দক্ষিণ কোরিয়া লটারি আবেদন
হ্যালো বন্ধুরা। দক্ষিন কোরিয়ান লটারি ২০২২ আবেদন এর তারিখ ১৭ অগাস্ট ২০২২ তারিখে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ওয়েবসাইট www.boesl.org.bd www.boesl.gov.bd প্রকাশ করা হয়েছে। কোরিয়ান প্রজাতন্ত্র সরকার প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক হাজার দক্ষ তরুণদের দক্ষিণ কোরিয়া ভালো বেতনে কাজ করার সুযোগ দিয়ে থাকে। যারা অপেক্ষা করছিলেন দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ আবেদন এর তারিখ কবে প্রকাশিত হবে তাদের জন্য আজকে খুবই উপকারী হবে।
আজকে আমরা দেখবো দক্ষিণ কোরিয়া 2022 আবেদন এর নিয়ম, দক্ষিণ কোরিয়া লটারি রেজিস্ট্রেশন এর তারিখ ও যোগ্যতা এবং দক্ষিণ কোরিয়া লটারি আবেদনের খরচ। আশা করছি আজকের ব্লক কিভাবে পড়লে দক্ষিণ কোরিয়া লটারি নিয়ে আর কোন প্রশ্ন আপনার মনে থাকবেনা।
দক্ষিন কোরিয়া লটারি কি?
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তুলনামূলক অনুন্নত দেশগুলো থেকে প্রতিবছর কিছু নির্দিষ্ট সংখ্যক দক্ষিণ কোরিয়া তাদের দেশে কাজ করার সুযোগ দিয়ে থাকে। এই কাজ করার জন্য তারা যে বিশেষ আবেদন ফরম টি পূরণ করতে হয় সেটি হচ্ছে লটারি। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয় যারা আবেদন ফরম পূরণ করে এর মধ্যে নির্দিষ্ট সংখ্যক তরুণকে বিভিন্ন দক্ষতা যাচাই বাছাইয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়া নেয়া হয়।
যারা দক্ষিণ কোরিয়ার ভাষা জানেন তাদের লটারির মাধ্যমে আবেদন করতে হয় না। কিন্তু যারা দক্ষিণ কোরিয়ার ভাষা জানেন না তাদের জন্য লটারি ব্যবস্থা রাখা হয়েছে। নিচে আমরা দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন তারিখ
প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে এর ওয়েবসাইটে দক্ষিণ কোরিয়া লটারি আবেদনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে গত 17 ই আগস্ট অফিশিয়াল ওয়েবসাইট আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে আবেদনের তারিখ গুলো বিস্তারিত।
- দক্ষিন কোরিয়া লটারি বিজ্ঞপ্তি প্রকাশ ১৭ আগষ্ট ২০২২
- আবেদন শুরু ২৮ আগষ্ট ২০২২
- আবেদনের শেষ তারিখ ৩০ আগষ্ট ২০২২
- ফলাফল প্রকাশ করা হবে ৩১ আগষ্ট ২০২২
- সেকেন্ড স্টেপে পরীক্ষা শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে।
- আবেদনকারীর বয়সসীম ২৯ আগষ্ট ১৯৮২ থেকে ২৮ আগষ্ট ২০০৪ এর মধ্যে হতে হবে।
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে কি কি লাগবে
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে খুব বেশী কিছুর প্রয়োজন হবে না। অনলাইনে আবেদন করা খুবই সহজ এবং ঝামেলা মুক্ত। খুব সামান্য কিছু কাগজপত্র হলেই আপনি কোরিয়া লটারি আবেদন করতে পারবেন। নিচে আমরা দক্ষিণ কোরিয়া লটারি আবেদন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো দেখানোর চেষ্টা করছে
পাসপোর্ট – সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাগজ লাগবে তা হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট। যারা এখনো পাসপোর্ট এর জন্য আবেদন করেন নেতারা এর মধ্যে দ্রুত আবেদন করতে পারেন। আর যাদের পাসপোর্ট আছে তাদের তেমন কোন ঝামেলা নেই। তবে পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং দুইটি থাকতে হবে।
যারা এখনো পাসপোর্টে জন্য আবেদন করেননি তাদের জন্যে ছোট্ট একটি সাজেশন। বর্তমানে অনলাইনে খুব সহজেই পাসপোর্ট এর জন্য আবেদন করা যায়। অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করার সুবিধা হচ্ছে এটি খুব দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় এবং বর্তমানে পাসপোর্ট এর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। এছাড়াও আবেদন করার সময় ৫ বছর এবং ১০ বছরের জন্য আবেদন করা যায়। আমাদের সাজেশন থাকবে একবারে ১০ বছরের জন্য পাসপোর্ট বানিয়ে নিন।
এসএসসি সার্টিফিকেট – দক্ষিণ কোরিয়া লটারি আবেদন এর জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং সমমান পাস এর সার্টিফিকেট। যারা এখনো এসএসসি পাশ করেননি তারা এই জন্য আবেদন করতে পারবেন না। তে আপনার যদি স্কুল থেকে এসএসসি সার্টিফিকেট দিয়ে তোলা না হয়ে থাকে তাহলে আজকেই এসএসসি সার্টিফিকেটের মূল কপি তুলে নিন।
ভোটার আইডি কার্ড – এরপর যে ডকুমেন্ট লাগবে তা হচ্ছে ভোটার আইডি কার্ড। তবে যাদের এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি তারা অনলাইন কপি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি অরিজিনাল স্মার্ট ভোটার আইডি কার্ড দেখাতে পারেন।
বয়সসীম – আবেদনকারীর বয়সসীম ২৯ আগষ্ট ১৯৮২ থেকে ২৮ আগষ্ট ২০০৪ এর মধ্যে হতে হবে। বয়সসীমা এর মধ্যে না থাকলে দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ আবেদন করতে পারবেন না।
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে কি কি লাগে তার উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। অনেকেই আমাদের কাছে জানতে চান কোরিয়া লটারি ২০২২ আবেদন কোথায় এবং কিভাবে করবেন। অনেকেই নিজে নিজে লটারি আবেদন করতে যায় সম্পূর্ণ একটি ভুল। কারণ নিজে নিজে করতে গেলে তথ্য ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আমরা সাজেশন দিব নিজে নিজে না করার। তাহলে কোন জায়গা থেকে দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে পারবেন তা বলে দিচ্ছি
কম্পিউটার দোকান – আপনার এলাকায় এমন কম্পিউটার দোকান পাবেন যারা অনলাইনে বিভিন্ন এবং চাকরির জন্য আবেদন করে দেয়। তাদের কাছ থেকে খুব সহজেই মাত্র ২০০ টাকা খরচ করে অনলাইনে লটারি জন্য আবেদন ফর্মটি পূরণ করিয়ে নিতে পারেন। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে
কোচিং সেন্টার – আপনি যদি কোরিয়ান ভাষা শেখার জন্য কোন কোচিং এ ভর্তি হয়ে থাকেন তাহলে সরাসরি কোচিং সেন্টার থেকেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচ আরো কম হবে এবং সবচেয়ে ভালো উপায় এটি। আর যদি কোচিং থাকে আবেদনের সুযোগ না থাকে তাহলে কোচিং এর আশেপাশে কোন কম্পিউটার দোকান থেকে করে নিতে পারেন।
আরো পড়ুন – কাতার থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম – কাতার টু পোল্যান্ড কাজের ভিসা
দক্ষিন কোরিয়া লটারি রেজিট্রেশন খরচ
উপরে আমরা দক্ষিণ কোরিয়া লটারি আবেদন এর নিয়ম প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। অনেকেই আমাদের কাছে জানতে চান দক্ষিণ কোরিয়া লটারির রেজিস্ট্রেশন এর খরচ কত। দক্ষিণ কোরিয়া মূলত দুই ভাবে যাওয়া যায়। আপনি যদি দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে পারেন তাহলে সরাসরি যেতে পারবেন সে ক্ষেত্রে ভাষা শিখে যাওয়ার জন্য আবেদন ফরম পূরণ করতে আপনার খরচ হবে পাঁচ হাজার টাকা।
আর আপনি যদি দক্ষিণ কোরিয়ান ভাষা না পারেন সে ক্ষেত্রে লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যেতে হবে। লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যেতে হলে আবেদন ফরম পূরণ করা হয় সেখানে আমরা খরচ হবে 500 টাকা।
- ভাষা শিখে কোরিয়ায় যাওয়ার জন্য আবেদন ফরম পূরণ করতে খরচ হবে ৫০০০ টাকা
- ভাষা জানা না থাকলে লটারি আবেদন করতে খরচ হবে ৫০০ টাকা
কোরিয়া লটারি সার্কুলার
কোরিয়ান প্রজাতন্ত্র অফিশিয়াল যেন লটারি সার্কুলার দিয়েছে এখন আমরা সেটি দেখবো। দক্ষিন কোরিয়া লটারি বিজ্ঞপ্তি ২০২২ বিস্তারিত নিচে দেয়া হলো। এখানে সকল নিয়ম কানুম খুব সুন্দর করে দেয়া আছে। দেখে নিতে পারেন।
লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়
কোরিয়া যাওয়ার সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় হচ্ছে দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করার মাধ্যমে যাওয়া। তবে যেহেতু এ লটারির মাধ্যমে খুবই অল্প সংখ্যক লোক নেয় তাই অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও লটারির মাধ্যমে কোরিয়া যাওয়া সম্ভব হয় না। তাই অনেক সময় অনেকে আমাদের কাছে জানতে চান লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় আছে কিনা। লটারি সরাসরি যাওয়ার সবচেয়ে সহজ ও ভালো একটি উপায় হচ্ছে কোরিয়ান ভাষা শেখার মাধ্যমে পরীক্ষা দিয়ে ভিসার জন্য আবেদন করেন। আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে পারেন তাহলে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন।
তবে অনেক সময় অনেকেই দালালের মাধ্যমে কোরিয়া যাওয়ার চেষ্টা করেন। আমরা মোটেই এই পদ্ধতি অনুসরণ করার জন্য উৎসাহিত করবো না। কেননা দালালরা অনেক সময় বিভিন্ন অবৈধ পদ্ধতিতে আপনাকে কোরিয়া পাঠাবে কিন্তু ধরা পড়লে আপনাকে আবার দেশে ফিরিয়ে দেবে কোরিয়ান সরকার। তাই দালালের ফাদে পা না দিয়ে কোরিয়ান ভাষা শিখে ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করুন।
আরো পড়ুন – কুয়েত খাদেম ভিসা বেতন কত – খাদেম ভিসা আবেদনের নিয়ম ও খরচ
দক্ষিন কোরিয়া লটারির মাধ্যমে কত লোক নেয়
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন এর মধ্য থেকে সর্বমোট 8000 লোক নেয়। প্রতি বছর দেড় থেকে দুই লাখ যুবক কোরিয়ার লটারির জন্য আবেদন করে থাকেন। প্রাথমিক আবেদন থেকে কাগজপত্র যাচাই-বাছাই শেষে দ্বিতীয় পর্বে পরীক্ষার জন্য ডাকা হয়। দ্বিতীয়পর্বে চূড়ান্ত শারীরিক পরীক্ষা শেষে আট হাজার জনকে সিলেট করা হয় কোরিয়া যাওয়ার জন্য। একজন ব্যক্তি একাধিকবার কোরিয়া যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি এবার যাওয়ার সুযোগ না হয় তাহলে পরবর্তী বার আবার আবেদন করতে পারবেন।
দক্ষিন কোরিয়া লটারি যারা পাবেন না
যেমনটা আমরা বলেছি দক্ষিণ কোরিয়া লটারি আবেদন এর মধ্য থেকে নির্দিষ্ট কিছু পরীক্ষা ও শারীরিক সক্ষমতা যাচাই করে মাত্র 8 হাজার লোককে সিলেক্ট করা হয়। দ্বিতীয় পর্বের পরীক্ষার সময় যাদের শারীরিক সমস্যা আছে তাদেরকে বাদ দিয়ে দেয়া হয়। নিজে আমরা কি কি সমস্যা থাকলে কোরিয়ান লটারি মাধ্যমে কোরিয়া যেতে পারবেনা তা আলোচনা করছি
- কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ হলে আপনি এই লটারির মাধ্যমে কোরিয়া যেতে পারবেন না।
- শারীরিক কোন অক্ষমতা থাকলে
- হাত পায়ের আঙ্গুল কাটা থাকে বা হাতে পায়ে কোন সমস্যা থাকলে
- মেডিকেল টেস্টে কোন বড় রোগ ধরা পড়লে
দক্ষিণ কোরিয়া লটারি ২০২০ ফলাফল
চূড়ান্ত পরীক্ষা শেষে প্রতিবছর অনলাইনে দক্ষিণ কোরিয়া লটারি ফলাফল প্রকাশ করা হয়। ২০২০ সালে দক্ষিণ কোরিয়া লটারি ফলাফল দেখতে চাইলে এখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন
উপরে আমরা কোরিয়া লটারি সার্কুলার দক্ষিন কোরিয়া লটারি কবে হবে, কোরিয়া লটারি ২০২২ আবেদন কবে ছাড়বে, লটারি, ছাড়া কোরিয়া যাওয়ার উপায়, দক্ষিণ কোরিয়া লটারি ২০২০ ফলাফল, দক্ষিন কোরিয়া লটারি খরচ এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি ব্লকটি আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে ব্লগ টি শেয়ার করতে পারেন।
আমরা নিয়মিত প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন পোস্ট করে থাকি। ওয়েবসাইটের অন্যান্য ব্লগ গুলো পড়ে দেখতে পারেন আশা করছি ভাল লাগবে। কোন প্রশ্ন বা মতামত থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে করতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করব।
আরো পড়ুন – সৌদি আরবের কোম্পানি ভিসা 2022 (নতুন আপডেট)