সিলেটে কম দামে আবাসিক হোটেল
আমরা সাধারণত যেকোনো জায়গায় ঘুরতে গেলে সবার আগে যে বিষয়টা নিয়ে চিন্তা করি সেটা হল সেখানে কি ভালো কোন আবাসিক হোটেল আছে তো? আবার এটাও চিন্তা করি যে আমাদের হাতে যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে আমরা কি ভালো কোন হোটেলের সন্ধান পাব? আগে থেকে খবর নিয়ে না গেলে বাজেটের মধ্যে ভালো হোটেল ভাড়া করা কিছুটা কষ্টকর হয়ে যায়।
আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিলেটে কম দামে আবাসিক হোটেলের সন্ধান নিয়ে। আপনি যদি প্রথম বারের মত সিলেটে ঘুরতে যেতে চান কিন্তু সিলেটের কম দামে আবাসিক হোটেলের এখনো সন্ধান পাননি। তাহলে আশাকরি এই ব্লগটি পড়ার পর আপনি সম্পূর্ণরূপে একটি ধারণা পাবেন সিলেটে কম দামে আবাসিক হোটেল সম্পর্কে।
সিলেটের হোটেল এবং রিসোর্ট গুলো
ভ্রমণ করতে কে পছন্দ করে না? কম বেশি সবাই ভ্রমণ করতে বেশি পছন্দ করে যেহেতু সিলেট হলো একটি মনোরম পরিবেশ মুখর বিভাগ। সিলেটের সৌন্দর্যের কোনো শেষ নেই। এর পরোতে পরোতে ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্যের লীলাভূমি। আছে চা বাগান আছে মন মুগ্ধ করার জন্য পাহাড়ি ঝরনা।আরো আছে বড় বড় অনেক পাহাড় যেখানে গেলে সত্যি মন ভরে যায়।
আরো আছে হযরত শাহজালাল (রাঃ) এর মাজার, হযরত শাহপরান (রা:) এর মাজার, জাফলং,কুলুম ছাড়া ঝরনা, মায়াবন, লালাখাল আরো অনেক কিছু যা দেখার জন্য মানুষের আগ্রহের কোন শেষ নাই।
নিচে আমরা সিলেটের পর্যটন স্পটগুলোর আশেপাশে কিছু আবাসিক হোটেল ও রিসোর্ট এর ঠিকানা বিস্তারিত লিখছি এবং সেই সাথে হোটের ভাড়া নিয়েও কিছুটা আইডিয়া দেয়ার চেষ্টা করবো।
- হোটেল স্টার প্যাসিফিক – এই হোটেলটি মাজারের পাশে। রুম ভাড়া সাধারণত 4100 থেকে 10500 টাকা পর্যন্ত।
- হোটেল রোজভিউ – এই হোটেলের ভাড়া 5 হাজার 100 টাকা থেকে 9000 500 টাকা পর্যন্ত
- নাজিমগড় রিসোর্ট – এই হোটেলটি নগর এলাকায় অবস্থিত। হোটেল ভাড়া 5,900 টাকা থেকে 14 হাজার 900 টাকা পর্যন্ত।
- হোটেল হলিসাইড – হোলি সাইডে সিঙ্গেল রুম 950 টাকা এবং ডাবল রুম ভাড়া তেরোশো 50 টাকা পর্যন্ত। তবে এখানে বিভিন্ন কোয়ালিটির রুম আছে তাদের ভাড়া ভিন্ন ভিন্ন। লাগজারি সুইটের ভাড়া 26 শ 50 টাকা পর্যন্ত।
- হোটেল সুপ্রিম – হোটেল সুপ্রিম এর লোকেশন তামাবিল রোড, সিলেট – 3100 যারা কমদামে সিলেটে ভালো রুম ভাড়া করতে চান তাদের জন্য এই হোটেলটি ভালো একটি অপশন হতে পারে। রুমের কোয়ালিটি অনুযায়ী প্রতিরাতের জন্য ভাড়া 650 থেকে 2000 টাকা পর্যন্ত পড়বে।
- হোটেল হিল টাউন – এই হোটেলটির ডেকোরেশন কিছুটা নরমাল। আপনার কাছে যদি ডেকোরেশন মূখ্য না হয় তাহলে হোটেল টা দেখতে পারেন। এখানে আপনি রুম ভাড়া পাবেন 300 থেকে 750 টাকা পর্যন্ত
এছাড়াও সিলেটে কম দামে আবাসিক হোটেল আরো অনেক আছে।
সিলেটের আবাসিক হোটেল ভাড়া কত
আপনি যদি সিলেটে ঘুরতে যেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি সেখানে গিয়ে কোথায় থাকবেন। তার জন্য আপনাকে প্রথমেই নির্বাচন করে নিতে হবে একটি ভালো হোটেল কে। আপনি হয়তো প্রথমেই খুজবেন সিলেটে কম দামে আবাসিক হোটেল কোথায় আছে। তারপর আপনি আবাসিক হোটেল ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেবেন।
সিলেটের জনপ্রিয় আবাসিক হোটেল বা রিসোর্ট গুলোতে আপনাকে প্রতি রাতের জন্য ভাড়া বাবদ খরচ করতে হবে 10000 থেকে 50 হাজার টাকার মতো।
তবে আরো কিছু জনপ্রিয় হোটেল আছে সেগুলোর জন্য প্রতি রাতে রুম ভাড়া দিতে হবে 12 হাজার টাকা থেকে 36 হাজার টাকার মতো। এছাড়াও আপনি 6 হাজার থেকে 25 হাজারের মধ্যে শুধু মাত্র এক রাতের জন্য আবাসিক হোটেল পেতে পারেন।আপনি সিলেটে কম দামে আবাসিক হোটেল এ থাকতে পারবেন।এটা মূলত হোটেলের কোয়ালিটির উপর চার্জ করে থাকে তারা।
তবে আমি আপনাদেরকে খুব কম দামে বা কম খরচের কিছু হোটেল সম্পর্কে জানাবো। এটা আপনাদের অনেক উপকারে আসবে
কম খরচে সিলেটের হোটেল
আপনি চাইলে সিলেটে কম দামে আবাসিক হোটেলে থাকতে পারবেন।এ ক্ষেত্রে সর্বনিম্ন 500 থেকে 1000 টাকার মধ্যে প্রতি রাতের জন্য রুম ভাড়া করে থাকতে পারবেন।
সিলেট জাফলং হোটেল ভাড়া
যারা ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন তারা অনেক জায়গায় ঘুরতে যায়। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় একটি জায়গা হচ্ছে সিলেট জাফলং। আমি আজকে সিলেট জাফলং এর কিছু হোটেলের ভাড়া সম্পর্কে জানাবো।
হোটেল হলি গেট
ভাড়া সাধারণত 2000 থেকে 6000 টাকা পর্যন্ত প্রতি রাতের জন্য
লা ভিস্তা হোটেল
3500 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত প্রতি রাতের জন্য
ব্রিটানিয়া হোটেল
চার হাজার থেকে শুরু করে 12000 টাকা পর্যন্ত প্রতি রাতের জন্য
হোটেল নূরজাহান গ্র্যান্ড
6,000 থেকে শুরু করে 25 হাজার টাকা পর্যন্ত প্রতি রাতের জন্য
জাফলং গ্রীন রিসোর্ট
যা যা সুবিধা পাবেন এই হোটেলে
- Premium room with attached room
- Wide balcony
- Dine space
- Garden
- Free car parking
বিল্ডিং 1 এ যা যা সুবিধা পাবেন
- ননএসি রুমও একহাজার টাকা
- ননএসি ট্রিপল বেডরুম পনেরশো টাকা
বিল্ডিং 2 এ যা যা সুবিধা পাবেন
- ননএসি কাপল রুম 2000 টাকা
- নন এসি ডাবল বেড রুম 3000 টাকা
- এসি ডবল বেড্রুম 3500 টাকা।
সিলেটের কম দামে হোটেল গুলোর ঠিকানা ও খরচ
সিলেটের কয়েকটি হোটেলের নাম উল্লেখ করবো যেগুলো তে আপনারা একদম কম দামে সেই আবাসিক হোটেলে থাকতে পারবেন।
- হোটেল ফরচুন গার্ডেন – রুম ভাড়া ৭০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। ফোনঃ০৮২১-৭১৫৫৯০,০৮২১-২৮৩২৬০৭
- হোটেল পলাশ – রুম ভাড়া ৮00 থেকে ২৭০০ টাকা পর্যন্ত। ফোনঃ০৮২১-৭১৮৩০৯,০৮২১-৭১৫০৩৫
- হোটেল রেইনবো – ১০০০ থেকে ২৭০০ টাকা পর্যন্ত। ফোনঃ০৮২১-৭১০৪৩১,০৮২১-২৮৩২৬০৭
তবে এই হোটেলগুলোতে যাওয়ার আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে যাবেন। কেননা সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা তাদের ভাড়া পরিবর্তন করতে পারেন।
ভ্রমণ শুরু করার পূর্বে অবশ্যই আপনাদের জানতে হবে সিলেটে কম দামে আবাসিক হোটেল কোথায় আছে অথবা সিলেটে কম দামে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম ও খরচ এই বিষয়গুলো সম্পর্কে।
সিলেটে কম দামে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম
যারা প্রথমবার ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কমদামে হোটেল ভাড়া করা কিছুটা কষ্টকর। কেননা হোটেল ভাড়া করার কিছু কৌশন রয়েছে। এই পর্যায়ে আমরা সিলেটে কমদামে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম নিছু সংক্ষেপে আলোচনা করবো।
কিছু হোটেল সাধারণত রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ভাড়া দিয়ে থাকেন। অর্থাৎ আপনি যদি রাত আটটায় রুমে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে সকাল আটটায় রুম খালি করতে হবে। আবার অনেক হোটেল রাত দশটা টা থেকে সকাল দশটা টা পর্যন্ত ভাড়া দিয়ে থাকে। কিছু কিছু হোটেল সন্ধ্যা ছয়টা টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ভাড়া দিয়ে থাকেন।
আপনারা যদি ঢাকা থেকে বা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন তাহলে প্রথমে আপনাদেরকে জানতে হবে সিলেটে কম দামে আবাসিক হোটেলের ভাড়া গুলোর নিয়ম সম্পর্কে। আগে থেকে কোন নিয়ম না জেনে সেখানে যাওয়া উচিত হবে না।
সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের সাথে কথা বলে বিষয়টি ভালোভাবে বুঝে নিতে হবে। তা না হলে হোটেল মালিক আপনার কাছ থেকে বেশি টাকা নেওয়ার চেষ্টা করবে।
সিলেটে কম দামে আবাসিক হোটেল
আজকে আমরা আলোচনা করলাম সিলেটে কম দামে আবাসিক হোটেলগুলো নিয়ে। তবে আপনারা ঘুরতে যাওয়ার আগে অবশ্যই হোটেল গুলোর সাথে যোগাযোগ করে নেবেন। অনেক সময় দেখা যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা অনেক কিছু পরিবর্তন আনে। তাই অবশ্যই যাওয়ার আগে যোগাযোগ করে নেবেন।
এছাড়াও জানলাম সিলেটে কম দামে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম এবং সিলেটের আবাসিক হোটেলগুলোর ঠিকানা এবং খরচ গুলো সম্পর্কে।
আরো পড়ুন