বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণ প্যাকেজ ২০২৩

ভুটান ভ্রমণ প্যাকেজ

কম খরচে দেশের বাইরে ভ্রমণের জন্য পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে ভুটান। এখানে দেখার মত আছে অনেক স্থাপত্য শিল্প এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাই প্রতিবছর হাজার হাজার পর্যটক দূরদূরান্ত থেকে ভুটানের থিম্পু পুনাকা ও শহরের পর্যটন স্থানগুলো দেখতে ছুটে আসে। বাংলাদেশীদের জন্য সার্কভুক্ত দেশ হওয়াতে ভুটান ভ্রমণ আরো সুবিধা জনক হয়।

আজকে আমরা ভুটান ভ্রমণ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন – নেপাল ভ্রমণ প্যাকেজ ২০২৩

বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণ প্যাকেজ

ট্যুর কোম্পানি – Beyond Tours and Travels

অফিস- 41/15 chan mia housing,road 1,mohammadpur,1207 dhaka,dhaka division Bangladesh

House no 4,road no 2,p.c housing society,adabar,dhaka

মোবাইল নাম্বার- ০১৯৭৫২৩০৫৫৬ এবং ০১৬৭৫২৩০৫৫৬

Email: [email protected]

গ্রুপ সংখ্যা- ন্যূনতম দুই জন

ভ্রমণের তারিখ- যে কোন দিন

ভ্রমনের দিন- দিনরাত চার দিন

ভুটান বাই রোডে ভ্রমণ প্যাকেজ মূল্য- ১৩৭০০ টাকা

ভুটান বাই এয়ার ভ্রমণপ্যাকেজ- ৩০ হাজার ৮০০ টাকা

শিশু পলিসি

০ থেকে ৩ বছরের বাচ্চাদের কোন খরচ লাগে না। বাবা-মার সাথে থাকবে এবং বাবা-মার সাথে বসতে হবে। চার থেকে দশ বছর বাচ্চাদের ক্ষেত্রে ৮0% প্রযোজ্য।

প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে

  • ভিসা প্রসেসিং
  • রিটার্ন এসি বাস
  • ঢাকা বুড়িমারা ঢাকা এসি বাস
  • বুড়িমারী জায়গা থেকে জয়রা সমূহ জিপ বা বাস
  • এক রাত থিম্পু এক রাত পারো এক রাত জয়গাঁও এ স্ট্যান্ডার্ড হোটেলে রাত্রে যাপন
  • প্রতি রুমে দুইজন
  • সকল সাইট সিন
  • অভিজ্ঞ গাইড

প্যাকেজের অন্তর্ভুক্ত নয়

  • খাবার
  • ভিসা ফী ৮৪০ টাকা
  • ট্রাভেল ট্যাক্স ৬০০ টাকা
  • ইন বর্ডার টিপস
  • ব্যক্তিগত খরচ সমূহ এবং
  • প্যাকেজে যা অন্তর্ভুক্ত করা হয়নি এমন খরচ

ভ্রমন প্ল্যান

দিন এক- আগের দিন ঢাকা থেকে রাত আটটায় ভুটানের দেশে যাত্রা শুরু করবে। সকালে পৌঁছাবে বুড়িমারি বর্ডারে ইমিগ্রেশনের কাজ শেষ করে জিপে রওনা দিবে জয়বার উদ্দেশ্যে। এখানে পৌঁছে ইন্ডিয়া এবং ভুটানের ইমিগ্রেশন এর কাজ সম্পন্ন করে জয়গাঁও এর হোটেলের চেক ইন। বিকালে নিজেদের মতো চমৎকার সাজানো গোছানো শহরটির সুন্দর্য উপভোগ করা যাবে এবং সেখানেই রাত্রি যাপন।

দিন ২- সকালে নাস্তা শেষ করে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে থিম্পুতে। চোখ জুড়ানো সব দৃশ্য সবাইকে মুগ্ধ করবে পথিমধ্যে সুখা ওয়াটার ফলে কিছুটা বিরতি দেয়া হবে। দুপুরে থিম্পু পৌঁছাবে দুপুরের খাবার খেয়ে চলে যাবে থিম্পুর দর্শনীয় স্থানগুলো দেখতে। একে একে দেখতে পাবেন ন্যাশনাল মেমোরিয়াল রয়েল পেলাস আর জারি গ্রাউন্ড বুদ্ধ স্ট্যাচু ন্যাশনাল পার্লামেন্ট ক্লক টাওয়ার bbs টাওয়ার লোকাল মার্কেট এবং থিম্পুতে রাত্রি যাপন।

দিন ৩- সকাল ছয়টায় ঘুম থেকে উঠে যেতে হবে পারার উদ্দেশ্যে। অন্যতম আকর্ষণ টাইগার নেস্পটে পথে সকালের নাস্তা সেরে পারার উদ্দেশ্যে ট্র্যাকিং শুরু করতে হবে প্রায় 4-5 ঘন্টা ট্র্যাকিং করতে হবে। যদি কেউ ট্র্যাকিং করতে অসুবিধা হয় তাহলে হর্স রাইড এর মাধ্যমে নিজ খরচে ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। এখানে কিছু দোকান আছে চাইলে ভুটানের ট্রেডিশনাল জিনিসপত্র কেনাকাটা করা যাবে।

দুপুরের মধ্যে হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে দুপুরে খাবার সেরে নিতে হবে। দুপুরে খাবার খাওয়ার পর আরো উপভোগ করা যাবে ভুটানের পারাতে অবস্থিত একমাত্র বিমানবন্দরটি। এছাড়াও ন্যাশনাল মিউজিয়াম এবং পারো এই দিন পার হতে রাত্রে যাপন করা হবে।

দিন চার- সকালে নাস্তা সেরে রওনা দিতে হবে উইনসোলিং উদ্দেশ্যে। সাপের মতো আঁকাবাঁকা রাস্তা বেয়ে প্রায় নিচে নামতে হবে 6000/500 ফিট। মাঝে মাঝে মনে হবে রোলার কোস্টারে বসে আছে ভুটান এবং ইন্ডিয়া ইমিগ্রেশনে কাজ শেষ করে চলে যেতে হবে। বুড়িমারীতে সন্ধ্যার আগে বুড়িমারী পৌঁছানো হবে ও ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সকালে ঢাকায় পৌঁছানো যাবে।

ভিসা সংক্রান্ত তথ্য

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা থাকলেও আপনাকে ট্রান্সজিট ভিসা করতে হবে অর্থাৎ বাইরে ভুটান ভ্রমণের জন্য অবশ্যই ট্রানজিট ভিসা করতে হবে। ভিসা করার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা এখান থেকে করা হবে।

ট্রানজিট ভিসার জন্য যা যা লাগবে

  • ছয় মাসের মেয়াদসহ পাসপোর্ট
  • একাধিক পুরান পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে
  • বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি
  • গ্যাস বিলের কপি
  • পানির বিলের কপি
  • টেলিফোন বিলের কপি
  • ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে
  • ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এনডোরোসমেন্ট দিতে হবে
  • চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসি
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স
  • স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড
  • সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে জিও
  • জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি
  • টু ইনটু টু সাইজের ল্যাব প্রিন্ট ছবি। ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে
  • ভিসা সহ পাসপোর্ট এর সেই পৃষ্ঠার ফটোকপি
  • হোটেল বুকিং এর ফটোকপি

প্যাকেজ ছাড়া ভুটান ট্যুর খরচ

যেকোনো দেশে গ্রুপ ছাড়া ট্রাভেল করলে খরচ অনেক বেশি হয়। তেমনি এককভাবে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তবে প্যাকেজ ছাড়া একক ভাবে বা নিজের পরিবার নিয়ে যাইতে যেতে চাইলে খরচ একটু বেশি হয়। বিমানে এককভাবে ৪-৫ দিনের জন্য গিয়ে ভুটানে ঘুরে আসতে ২৫000 থেকে ২৮ হাজার টাকা খরচ হবে।

তবে গ্রুপ করে গেলে আরো খরচ কিছুটা কম হয়। আর বাইরে গেলে খরচ কিছুটা কমে যাবে। দলগতভাবে গেলে চার থেকে পাঁচ দিনে ১৬ হাজার থেকে ১৮ হাজার টাকা খরচ হবে।

ভুটান ভ্রমণ প্যাকেজ

মন্তব্য

আজকে আমরা ভুটান ভ্রমণ প্যাকেজ ২০২০ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ২০২৩ সালের ভুটান ভ্রমণের আপডেট প্যাকেজ উল্লেখ করেছি। তবে ট্যুরে যাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে সব জেনে সতর্কতা অবলম্বন করে যাওয়া উচিত। ভুটান ভ্রমন সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has One Comment

  1. Md. Kamrul Hasan

    I need Bhutan tour package by air. If You have any plan in next month than please send me details to my email : [email protected]

    Thanks.

Leave a Reply