বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল তালিকা

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল তালিকা

ক্যান্সার একটি মরণব্যাধি রোগ। তবে প্রাথমিক স্টেজে ক্যান্সার ধরা পড়লে তাৎক্ষণিক সঠিক চিকিৎসা করলে ক্যান্সার থেকে মুক্তি লাভ করা যায়। ক্যান্সারের চিকিৎসার জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ক্যান্সারের বড় বড় হাসপাতাল রয়েছে। অতীতে এই রোগের কোন চিকিৎসা ছিল না তাই বিনা চিকিৎসায়ী মানুষ মৃত্যুবরণ করত।

ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং এই রোগের চিকিৎসা সব দেশে করা সম্ভব হয় না। আজকে আমরা বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল তালিকা সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করব।

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল

স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল

এই হাসপাতালে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়। এটি খুব ভালো মানের হাসপাতাল। ঢাকা মেট্রোতে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের চিকিৎসার সেবা রয়েছে তা অনেকেরই অজানা। ওখানে ক্যান্সারের চিকিৎসা খুব ভালোভাবে প্রদান করা হয়ে থাকে এবং স্বল্প খরচেও ক্যান্সারের চিকিৎসা প্রদান করা হয়।

হাসপাতালের সুবিধা

  • কেমো থেরাপি
  • রেডিওথেরাপি
  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার নির্ণয়
  • ক্যান্সার যাবতীয় চিকিৎসা

যোগাযোগের ঠিকানা- ৫৩ মিডফোর্ড রোড, ওয়াটার ট্যাংক ঢাকা ১২১২

ফোন নাম্বার- ০২৯৮৬১১

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল

এই হাসপাতালকে বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল বলা হয়ে থাকে। ১৯৮২ সালে হাসপাতালটি ক্যান্সারের চিকিৎসার জন্য চালু করা হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশের একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতাল। হাসপাতালের ডাক্তার এবং নার্স রোগীদের অনেক যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকে। এখানে সরকারি হাসপাতাল বলে চিকিৎসা খরচ খুব কম হয়ে থাকে এবং চিকিৎসার মান অনেক ভালো। সরকারি হাসপাতাল হিসেবে সেবার মান অনেক ভাল হয় এটাকে বাংলাদেশের সেরা হাসপাতাল হিসেবে ধরে নেয়া যায়।

হাসপাতালের ঠিকানা- মহাখালী টিভি গেট রোড, ঢাকা ১২১২

টেলিফোন নাম্বার- ০২৯৮৮০০৭৮

ওয়েবসাইট- niche.gov.bd

হাসপাতালে সুবিধা

  • ক্যান্সার শনাক্তকরণ
  • সার্জারি
  • রেডিওথেরাপি
  • কেম থেরাপি
  • ক্যান্সারে যাবতীয় চিকিৎসা

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম। হাসপাতালে রয়েছে বিখ্যাত অভিজ্ঞতা সম্পন্ন সব ক্যান্সারের চিকিৎসার জন্য ডাক্তার যারা সততার সাথে রোগীদের চিকিৎসা করে থাকে এবং হাসপাতালে পরিবেশ এবং হাসপাতালে চিকিৎসা মান অনেক ভালো হয়ে থাকে।

এই হাসপাতালে সুবিধা

  • আধুনিক ক্যান্সার চিকিৎসা
  • অন্যান্য সার্জারি এবং চিকিৎসা
  • রেডিওথেরাপি সহ
  • ক্যান্সারের সকল থেরাপি
  • এন্ডোসকপি
  • কলোনোস্কপি
  • ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা

যোগাযোগ ঠিকানা- বাড়ি নাম্বার 19, রোড নাম্বার ১২, ধানমন্ডি , ঢাকা 1209, বাংলাদেশ

টেলিফোন নাম্বার- ৮৮০২ ৯১২৭৯৪৩

ওয়েবসাইট- www.ahasaniacancer.org.bd

আহসানিয়া মিশন ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল (AMCGH)

হাসপাতালটি ক্যান্সারের চিকিৎসা দেওয়ার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাও করা হয়। যেমন বিভিন্ন ধরনের সার্জারি সহ ক্যান্সারের সকল ধরনের চিকিৎসা। এটি ঢাকা উত্তরা অবস্থিত প্রতিবছর এখানে অসংখ্য ক্যান্সার রোগে চিকিৎসা নিতে আসেন।

যোগাযোগ ঠিকানা- প্লট নাম্বার ৩, ইনভেস্টমেন্ট ড্রাইভ সেক্টর ১০,  উত্তরা মডেল টাউন ঢাকা ১২৩০,

টেলিফোন নাম্বার- ০২৫৫০৯২১৯৬

ওয়েবসাইট- amcghbd.org

The ENT and head neck cancer hospital

হাসপাতালটি ক্যান্সারের সেবা প্রদান করে থাকে। বিশেষ করে নাক কান গলা এবং মাথা ও ঘাড়ের ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করার জন্য এই হাসপাতালের বিশেষ নাম ডাক রয়েছে।

হাসপাতালে সুবিধা

  • অপারেশন থিয়েটার কমপ্লেক্স
  • অডিওজি
  • ডায়াগনস্টিক পরিষেবা
  • ক্যান্সার এবং অন্যান্য চিকিৎসা
  • ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা
  • ক্যান্সারে বিভিন্ন থেরাপি

যোগাযোগ-ঠিকানা ফ্ল্যাট নাম্বার ফাইভ এফ ১২ ডব্লু আগারগাঁও ঢাকা ১২০৭

টেলিফোন নাম্বার- ০২৫৮১৫১৬ ০

ওয়েবসাইট- www.entbd.org

ডেলটা হসপিটাল লিমিটেড

সাধারণত এই ডেল্টা হাসপাতালে অনেক রোগেরই চিকিৎসা করা হয় তবে অন্যান্য রোগের পাশাপাশি এখানে ক্যান্সারের চিকিৎসাও করা হয়ে থাকে। চিকিৎসা খরচ অন্যান্য হাসপাতালের তুলনায় হাসপাতালে তুলনামূলক কম এবং ক্যান্সারের চিকিৎসা এখানে উন্নতমানের। যারা কম টাকায় ভালো চিকিৎসা আশা করেন সেসব ক্যান্সার রোগীদের জন্য ডেল্ট হসপিটাল উপযুক্ত। একটি সেবা ঘর বাংলাদেশের সেরা হাসপাতাল গুলোর মধ্যে ক্যান্সার হাসপাতাল হিসেবে বেশ পরিচিত।

ঠিকানা- ধানম্নডি, ঢাকা

টেলিফোন নাম্বার- ০২৯০২২৪১০

Web: delta-hospital.com

হাসপাতালে সুবিধা

  • ক্যান্সার সনাক্তকরণ এবং পরিচালনা
  • রেডিওথেরাপি
  • কেম থেরাপি
  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার পরামর্শ
  • বিদেশের রেফার
  • এবং রেডিও থেরাপির জন্য বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা হয়
  • যেমন- 3d CRT linear acceleration machine
  • cobalt-60 machine
  • stimulator
  • CT stimulator

ক্যান্সার হোম

এই হাসপাতালে ক্যান্সারের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। এখানে ক্যান্সারের চিকিৎসা অনেক ভালো এবং উন্নত পরিবেশে করা হয়ে থাকে। এটি একটি প্রাইভেট ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার। এই হাসপাতালে প্রধান দুটি কাজ হচ্ছে ক্যান্সারের চিকিৎসা করা এবং ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করা।

হাসপাতালের সুবিধা

  • কেমোথেরাপি
  • রেডিওথেরাপি
  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার নির্ণইয়

ঠিকানা- ৫৩ মহাখালী অপোজিট টিভি ক্রিকেট, ওয়াটার ট্যাঙ্ক ঢাকা ১২১২

টেলি ফোন নাম্বার- ০২৯৮৬১১১১

ওয়েবসাইট- cancerhomebd.com

পার্কে ক্যান্সার সেন্টার, ঢাকা

পার্কে হাসপাতালে ক্যান্সারের বিশেষ চিকিৎসা প্রদান করা হয়। এখানে আধুনিক যন্ত্রপাতির বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে। খরচ একটু বেশি হলেও হাসপাতালে চিকিৎসার মান খুবই ভালো।

হাসপাতালের সুবিধা

  • আধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র
  • এবং রেডিও থেরাপি
  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার নির্ণয়

ঠিকানা- সুইট বি ৩, লেভেল ফোর হাউস ১০, রুট ৫৩, ঢাকা ১২১২

টেলিফোন নাম্বার- ০১৯৭৭৭707৭৭

ল্যাবএইড ক্যান্সার হসপিটাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার হাসপাতাল

বাংলাদেশের একমাত্র মাল্টিভিসিপ্লিনারি সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতাল। লেটেস্ট মেডিকেল সার্ভিস প্রদান করা হয় এখানে রয়েছে আধুনিক মেডিকেল সার্জিক্যাল এন্ড ডায়াগনস্টিক ফেসিলিটিক্স এক্সপার্ট মেডিকেল প্রফেশনাল এবং বাংলাদেশের সেরা হাসপাতাল হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার।

হাসপাতালে সুবিধা

  • ওপিডি
  • কেমো থেরাপি
  • এবং ডে কেয়ার
  • ডায়াগনস্টিক সেবা
  • রেডিওথেরাপি
  • নিউক্লিয়ার মেডিসিন

যোগাযোগ ঠিকানা- ২৬ কেন্দ্র ঢাকা ১২০৫

টেলিফোন নাম্বার- ০৯৬৬6৭১০০০১

স্কয়ার হসপিটাল

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল গুলোর মধ্যে স্কয়ার হাসপাতাল অন্যতম। এই হাসপাতালে রয়েছে ক্যান্সার চিকিৎসা সহ বিভিন্ন দক্ষ চিকিৎসক এবং নার্স এখানে রয়েছে। আধুনিক চিকিৎসার সরঞ্জামাদি এবং আধুনিক পদ্ধতিতে চিকিৎসা লাভ করার সুযোগ। এখানে চিকিৎসার মান অনেক ভালো হয়ে থাকে কিন্তু অন্যান্য হাসপাতাল থেকে চিকিৎসা খরচ তুলনামূলক বেশি।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে

  • আধুনিক প্রযুক্তির সাথে ক্যান্সার শনাক্তকরণ
  • কেমোথেরাপি
  • রেডিওথেরাপি
  • ডে কেয়ার পরিষেবা

ঠিকানা- ১৮ বাই এফ বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পান্থপথ ঢাকা ১২০৫

টেলিফোন নাম্বার- ১০৬১৬

ওয়েবসাইট- www.squarhospital.com

ঢাকা ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল

ঢাকা অন্যতম একটি ক্যান্সার হাসপাতাল এখানে ক্যান্সার চিকিৎসার লাভের পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা করা যায়। আধুনিক পদ্ধতিতে এখানে সকল রোগের চিকিৎসা করা হয়। এখানে রয়েছে দক্ষতা ডাক্তার এবং অনার্স যারা খুব ভালোভাবে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা রাখে।

হাসপাতালের সুবিধা

  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার নির্ণয়
  • টিউমার নিম্ন এবং চিকিৎসা
  • ডেকেআর
  • কেমোথেরাপি
  • রেডিওথেরাপি
  • ক্যান্সারে যাবতীয় চিকিৎসা

ঠিকানা- সাতমসজিদ রোড, ঢাকা ১২০৯

টেলিফোন নাম্বার- ০১৭৯৭৬১৯৯৫৯

ওয়েবসাইট- Dhaka cancer.com

ঢাকার সেরা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তালিকা

অধ্যাপক ডাক্তার এমডি ইয়াকুব আলী

যোগ্যতা- এমবিবিএস, এফসিবিএস রেডিওথেরাপি, এফ আর এস এইচ লন্ডণ, আইআইএ ফেলোশিপ রেডিওথেরাপি

পদবি- ক্যান্সার বিশেষজ্ঞ

বিশেষজ্ঞ- টিউমার এবং ক্যান্সার

সংস্থা- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শেরেবাংলা নগর ঢাকা ১০৭

চেম্বারের ঠিকানা- আলী রাজ হাসপাতাল

ঠিকানা- ১২ ফার্মগেট ঢাকা ১২১৫

রোগী দেখার সময়- সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত

রোগী দেখার দিন- শনি থেকে সোম

সিরিয়ালের নাম্বার- ০২৯১৪০৭৪৯, ০২৯১৩৩৫৬৩৪

মোবাইল নাম্বার ০১৭৩৪৮৩০২৮

চেম্বার ২- ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতাল

ঠিকানা- ৩০ ভিআইপি রোড কাকরাইল, ঢাকা ঘর নাম্বার ৪০৮ ভবন নাম্বার ১ তৃতীয় তলা

রোগী দেখার সময়- বিকেল তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত

শনিবার শুক্রবার এবং বুধবার

সিরিয়ালের নাম্বার- ০১৯১৫ ৭২৮২৬৬, ০১৯১৮৭ ২৮০২

অধ্যাপক ডাক্তার সারোয়ার আলম

যোগ্যতা- এমবিবিএস, ডিআইএইচ ক্যান্সার, অনকোলজি

অধ্যাপক চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল লিমিটেড

ঠিকানা- ১৫২/১ এইচ গ্রীন রোড বাংলাদেশ

মোবাইল নাম্বার- ০১৮১৯৪৯৪৫৩০, ফোন ৯১৩৭০৭৬

অধ্যাপক ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোফাজ্জল হোসেন

যোগ্যতা- এমবিবিএস, এফসিপিএস, পিএফআরসিপি ক্যান্সার

অনোকোলজি বিশেষজ্ঞ

অধ্যাপক প্রধান- অনুকুলজী বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজে হাসপাতাল ধানমন্ডি, ঢাকা

চেম্বার- ল্যাবেইড বিশেষায়িত হাসপাতাল

ঠিকানা- বাড়ি নাম্বার ৬, রোড নাম্বার ৪, ধানমন্ডি ঢাকা ১২০৫

মোবাইল- ৮৬১০৭৯৩৮

অধ্যাপক ডাক্তার পারভীন শাহী 

এমবিবিএস, এফ সি পিএস, ক্যান্সার

অনকোলজ বিশেষজ্ঞ

জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালের ইনস্টিটিউটের অধ্যাপক

চেম্বার- সিটি হাসপাতাল লিমিটেড

ঠিকানা- এক বাই ৮ ব্লক ই লালমাটিয়া সাত মসজিদ রোড, মোহাম্মদপুর ঢাকা ১২০৭, বাংলাদেশ

মোবাইল- ০১৭১৮৬২১০৬১

অধ্যাপক ডাক্তার সৌমেন বসু

যোগ্যতা- এমবিবিএস কলকাতা বিশ্ববিদ্যালয়, এমডি রেডিয়েশন অনোকোলজি

কূটনৈতিক জাতীয় বোর্ড আর্টি ভিজিটিং ফেলো অস্ট্রেলিয়ান ব্রিজ পেন রয়েল ব্রীজম্যান হাসপাতাল, প্রিন্সেস আলেকজান্দ্রা হাসপাতাল

পরামর্শক- রেডিয়েশন এবং ক্লিনিক্যাল অন্যকোলজিস্ট

চেম্বার- ইউনাইটেড হাসপাতাল ঢাকা

ঠিকানা- প্লট নাম্বার ১৫, রোড নাম্বার ৫,বাংলাদেশ

টেলিফোন নাম্বার- +৮৮০২৮৮৩৬০০

অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন

যোগ্যতা- এমবিবিএস, এমপিএইচ এফসিপিএস হ্যালো ডব্লিউ এইচ

ক্যান্সার অনুকুলজি বিশেষজ্ঞ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

চেম্বার- লাইব্রেরী স্পেশালিস্ট হাসপাতাল

ঠিকানা- বাড়ি নাম্বার ৬ রোড নাম্বার ৪ ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ

ফোন নাম্বার- ৯৬৭০২১০ ৩ ৮৬৩১১ ৭৭

ডাক্তার মুহাম্মদ মাসুদ

যোগ্যতা- এমবিবিএস, এমপিল, এফসিবিএস ক্যান্সার

অনুকোলজি বিশেষজ্ঞ

সহযোগী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার- ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড ইমিজিং সেন্টার

ঠিকানা- বাড়ি নাম্বার ৪৮, রোড নাম্বার ৯/১ ধানমন্ডি, 7 মসজিদ ঢাকা ১২০৯

মোবাইল নাম্বার- ০১৭১৭৩৫১৬৩১

ডাক্তার মাসুদা বেগম

যোগ্যতা- এমবিবিএস এফসিপিএস

ক্যান্সার অনোকোলজি বিশেষজ্ঞ

সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ ঢাকা

চেম্বার- সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড

ঠিকানা- বাড়ি নাম্বার ৫ রোড নাম্বার 2, ঢাকা ১২০৫

ফোন- ৮৬২৪৫১৪১৮

ডাক্তার এম এ হাশেম

যোগ্যতা- এমবিবিএস এফসিপিএস

ক্যান্সার অনুকূলচবি বিশেষজ্ঞ

সহযোগী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার- গ্রীন ভিউ ক্লিনিক ২৫/৩ গ্রীন রোড, ঢাকা বাংলাদেশ

মোবাইল- ০১৭১১০৬১৩৬

ডাক্তার এ কে এম হামিদুর রহমান

যোগ্যতা- এমবিবিএস, ডিএমআরটি

ক্যান্সার অনোকোলজি বিশেষজ্ঞ

সহযোগী অধ্যাপক- চেম্বার ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড ইমিজিং সেন্টার

ঠিকানা- বাড়ির নাম্বার ৪৮, রোড নাম্বার নয় বাই এ, ধানমন্ডি 7 মন্দির রোড, ঢাকা ১২০৯

মোবাইল- ০১৭১৭৩৫১৬৩১

ডাক্তার ইয়াসমিন

যোগ্যতা- এমবিবিএস এন্ড ফিল রেডিওথেরাপি

ক্যান্সার অনকোলজি বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক- ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার- ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঠিকানা- ২৬/২ অধ্যক্ষ আবুল কাশেম রোড, মিরপুর ১, ঢাকা ১২১২

ফোন নাম্বার- ৮০৩১৩৭৮৭৯

ডাক্তার তারিত কুমার সমাদ্দার

যোগ্যতা- এমবিবিএস, ডিএমআর, টিটিএসএফএল জাপান

ক্যান্সার অনোকোলজি বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালে ইনস্টিটিউট

চেম্বার- লিভার গ্যাস্ট্রিক জেনারেল হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট

ঠিকানা- বাড়ির নাম্বার একশ বাই এক রোড নাম্বার ১১/১৭ মসজিদ রোড, ধানমন্ডি ঢাকা

মোবাইল- ০১৭১৫১৭৬২১

ডাক্তার নাহিদ রোকসানা

যোগ্যতা- এমবিবিএস এফসিবিএস রেডিওথেরাপি

ক্যান্সার অনোকোজি বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক- ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার- ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল

ঠিকানা- ২৬/২ অধ্যক্ষ আবুল কাশেম রোড মিরপুর ১, ঢাকা ১২১২

ফোন নাম্বার- ৮০৩১৩৭৮৭৯

ডাক্তার মোহাম্মদ শ্যামল হক

যোগ্যতা- এমবিবিএস এমফিল

ক্যান্সার অনেক বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক- ঢাকা মেডিকেল কলেজ

চেম্বার- সিটি হাসপাতাল লিমিটেড

ঠিকানা- এক বাই ৮ ব্লকের, লালমাটিয়া, সাতমসজিদ রোড, ঢাকা ১২০৭

মোবাইল- ০২৫৫২৪০৬৮১

মোঃ আবুল আহসান দিদার

যোগ্যতা- এমবিবিএস এফসিপিএইচ এমডি রেডিওথেরাপি

ক্যান্সার অনকোলজি বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক- জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা বাংলাদেশ

চেম্বার- জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল

ঠিকানা- ৫৫/ ৭ মসজিদ রোড জিগাতলা বাস স্ট্যান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৯

ফোন নাম্বার- ৯৬৬৪০২৮

ডাক্তার লুৎফুন নাহার

যোগ্যতা- এমবিবিএস এফ ফিল রেডিওথেরাপি

ক্যান্সার অনুকুলজি বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক- ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার- ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল

অবস্থান- ২৬/২ অধ্যক্ষ আবুল কাশেম রোগ মিরপুর ১ ঢাকা ১২১২

ফোন নাম্বার- 803 137879

ডাক্তার ইশতিয়াক আহমেদ শামীম

যোগ্যতা- এমবিবিএস পিএইচডি জাপান

ক্যান্সার অনুকোলজি বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

চেম্বার- সিটি হাসপাতাল লিমিটেড ঠিকানা ১ বাই ৮ ব্লক লালমাটিয়া সাতমসজিদ রোড মোহাম্মদপুর ঢাকা ১২০৭

মোবাইল নাম্বার- ০১৯১১৩৪১০ ৭৯

ডাক্তার এ এস এম আনোয়ার হোসেন

যোগ্যতা- এমবিবিএস এফ সি পি এস এম এস

সহকারী অধ্যাপক বিশেষজ্ঞ সার্জিক্যাল অনকোলজি

চেম্বার- ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার

ঠিকানা- বাড়ি নাম্বার ৪৮ রোড নাম্বার ৯/১ ধানমন্ডি ৭ মসজিদ রোড ঢাকা ১২০৯

মোবাইল নাম্বার- ০১৭১৭৩৫১৬৩১

লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার শারমিন আরা ফেরদৌসী

যোগ্যতা- এমবিবিএস বিসিএস এফসিপিএস

ক্যান্সার অনোকোলজি বিশেষজ্ঞ

পেডিয়ারট্রিক অনকোলজি ইউনিট সি এম এইচ, ঢাকা

ফোন নাম্বার ০১৭১২৯৩৩৪৫১

ডাক্তার মোঃ রেজাউল শরীফ

যোগ্যতা- এমবিবিএস এন্ড ফিল রেডিওথেরাপি

ক্যান্সার অনকোলোজি বিশেষজ্ঞ

ক্যান্সার পরামর্শদাতা

চেম্বার- ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঠিকানা- ২৬/২ অধ্যক্ষ আবুল কাশেম রোড মিরপুর 1, ঢাকা 1212, bangladesh

phone number- 803137879

ডাক্তার কামারুজ্জামান চৌধুরী

যোগ্যতা- এম বি বি এস এফ সি পি এস ডি এমআরপি

ক্যান্সার অনেকলজি বিশেষজ্ঞ পরামর্শদাতা

চেম্বার- স্কয়ার হাসপাতাল লিমিটেড

ঠিকানা- ১৮/১ বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পশ্চিম পান্থপথ ঢাকা ১২০৫

ফোন নাম্বার- ০১৭১৩৭৭৭৩

ডাক্তার পারভীন আক্তার বানু

যোগ্যতা- এমবিবিএস ক্যান্সার

অনুকোলজি বিশেষজ্ঞ পরামর্শদাতা

চেম্বার- ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঠিকানা- 26/6 অধ্যক্ষ আবুল কাশেম রোড, মিরপুর 1 ঢাকা ১২১২, বাংলাদেশ

ফোন নাম্বার- ৮০৩১৩৭৮৭৯

ডাক্তার মোঃ তৌফিক

যোগ্যতা- এমবিবিএস এমডি এমডি পেইড হেমাটোলজি এবং অনোকোলজি ক্যান্সার

অনোকোলজি বিশেষজ্ঞ পরামর্শদাতা

পেডিয়াট্রিক হেমাটোলজি

চেম্বার- স্কয়ার হাসপাতাল লিমিটেড

ঠিকানা- পশ্চিম পান্থপথ ঢাকা ১২০৫, বাংলাদেশ

মোবাইল নাম্বার- ০১৭১৩৭৭৩

ডা। সেলিম রেজা

যোগ্যতা- এমবিবিএস বি এম আর টি এফ সি পি এস ক্যান্সার

অন্যকোলজি বিশেষজ্ঞ পরামর্শদাতা

আহসানিয়া মেডিকেল মিশন ক্যান্সার হাসপাতাল

চেম্বার- সচেতন স্বাস্থ্য পরিষেবা লিমিটেড

ঠিকানা- বাড়ি নাম্বার ২৫ বাই এ রোড নাম্বার ৬ ধানমন্ডি আর বাই এ, ঢাকা ১২০৫

ফোন নাম্বার- 9665544

মোঃ মোশাররফ হোসেন

যোগ্যতা- ক্যান্সার অনকোলজি বিশেষজ্ঞ

এম বি বি এস এফ সি পি এস ডি ক্যান্সার বিশেষজ্ঞ

জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতাল ইনস্টিটিউট, ঢাকা

চেম্বার- ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল

ঠিকানা- বাড়ি নাম্বার এক রোড নাম্বার ৪ ধানমন্ডি, ঢাকা ১২০৫

ফোন নাম্বার- ৯৬৭০২১০৩

লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার এম এস সারোয়ার আলম

যোগ্যতা- এমবিবিএস, ডিএমআর টি এফ সি পি এস সি ক্যান্সার

অনেক বিশেষজ্ঞ পরামর্শদাতা

ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঠিকানা- ২৬/২ অধ্যক্ষ আবুল কাশেম রোড, মিরপুর ১ ঢাকা ১২১২

ফোন নাম্বার- ৮০৩১৩৭৮৭৯

ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম

যোগ্যতা- এমবিবিএস বিসিএস এমবি

পদবী- মেডিকেল বিশেষজ্ঞ

মেডিকেল অনুকোলজিস্ট

চেম্বারের ঠিকানা- ল্যাবএইড পল্লবী মিরপুর ১২ ঢাকা

রোগি দেখার সময়- সাতটা তিরিশ সন্ধ্যার 7:30 পিএম থেকে রাত দশটা

সিরিয়ালের জন্য ফোন নাম্বার- ০৮১৯৪৯২৪২৩

ডাক্তার লায়লা

যোগ্যতা- এমবিবিএস এফ সি পি এস এম এস

সহকারী অধ্যাপক সার্জিক্যাল অনকোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল

জেনারেল ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ

চেম্বার- ইসলামী ব্যাংক হাসপাতাল

ঠিকানা- বিল্ডিং নম্বর ৩ তৃতীয় তলা ২৪/২ আউটার সার্কুলার রোড, মতিঝিল ঢাকা

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল

মন্তব্য

আজকে আমরা বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছে আশা করছি। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন অথবা আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য পরামর্শ অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply