আর্জেন্টিনার খেলা কবে ২০২৩
আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পরবর্তী সময়ে থেকে এখন পর্যন্ত ফুটবলের আমেজে মেতে আছে। সে উপলক্ষে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ এর আয়োজন করেছিল। প্রীতি ম্যাচের পরবর্তীতেও আর্জেন্টিনার অনেকগুলো ম্যাচ এর তারিখ প্রকাশ করে। আজকে আমরা আর্জেন্টিনার খেলা কবে ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আর্জেন্টিনা ম্যাচের কিছু আপডেট তথ্য শেয়ার করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
আরো পড়ুন – ফুটবল খেলা লাইভ টিভি 2023, অনলাইনে খেলা দেখার সফটওয়্যার
আর্জেন্টিনার নতুন খেলার তারিখ
আর্জেন্টিনা 14.05.2023 ৫:৩০ এ এম আর্জেন্টিনা ভার্সেস curacao এর সাথে ম্যাচ রয়েছে।
এছাড়াও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের সময়সূচী প্রকাশ করেছে ফিফা। ইতিমধ্যেই জানা গেছে আর্জেন্টিনার খেলা হবে ২০২৩ এর বাংলাদেশ অনুযায়ী ছয়টি ও মার্চ মাসে দুইটি সহ মোট আটটি। মার্চ মাসের দুইটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যা পানামা এর সাথে। বাকি ছয়টি ম্যাচ খেলবে পেরো, ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েড, প্যারাগুয়ে ও বলিভিয়ার সাথে। এই ছয় খেলার শিডিউল প্রকাশ করা হলেও সময় এখনো নির্ধারিত করা হয়নি।
আর্জেন্টিনা খেলা লাইভ দেখার নিয়ম
পৃথিবীর সবচেয়ে প্রিয় জনপ্রিয় একটি খেলা হলো ফুটবল। আর এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হল আর্জেন্টিনা। আর্জেন্টিনা বর্তমানে চলমান সব কয়টি ম্যাচ সরাসরি দেখতে পারা যাবে TYC SPORTS চ্যানেলের মাধ্যমে। এছাড়াও মোবাইলের বিভিন্ন খেলা দেখার অ্যাপস এর মাধ্যমেও আর্জেন্টিনার সব খেলা ঘরে বসেই লাইভ উপভোগ করা যাবে। কিছু টিভি চ্যানেলেও আর্জেন্টিনা ফুটবল ম্যাচ লাইভ প্রকাশ করে থাকে। যেমন– টি স্পোর্টস, সনি স্পোর্টস।
২০২৩ সালের আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ সহ পুরো বেশি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের লক্ষ কোটি সমর্থক রয়েছে। বিশ্বকাপ পরবর্তী ২০২৩ সালে আর্জেন্টিনা দল দুটি আন্তর্জাতিক প্রিতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। যার প্রথমটি রয়েছে পানমার সাথে এবং দ্বিতীয়টি হবে কুড়া কাউদের বিপক্ষে।
আর্জেন্টিনার ম্যাচের দলের তালিকা
গোলরক্ষকঃ এমিলিয়ান ও মার্টিনেজ,জিরোনিও রুলি,ফ্রাঙ্ক আরমানি
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা,গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ানো রোমেরো,জার্মান পেজেলা,নিকোলাস ওটামেন্ডি,লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক আ্যাকুনা,নিকোলাস তাগলিয়াফিকো,জুয়ান ফয়েথ
মিডফিল্ডার : রদ্রিগো ডিপল,লিয়ান্দ্রো পেরেদেস, আ্যালেক্সিস ম্যাকআ্যালিস্টার,গুইডো রদ্রিগেজ,আলেজান্দ্রো পাপু গোমেজ,এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: আ্যান্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ,হুলিয়ান আলভরেজ, আ্যান্ঞেল কোরেয়া, থিয়াগো, পাওলো,দিবালা ও লিউনেল মেসি।
আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখার বিভিন্ন চ্যানেল
Bangladesh_ Toffee app
Brazil_ Tv Globo/ sporTV
Bolivia_ Unitel
Chile_ Canal 13
Colombia_ Caracol Ta/RCN TV
Ecuador_ Direct Ta Sports
Argentina_ Tyc sports
Venezuela_Televen
Uruguay _ Dexary Events
Peru_ Direct Tv/ Latina
Paraguay _ GEN and Datisa
আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ
আর্জেন্টিনা খেলা বর্তমানে অনুর্ধ সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনা খেলা অনুষ্ঠিত হয়েছিল ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় চারটায়। আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল পেরুর সাথে। কলম্বিয়াতে অনুষ্ঠিত সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অনর্থ্য বেস্ট টুর্নামেন্টের ১০৬ তম আসরের গ্রুপ পর্বের খেলা চলছে। ২৬ জানুয়ারি এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ১০ টি দল।
এই দশটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়েছে খেলার গ্রুপ পর্বের ম্যাচে। আর্জেন্টিনার খেলা কবে ২০২৩
অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনা খেলার সময় সূচি
আর্জেন্টিনা বনাম পেরুর সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ২০ ম্যাচ টি অনুষ্ঠিত হয়েছিল ২৬ জানুয়ারি ২০১ বৃহস্পতিবার যা বাংলাদেশ সময় ভোট চারটায় অনুষ্ঠিত হয়।
আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা অনূর্ধ্ব২০
আর্জেন্টিনার খেলা কবে ২০২৩ এর তারিখ এর পাশাপাশি আর্জেন্টিনার খেলোয়াড়ের তালিকা অনূর্ধ্ব ২০ দেওয়া হলো। এবার সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে বেশ ভাল ১১ জন ঘোষণা করেছিল আর্জেন্টিনা। নিচে আর্জেন্টিনা খেলোয়াড়ের তালিকা দেয়া হলো-
এফ গোমেজ পার্থ (গোলরক্ষক)
যে অর্ডে ফী গোমেজ
এল এফ দি লললো
ই গিয়াই
এম পেরোন
জি ইনফান্তিনো
এন পাজ
এস কাস্ত
এ ভেলিজ
এন ভাইয়েহো
পেরুর খেলোয়াড় তালিকা অনূর্ধ্ব ২০
সাউথ আমেরিকান চ্যাম্পিয়ন শিফে প্রতিযোগিতায় এ গ্রুপ থেকে গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে পেরু। তবে এবার আসলে পেরুর অবস্থান খুবই খারাপ বলা যায়। পেরু গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতেই হেরেছে। পেরুর জন্য পরবর্তী রাউন্ডে যাওয়া প্রায় অনিশ্চিত আর্জেন্টিনা বিপক্ষে পেরুর খেলোয়াড়ের তালিকা হলো-
আলিয়াঞ্জা লিমা (গোল রক্ষক)
ক্লুইভার্থ আগুইলার
অরণ সন্সেজ
আলেক্স মিগুয়েল কষ্টডই
নিকলাস
রোজাস
গঞ্জালো জুনিয়র
ডিটার হান্স
সানসোস
কেব্রেরা
ব্রুনো
আর্জেন্টিনা জাতীয় মহিলা ফুটবল ম্যাচ ২০২৩
- আর্জেন্টিনা বনাম পেরু এর ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ের ১৪ তারিখ
- ওমেন্স ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজের ম্যাচ ইতালি বনাম আর্জেন্টিনা অনুষ্ঠিত হবে জুলাই ২৪ বাংলাদেশ সময় রাত বারোটা
- আর্জেন্টিনা বনাম সাউথ আফ্রিকা ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ের ২৮ তারিখ সকাল ছয়টায়
- আর্জেন্টিনা বনাম সুইডেন এর ম্যাচ অনুষ্ঠিত হবে আগস্ট এর 2 তারিখ রাত ১ঃ০০ টায়
মন্তব্য
আজকে আমরা আর্জেন্টিনার খেলা কবে ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে। আর্জেন্টিনার খেলা কবে ২০২৩ আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং ফুটবল সম্পর্কে কোন প্রশ্ন অথবা মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন – ফুটবল খেলা লাইভ টিভি 2023, অনলাইনে খেলা দেখার সফটওয়্যার