ভিসা চেক মালয়েশিয়া
বর্তমান সময় আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে পারি। আধুনিক যুগে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে মানুষ দৈনন্দিন নতুন নতুন সব কাজ শিখছে। তাই অনেকেই অনলাইনে ভিসা চেক মালয়েশিয়া সম্পর্কে জানতে গুগলে সার্চ করে থাকেন।
আজকে আমরা তাদের জন্য অনলাইনে ভিসা চেক মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।
আরো পড়ুন – ইউরোপ স্টুডেন্ট ভিসা ২০২৩, আবেদনের নিয়ম যোগ্যতা
ভিসা চেক করা কেন জরুরি?
ইদানিং প্রচুর দালাল দিয়ে সব জায়গাতেই ভরে গেছে তাই বিভিন্ন মানুষদের তারা লোভ দেখিয়ে পাসপোর্ট এর উপর নকল ভিসা লাগিয়ে টাকা হাতিয়ে নিতে পারে। অনেক দালাল অবৈধ ভিসা ধরিয়ে দিয়ে টাকা নিয়ে চলে যেতে পারে। আপনি যেই দেশে কি কাজে যাচ্ছেন সেটা জানা খুবই জরুরী। এছাড়াও ভিসা নকল হলে বিভিন্ন আইনে সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই ভিসা চেক করা জরুরী।
অনলাইনে ভিসা চেক মালয়েশিয়া 2023
গত কয়েকদিন আগে মালয়েশিয়ার বাংলাদেশ থেকে প্রথম ভিসা চালু করা হয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করেছে। অনেকে দালাল অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করেন আবার অনেকে নিজে নিজে ভিসার জন্য আবেদন করেন। তাই ভিসাটি সফল হয়েছে কিনা তা জানার জন্য অনেকেই ভিসা চেক করতে চান। নিচে সহজে অনলাইনে মালয়েশিয়ার ভিসা চেক করার উপায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো-
১। মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য প্রথমেই আপনাকে malasyasiya evisa check ওয়েবসাইডে ভিজিট করতে হবে। এরপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে।
২। সেখানেই প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা স্টিকার নাম্বার দিতে হবে। এরপর ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করুন।
৩। I have obtained my eVISA চেক বক্সে ক্লিক করুন এবং শেষে চেক বাটনে ক্লিক করুন। তাহলে খুব সহজে আপনি আপনার মালয়েশিয়ার ভিসা সম্পর্কে না জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করার নিয়ম
অনলাইনে ভিসা চেক মালয়েশিয়া পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার জন্য নিচে ধাপগুলো অনুসরণ করতে হবে-
১। অনলাইনে মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার জন্য প্রথমে ওয়েবসাইটের malaysia visa check bd passport number এড্রেস লিখে সার্চ করতে হবে।
২। malaysia visa check bd passport number এই ওয়েবসাইট মালয়েশিয়া ভাষাতে হওয়ায় বাংলাদেশিরা কেউ বুঝতে পারবেন না। এই কারণে এই ওয়েবসাইটে লিংকের শেষে lang= en যুক্ত করে দিতে হবে। এভাবে-
Https://eservices.imi.gov.my/myimms/fomemaStatus?lang= en
৩। এরপর আপনার সামনে যে পেজটি আসবে সেখানে প্রথমে পাসপোর্ট নাম্বার এরপর সিটিজেন অর্থাৎ আপনি কোন দেশে নাগরিক তা দিতে হবে।
৪। এরপর সার্চ অপশনে ক্লিক করলেই আপনার মালেশিয়ার ভিসার বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।
মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া কলিং ভিসা চেক করা খুবই সহজ। কলিংপেপারে থাকা visa application number অথবা company Registration Number ব্যবহার করে খুব সহজে কলিং ভিসা চেক করা যায়। মালেশিয়ার কলিং ভিসা চেক করার নিয়ম নিচে দেওয়া হল-
১। মালয়েশিয়ার কলিং ভিসা চেক করতে প্রথমে আপনার ফোনে যে কোন ব্রাউজার থেকে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই ওয়েবসাইটে। এখানে আপনার সামনে তিনটি ঘর দেওয়া থাকবে।
২। No.Pendaftaran Syarikat এর ঘরে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিন। উদাহরণস্বরূপ- ৫৬৯৮৪২৩-সি টাইপ করুন।
৩। অথবা Nombor permohonan এর জায়গায় কলিং পেপারের বারকোড এর উপরে থাকা অ্যাপ্লিকেশন নাম্বার (যেমন-BPA/FWCMS/MLAD 8360082316) টাইপ করুন।
৪। সবশেষে carian বাটনে ক্লিক করলে আপনার কলিং ভিসার সকল তথ্য দেখতে পাবেন।
এপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করার নিয়ম
ভিসা চেক মালয়েশিয়া অন্যতম পদ্ধতি হল Application number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করা। Application number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য-
১। প্রথমেই আপনাকে https://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই লিংকে ভিজিট করুন এবং
২। সঠিকভাবে এপ্লিকেশন নম্বরটি লিখে সার্চ করুন।
৩। হোম পেজ আপনার ভিসার তথ্য দেখতে পাবেন
কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করার নিয়ম
কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করার নিয়ম নিচে দেওয়া হল-
১। মালয়েশিয়ার কলিং ভিসা চেক করার জন্য প্রথমে https://eservices.imi.gov.my/myimms/PRAStatus লিংকে গিয়ে Company Registration number দিয়ে সার্চ করুন।
২। সকল কর্মীদের তালিকা প্রথমে বের করতে হবে।
৩। এরপর তালিকা থেকে পাসপোর্ট নাম্বার এবং নাম অনুসারে আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।
স্টিকার নম্বর দিয়ে মালয়েশিয়া ই ভিসা চেক
মালয়েশিয়ার ই ভিসা চেক করার জন্য-
১। প্রথমে আপনাকে ভিজিট করতে হবে https://www.evisa.gov.md/check-my-visa/ এই লিংকে।
২। এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার লিখুন।
৩। ছবিতে থাকা ক্যাপচাটি আনসার এর ঘরে পূরণ করুন।
৪। এরপর I have optioned my E visa অপশনে ক্লিক করুন।
৫। এরপর চেক বাটনে ক্লিক করতে হবে।
৬। এবার আপনার সামনে আপনার ভিসার স্ট্যাটাস শো করবে।
মালয়েশিয়া ভিসার বিভিন্ন তথ্যের অর্থ এবং ব্যাখ্যা
Permohonan diterima অর্থ- আবেদন গৃহীত হয়েছে
Bari অর্থ- আবেদন গ্রহণ হয়েছে এবং ইমিগ্রেশন দ্বারা প্রক্রিয়াধীন প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি পাঠান।
Lulu’s অর্থ- ইমিগ্রেশন কর্তৃক আবেদন অনুমোদিত হয়েছে পেমেন্ট এবং স্টিকার এর জন্য রেডি হয়েছে।
Cetak অর্থ- স্টিকার প্রিন্ট করা হয়েছে এবং সংগ্রহের জন্য রেডি হয়েছে।
Time ma- চেক করুন।
Tolak অর্থ- আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
Batal – আবেদন বাতিল করা হয়েছে।
Bayar- আবেদন ফ্রি প্রদান করা হয়েছে স্টিকার প্রিন্ট রেডি হয়েছে।
Cetak অর্থ- স্টিকার প্রিন্ট করা হয়েছে এবং সংগ্রহের জন্য রেডি হয়েছে।
Tangguh – প্রথম মালয়েশিয়া ইমিগ্রেশন স্থগিত হয়েছে করেছে।
মালয়েশিয়ার ভিসার দাম
অনলাইনে ভিসা চেক মালয়েশিয়া জানার পর অনেকেই মালয়েশিয়া ভিসার দাম কত সে সম্পর্কে জানতে চান। মোটামুটি আমরা কমবেশি সবাই জানি মালয়েশিয়াতে কৃষি কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান বা কোম্পানির ভিসা পাওয়া যাচ্ছে। যে ভিসা গুলোর মাধ্যমে আপনি মালের সাথে খুব সহজেই যেতে পারবেন এবং সেখানে গিয়ে চাকরি করতে পারবেন।
বর্তমানে মালয়েশিয়া যেতে হলে ভিসার জন্য আপনাকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করতে হবে। কিন্তু যদি আপনি কোন দালাল বা বেসরকারি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে চান সেটা খরচের পরিমাণ আরো বেশি হবে। এক্ষেত্রে ৮ থেকে নয় লাখ বা তারও বেশি লাগতে পারে।
মালয়েশিয়া কলিং ভিসার খরচ
মালয়েশিয়া কলিং ভিসা যদি করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে মালয়েশিয়া কলিং ভিসার খরচ কেমন সে সম্পর্কে জানতে হবে। একজন বাংলাদেশী নাগরিকের মালয়েশিয়া কলিং ভিসার জন্য খরচের পরিমাণ হবে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা।
ভিসা প্রসেসিং ফি বিমানের টিকেট ফ্রি ভিসা ক্রয় এজেন্সির লাভ সহ আরো বিভিন্ন খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে মালয়েশিয়ার কলিং ভিসার খরচের থেকেও কম বা বেশি হতে পারে।
ভিসা চেক মালয়েশিয়া
আজকে আমরা অনলাইনে ভিসা চেক মালয়েশিয়া ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি ভিসা চেক মালয়েশিয়া আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটের বুকমার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- ইউরোপ স্টুডেন্ট ভিসা ২০২৩, আবেদনের নিয়ম যোগ্যতা
- সুইডেন জব সিকার ভিসা ২০২৩, জব অফার ছাড়াই সুইডেন ওয়ার্ক পারমিট ভিসা
- সৌদি আরব আল মারাই কোম্পানি ভিসা, আবেদনের নিয়ম ও বেতন