kekma net ki
ইন্টারনেটের যুগে অনেক কিছুই আমাদের কাছে রহস্যময়। অজানা তথ্যগুলো বা অজানা কোন কিছু জানতে অনেকেরই খুবই ইচ্ছা জাগে। সেজন্য অনেকে kekma net কেন ভুলেও সার্চ করা উচিত নয়। সে সব জানতেই অনলাইনে সার্চ করে থাকেন। আজকে আমরা তাদের জন্যই ekma net ki এর রহস্য এবং kekma net এর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব।
আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।
আরো পড়ুন – male mane ki, female mane ki
kekma net ki?
ekma net এমন একটি ভয়ঙ্কর ভিডিও যা দেখে অনেকেই প্রচুর ভয় পায়। অনেকেই ekma net ki এই প্রশ্ন দেখেই kekma.net লিংকে ক্লিক করে ভিডিও দেখার জন্য সার্চ করে। মূলত এটি একটি ভিডিও যাদের হার্ট দুর্বল বা যারা খুবই ভয় পান তারা এ ধরনের ভিডিও না দেখাই ভালো।
এই ভিডিওগুলো মূলত বিভিন্ন হ্যাকারদের তৈরি ভিডিও বলে ধারণা করা হয়। পাশাপাশি অনেকে মানুষকে ভয় লাগানোর জন্য বা দুর্বল মানুষদের ভয় লাগানোর জন্য এসব ভিডিও ব্যবহার করে থাকে। তাই kekma.net এসব ভিডিও না দেখায় উত্তম।
আরো পড়ুন – সিজারের পর ইনফেকশনের লক্ষণ
kekma.net ভিডিওতে কি আছে?
kekma net মূলত ভয়ংকর ভিডিও যেখানে কিছুটা ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক ওয়েবসাইটের মত রক্ত এবং মানুষের ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচির সাউন্ড শুনা যায়। যা শুনে খুবই ভয় লাগে যদিও অনেকের মতে এটি হ্যাকারদের ওয়েবসাইট।
এটিতে ক্লিক করার মাধ্যমে আপনার google একাউন্ট এবং তার পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যায়। এতে করে আপনার ফোন এবং ল্যাপটপের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা বিভিন্ন ধরনের টাকা পয়সা গায়েব করে নিতে পারে। তাই এসব ভিডিও বা ওয়েবসাইটে ক্লিক না করাই ভালো।
kekma net এর ভিডিওতে একটি লোক তার প্রাইভেট পার্ট এ স্ক্রু ড্রাইভার দিয়ে ব্লাড বের করার চেষ্টা করছে। সাথে সাথে খুবই শব্দ ভয়ংকর হরর মুভির মত সাউন্ড শোনা যায়। সাইটে ঢুকার সাথে সাথে এমনভাবে চেঁচামেচি সাউন্ড আসবে যাতে করে বুক ধরফর করে ওঠে।
এজন্য এটি একটি ১৮ প্লাস ভিডিও ওয়ার্নিং দেয়া হয়। যারা বেশিরভাগ ভয় পায় তারা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। তাই এসব ভিডিও লিংকে ক্লিক করা যাবে না।
kekma net এর ভিডিও লিংক
মূলত kekma net এর লিংক আমরা নিচে বর্ণনা করবো। তবে লিংকে ক্লিক করে ভিডিও দেখার আগে অবশ্যই মনে রাখতে হবে এই ভিডিওগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। ১৮ বছরের নিচে কারো এই ভিডিওগুলো দেখা মোটেও উচিত নয়। ১৮ বছরের নিচে এইসব ভিডিও দেখলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে শুরু করে ভয়ের উপদ্রব হতে পারে।
এতে করে মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। kekma net এর ওয়েব সাইট এর লিংক হল- http://kekma.net
আরো পড়ুন – সিজারের পর খাবার তালিকা
kekma net এর ভিডিও বানানোর উদ্দেশ্য
মূলত এরকম ভয়ংকর ভিডিও google youtube বা ফেসবুকে আমরা দেখতে পাই। যা বিভিন্ন ধরনের নামে থাকলেও এসব ভিডিও লিংকে ক্লিক করার সাথে সাথে ভয়ঙ্কর সাউন্ড এবং সিনারি আমাদের সামনে ভেসে আসে। অনেকে মজা করে ভিডিওগুলা ব্যবহার করে থাকেন বা বন্ধুদের সাথে শেয়ার করে থাকেন।
তবে অনেকেই অপরাধ মূলক কাজকর্মের জন্য বিভিন্ন হ্যাকাররা এসব ভিডিও তৈরি করেন। এতে করে মানুষ কৌতুহলবশত সেসব লিংকে ক্লিক করে এবং নিজেদের ব্যক্তিগত জিমেইল বা ইমেইল একাউন্ট থেকে লগইন করার ফলে তারা তাদের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জানতে পারে।
তাই এসব ভিডিও বানানোর উদ্দেশ্য মূলত দুটি হতে পারে। এক মানুষকে ভয়ঙ্কর ভিডিও বানানোর মাধ্যমে ভয় লাগানোর উদ্দেশ্যে বা মানুষকে ফানি ভিডিও হিসেবে শেয়ার করার মাধ্যমে হিসেবে তৈরি করা হয়। দুই হ্যাকারদের বিভিন্ন ভয়ঙ্কর কাজকর্মের জন্য এইসব ভিডিও ব্যবহার করা হয়।
গুগলে যেসব বিষয় কখনোই সার্চ দেওয়া উচিত নয়
সবকিছু সম্পর্কে আমাদের সব মানুষদের বেশি আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছা থাকে। কিন্তু প্রবল জানার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু না জানাই আমাদের জন্য ভালো। গুগলে সব বিষয়ে সম্পর্কে ছবি থাকলে ও অনেক সময় ভুল নিউজগুলো থাকে বা ভয়ংকর নিউজগুলো থাকে যেটা আমাদের মোটেও দেখা বা শোনা উচিত নয়। নিচে এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব-
- ভয়ংকর জীব জন্তু ছবি
- নিজের সম্পর্কে এমন কোন তথ্য যা জানলে খারাপ লাগবে
- বাচ্চা জন্ম দেওয়ার ভিডিও
- স্কিনের কোন সমস্যা দেখা দিলে
- ক্যান্সার সম্পর্কে তথ্য
- সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো বিষয়
- বিভিন্ন রোগ সম্পর্কে তথ্য
- সঠিক তথ্য না জেনে কোন লিংক বা ওয়েবসাইটে সার্চ করা যাবে না
- কখনো কোন কাস্টমার কেয়ারের নাম্বার সার্চ করা উচিত অধিকাংশই ভুল থাকে
- কোন রোগের কি ঔষধ সেগুলো google থেকে জানে একেবারেই নিরাপদ নয়
- অর্থনৈতিক লেনদেন সম্পর্কে গুগলে কোন বিষয় সার্চ করা উচিত নয়
What is kekma.net
Formately https.//kekma.ga is a shock site displaying NSFL content. Which is has been used in raid attack on several subreddits and discord servers. This site contains a rapidly flashing NSFL image accompanied by a high pitched ear rape of a person screaming. As well as an NSFL video in the centre of page.
Upon opening the page enters fullscreen mode.while an attempt to leave the pages produce a confirmation window slowing down the existing process
kekma net ki সম্পর্কে সতর্কতা
kekma net সম্পর্কে সতর্কতা হচ্ছে অবশ্যই kekma net এর ভিডিও সম্পর্কে বা kekma net এর ওয়েবসাইটে লগইন করতে হলে প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া কেউ লগইন করবেন না। এতে করে হার্টের সমস্যা হতে পারে।
এছাড়াও যাদের ভয়ের সমস্যা রয়েছে তারা মোটেও এই ওয়েবসাইটে লগইন করা চেষ্টা করবেন না। কেননা ওয়েবসাইটে লগইন করার সাথে সাথেই ভয়ঙ্কর চেচামেচির শব্দ আপনার ফোন ল্যাপটপ বা পিসির স্ক্রিনের ভয়ংকর ছবির সাথে ভেসে আসবে। এতে করে আপনি ভয় পাওয়ার সাথে সাথে হার্টের সমস্যা হতে পারে।
অথবা মানসিক অবসাদগ্রস্থ বা ভয়ের সমস্যা দেখা দিতে পারে। যার ফলে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তাই kekma net ওয়েবসাইটে লগইন করা উচিত নয়।
kekma net ki
আজকে আমরা kekma net ki ভুলেও সার্চ করা যাবে না কেন এ সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করে আর্টিকেল লেখার চেষ্টা করেছি। আশা করছি এ বিস্তারিত তথ্য শেয়ার করতে পেরেছি। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটে বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- male mane ki, female mane ki
- বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়
- বিবাহ রেজিস্ট্রেশন ফি ২০২৩
- চিকেন পক্স হলে কি গোসল করা যাবে