অহংকার নিয়ে কুরআনের উক্তি, স্ট্যাটাস, বানী

অহংকার নিয়ে কুরআনের উক্তি

পবিত্র কুরআনে কিছু মানুষের কথা স্পষ্টভাবে বর্ণনা করা আছে। তাদের মধ্যে অহংকারী ব্যক্তির কথা স্পষ্ট ভাবে বলা আছে যে আল্লাহ তায়ালা অহংকারকারীকে পছন্দ করেন না। তাই কখনো নিজের অর্থ বিত্ত বা এমন কোন জিনিস নিয়ে অহংকার করা উচিত নয়। কেননা ইই দুনিয়া দুই দিনের। আল্লাহতালা অহংকার কারীর অহংকার জন্য-বিচূর্ণ করে দেন।

কারণ শুধুমাত্র অহংকার আল্লাহ তাআলারই সাজে। তাই অনেকে অহংকার নিয়ে কুরআনের উক্তি বাণী সহ বিস্তারিত তথ্য জানতে google এ সার্চ করে থাকেন। আজকে আমরা অহংকার নিয়ে কুরআনের উক্তি বাণী কথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি অহংকার নিয়ে কুরআনের উক্তি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – সেরা ফটো ক্যাপশন, প্রোফাইল পিক ক্যাপশন

অহংকার নিয়ে কুরআনের উক্তি- অহংকার নিয়ে হাদিসের উক্তি

১। অহংকার করা মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না।

২। রাসুল সাঃ এরশাদ করেন – যার অন্তরে অনু পরিমান অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবেন না।

৩। একজন সাহাবী বলেন মানুষ তো চায় যে তার কাপড় সুন্দর হোক এবং তার জুতা সুন্দর হোক এটা কি অহংকার বলে গণ্য হবে? তখন নবী (সা) বলেন নিশ্চয়ই আল্লাহর সুন্দর এবং তিনি সুন্দর জিনিস পছন্দ করেন। তবে অহংকার হচ্ছে সত্য প্রত্যাখ্যান এবং মানব অবমূল্যায়ন। (- মুসলিম হাদিস নাম্বার ৯১)

৪। অহংকারী মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না।

৫। রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর যুগে এমন ঘটনা ঘটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এরশাদ করেন একদা এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পড়ে রাস্তা দিয়ে চলছিল তা নিয়ে তার খুব গর্ববোধ হচ্ছিল তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে রেখেছিল। হঠাৎ আল্লাহ তায়ালা তাকে ভূমিতে ঝুকিয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবে নিচের দিকে নামতে থাকবে। (বুখারী হাদিস নাম্বার ৫৭৮৯)

৬। একবার বনি ইসরাইলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তা’আলা তাকে কঠিন শাস্তি দেন।

৭। কেয়ামতের দিন আল্লাহ তায়ালা অহংকারী ও দাম্ভিকদের সঙ্গে কথা বলবেন না। তার দিকে রহমত দৃষ্টিতে তাকাবেন না তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না।

৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তির সঙ্গে কেয়ামতের দিন আল্লাহ তায়ালা কথা বলবেন না। তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের জন্য আছে কঠিন শাস্তি তাদের মধ্যে একজন হচ্ছে-

  •  বৃদ্ধ ব্যভিচারী
  • মিথ্যুক রাষ্ট্রপতি এবং
  • দাম্ভিক ফকির।

(মুসলিম হাদিস ১০৭)

৯। কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই তিনি অহংকার কারীদের ভালবাসেননা। (সূরা নাহল আয়াত ২৩)

১০। মহান আল্লাহর সঙ্গে কৃত সর্বপ্রথম গুনাহ হল অহংকার।

১১। আল্লাহ তাআলা বলেন যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো তখন ইবলিশ ছাড়া সবাই সেজদা করলেও শুধু সে অহংকার বা শত সেজদা করতে অস্বীকার করল আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। (সুরা বাকারা আয়াত ৩৪)

১২। গর্ব কারীরা পরকালে জাহান্নামী হবে এদের নিয়ে জাহান্নাম এবং জান্নাতের মধ্যে বিতর্ক হয়েছে।

১৩। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি কি তোমাদের জাহান্নামিদের সম্পর্কে সংবাদ দেব না সাহাবাগণ বলেন অবশ্যই দেবেন হে আল্লাহ! রাসুল তখন তিনি বলেন জাহান্নামি হচ্ছে প্রত্যেক কঠিন প্রকৃতির ধনী কৃপণ অহংকারী। (বুখারী হাদিস নাম্বার 4918)

১৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এরশাদ করেন জাহান্নাম এবং জান্নাত পরস্পর তর্ক করছিল জাহান্নাম বলে আমাকে দাম্ভিক এবং অহংকারী মানুষ দেওয়া হয়েছে যা তোমাকে দেয়া হয়নি। জান্নাত বলা আমার কি দোষ যে দুর্বল অক্ষম গুরুত্বহীন মানুষগুলো আমার ভেতর প্রবেশ করছে। (মুসলিম হাদিস নাম্বার ২৮৪৬)

১৫। নিশ্চয় আল্লাহ তাআলা কোন উর্দুত অহংকার কারী কে পছন্দ করেন না। (সূরা লোকমান আয়াত ১৮)

১৬। রাব্বানা জালামনা আনফুসেনা ওয়া ইল্লামতাগফির্লানা ওতা কুনান্না মিনাল খাসিরিন (সূরা আরাফ আয়াত নাম্বার ২৩)

১৭। জার অন্তরে যাররা বা অনু পরিমান অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। (মুসলিম মিশকাত)

১৮। তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো।

১৯। যারা আমার এবাদত নিয়ে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সূরা মুমিন আয়াত ৬০)

২০। অহংকার তো আমার চাদর এবং মহানত্ব আমার লুঙ্গি কেউ যদি দুটির কোন একটি ব্যাপার আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। (মুসলিম মিশকাত)

হিংসা ও অহংকার নিয়ে উক্তি

১। বিপদ কেটে গেলে মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে ওঠে। (সুরাহ হুদ আয়াত ১০)

২। তিনটি শর্ত মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা এবং অহংকার।  -ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি

৩। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। -সহিহ মুসলিম

৪। যার মনে যাররা পরিমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবেনা।

৫। মূর্খ বিনয়ি অহংকারী বিদ্যান অপেক্ষা  মহত্বর।

৬। কোন কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে সে প্রকৃতপক্ষে অহংকারী। – মার্শাল

৭। একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো নষ্ট করে দেয়। – ফেমেরো

৮। একজন অহংকারী মহিলা গৃহে আগুন লাগাতে পারে। – পাবলিশিয়াস

৯। আমি একজন অহংকারকারীকে যতখানি ঘৃণা ঘৃণা করি একজন দোষীকে ততখানিও করি না।

১০। সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তর আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খন্ডিত হতে দেখি অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার।

১১। আত্মপ্রশান্তি এবং অহংকার মানুষকে নিম্ন স্তরে নিয়ে যায়। – ইমাম গাজ্জালী

১২। অহংকার জিনিসটা হাটী ঘোড়ার মত নয় তাহাকে নিতান্ত অল্প খরচ এবং বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

১৩। আমার জীবনের যেখানে নিশ্চয়তা নাই তখন কি দিয়ে অহংকার করব। – আর্থার

১৪। চরিত্রের অহংকার সবচেয়ে বড় অহংকার। – যেপারসন

অহংকার নিয়ে বিখ্যাত উক্তি

১। বুদ্ধিকে অহংকার ভেবে কখনো ভুল করবেন না। – ডিবি হাররুপ

২। অহংকার হল অন্যকে বোঝানোর চেষ্টা করা যে আপনি তারা যা জানেন তার চেয়েও বেশি জানেন। –  বিয়ানকা

৩। আপনার হৃদয় নম্রতার কেন্দ্র হলেও আপনার মনে অহংকারের উৎস হতে পারে।

৪। অহংকার জনসাধারণের কাছে নম্রতা দেখাতে পছন্দ করে।

৫। যে ব্যক্তি অহংকার করে সে অন্যের অহংকারকে ঘৃণার চোখে দেখে।

৬। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা।

৭। মানুষ যত ছোট হয় তার অহংকার ততই বড় হয়।

৮। যে ব্যক্তি অহংকার করে সে অন্যের অহংকারকে ঘৃণার চোখে দেখে।

৯। যে ব্যক্তি নিজের মনেই নিজেকে বড় বলে জানে চলার সময় অহংকার করে চলে আল্লাহর সাথে সাক্ষাৎকারে তিনি তার ওপর রাগান্বিত অবস্থায় থাকবেন।

১০। যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না।

১১। তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা অহংকার।

১২। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন।

১৩। অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত।

১৪। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা।

১৫। কিছু লোকের অহংকার এমনকি তাদের ভালো গুণগুলো দূষিত করে তোলে।

১৬। অহংকার বিপর্যয়ের দিকে পরিচালিত করে।

১৭। কখনো কখনো নিজের মালিক না হওয়াই ভালো।

১৮। অভিমান হলো অহংকারের জননী।

১৯। অজ্ঞতার চেয়ে বিপদের একমাত্র জিনিস হলো অহংকার।

২০। অহংকার পতনের মূল।

২১। আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলোনা পৃথিবীর বুকে ঊদ্দুত ভঙ্গিতে চলনা আল্লাহ পছন্দ করেন না স্তম্ভ কারী এবং অহংকার কারীকে। (সূরা লোকমান আয়াত নাম্বার ১৮)

২২। পৃথিবীতে যারা অন্যায় ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে আমি অবশ্যই আমার আমার নির্দেশনাবলি থেকে বিমুখ করে রাখবো। (সূরা আরাফ)

 অহংকার নিয়ে ফেসবুক স্ট্যাটাস

১। অহংকার জিনিসটা হাতে ঘোরার মত নয় তাহাকে নিতান্তই অল্প খরচ এবং বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়।

২। আপনার হৃদয় নম্রতার কেন্দ্রবিন্দু আপনার মন অহংকারের উৎস হতে পারে।

৩। এক কথায় নিজের বরত্ব জাহির করা অর্থ অহংকার।

৪। অহংকার হল অন্যকে বোঝানোর চেষ্টা করা যে আপনি তারা যা জানেন তার চেয়েও বেশি জানেন।

৫। অহংকার সর্বদাই প্রশংসার দাবি করে।

৬। চরিত্রের অহংকার সবচেয়ে বড় অহংকার।

৭। বুদ্ধি কে অহংকার ভেবে কখনো ভুল করবেন না।

৮। একজন অহংকারী মহিলা সংসারে পুরো কাঠামো নষ্ট করে দেয়।

৯। মারাত্মক সব ভুলের জন্য বেশিরভাগ সময় অহংকারী দায়ী থাকে।

১০। অহংকার এবং অজ্ঞতা হাতে হাতে যায়।

১১। কোন কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে সে প্রকৃতপক্ষে অহংকারী।

১২। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যে কোন সময় এই দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে।

১৩। অহংকার বিপর্যয়ের দিকে পরিচালিত করে।

১৪। কখনো কখনো নিজের মালিক না হওয়াই ভালো।

নারীর অহংকার নিয়ে উক্তি

১। অহংকারকে সামান্যের মাঝেই রাখুন অথবা একজন মানুষ হিসেবে নিজের মর্যাদা ধরে রাখতে পারবে না।

২। অহংকার এবং দারিদ্র দুটোই পাশাপাশি থাকতে পছন্দ করে।

৩। অভিমান হলো অহংকারের জননী।

৪। অহংকার সাধারনের কাছে নম্র দেখাতে পছন্দ করে।

৫। বিনয় মূর্খ অহংকারী অপেক্ষা মহোত্তর।

৬। লোভী এবং অহংকারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করেন।

৭। অহংকারের মত বড় শত্রু আর নেই।

৮। যে ব্যক্তি অহংকার করে সে অন্যের অহংকারকে ঘৃণার চোখে দেখে।

অহংকার নিয়ে facebook ক্যাপশন

১। জ্ঞান হলো অহংকারের বাস্তব অনুপাতিক যতই জ্ঞান বাড়বে অহংকার কমে। আর যতই জ্ঞান কমবে অহংকার বাড়বে।

২। যদি তোমার অহংকার জিতে যায় তবে মনে রেখো জীবন হেরে যাবে।

৩। অন্ধকার হলো আলোর অনুপস্থিতি আর অহংকার হল জাগরণের অনুপস্থিতি।

৪। কিছু সময় মানুষ এটাকে অহংকার ভাবলেও সেটা শুধুই আত্মমর্যাদা বোধ হয়ে থাকে।

৫। তোমার অহংকারই হলো তোমার সর্বশ্রেষ্ঠ শত্রু। তাই এটাকে আজই মেরে ফেলো।

৬। অহংকার কখনোই সত্য কে মানে না।

৭। তোমার অহংকারী হলো তোমার সর্বশ্রেষ্ঠ শত্রু।

৮।  অহংকার পতনের মূল।

৯। অহংকারকে সামান্যের মাঝে রাখুন অথবা একজন মানুষ হিসেবে নিজের মর্যাদা ধরে রাখতে পারবে না।

১০। সব সময় স্মরণ রাখবে যে তোমার মাথা তোমার মাথার টুপির চেয়ে উপরে নয়।

সমালোচনা নিয়ে উক্তি

১। অহংকারকে জ্ঞান কেউ টপকে যেতে পারে আর স্বাভাবিকভাবে এটা সাধারণ জ্ঞান টুকু ঢেকে রাখে।

২। অহংকার কোনো জীবনে সুফল বয়ে আনে না অথচ তার খুব অভাব বয়ে যায়।

৩। পৃথিবীতে মানুষ অনেক কিছুই নিয়ে অহংকার করে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হল রুপের অহংকার।

৪। মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করা ছাত্র অহংকার শেখা যায়।

৫। শিশুমন থেকেই যেন অহংকার আমাদের হৃদয়ে আছে।

৬। অর্থ সম্পদ বৃদ্ধি পেলেন মানুষ অহংকারী হয়ে যায়।

৭। কত সহজেই সে অতীত ভুলে যায়।

৮। অহংকার মানুষের সবচেয়ে নিকৃষ্ট স্বভাব।

৯। অহংকার হল জ্ঞানবিহীন বুদ্ধের সমষ্টি কারণ যে অহংকার করে সে নিজের সজ্ঞানে থাকে না।

১০। জীবনে কখনো অহংকারী হয়ে উঠবেন না কারণ অহংকার আপনাকে আবেগ এবং কৌতুহল দিয়ে দমিয়ে রাখবে।

১১। আশেপাশের মানুষকে ছোট মনে করাই অহংকারের প্রাথমিক পদক্ষেপ।

অহংকার নিয়ে কুরআনের উক্তি

অহংকার নিয়ে কুরআনের উক্তি

আজকে আমরা অহংকার নিয়ে কুরআনের উক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি অহংকার নিয়ে কুরআনের উক্তি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply