা, তোমাকে ছাড়া সবাই ভালো থাকলেও আমি ভালো নেই।

৬৩। বাবা ছাড়া পৃথীবির সবকিছু অনেক কঠিন মনে হয়।

৬৪। তোমাকে ছোট্ট মাটির ঘরে রেখে এসে আমি কিভাবে ভালো থাকতে পারি বাবা।

৬৫। হে আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, আমার বাবাকে ক্ষমা করে দাও।

বাবা মেয়ের ভালোবাসার স্ট্যাটাস

৬৬। কন্যা সন্তান হলো পৃথীবির শ্রেষ্ঠ উপহার। আলহামদুলিল্লাহ আমি একজন কন্যা সন্তানের বাবা।

৬৭। সাধারনত একজন মায়ের কাছে প্রিয় হয় তার ছেলে সন্তানা আর বাবার কাছে প্রিয় হয় তার কন্যা সন্তান। যদিও প্রত্যকের জন্য বাবা মায়ের ভালোবাসা থাকে।

৬৭। প্রত্যেক কন্যা তার বাবার কাছে রানীর মত।

৬৮। একজন মেয়ে যত কালো ই হোক না কেন, তার বাবার কাছে সে রাজকন্যা।

৬৯। কন্যা সন্তান কেয়ামতের দিন পিতামাতার জান্নাতে যাওয়ার কারন হতে পারে। আলহামদুলিল্লাহ আমি কন্যা সন্তানের পিতা।

৭০। শুধুমাত্র একজন কন্যা ই পারে পুরো পরিবার মাতিয়ে রাখতে এবং ঘুছিয়ে রাখতে।

আরো পড়ুন – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

বাবা ছেলের ফেসবুক স্ট্যাটাস – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

৭১। বাবা, কখনো তোমাকে মুখ ফুটে বলতে পারিনি। কিন্তু খুব ভালোবাসি তোমায়।

৭২। একজন বাবা ই পারে সন্তানের জন্য সবকিছু মুখফুটে সহ্য করে নিতে।

৭৩। একজন পিতার কাছে পৃথীবির সকল সুখ হচ্ছে তার সন্তান আর পরিবার।

বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস – বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

৭৪। বাবা, কোথায় চলে গেলে আমাদের ছেড়ে। তুমি তো বেশ আছো, কিন্তু তোমাকে ছাড়া আমি তো ভালো নেই।

৭৫। যখন বেচে ছিলে বুঝতে পারিনি, কিন্তু এখন বাবা মানে কি তা বুঝতে পারছি ভালোভাবে।

৭৬। মা যদি সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হয়, তবে বাবা সেরা উপহার।

৭৭। প্রত্যেক বাবা তার সন্তানের জন্য বট বৃক্ষের মত সবসময় ছায়া দিয়ে যায়।

বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে কবিতা

বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে কবিতা অনেক পাবেন অনলাইনে। আমি একটা কবিতা শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে

চোখ ভরে যায় নোনা জলে
বুক করে ধরফর,
আমার বাবা মরে যাওয়ার
হলো এক বছর।
আমায় কত বাসত ভালো
আমার বাবাজান,
ডাকতো যখন মধুর সুরে
ভরে যেতো প্রাণ।
যখন আমি রওনা দিতাম
দুরের কোনো গাঁ ‘তে
না ঘুমিয়ে থাকতো জেগে
বাবা সারা রাতে।

বাবাকে নিয়ে ইসলামিক উক্তি

৭৮। তার জন্য অবশাপ যে তার বাবা মা কে জীবিত অবস্থায় পেল কিন্তু জান্নাত আদায় করে নিতে পারলো না।

৭৯। হ্যা আল্লাহ তুমি আমার বাবা মা কে ক্ষমা করে দাও। তাদের সাথে সেরূপ আচরন করো, যেমনটা তারা আমার সাথে ছেলেবেলায় করেছেন।

৮০। মা বাবা আমার কাছে জান্নাতের মত।

৮১। পিতা মাতা জান্নাতের এমন বাগান যেখান থেকে শুধুমাত্র সুবাস ই ছড়ায়।

বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

আজকে আমরা ১০০+ বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস, বাবা ছেলে নিয়ে উক্তি নিয়ে আলোচনা করেছি। আশা করছি বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। কোন প্রশ্ন বা মতামত জানার থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার ট্রাই করবো।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply