ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা 2023, ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা আবেদনের যোগ্যতা

Table of Contents show

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা

উত্তর ইউরোপের নরডিক দেশিগুলোর একটি হলো ফিনল্যান্ড। এই দেশটি অনেক গুলো কারনে সারা বিশ্বের মানুষের কাছে সুপরিচিত তারমধ্যে একটি হলো উচ্চশিক্ষা। ফিনল্যান্ড কে বলা হয় উচ্চশিক্ষার স্বর্গরাজ্যে। 2023 সালে যদি আপনার স্বপ্ন হয় ফিনল্যান্ড উচ্চশিক্ষা তাহলে এই ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ব্লগটি আপনার জন্য।

আজকে আমরা ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ। আশা করছি ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা লিখাটি ভালো লাগবে।

আরো পড়ুন – ইউরোপ স্টুডেন্ট ভিসা ২০২৩, আবেদনের নিয়ম যোগ্যতা

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ধরন

Untitled design 2023 10 20T131248.777

ফিনল্যান্ডে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করার জন্য যেতে চান তাদের মূলত দুই রকম ভিসা দিয়ে থাকেন। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা এবং বাসস্থান পারমিট ভিসা। ফিনল্যান্ডে যাওয়া ছাত্র ভিসা নিয়ে যেয়ে থাকেন তাদের ভিসা অস্থায়ী এবং স্বল্প মেয়াদী হয়ে থাকেন।

ফিনল্যান্ডে যদি কেউ ছাত্র থাকার অনুমতি পান তবে একটি শিক্ষার্থীকে 90 দিনের বেশি থাকার জন্য এবং পড়াশোনা করার জন্য ইস্যু করা হয়। যারা ফিনল্যান্ডে সম্পূর্ণ ডিগ্রী কোর্স এর জন্য স্বীকৃত হয়েছে তারা এক বছরের জন্য আবাসনের অনুমতি পেয়ে থাকেন।

ফিনল্যান্ডে যেসকল শিক্ষার্থীরা এক বছরের জন্য বাসস্থান পেয়ে থাকেন এবং তারা যদি আরো বেশি সেখানে থাকতে চায় তাহলে তাদের স্থানীয় পুলিশ স্টেশনে এক্সটেনশনের জন্য আবেদন করার প্রয়োজন হয়ে থাকে।

ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার খরচ কত?

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা এ ফিনল্যান্ডে যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান অনেকেই তারা প্রশ্ন করে থাকেন ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা করতে কত টাকা খরচ হতে পারে। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা এর খরচ সম্পর্কে নিচে দেওয়া হল-

ফিনল্যান্ড এর স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে প্রায় 360 থেকে 560 ইউরো ফি দিতে হবে। এইচপি আপনাকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করতে হবে। কিছু কিছু দেশে পড়াশোনা করতে যেতে চাইলে স্বাস্থ্য বীমা করা প্রয়োজন হয়ে থাকে। ফিনল্যান্ডে যেতে হলে অন্য দেশ থেকে স্বাস্থ্য বীমার প্রয়োজন হয় কিন্তু বাংলাদেশ থেকে স্বাস্থ্য বিমার প্রয়োজন হয় না। এটা আমাদের জন্য অনেকটাই সুবিধা।

ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার নিয়ম

যেকোন দেশেই স্কলারশীপের জন্য আবেদনের নির্দিষ্ট কিছু নিয়ম নীতি থাকে। প্রতিটা ধাপ শুরু থেকে জানা থাকলে অহেতুক আর ঝামেলায় পড়তে হয় না। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা এর জন্য আবেদনের ক্ষেত্রেও আপনাকে কিছু জিনিস আগে থেকে জানতে হবে এবং কিছু ধাপ অনুসরন করতে হবে।

  1.  প্রথমত আপনাকে ফিনল্যান্ডে ইমিগ্রেশন সার্ভিস এর সাথে অনলাইনে নিবন্ধন রাখতে হবে।
  2.  ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনাকে একটি অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে।
  3.  ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে কাগজপত্র দূতাবাসে জমা দিতে হবে।
  4.  ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে বায়োমেট্রিক্স প্রদান করতে হতে পারে। এগুলো নেওয়ার মূল কারণ সে দেশের নিরাপত্তার জন্য।
  5.  ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে।
  6.  আপনি আপনার কোর্সের মেয়াদ পর্যন্ত বৈধ থাকবেন। আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আপনাকে প্রতিবছর ভিসা নবায়ন করতে হতে পারে।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ

আপনি ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাইলে আপনার যে সকল ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তা নিয়ে আলোচনা করা হলো। প্রথমত আপনাকে নিজেকে প্রমাণ করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন তা দিতে হবে। নিচে সেগুলো বর্ননা করা হল-

  • বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির চিঠি
  • একটি বৈধ পাসপোর্ট
  • আপনার আবেদন পূরণ করার সময় পাসপোর্ট স্টাইলে করা ছবি
  • স্বাক্ষরতা আবেদন পত্রের কপি
  • টিউশন ফি বা বৃত্তির ব্যাখ্যা
  • আন্তর্জাতিক ছাত্র স্বাস্থ্য বীমা
  • পরিষ্কার অপরাধী রেকর্ডের প্রমাণ
  • আপনাকে প্রমাণ করতে হবে যে 560 ইউরো আপনার ব্যাংক অ্যাকাউন্টের রয়েছে।
  • ফিনল্যান্ড যাওয়ার জন্য আপনার কোন মেডিকেল পরীক্ষা করতে হবে না।

ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা পেতে কত সময় লাগে?

আপনারা যারা ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন। তারা অবশ্যই ভিসা আবেদনের জন্য একটু বেশি সময় দেবেন। আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে গৃহীত এবং নথিভূক্ত হওয়ার পরে তবে আপনি ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা করার জন্য আবেদন করতে পারবেন।

আপনি যে বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাচ্ছেন সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী প্রোগ্রাম শুরু হওয়ার একমাস আগে ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি যদি ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে স্টুডেন্ট ভিসা পেতে প্রায় এক মাস এর মত সময় লাগতে পারে।

ফিনল্যান্ডে আবাসন ও জীবনযাত্রা খরচ

ফিনল্যান্ডে সাধারনত শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের এপার্টমেন্ট রয়েছে যেখানে তুলনামূলক কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া কেউ চাইলে শেয়ার্ড এপার্টমেন্ট ও ভাড়া নিতে পারেন। এই পর্যায়ে আমরা ফিনল্যান্ডে আবাসন ও জীবনযাত্রা খরচ সম্পর্কে ধারনা দেয়ার চেষ্টা করবো।

  • আবাসন বাবদ খরচ ২০০ – ২৪০ ইউরো
  • খাওয়া বাবদ খরচ ৯০ – ১০০ ইউরো
  • আনুষাঙ্গিক ব্য্য ৩০ – ৫০ ইউরো
  • স্বাস্থ্য বীমা ৫০-৭৫ ইউরো

ফিনল্যান্ডে যে সকল বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে

যেকোন দেশ বা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য টার্গেট করার পূর্বে আপনাকে জানতে হবে সেখানে কোন কোন সাব্জেক্টে পড়াশুনার সুযোগ আছে। ফিনল্যান্ড সাধারনত সব সাব্জেক্ট এর উপর ই উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে তবে ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা  2023 এর এর আওতায় কিছু সাব্জেক্টকে প্রাধান্য দেয়া হয়েছে। দেখে নিন আপনার পছন্দের সাব্জেক্ট এই তালিকায় আছে কি না।

  • শিল্পকলার ইতিহাস
  • অর্থনীতি
  • রাষ্ট্র ও সমাজ
  • ধর্ম দ্বন্দ্ব ও সংলাপ
  • আন্তর্জাতিক গণ আইন
  • সংবাদমাধ্যম অধ্যায়ন
  • জৈব তথ্যপ্রযুক্তি
  • রাসায়নিক জীববিজ্ঞান
  • তথ্যপ্রযুক্তি
  • খাদ্য বিজ্ঞান ও খাদ্য রসায়ন
  • গনিত 
  • পরিসংখ্যান

ফিনল্যান্ড স্কলারশিপ স্টুডেন্ট ভিসা

উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন এর প্রধান একটি বাধা হচ্ছে খরচ। ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাতায়াত এ অনেক খরচ হয়ে থাকে। উচ্চশিক্ষার জন্য মূলত দুইভাবে বিদেশ যাওয়া যায়। প্রথমত নিজের ব্যক্তিগত খরচে আর আপর উপায় হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাওয়া। যেহেতু ব্যায় সাপেক্ষ তাই আগ্রহি প্রার্থীকে স্কলারশিপের জন্য চেষ্টা করা উচিৎ। ফিনল্যান্ড এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিবশর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমান ছাত্রকে স্কলারশীপের সুযোগ দিয়ে থাকে।

ফিনল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন

বিভিন্ন দেশের মত বাংলাদেশ থেকেও প্রতিবছর প্রচুর ছাত্র ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে সেদেশে পড়তে যায়। ফিনল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীর জন্য কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা রয়েছে। আপনারা ফিনল্যান্ডে পড়াশোনা করার জন্য যেতে চাইলে এগুলো জানা জরুরী। ফিনল্যান্ডে যারা উচ্চশিক্ষার জন্য যেয়ে থাকেন তাদের পড়াশোনার পাশাপাশি চাকরি করার সুযোগ (পার্ট টাইম জব) রয়েছে। এর জন্য মূলত যারা শিক্ষার জন্য ফিনল্যান্ডে যেয়ে থাকেন তারা সেখান থেকে টাকা আয় করে নিজেরা চলাচল করে এবং কিছু টাকা জমা করতে পারে।

ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কেমন?

আমরা জানি ফিনল্যান্ড একটি উন্নত রাষ্ট্র। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা উন্নত। ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য অনেক দেশ থেকে শিক্ষার্থীরা এসে থাকেন। ফিনল্যান্ডে কম্প্রিহেনসিভ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে যার বয়স ধরা হয়েছে 7 থেকে 16 বছর পর্যন্ত।

প্রাথমিক ও নিম্নমাধ্যমিক এ তারা যে সকল বিষয়ের ওপর শিক্ষা নিয়ে থাকেন তা হলো ভাষা,, গণিত,, সমাজবিজ্ঞান,, সাধারণ বিজ্ঞান,, সংগীত ও চিত্রকলা। ফিনল্যান্ডে মাতৃভাষা ছাড়াও আরো কয়েক রকম ভাষা শিখতে হয়। ফিনল্যান্ডের শিক্ষার্থীরা 17 থেকে 19 বছর এরমধ্যে উচ্চ মাধ্যমিক শেষ করে এবং এটাও এক প্রকারের বাধ্যতামূলক বলা যায়।

উপর আলোচনা থেকে খুব সহজে বুঝতে পারি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত ও সুপরিকল্পিত। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা 2023 সম্পর্কে সেজন্যই জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন।

মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ফিনল্যান্ডে ছাত্র রেমিটেন্স পারমিট অর্জন পদক্ষেপ

আপনি যদি ফিনল্যান্ডে যেতে চান এবং ফিনল্যান্ডের ছাত্র রেমিটেন্স পারমিট অর্জন করতে চান তাহলে যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিচে দেওয়া হল।

  • আবাসনের অনুমতি পত্র আবেদন এর ফরম পূরণ করতে হবে।
  • আবাসনের জন্য যে সকল প্রয়োজনীয় নথি প্রয়োজন হবে সেসকল নথি সংগ্রহ করতে হবে।
  • আবাসনের আবেদনের জন্য ছবি সরবরাহ করতে হবে। ছবিটি অবশ্যই রঙিন হতে হবে। ছবিটি সদ্য তোলা ছবি হতে হবে। অনেক দিন আগের ছবি গ্রহণ করা হবে না।
  • সবকিছু যদি সঠিকভাবে করা হয়ে থাকে তবে আপনি বাসভবন পারমিট আবেদন ফর্ম টি জমা দিতে পারেন। জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার নিকটবর্তী দূতবাসে জমা দিতে হবে।
  • বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করতে হবে।
  • বায়োমেট্রিক ডেটা টি সকল ক্ষেত্রে প্রয়োজন হবে।
  • বাসস্থান পারমিট কার্ড সংগ্রহ করতে হবে। আপনি আপনার নিজস্ব বাসস্থানের পারমিট কাজ সংগ্রহ করতে হবে।

ফিনল্যান্ডে শিক্ষার্থীদের জন্য রেসিডেন্সি ফি কত?

Untitled design 2023 10 20T131104.254 1

ফিনল্যান্ডে শিক্ষার্থীদের রেসিডেন্ট পার্মিটের জন্য জমা দিতে হবে প্রায় 360 ইউরো। যদিও এটি সময়ের সাথে সাথে কমতে বা বাড়তে পারে। তাই অবশ্যই যাওয়ার আগে পরিষ্কারভাবে খবর নিয়ে যাওয়াই শ্রেয়।

ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তালিকা

নিচে ফিনল্যান্ডের নামকরা বিশ্ববিদ্যালয়ের তালিকা তুলে ধরা হলো-

১। Aalto University

E-mail: [email protected] । http://www.aalto.fi/en/studies

২।Tampere University of Technology

ইমেইল- [email protected] | http://www.tut.fi/en/admissions

৩। University of Eastern Finland

ইমেইল- [email protected] | http://www.uef.fi/admissions

৪। University of Helsinki

ইমেইল- [email protected] | https://www.helsinki.fi/en/studying/how-to-apply

৫। University of Lapland

ইমেইল- [email protected] | https://www.ulapland.fi/EN/Admissions

৬। University of Oulu

ইমেইল- [email protected] | http://www.oulu.fi/english/admissions

৭। University of Vaasa

ইমেইল- [email protected] | http://www.uva.fi/en/for/prospective/

পার্ট টাইম জব ফিনল্যান্ডে

যদি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে চান তাহলে সে সুযোগ রয়েছে। আবার সামার এবং উইন্টার অর্থাৎ গ্রীষ্ম এবং শীতের সময় ফুলটাইম কাজ করার ও সুযোগ রয়েছে। অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশে বেশি কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বিপুল সুযোগ অপেক্ষা করছে।

আবার ২০ থেকে ৫০ ক্রেডিট সম্পন্ন করার পর আপনি টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আবেদন করতে পারবেন। তবে পার্ট টাইম চাকরির ক্ষেত্রে আপনি যদি সুইডিস ভাষা জেনে থাকেন তাহলে অনেক ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

কেন ফিনল্যান্ডে পড়াশোনা করা উচিত?

আপনি যখন আপনার দেশ ছেড়ে অন্য দেশে পড়াশোনার জন্য যাবেন প্রথমে আপনাকে জানতে হবে কেন আপনার এই দেশে পড়াশোনা করা উচিত।

  • উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম স্থান যে দেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়।
  • এছাড়া এই দেশের প্রযুক্তি দিক থেকে অনেক উন্নত।
  • পড়াশুনা শেষে স্যটেল হওয়ার সুযোগ সুবিধা পাওয়া যায়।
  • এছাড়াও পড়ালেখার সুন্দর পরিবেশ রয়েছে।
  • তাই বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইলে ফিনলেন আপনার পছন্দের তালিকার ও শীর্ষে থাকতে পারে

বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যাওয়ার নিয়ম

বাংলাদেশ থেকে সরাসরি ফিনল্যান্ডে যাওয়ার কোন উপায় নেই। তবে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ফিনল্যান্ড ভিসার জন্য আবেদন করতে হবে এবং এটি যে কোন একটি এজেন্সির মাধ্যমে করতে পারবেন। আর যদি আপনি নিজে নিজে ফিনল্যান্ড ভিসার জন্য আবেদন করতে চান।

তাহলে ভারতের দিল্লিতে অবস্থিত ফিনল্যান্ড দূতাবাসে ইংল্যান্ড ভিসার জন্য আবেদন করতে পারেন। এ ছাড়াও নিজে নিজে আবেদন করা ছাড়া কোন এজেন্সির মাধ্যমে আবেদন করলে তারা সম্পূর্ণ প্রসেস নিজে নিজেই করে দিবে।

ফিনল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পুরাতন নিয়ম

ফিনল্যান্ডে পূর্বেই দেশটিতে নাগরিকত্ব পাওয়া অনেক সহজ ছিল। যেমন কেউ যদি ইউরোপের এই দেশটিতে একবার কাজের জন্য বা লেখাপড়ার জন্য যেত পাঁচ বছর বসবাস করে ভাষা শিক্ষা পরীক্ষায় পাস করতে পারে। তখন তাকে বসবাসের অনুমোদন দেয়া হতো এবং এই পরীক্ষা হবে সুইডিস এবং ফিনিশ ভাষার উপর।

আর স্থায়ীভাবে বসবাসের জন্য চার বছর থাকলে তখন স্থায়ী ভাবে বসবাস করার আবেদন করা যেত। আর এক্ষেত্রে যারা স্টুডেন্ট তাদের জন্য নাগরিকত্ব পাওয়ার এই একই নিয়ম ছিল।

ফিনল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার নতুন নিয়ম

১৬ জুন ২০২৩ থেকে ফিনল্যান্ডে নাগরিক হওয়ার বিষয়ে আগে যে নিয়ম ছিল তা পরিবর্তন হয়ে যেখানে ৫ বছর থেকে ভাষা পরীক্ষায় স্থায়ীভাবে থাকা যেত সেখানে এখন আট বছর ভাষা পরীক্ষায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ফিনিশবা সুইটির ভাষায় পরীক্ষা দিতে হবে।

আর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আগে যেখানে চার বছর বসবাস করলে হতো সেখানে এখন ৬ বছর থাকতে হবে। আর আপনাকে ভাষা পরীক্ষায় পাস করতে হবে। আবার কেউ যদি প্রতিবছর ৪০ হাজার ইউরিন ইনকাম করে তবে সেও পার্মানেন্ট রেসিডেন্স আবেদন করতে পারবে।

Untitled design 2023 10 20T131104.254

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা

উপরে আমরা ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা সম্পর্কে যেকোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply