1 euro koto taka, ১ ইউরো বাংলাদেশের কত টাকা

1 euro koto taka

বর্তমান সময়ে বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশের টাকার মান প্রতিদিনই কম বেশি হয়ে থাকে। তাই অনেকেই 1 euro koto taka সে সম্পর্কে জানতে চান। আজকে আমরা 1 euro koto taka সম্পর্কে বিস্তারিত তথ্য এবং বিভিন্ন দেশের ইউরো এর মান সম্পর্কে বাংলা দেশের টাকার মান সঙ্গে তুলনা করে তথ্য উপস্থাপন করার চেষ্টা করব।

আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

ইউরো কি?

Untitled design 2023 10 26T182810.651

ইউরো কি সে সম্পর্কে আমরা কিছু ধারনা দেওয়ার চেষ্টা করছি। ইউরো হল ইউরোপীয় ইউনিয়নের একটি মুদ্রার নাম। এই মুদ্রা ১৯৯৯ সালে সর্বপ্রথম চৌদ্দটি দেশে ব্যবহার করা হলে ও বর্তমানে ইউরোপের প্রায় শোব দেশেই ইউরো মুদ্রার প্রচলন চলছে।

মোটামুটি সাত প্রকারের নোট নিয়ে ইউরো ব্যবহার করা হয়। এই সাতটি নোটের প্রত্যেকটি নোটের আকার এবং ভিন্ন ধরনের হয়। নোটগুলোর মান যত বেশি হয় নোটগুলোর কালারও তত বেশি উজ্জ্বল রঙ্গের হয়। যেমন-

  • ৫ টাকার নোটের কালার হয় ছাই রঙ্গের
  • ১০ টাকার নোটের কালার হয় লাল রঙের
  • ২০ ইউরো নটের কালার নীল রঙের
  • ৫০ ইউরো নোটের কালার কমলা রঙের
  • ১০০ ইউরো নোটের কালার সবুজ রঙের
  • ২০০ নোট এর কালার বাদামি হলুদ রঙের
  • ৫উ এর নোট এর কালার হালকা বেগুনি রঙের হয়

ইউরো সম্পর্কে বিস্তারিত তথ্য

প্রত্যেক দেশের নোটের সামনের দিকে একটি দরজার ভবন জানালার ছবি অথবা সেতুর ছবি এবং পেছনের দিকে ইউরোপের মানচিত্র উল্লেখ করা থাকে। মূলত একেক দেশের মুদ্রার ডিজাইন একেক রকম হয়। কিন্তু ইউরো যেহেতু অনেক গুলা দেশের প্রচলিত মুদ্রা তাই এতে যে দরজা জানালা বা সেতুর ছবিগুলো রয়েছে সেগুলো সবটাই কাল্পনিক।

এই নির্দিষ্ট ছবিগুলো কোন দেশের সাথে সম্পর্কিত নয়। এছাড়া ইউরোপের ইউরো পাশাপাশি সেন্ট ব্যবহারের প্রচলন রয়েছে। ১ থেকে ১০০ সেন্ট এর ব্যবহার করা হয়। এর মধ্যে ১ ২ ৫ ১০ ২০ ৫০ সেন্ট এর মধ্যে রয়েছে। এসব ধাতু একেক সেন্ট আর কালার এক এক রকম হয়।

যেমন মুদ্রা গুলো দেখতে সাধারণত দুই রঙের হয়। রূপালী এবং সোনালী এক দুই পাঁচ সেন্ট এর ইউর মুদ্রা দেখতে তামার রং এবং ১০ ২০ ৫০ দেখতে সোনালী রঙের হয়। কি হলো নোটগুলো সব দেশে মোটামুটি একই রকম ডিজাইনের হলেও ইউরো সেন্ট গুলো একেক দেশে একেক রকমের হয়।

এই ইউরো সেন্ট বা মুদ্রা গুলোর পেছনে প্রত্যেক দেশের নকশা এবং ডিজাইন আলাদা আলাদা উল্লেখ করা থাকে। যেমন- জার্মানিতে একবার দুই সেন্ট এর পেছনে জার্মানির ঐতিহ্যবাহী গোলের ছবি দেওয়া থাকে।

বিভিন্ন দেশের টাকার বাংলাদেশের রেট

এখন আমরা বিভিন্ন দেশে মুদ্রার সাথে বাংলাদেশের টাকার তারতম্য উল্লেখ করব-

ফ্রান্সের ১ টাকা বাংলাদেশী- ১১৬.৬২ টাকা

রোমানিয়ার এক ইউরও বাংলাদেশি- ২৩ টাকা ৪১ পয়সা

ভারতের এক রুপি বাংলাদেশের- ১.৩৩ টাকা

পাকিস্তানের এক টাকা বা এক রুপি বাংলাদেশ- ৩৯ পয়সা

চীনের এক টাকা বাংলাদেশী- ১৫ টাকা ৭ পয়সা

ওমানের ১ টাকা বাংলাদেশী- ২৮৬ টাকা ৪৪ পয়সা

মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশী- ২৩ টাকা ১৪ পয়সা

সিঙ্গাপুরের ১ টাকা সমান বাংলাদেশি- ৮০ টাকা ৪৭ পয়সা

কাতার এক রিয়াল সমান বাংলাদেশি- ৩০ টাকা ৪৬ পয়সা

সৌদি আরব এক রিয়াল সমান বাংলাদেশি- ২৯ টাকা ৪০ পয়সা

কুয়েতের টাকা সমান বাংলাদেশী- ৩৫৬ টাকা ৬২ পয়সা

আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি- ১১০ টাকা ২৬ পয়সা

ইউক্রেনের এক রুপি সমান বাংলাদেশি- ৩ টাকা ২ পয়সা

লন্ডনের এক পাউন্ড সমান বাংলাদেশি- ১৩৩ টাকা ৬৮ পয়সা

ফ্রান্সের ১ ইউরো সমান বাংলাদেশি- ১১৬ টাকা ৬২ পয়সা

মিশরের এক পাউন্ড সমান বাংলাদেশি- ৩ টাকা ৫৭ পয়সা

দুবাই এক দিরহাম সমান বাংলাদেশি- ৩০ টাকা ২ পয়সা

জার্মানির এক টাকা সমান বাংলাদেশি- ১২৮ টাকা ৩০ পয়সা

গ্রিসের এক টাকা সমান বাংলাদেশের- ১১৬ টাকা ৫৮ পয়সা

ক্রোয়েশিয়া এক কোনার সমান বাংলাদেশি- ১৫ টাকা ৪৭ পয়সা

রোমানিয়ার ১ ইউরো সমান বাংলাদেশি- ২৩ টাকা ৪১ পয়সা

পর্তুগালের এক ইউরো সমান বাংলাদেশের- ১১৬ টাকা ৫৮ পয়সা

1 euro koto taka

Untitled design 2023 11 04T141606.903

1 euro koto taka অনেকেই আপডেট তথ্য জানতে চান। বর্তমানে প্রতিদিনই ইউরো এর রেট বদলাতে থাকে তবে-

১ ইউরো সমান- ১১৫ টাকা ৪০ পয়সা

৫ ইউরো সমান- ৫৭৭ টাকা ৪১ পয়সা

১০ ইউরো সমান- এক হাজার ১৫৪ টাকা ৮ পয়সা

২৫ ইউরো সমান- ২৮৮৫ টাকা ২ পয়সা

৫০ ইউরো সমান- ৫৭৭০ টাকা ৪১ পয়সা

১০০ ইউরো সমান- ১১৫৪০ টাকা ৮ পয়সা

৫০০ ইউরো সমান- ৫৭ হাজার ৭০৪ টাকা এক পয়সা

১০০০ ইউরো সমান- ১ লাখ ১৫ হাজার ৪০৮ টাকা

৫০০০ ইউরো সমান- পাঁচ লাখ সাতাত্তর হাজার ৪০ টাকা

১০ হাজার ইউরো সমান- এক কোটি পনেরো লাখ ৪০ হাজার ৮০ টাকা

বাংলাদেশী টাকা সমান কত ইউরো

এখন আমরা বাংলাদেশি টাকা সমান কত ইউরো হত তা জানব-

১০০ টাকা সমান- ০.৯৮৯০৮ ইউর

২০০ টাকা সমান- ১.৯৭৪২ ইউরো

৫০০ টাকা সমান- ৪.৯৪৫৪ ইউরো

১০০০ টাকা সমান- নয় দশমিক ৮৯০৮ ইউরো

২০০০ টাকা সমান- ১৯.৭৮২ ইউরো

৫০০০ টাকা সমান- ৪৯.৪৫৪ ইউরো

১০ হাজার টাকা সমান- ৯৮৯ দশমিক ০৪ ইউর

২০ হাজার টাকা সমান- ৯৯.৯০৮ ইউরো

৫০ হাজার টাকা সমান- ৪৯৪.৫৪ ইউরো

১ লাখ টাকা সমান- ৯৯.৮১ ইউরো

২ লাখ টাকা সমান ১৯৭৮ ইউর

১ ইউরো সমান অন্যান্য দেশের কারেন্সি

১ ইউরো সমান অন্নান্য দেশের কারেন্সি নিচে উল্লেখ করা হল-

এক ইউরো সমান- ১.৫৪৪৫ ডলার AUD

1 euro _ 0.000020 bitcoin BTC

1 euro- 6.5607 real BRL

1 euro- 0.861464 pound GBP

1 euro- 1.4963 roller CAD

1 euro- 7.7773 Renminbi CNY

1 euro- 7.4640 Krone DKK

1 euro- 1.0000 Euro EUR

1 euro- 9.2794 roller HKD

1 euro- 86.56 rupee INR

1 euro- 130.1yen JPY

1 euro- 0.360869 diner KWD

1 euro- 4.9079 ringgit MYR

1 euro- 24.50 peso MXN

1 euro- 33.94 roller TWD

1 euro- 101.1 tk BDT

1 euro- 1.075 Won KPW

1 euro- 111.2 escudo CVE

1 euro- 2.7085 paqnga TOP

1 euro-1.1943 roller BSD

বিভিন্ন দেশের মুদ্রার সংক্ষিপ্ত রূপ

এখন আমরা বিভিন্ন দেশের মুদ্রা সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানব। নিচে বিভিন্ন দেশের মুদ্রা সংক্ষিপ্ত রূপ উল্লেখ করা হলো-

ব্রাজিলিয়ান রিয়েল-  বিআরএল BRL

ড্যানিশ ক্রোন- ডিকেকে DKK

কুয়েতি দিনার- কেডব্লিউডি KWD

মালয়েশিয়ান রিংগিত- এমওয়াইআর MYR

মেক্সিকান পিছো- এমএক্সএন MXN

নিউজিল্যান্ড ডলার- ESD

নরওয়ে ক্রন- এনওকে NOK

পলিশ জোলোটি- পি এল PLN

দক্ষিণ আফ্রিকান রেড- জেএআর JAR

দক্ষিণ কোরিয়ান- কেয়ারডব্লিউ KRW

নতুন তাই ওয়ান ডলার- ডিডব্লিউডি DWD

তুর্কি LIRA- আরওয়াই RY

বলিভিয়ানু- BOB বিওবি

মায়ানমার কিরাত- এম এম MMK

সাইপ্রাস কাজের বেতন কত

1 euro koto taka

আজকে আমরা 1 euro koto taka সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে।আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইট বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুনঃ 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply