ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস, উক্তি, পোষ্ট, বানী

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখিয়ে থাকি। নিজের অন্তরে ইসলামের জন্য ভালোবাসার বীজ বপন করে থাকি। তবে ধর্মের সাথে নিজের মনের একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট সব সময় থাকে। ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস সম্পর্কে অনেকেই google এ সার্চ দিয়ে থাকেন। আজকে আমরা ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস, উক্তি, পোস্ট সহ বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব।

আরো পড়ুন – বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ফানি, ইসলামিক

ইসলামিক ইমোশনাল স্ট্যাটাস

১। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক প্রয়োজন।

২। অসৎ লোকেরা কাউকে সৎ বলে মনে করে না সকলকেই সে নিজের মত অসৎ মনে করে।

৩। বুদ্ধিমান এবং সত্যবাদী ছাড়া জীবনে কারো সঙ্গ কামনা করো না।

৪। রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।

৫। পূর্ণ অর্জন করার চেয়ে পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।

৬। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে আরো উত্তম কিছু অবশ্যই দান করবেন।

৭। যে নিজের মর্যাদা বোঝে না অন্যরাও তাকে মর্যাদা দেয় না।

৮। রমজান হলো জান্নাতে যাওয়ার উৎকৃষ্ট উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া যায়।

৯। গুনাহে সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে তবুও আমি আল্লাহর রহমতে আশাবাদী।

১০। আমি যাকে তার প্রাপ্য সম্মান এর চেয়ে অতিরিক্ত সম্মান দিয়েছি তারা আমার ঠিক ততটুকুই ক্ষতি করেছে। তাই এখন থেকে আল্লাহর শোকর আদায় করা ছাড়া আর কাউকে নিজের মনে করব না।

১১। কখনো কখনো আল্লাহতালা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যাতে আমরা তাকে স্মরণ করি।

আরো পড়ুন – কষ্ট নিয়ে ইসলামিক উক্তি, বানী, স্ট্যাটাস, পোষ্ট

ইমোশনাল ইসলামিক উক্তি

১। সব দুঃখের মূল হলো এই দুনিয়ার প্রতি আমাদের অত্যাধিক আকর্ষণ।

২। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমরা অযাচিত প্রার্থীব সম্পদ গ্রহণ করো না। কেননা এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।

৩। হে আল্লাহ জান্নাতে যেতে পারি এমন কোন আমল আমার নেই আবার জাহান্নামে এক মুহূর্ত কাল তাদের পারবো এমন শক্তি ও আমার নেই আমাকে তুমি মাফ করে দাও।

৪। যদি কোন ব্যক্তি আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে থাকে তবে আপনারা তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।

৫। দারিদ্রের আক্রমণ থেকে আপনার নিজেকে রক্ষা করতে হবে, কেননা এর অভিশাপ মানুষকে কাফেরে পরিণত করে দেয়।

৬। আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হতে মুক্তি দেয়।

৭। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞাত থেকে তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খায় এবং রাত যাপন করে সে আমার প্রতি ঈমান আনেনি।

৮। আজ আপনি যে ছেলে বা মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচার দিবসের সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে।

৯। রমজান পরস্পরের মধ্যে সামাজিক সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।

ইমোশনাল ইসলামিক পোস্ট

১। ঈমান না থাকলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না।

২। যে নিজের কোন রকম সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষীও তাকে বাঁচাতে পারে না।

৩। আমাদের জীবনের করা বড় ভুলগুলো কখনো কখনো আমাদেরকে সবচেয়ে ভালো মানুষের পরিবর্তন করে দেয়।

৪। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সে মানুষকেও ভয় পাই যে আল্লাহকে মোটেও ভয় পায় না।

৫। প্রার্থীব বস্তুর আধিক্যকে কোনভাবেই ধন-সম্পদ বলা যায় না মানসিক সন্তোষী হলে প্রধান সম্পদ।

৬। তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও বিব্রত করোনা।

৭। আল্লাহর প্রতি কারো ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা ততই কমতে থাকবে।

৮। সে সব ব্যক্তি মুমিন নয় যারা নিজেদের তৃপ্তি সহকারে আহার করে অথচ তাদের প্রতিবেশী অনাহারে থাকে।

৯। মানুষের সাথে তাদের বুদ্ধির পরিমাণ হিসেবে কথা বলা উচিত।

১০। হীন ব্যক্তির সম্মান করা এবং সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষ হয়।

১১। আল্লাহর তায়ালার পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তি সম্পূর্ণরূপে ন্যায়বিচার এবং তার পক্ষ থেকে আশা প্রতিটি কল্যাণ সম্পূর্ণভাবেই তার রহমত।

১২। যদি শরীর বেপর্দা করাই হয় আধুনিকতা তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক।

১৩। কৃপণতা ত্যাগ করতে হবে নতুবা তোমার আপনজনেরা সময় সময় তোমার জন্য লজ্জিত হবে এবং তোমাকে ঘৃণা করবে।

১৪। সেই দানই শ্রেষ্ঠ দান যা হৃদয় হতে উৎসারিত হয় এবং রচনা হইতে ক্ষরিত হইয়া ব্যাথিতের ব্যথা দূর করে।

১৫। রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম।

ইমোশনাল ইসলামিক বাণী

১। যারা নিজের মূল্য সঠিকভাবে বুঝতে পারে তারা ইচ্ছাকৃতভাবে কখনো কোন পাপকর্মে লিপ্ত হয় না।

২। একজন বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র হয়।

৩। যা তুমি নিজে করো না অথবা করতে পারো না তা নিয়ে অন্যকে উপদেশ দিওনা।

৪। অসৎ লোকের কাছে থাকা ধন দৌলত পৃথিবীতে শ্রেষ্ঠ জীবের আপদ বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

৫। নিচু মানসিকতার লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ব্যবহার করা।

৬। তোমরা নিজেরা কোন ব্যাপারে প্রতিশোধ নিতে যেও না আল্লাহর জন্য অপেক্ষা করো। তাহলে তুমি তোমাকে রক্ষা করবেন।

৭। সত্যিকারের বন্ধুরাই জান্নাতে গিয়েও একে অপরের প্রতিবেশী হতে চায়।

৮। কেউ আপনার কাছ থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না কারণ তা আল্লাহ তাআলারই পরিকল্পনা ছিল।

৯। তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে।

১০। রমজান আল্লাহ এবং বান্দার মাঝেই নিতান্ত গোপন এবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক মজবুত হয়।

১১। নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার সকল ব্যতীত চিন্তিত অন্তরকে ভালবাসেন।

১২। যে স্থানে থাকতে আল্লাহর নিষেধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকার জন্য আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন।

১৩। আসক্তের মতো কাউকে ভালোবাসবেন না এবং ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।

১৪। সর্বশক্তিমান আল্লাহ কখনোই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে কোন মানুষ সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা এবং সমালোচনা বন্ধ করুন।

বিখ্যাত ইসলামিক উক্তি

১। সৎ লোক বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায়।

-হযরত সুলাইমান আলাইহিস সালাম

২। দুঃখের মূল কারণ হলো এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।

-হযরত আলী রাদিয়াল্লাহু

৩। বিদ্যানের কলমের কালে শহীদের রক্তে চেয়ে পবিত্র।

৪। আল্লাহতালা ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।

-আল হাদিস

৫। ঝগড়া চরমে পৌছানার আগেই ক্ষান্ত হও ।

-হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম

৬। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।

-ইবনে সিনা

৭। অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে।

-হযরত আলী রাদিয়াল্লাহু

৮। পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন করাই শ্রেষ্ঠতর।

-হযরত আলী রাদিয়াল্লাহু

৯। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে হযরত অশ্লীল বাক্য।

-হযরত আলী রাঃ

১০। যে নিজের মর্যাদা বোঝে না অন্যরাও তাকে মর্যাদা দেয় না।

-হযরত আলী রাদিয়াল্লাহু

১১। পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্য কে দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে।

-আল হাদিস

১২। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।

-হযরত আলী রাদিয়াল্লাহু

১৩। যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিওনা।

-আল হাদিস

১৪। সত্য লোকে নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো।

-আল হাদিস

১৫। দুনিয়াতে পরিচিত হওয়ায প্রকৃত খ্যাতি নয় আসল খ্যাতি হল আসমানে পরিচিত পাওয়া।

১৬। রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন যে ব্যক্তি জ্ঞাত সারে তার প্রতিবেশীকে ক্ষুধার্তরে কে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে সে আমার প্রতি ঈমান আনেনি।

-আল হাদিস

১৭। আপনার দুর্বলতা থেকে দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তা’আলা রাখেন। তাই তার কাছে প্রার্থনা করুন।

-ডঃ বিলাল

১৮। নিশ্চই আল্লাহতালা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।

-ডঃ বিলাল

১৯। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দিও তবে এগুলোকে মনে না নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ সুবাহানাতালা হয়তো তাদের থেকে দূরে সরিয়ে তার নিজের দিকে আপনাকে ডাকছেন।

-ডক্টর বিলাল

২০। কথা বলা যদি রূপা হয় তবে নীরবে থাকা হচ্ছে সোনা।

-লোকমান আলাইহিস সালাম

২১। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।

-ইমাম ইবনুল কাইয়ুম

২২। যে বিষয় মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন।

-ডক্টর বিলাল

২৩। সব সময় এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেয়।

-ডঃ বিলাল

২৪। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনার তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।

২৫। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন।

-ইমাম ইবনুল কাইয়ুম

২৬। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হোন। পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালোটা দেখুন।

-শায়েখ মুফতি ইসমাইল

অর্থপূর্ণ ইসলামিক স্ট্যাটাস

১। যেসব মহিলারা তাদের স্বামী মারা যাওয়ার পরে সন্তানদের পিছনে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাতি।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম

২। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজের সংশোধন হওয়ার সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা।

-হযরত আলী রাদিয়াল্লাহু

৩। যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না।

-হযরত মুহাম্মদ সাঃ

৪। যখন বান্দা কোন কিছু চাওয়ার জন্য দুই হাত তুলে দোয়া করে তখন আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন।

-তিরমিজি ৩৫৫৬

৫। তিন বেলা আর যতটা গুরুত্বপূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

৬। ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু মৃত্যু তার চেয়েও নিকটে।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

৭। গুনাহের কাজ করার আগে মনে করতে হবে মৃত্যুর তালিকায় আমিও একজন।

৮। কাঠ বিক্রি করো তবুও ভিক্ষা করো না।

-হযরত মুহাম্মদ সাঃ

৯। এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না কেন সে নিহত হল।

-সহি মুসলিম

১০। এমন চরিত্রের কাউকে বিশ্বাস করো না যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না।

-হযরত ওমর রাদিয়াল্লাহু

১১। পানি যেমন আগুন নিভায় দান সদকাতে এমনি গুনাহ নিভায়।

-হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম

১২। পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান হল মক্কা এবং মদিনা।

১৩। মানুষ ভাবে বৃদ্ধ হলে আল্লাহর এবাদত করবে কিন্তু আল্লাহ যুবক বয়সের ইবাদত বেশি পছন্দ করেন।

১৪। কখনো মন খারাপ করো না আল্লাহ তাআলার উপর ভরসা করো দেখবে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিবে।

১৫। সম্পদ তোমাকে পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে।

-হযরত আলী রাদিয়াল্লাহু

১৬। গভীর রাতে তাহাজ্জুদ আল্লাহর সাথে সাক্ষাতের উত্তম মাধ্যম।

ইসলামিক মোটিভেশনাল উক্তি

১। আল্লাহর কষ্টের পর এই সুখ দেবেন।

-সুরাহ তালাক আয়াত ৭

২। আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়।

-ডঃ বিলাল

৩। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।

-সূরা ইনশিরাহ আয়াত ৬

৪। কখনো কখনো আল্লাহতায়ালা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এই জন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি।

৫। আমি তো দুঃখ এবং অস্থিরতা গুলো আল্লাহর স্বামিপে নিবেদন করেছি।

-সূরা ইউসুফ আয়াত ৮৬

৬। দুনিয়া বিমুখী হইওনা তাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি।

-ওমর ইবনুল খাত্তাব

৭। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে।

-সূরা বাকারা আয়াত ২১৪

৮। যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন।

– সহীহ বুখারী

৯। একমাত্র কাফের ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।

-সূরা ইউসুফ

১০। সে কিছুই হারায়নি যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে।

১১। আল্লাহ কোন ব্যক্তির উপর তার স্বার্থের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না।

-সূরা বাকারা আয়াত ২৮৬

১২। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।

-হযরত আলী রাদিয়াল্লাহু

১৩। এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা মাল ওজনের ক্ষতি ও ফসল নষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।

-সূরা বাকারা আয়াত ১৫৫

১৪। হে ঈমানদারগণ তোমরা সবর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।

-সূরা বাকারা ১৫৩

১৫। হে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।

-সূরা মারিয়াম আয়াত ৪

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

মন্তব্য

আজকে আমরা ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস উক্তি পোস্ট বাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে আপনাদের কোন মন্তব্য মতামত এবং পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

প্রতিদিন বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply