ইসলামিক ছোট স্ট্যাটাস, নতুন ইসলামিক স্ট্যাটাস

ইসলামিক ছোট স্ট্যাটাস

ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের কথা ও বানী ছড়িয়ে দেওয়া ফরজ। তাই ইসলামের কথা বা ইসলামের বিভিন্ন বাণী ছড়ানোর জন্য অনেকে গুগলে ইসলামিক ছোট স্ট্যাটাস বা নতুন ইসলামিক স্ট্যাটাস খুজে থাকেন। আজকে আমরা তাদের জন্যই ইসলামিক ছোট স্ট্যাটাস , নতুন ইসলামিক স্ট্যাটাস, ইসলামিক বিভিন্ন ফেসবুক পোস্ট, ক্যাপশন, উক্তি সহ বিভিন্ন কোরআন ও হাদিসের বাণী শেয়ার করব।

আরো পড়ুন – বিয়ে হওয়ার লক্ষণ, আমার বিয়ে কোথায় হবে?

ছোট ইসলামিক স্ট্যাটাস

১। সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছে মা। সেই মাকে কখনো কষ্ট দিও না।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম

২। বেপর্দা নারী যদি নায়িকা হতে পারে তবে পর্দাশীল নারী গুলো সব ইসলামের শেহাজাদী মাশাআল্লাহ!

৩। মুসলিম আমার নাম

কুরআন আমার জান

আল্লাহ আমার রব

নবী আমার সব

নামাজ আমার গাড়ি

জান্নাত আমার বাড়ি

ইসলাম আমার ধর্ম

ইবাদত আমার কর্ম!

৪। পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান হলো মক্কা এবং মদিনা আল্লাহ তুমি দুই চোখে দেখার তৌফিক দান করো।

৫। এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জলন্ত কয়লা হাতের মধ্যে রাখার মত কঠিন হবে।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম

৬। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা সত্যিই ভাগ্যবান। আল্লাহ তোমার দরবারে শোকর আদায় করছি আলহামদুলিল্লাহ!

৭। তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। কেননা সেজদা হচ্ছে দোয়া কবুল উপযুক্ত সময়। (মুসলিম হাদিস ৮৭০)

৮। যে মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সে মন তোমাকে কি করে কবর থেকে জান্নাতে নিবে বল।

৯। তুমি যাকে ভালবাসবে হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম

১০। ভালোবেসে স্ত্রী হাত ধরলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম

১১। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল কুরআন।

১২। যখনই আমি অসুস্থ হতাম তখনই আমি কালোজিরা খেতাম।

-হযরত মুহাম্মদ সাঃ

১৩। মোমিনের জন্য মৃত্যু উপহারস্বরূপ।

-হযরত মুহাম্মদ সাঃ

১৪। যারা শুধু আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন।

১৫। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে সুখী ও স্বাস্থ্যবান করে তুলে সুবাহানাল্লাহ!

১৬। তারা যতক্ষণ ক্ষমাপ্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না।( সূরা আনফাল আয়াত ৩৩)

১৭। প্রতি সোমবার বৃহস্পতিবার জান্নাতে দরজা খুলে দেওয়া হয়।

১৮। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সিজদা। যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত।

১৯। আল্লাহর কাছে বেশি কিছু চাইনা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন!

২০। তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরবে তোমার দিকে।

২১। যাকে ভয় করি তার নাম হাশর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন যার কাছে আমি ঋণী তার নাম মা যাকে নেতা মানব তিনি হলে হযরত মুহাম্মদ সাঃ যার কাছে মাথা নত করি তিনি হলেন আল্লাহ।

আরো পড়ুন – কষ্ট নিয়ে ইসলামিক উক্তি, বানী, স্ট্যাটাস, পোষ্ট

ইসলামিক মহত্ত্বপূর্ণ বাণী

১। রমজান মাসে এমন কিছু করা যাবে না যা শরীয়ত পরিপন্থী। যেমন রোজাদারহীন ব্যক্তির রোজাদারদের সামনে পানাহার করা। সেই সাথে অশ্লীল ও অনৈতিক কার্যাবলি থেকে বিরত থাকতে হবে।

২। মানুষের মনের মধ্যে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে। আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে।

-হযরত আলী রাদিয়াল্লাহু

৩। রমজান মাসের শেষের ১০ দিন রাত্রে বেলায় কদরের জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে এবং সারা দেশে বাসীর জন্য ক্ষমার স্থিতিশীলতার জন্য দোয়া করতে হবে।

৪। আল্লাহর রাব্বুল আলামীন বলেন লাইলাতুল কদর ১000 মাস এর চেয়েও উত্তম।

৫। আল্লাহতালা বলেছেন তোমরা ছলনাচলেও মিথ্যা কথা বলো না।

৬। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন দুইটা জিনিসে আগলে রাখলে কোন বিপদ আসবে না। এক কোরআন দুই হাদিস।

৭। যে মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সে মন কি করে তোমাকে কবর থেকে জান্নাতে নেবে।

৮। সামনে আসছে রোজা হালকা করো গুনাহের বোঝা

যদি কর পাপ চেয়ে নাও মাফ

এসো নিয়ত করে আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।

৯। আল্লাহ তওবাকারী দের কে ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। (সুরা বাকারা)

১০। আগেই সালাম দেওয়ার চেষ্টা করো কেন না আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম

১১। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো। কেননা মৃত্যুর তোমারই পেছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না

-হযরত আলী রাঃ

১২। নিজের উপার্জনের একটি রুটি অন্যের দেয়া কোরমা পোলা ওর চাইতেও উত্তম।

১৩। সর্বদা ছোট ছোট গুনাহ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখ কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট পাথরের সাথে হোচট খায়।

-হযরত আলী রাঃ

১৪। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম অর্থাৎ দোয়া করেনা ।

-হযরত মুহাম্মদ সঃ

১৫। হে মুমিনগন জুমার দিনে যখন সালাত এর আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরনে পন্য কেনাবেচা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি। তোমরা বুঝে থাকো।

১৬। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।

-বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাঃ

১৭। তুমি জান্নাত চেয়ো না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়।

-হযরত আলী রাদিয়াল্লাহু

১৮। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা।

১৯। যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে কেয়ামতের দিন তার এক একটি চুল সাপ হয়ে তাকে কামড়াবে।

-আল হাদিস

২০। মানুষের মধ্যে সর্বাপেক্ষা উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কুরআন শিখায়।

ইসলামিক তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস

১। নিশ্চয়ই আযান শ্রেষ্ঠ সুন্দর সুর। জুম্মা মোবারক!

২। হেদায়েত হচ্ছে হৃদয়ের বসন্ত যে পায় সে বদলে যায়।

৩। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং আলহামদুলিল্লাহ বলো।

৪। শুকরিয়া আদায় করতে শিখুন আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিসটাই আপনাকে দেবে।

৫। ইসলাম অহংকার করতে শেখায় না, ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়।

৬। নারী তুমি নিজে এমন ভাবে তৈরি কর যাতে যে কোন পুরুষ তোমাকে পেয়ে বারবার রবের কাছে শুকরিয়া আদায় করে।

৭। মাঝরাতে স্বামী এবং স্ত্রী দুজনে তাহাজ্জুদ নামাজ পড়ার মত সুন্দর দৃশ্য পৃথিবীতে আর দুটি নেই।

৮। মোনাজাত শেষে একটাই চাওয়া ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা।

৯। মহানবী সাঃ বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ বলবে জান্নাত নিজেই বলবে হে আল্লাহ ঐ ব্যক্তিকে জান্নাতে ঢুকতে দিন।

-তিরমিজি

১০। সুন্দর চেহারা নয় সুন্দর মন খুঁজুন।

১১। ইসলামিক জীবনসঙ্গী খুঁজুন স্মার্ট নয়। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালোবাসা এবং সংসার সুখের করবে।

১২। জান্নাতে জাতীয় সংগীত হবে সূরা আর রহমান। সূরাটি স্বয়ং আল্লাহ নিজে জান্নাতে শোনাবেন।

১৩। তুমি সুখ কামনা করে সে যেন মানুষের ব্যাপারে ভালো উপদেশ দেয়।

১৪। তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরে আসবে তোমার দিকে।

১৫। যখন বান্দা জ্বর হয় তখন গুনাগুলো ঝড়ের পাতার মতো পড়তে থাকে।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম

১৬। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র সেই জান্নাতে প্রকাশ প্রবেশ করবে।

১৭। কোন নেতার পিছনে নয় মসজিদে ইমামের পিছনে দাঁড়ালে জীবন বদলে যাবে।

১৮। যার চরিত্র যেমন তার জীবন সাথীও হবে তেমন। (সূরা নূর ২৬)

১৯। নেশা আসক্ত না হয়ে আল্লাহর ইবাদতে আসক্ত হও জীবন বদলে যাবে।

২০। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। (সূরা জুমা আয়াত ৫২-৫৩)

ছোট ইসলামিক বানী

১। একজন বেদিন নারীর অহংকার হচ্ছে ধনসম্পদ অলংকার, আর একজন দ্বীনদার নারী অহংকার হচ্ছে তার একজন প্রিয়তম দ্বীনদার স্বামী।

২। সৌন্দর্যের আলাদা কোন রং নেই আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর।

৩। আল্লাহ যেমন রাতের পরের দিন আনে তেমনি দুখের পরে সুখ দেন।

৪। হে আল্লাহ তোমাকে না দেখে যেমন বিশ্বাস করেছি তুমিও কিয়ামতের দিন আমাদের আমলনামা না দেখে আমাদের ক্ষমা করে দিও।

৫। প্রসঙ্গ যখন ধর্ম নিয়ে তখন আমাদের ইসলামই সেরা।

৬। আমার রব চেয়েছেন বলে আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনি সব ফিরিয়ে দেবেন।

৭। প্রকাশ করতে না পারলে কেঁদে নাও তোমার সৃষ্টিকর্তা তোমার সম্পর্কে সবই জানেন।

৮। সালামের উত্তর দেয়া ওয়াজিব যারা বেশি বেশি সালাম বিনিময় করে তারা জান্নাতি।

-মুসলিম শরীফ

৯। জান্নাতে সবকিছু আছে মৃত্যু নেই কুরআনে সব আছে মিথ্যা নেই।

১০। প্রতিটা মুসলমান যেন কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে সেই দোয়া করি।

১১। পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হলো নিজের সংশোধন হওয়া সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা।

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

বর্তমানে অনেকেই ইসলামিক ফেসবুক স্ট্যাটাস এবং ইসলামিক ছোট স্ট্যাটাস খুঁজে থাকেন আপনার ইসলামিক ফেসবুকে স্ট্যাটাস সহ কিছু ইসলামিক ছোট ছোট বানী তুলে ধরা হল-

১। আপনি যদি চোখের ক্ষমতা বৃদ্ধি করতে চান এবং জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে বেশি বেশি কোরআন পড়েন। কেননা কোরআন তেলাওয়াত করলে চোখের যদি পারে পাশাপাশি জ্ঞান বৃদ্ধি পায়।

২। আমাদের সবারই যৌবনে চেহারাটা মানুষ বেশি পছন্দ করে অপরপক্ষে আল্লাহতালা যৌবনকাল থেকে এবাদত পছন্দ করেন।

৩। বেঁচে আছি শ্বাস নিচ্ছি তাই আলহামদুলিল্লাহ!

৪। মুসলমান হিসেবে ভাইরাসকে নয় আল্লাহকে ভয় করতে হবে।

৫। আমাদের ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে কেননা বিপদ থেকে একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করবেন।

৬। এই পৃথিবীতে যা কিছুই করে থাকেন না কেন আপনাকে অবশ্যই সে বিষয়ে আপনার রবের কাছে জিজ্ঞাসিত হতে হবে।

৭। আপনি কখনো একাকীত্ব বোধ করবেন না বা মন খারাপ করবেন না কেননা আপনার রব আপনাকে ছেড়ে যায়নি। আপনার রব নিশ্চয় আপনার খুব নিকটেই আছে।

৮। হে মানুষ তোমরা পৃথিবীর মায়া আটকে থেকো না আল্লাহর পথে ফিরে এসো।

৯। নিশ্চয়ই তোমাকে একদিন তোমার মহান সৃষ্টিকর্তার কাছে তোমার কৃতকর্মের হিসাব প্রদান করতে হবে।

ইসলামিক বিভিন্ন উক্তি

ইসলামিক বিভিন্ন উক্তি এবং ইসলামিক ছোট স্ট্যাটাস গুলো নিচে দেওয়া হল-

১। আপনি যদি বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন তাহলে বেশি বেশি নামাজ আদায় করুন। কেননা নামাজ হলো সকল সমস্যার সঠিক সমাধান।

২। নামাজ সব রোগের প্রধান ঔষধ।

৩। নামাজ  নিজে পরুন এবং অন্যকে পড়ার জন্য জোর দিন।

৪। নামাজ বেহেস্তের চাবি আলহামদুলিল্লাহ!

৫। মহান আল্লাহতালা তওবাকারীদেরকে অনেক ভালবাসেন পাশাপাশি যারা পবিত্র থাকে তাদের মহান আল্লাহতালা ভালোবাসেন।

৬। বুকে যতই কষ্ট থাকুক না কেন তাও মুখে আল্লাহর নাম থাকবেই আলহামদুলিল্লাহ!

৭।  আপনার রব কে দাকার এই অভ্যাস আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস এবং ভালোবাসার নমুনা।

ইসলামিক মোটিভেশনাল স্ট্যাটাস

ইসলামিক ছোট স্ট্যাটাস এর পাশাপাশি কিছু ইসলামিক মোটিভেশনাল স্ট্যাটাস নিচে দেওয়া হল-

১। মুমিনদের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন।

– ইবনে মাজাহ

২। রমজান গুনাহের সাথে ডুবে থাকা বান্দা কে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবছর ঘাটে এসে নগর ফেলে।

৩। জান্নাতের এমন একটি দরজা আছে কেয়ামতের দিন শুধুমাত্র সিয়াম পালনকারীরা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।

৪। নদীর পথ ধরে চললে সাগরের সন্ধান পাওয়া যায় আর পবিত্র কুরআনে পথে চললে আল্লাহকে পাওয়া যায়।

৫। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজের কর্ম দ্বারা পরিবর্তন না করে।

৬। যে রিযিক আসমান থেকে আসে তার জন্য এত পেরেশানি কিসের।

৭। সময় হচ্ছে তরবারির মত আপনি যদি সেটা দিয়ে না কাটেন সেটা আপনাকে কেটে দিবে।

৮। যে আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন।

৯। রাসুল (সা) বলেছেন যার অন্তরে সরিসা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না।

ইসলামিক ছোট স্ট্যাটাস

মন্তব্য

আজকে আমরা ইসলামিক ছোট স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি ইসলামিক ছোট স্ট্যাটাস সম্পর্কিত আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লে দেওয়ার চেষ্টা করব।

এবং প্রতিদিন বিভিন্ন বিষয়ের আপডেট নিউজ পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply