কমদামে ভালো আয়রন মেশিন। সস্তায় কাপড় ইস্ত্রি মেশিন কিনুন । স্টিম আয়রন মেশিন

 কমদামে ভালো আয়রন মেশিন

হ্যালো বন্ধুরা। মানুষের ভেতরের সৌন্দর্য প্রকাশ পায় তার আচার ব্যবহারের মাধ্যমে আর বাইরর সৌন্দর্য প্রকাশ পার তার পোশাকের মাধ্যমে। বর্তমানে আয়রন মেশিন আমাদের অপরিহার্য একটি পণ্যে পরিনত হয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বর্তমানে বাজারে অনেক কোম্পানি বিভিন্ন দামের ও বিভিন্ন ধরনের  আয়রন মেশিন বাজারে এনেছে। আজকে আমরা মূলত কমদামে ভালো আয়রন মেশিন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের আলোচনার মূল বিষয় থাকবে সস্তায় কাপড় ইস্ত্রি মেশিন ও কোন কোম্পানির আয়রন মেশিন ভালো হবে এই ব্যাপারে। আশা করছি আজকের ব্লগটির মাধ্যমে আয়রন মেশিন নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

কমদামে ভালো আয়রন মেশিন
ছবি: কমদামে ভালো আয়রন মেশিন

সস্তায় কাপড় ইস্ত্রি মেশিন

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের আয়রন মেশিন নিয়ে এসেছে। আয়রন মেশিন কেনার ক্ষেত্রে সবার আগে আমাদের মাথায় যে প্রশ্ন টা সবচেয়ে বেশি আসে তা হলো সস্তায় কাপড় ইস্ত্রি মেশিন কেনা সম্ভব কি না। আমরা আজকে চেষ্টা করবো তুলনামূলক কমদামে ভালো মানের কিছু আয়রন মেশিনের মডেল বলতে যেনো আপনারা কম খরচে ভালো মানের আয়রন মেশিন ক্রয় করতে পারেন।

সাধারনত বাজারে ৬০০ টাকা থেকে ৫ হাজার টাকার আয়রন মেশিন পাওয়া যায়। কিন্তু অনেকে কম টাকায় কিনতে গিয়ে অনেক সময় নাম না জানা বিভিন্ন কোম্পানির আয়রন মেশিন কিনে ফেলে। তাই আজকে আমরা চেষ্টা করবো কম টাকায় ভালো ও ব্র্যান্ডের ভালো কিছু আয়রন মেশিন এর মডেল এর খোজ দিতে। যেনো আপনারা তুলনামুলক সস্তায় কাপড় ইস্ত্রি মেশিন ক্রয় করতে পারেন।

অটো আয়রন মেশিন দাম

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের আয়রন মেশিন পাওয়া যায়। সাধারন আয়রন মেশিনগুলো ৬০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি তুলনামূলক সস্তায় কাপড় ইস্ত্রি মেশিন কিনতে চান তাহলে ওয়ালটন, মার্সেলের মত কিছু কোম্পানির আয়রন মেশিন কিনতে পেয়ে যাবেন ১০০০ টাকার মধ্যে। তবে আপনি যদি একটু ভালো মানের আয়রন মেশিন কিনতে চান সেক্ষেত্রে আপনার বাজেট কিছুটা বাড়াতে হবে। সাধারনত একটু ভালো মানের আয়রন মেশিন নিতে হলে ১৫০০ টাকার উপরে আপনার বাজেট রাখতে হবে।

সাধারনত ব্যাচেলর ও ছাত্রদের কথা মাথায় রেখে ওয়ালটন, মাই ওয়ানের মত কোম্পানিগুলো ১০০০ টাকার মধ্যে বেশ কিছু আয়রনের মডেল বাজারে এনেছে যা কম টাকার মধ্যে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। তবে আপনি যদি ফ্যামিলির জন্য আয়রন মেশিন কিনতে চান সেক্ষেত্রে আপনি ১৫০০ থেকে ২০০০ হাজার টাকার মধ্যে ফিলিপস, শার্প এর মত কোম্পানি ফুলোর আটো আয়রন পেয়ে যাবেন।

অটো আয়রন ও স্টিম আয়রন

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সুবিধাযুক্ত আয়রন মেশিন পাওয়া যাচ্ছে। তবে আটো আয়রন মেশিন ও স্টিম আয়রন মেশিন এই দুই ধরনের আয়রন মেশিন সবচেয়ে বেশি জনপ্রিয়। অনেক পাঠক আমাদের কাছে জানতে চান আটো ও স্টিম আয়রন মেশিন দুইটা কি একই জিনিস কি না বা এই দুই ধরনের আয়রন মেশিনের মধ্যে পার্থক্য কি। আমরা চেষ্টা করবো অটো আয়রন মেশিন ও স্টিম আয়রন মেশিনের সংক্ষেপে বর্ননা দেয়ার।

অটো আয়রন মেশিন: অটো আয়রন মেশিন হচ্ছে এক বিশেষ ধরনের আয়রন যা গরম হয়ে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনি যে পরিমান হিট সেট করে দিবেন আয়রন ওই পরিমান গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে করে বিদ্যুত অপচয় কম হয় এবং কাপড় নষ্ট হওয়ার চান্স ও কমে যায়।

স্টিম আয়রন মেশিন: স্টিম আয়রন মেশিন হচ্ছে এক বিশেষ ধরনের মেশিন যেখানে পানি দেয়ার যায়গা থাকে। সাধারনত আমরা আয়রন করার সময় জামাতে সামান্য পানির ছিটা দেই এতে করে আয়রন ভালো হয়। স্টিম আয়রন মেশিনগুলোতে পানি দেয়ার আলাদা যায়গা থাকে এতে করে হাতে পানির ছিটা দেয়ার প্রয়োজন পড়ে না।

কমদামে ভালো আয়রন মেশিন

বর্তমানে বাজারে বেশ কয়েকটি কোম্পানির আয়রন মেশিন কিনতে পাওয়া যাচ্ছে। ৬০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এই আয়রন মেশিনের দাম। আমরা বেশ কয়েকটি ব্র্যান্ডের আয়রন মেশিন পছন্দ করেছি যেগুলো দামের তুলনায় অনেক ভালো কিছু প্রোভাইড করছে। চলুন তাহলে কমদামে ভালো আয়রন মেশিন নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক।

ওয়ালটন আয়রন মেশিন

ওয়ালটন বরাবর ই কমদামে ভালো প্রোডাক্ট বাজারে আনার জন্য বিখ্যাত। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৪০ টির ও বেশি দেশে ইলেকট্রিক ও হোম এপ্লায়েন্স পন্য রপ্তানি করে কোম্পানি টি। বর্তমানে বাজারে ৭০০ টাকা থেকে শুরু করে  ৬ হাজার টাকার আয়রন মেশিন রয়েছে।

৭০০ টাকায় ওয়ালটন আয়রন মেশিন

WIR-D05 এই মডেলটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ৭৩০ টাকায়। নন স্টিক টেফলন প্লেট যুক্ত ও হালকা ওজনের আয়রন মেশিনটি এই দামে বাজারের সেরা আয়রন মেশিন বললে ভুল হবে না। আপনি যদি নন ব্র্যান্ডেড আয়রন মেশিন কিনতে যান সেক্ষেত্রেও ৬০০ টাকার উপরে খরচ হবে। সেক্ষেত্রে আপনি চাইলে মাত্র ৭৩০ টাকায় ব্র্যান্ডেড একটি আয়রন মেশিন পেয়ে যাচ্ছেন।

১০০০ টাকায় ওয়ালটন আয়রন মেশিন

আপনারা যারা বাসা বাড়ির জন্য কমদামের মধ্যে ভালো একটি আয়রন মেশিন খুজছে তারা ওয়ালটন কোম্পানির WIR-D04 এই মডেলটি দেখতে পারেন। বর্তমানে ওয়ালটনের শোরুম থেকে আয়রনটি কিনতে পারবেন ১০৭০ টাকায়। যারা বাসা বাড়ির জন্য কমদামের মধ্যে ভালো একটি আয়রন মেশিন খুজছেন এটা তাদের জন্য ভালো একটি পছন্দ হতে পারে। নিয়ন ইন্ডিকেটর লাইট ও অটো হিটিং সিস্টেম সহ আধুনিক আয়রন মেশিনের সব সুবিধা পেয়ে যাবেন এই এয়রন মেশিনে। তাই এটিকে ১০০০ টাকার সেরা আয়রন মেশিন বললে ভুল হবে না।

১৫০০ টাকার ওয়ালটন আয়রন মেশিন

WIR-S01 ওয়ালটন কোম্পানির এই মডেলটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। দাম পড়বে ১৫৯০ টাকা। এই দামে স্টিম আয়রন মেশিন ওয়ালটন ছাড়া অন্য কোন কোম্পানি দিতে পারবে কি না সন্দেহ আছে। স্টিম আয়রন মেশিন হচ্ছে যেসব আয়রন মেশিনে পানি দেয়ার যায়গা থাকে এবং স্টিম স্প্রে করার সুবিধা। তাই ১৫৯০ টাকার মধ্যে ওয়ালটনের এই মডেলটিকে সেরা আয়রন মেশিন বললে ভুল হবে না। আপনি চাইলে ওয়ালটনের যেকোন প্লাজা, বা অনলাইনের বিভিন্ন মার্কেটপ্লেসে আয়রন মেশিনটি কিনতে পেয়ে যাবেন।

২০০০ টাকায় ভালো আয়রন মেশিন

WIR-SC01 (Cordless Iron) ওয়ালটন কোম্পানির এই মডেলটি বর্তমানে পেয়ে যাবেন ২৩০০ টাকায়। অটো হিটিং সিস্টেম ও ওভারহিট প্রোটেকশন সহ আয়রনটি যেকোন ফ্যামিলির জন্য আদর্শ একটি পছন্দ হতে পারে। লাল এবং লীল দুই কালারে পাওয়া যাচ্ছে আয়রন মেশিনটি। ২৩০০ টাকা দাম হলেও বিভিন্ন অফার ও ছাড় দিয়ে ২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর এই আয়রন মেশিনটি। যারা কমদামে ভালো আয়রন মেশিন খুজছেন তাদের জন্য এই আয়রন মেশিনটি একটি আদর্শ পছন্দ হতে পারে।

ভিশন আয়রন মেশিনের দাম

ভিশন ব্র্যান্ড কিছুটা ওয়ালটনের বিজনেস মডেল ফলো করে চলে। অর্থাৎ তাদের মূল টার্গেট থাকে কম টাকায় ভালো মানের পন্য ক্রেতাদের হাতে তুলে দেয়ার। আমরা ভিশনের বেশ কয়েকটি মডেল চুজ করেছি আপনাদের জন্য

৭৫০ টাকায় সেরা আয়রন মেশিন

আপনার বাজেট যদি হয় ৭৫০ টাকার আশে পাশে তাহলে আপনার জন্য সেরা একটি পছন্দ হতে পারে ভিশন ব্র্যান্ডের এই ঈই মডেলটি VIS-DEI-008। বর্তমানে অফার সহ আয়রনটি পেয়ে যাচ্ছেন মাত্র ৭৮০ টাকায়। টু পিন পাওয়ার প্লাগ সহ কমলা কালারের আয়রন মেশিনতি যে কারো পছন্দ হবে নিশ্চিত। আপনি চাইলে কাপড় ইস্ত্রি মেশিনটি https://vision.com.bd/ এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন অথবা সরাসরি আর এফ এল এর বেস্ট বাই শোরুমে গেলেও পেয়ে যাবেন।

৮৫০ টাকায় ভালো আয়রন মেশিন

আপনার বাজেট যদি হয় ৮৫০ টাকার আশে পাশে তাহলে ভিশন কোম্পানির VIS-DEI-003 এই মডেলটি দেখতে পারেন। বর্তমানে আয়রনটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৮৫০ টাকায়। ৭৪০ গ্রাম ওজনের আয়রনটিতে রয়েছে অটো পাওয়ার হিটিং সিস্টেম এছাড়াও রয়েছে পাওয়ার সেভিং সিস্টেম সহ আধুনিক আয়রন মেশিনের সব সুবিধা রয়েছে আয়রন মেশিনটি তে। তাই আপনার বাজেট যদি হয় ৮৫০ টাকা তাহলে নিশ্চিন্তে ভিশনের VIS-DEI-003 এই মডেলটি ক্রয় করতে পারেন।]

৯০০ টাকায় ভিশনে আয়রন মেশিন

আপনার বাজেট যদি হয়ে থাকে ৯০০ টাকার আশে পাশে তাহলে আপনি ভিশনের VIS-YPF 633 এই মডেলটি দেখতে পারেন। বর্তমানে বাজারে আয়রনটি পাওয়া যাচ্ছে মাত্র ৯১০ টাকায়। ৭০০ গ্রাম ওজনের হালকা আয়রনটি যেকেউ সহজে ব্যবহার করতে পারবে। এছাড়া সিম্পল ডিজাইন ও আকর্ষনীয় কালারের কারনে যেকারো পছন্দ হবে আয়রনটি। https://vision.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে ক্রয় করতে পারবেন আয়রনটি। এছাড়াও বিভিন্ন শোরুম কিংবা ডিলারের কাছে পেয়ে যাবেন মডেলটি।

১০০০ টাকায় ভালো আয়রন মেশিন

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্র্যান্ড বা কোম্পানির না খুজে বাজারে গিয়ে একটি ভালো আয়রন মেশিন খোজে। আপনার বাজেট যদি হয় ১০০০ টাকা এবং এর মধ্য আপনি একটি ভালো আয়রন মেশন কিনতে চান সেক্ষেত্রে আপনা কয়েকটি মডেল  সাজেস্ট করতে পারি।

ভিশন VIS-DEI-010 আয়রনটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ৮৫০ টাকায়। আপনি যদি ১০০০ টাকায় ভালো আয়রন মেশিন কিনতে চান তাহলে ভিশনের এই আয়রন মেশিনটি দেখতে পারেন। অনলাইনে প্রচুর জনপ্রিয় এই মডেলটি দারাজ, পিকাবো সহ যেকোন অনলাইন শপে কিনতে পেয়ে যাবেন। এছাড়াও অফলাইনে আরএফএল এর শোরুমে গিয়ে কিনতে পারবেন আয়রনটি।

ওয়ালটন ব্র্যান্ডের WIR-D07 (Dry Iron) এই মডেলটি বর্তমান বাজার মুল্য ১১০০ টাকা। আপনার বাজেট যদি হাজার টাকার আশে পাশে হয় তাহলে সম্ভব হলে বাজেট কিছুটা বাড়িয়ে এই আয়রন মেশিনটি ক্রয় করতে পারেন। কারন এই বাজেটে ওয়ালটনের এই মডেল টি ব্যাপক জনপ্রিয় এবং কাস্টমার সেটিফিকশন ও অনেক ভালো। তাই ১১০০ টাকা দামের এই আয়রন টি আপনার জন্য ভালো একটি পছন্দ হতে পারে।

ভালো আয়রন মেশিন চেনার উপায়

এতক্ষন আমরা কমদামে ভালো আয়রন মেশিন নিয়ে আলোচনা করেছি। অনেকেই আমাদের কাছে জানতে চান ভালো আয়রন মেশিন চেনার উপায় কি। যেহেতু বাজারে বর্তমানে অনেক আয়রন মেশিন কিনতে পাওয়া যায় তাই এর মধ্যে ভালো আয়রন মেশিন চিনতে পারার কিছু উপায় আপনা বলার চেষ্টা করবো।

ভালো আয়রন মেশিনের ওজন কিছুটা বেশি হবে। অর্থাৎ নরমাল আয়রন মেশিনের তুলনায় ভালো আয়রন মেশিন গুলো তুলনামূলক কিছুটা ভারি হবে।

ক্রয়ের পূর্বে ব্র্যান্ড দেখে কিনুন। সাধারনত ওয়ালটন, ভিশন, মাই ওয়ানের মত কোম্পানি গুলো এখন অনেক কম দামে ভালো ইলেকট্রিক পণ্য বাজারে আনার চেষ্টা করছে। তাই বাজার থেকে নাম না জানা কোম্পানির আয়রন মেশিন না কিনে চেষ্টা করুন ভালো ব্র্যান্ডের আয়রন মেশিন কিনতে।

মন্তব্য

আজকের ব্লগে আমরা চেষ্টা করেছি কমদামে ভালো আয়রন মেশিন নিয়ে আলোচনা করতে। আশা করি ব্লগটি আপনাদের উপকারে এসেছে। ব্লগটি ভালো লাগলে দয়া করে আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply