গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক কত, গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩

গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে শুরু হবে?

আগামী ৩০ জুলাই ক ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ইতঃপূর্বে জগন্নাথা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে একক পরীক্ষার সিদ্ধান্ত নিলেও ইউজিসির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট ২২ টি বিশ্ববিদ্যালয়ে এবারের গুচ্ছ পরীক্ষা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক

২০২৩ সালের নতুন নিয়ম অনুযায়ী গুচ্ছ ভর্তী পরীক্ষার পাশ মার্ক হচ্ছে ৩০। যদিও গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোন পাশ মার্ক ছিলো না তবে ২০২৩ সালের নতুন নিয়ম অনুযায়ী পাশ মার্ক ৩০ নির্ধারন করা হয়েছে। তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্রদের কিছুটা সুবিধা দেয়ার জন্য এবারে পাস মার্ক রাখা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী যে কোন শিক্ষার্থী ন্যূনতম ৩০ নাম্বার পেলে ২২ টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে ভর্তির সুযোগ পাবেন।

এবারের উচ্চ ভর্তি পরীক্ষায় পাস মার্ক ৩০। একজন শিক্ষার্থী ন্যূনতম  ৩০ নাম্বার পেলে যে কোন একটি বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ পাবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত নাম্বার পেলে চান্স হয়?

গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০। অর্থাৎ নূন্যতম ৩০ নম্বর পেলেই একজন শিক্ষার্থী ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেকোনো একটিতে ভর্তির যোগ্যতা অর্জন করবেন। তবে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হলে আরো বেশি নাম্বার পেতে হবে। পূর্বের পরিসংখ্যান থেকে দেখা যায় ৬০ শতাংশ নাম্বার পেলে একজন শিক্ষার্থী ভালো একটি সাবজেক্টে ভর্তি সুযোগ পায়।

অর্থাৎ আপনার টার্গেট যদি হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং কোন একটি সাবজেক্ট তাহলে অবশ্যই ৬০ থেকে ৬৫ নাম্বার পেতে হবে।

আরো পড়ুন – ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা 2023 ও আবেদনের নিয়ম

গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন সংখ্যা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ২৩ হাজার ১০৪ টি। এই আসনে মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত আসনে শিক্ষার্থী নিয়ে থাকে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য আলাদা আসন বাণিজ্য বিভাগের জন্য আলাদা আসন এবং মানবিক শাখার এর জন্য আলাদা আসন।

যদিও প্রতিবছর এই সিটের সংখ্যা কিছুটা কম বা বেশি হয়। কেননা যেকোন বিশ্ববিদ্যালয় চাইলে নির্দিষ্ট বিভাগে আসন সংখ্যা কমাতে বা বাড়াতে পারে।

আরো পড়ুন – রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা 2023 ও আবেদনের নিয়ম

গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদনের শেষ তারিখ ২০২২-২৩

গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০২২-২৩ প্রাথমিক আবেদনের তারিখ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

  • প্রাথমিক আবেদনের শুরু ১৫ এপ্রিল ২০২৩ তারিখে
  • প্রাথমিক আবেদন শেষ ৩০ এপ্রিল ২০২৩ তারিখে

সাধারণত গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয়ে থাকে। এখন পর্যন্ত প্রাথমিক আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে। চূড়ান্ত আবেদনের তারিখ পরবর্তীতে জানানো হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কখন হবে?

ইতঃমধ্যেই গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর তারিখ ও সময় প্রকাশিত হয়েছে।

  • বানিজ্য অনুষধ অর্থাৎ ‘সি ইউনিট’ আগামি ২০ মে ২০২৩ তারিখেঅনুষ্ঠিত হবে।
  • মানবিক অনুষধ অর্থাৎ ‘বি ইউনিট’ আগামি ২৭ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।
  • বিজ্ঞান অনুষধ অর্থাৎ ‘এ ইউনিট’ আগামি ৩ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়ঃ প্রতিটি পরীক্ষা দুপুর ১২ টা থেকে ১ঃ৩০ পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টাব্যাপি হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক কত

গুচ্ছ ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের মধ্যে হয়ে থাকে। ১০০ মার্কের মধ্যে যে কোনো শিক্ষার্থীর নূন্যতম ৩০ নম্বর পেলে গুচ্ছ ভর্তি পরীক্ষার তার রেজাল্ট বিবেচনা করা হবে। আর এই নম্বরের ভিত্তিতে কোন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক অর্জন করলে প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

বিগত বছরগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেক শিক্ষার্থী ৮০ এর উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাই শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক অর্জন করলেই হবে না। অবশ্যই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক পাস নাম্বারে জন্য পড়াশোনা করলে হবে না বরং কম্পিটিশনের মাধ্যমে যাতে আরো ভালো রেজাল্ট করা যায় সেই চিন্তায় মাথায় আনতে হবে।

আরো পড়ুন – চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও আবেদনের নিয়ম

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন 2023

এই পর্যায়ে আমরা বিভিন্ন বিভাগের জন্য গুচ্ছ পরীক্ষার মানবন্টন নিয়ে আলাদাভাবে আলোচনা করবো।

বিজ্ঞান বিভাগ

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান জন্য বিষয়ে 20 নম্বর, রসায়ন এর জন্য 20 নম্বর, জীববিজ্ঞান গণিত এবং আইসিটি মিলে 40 নম্বর, বাংলা 10 এবং ইংরেজি 10 নম্বর। এই মোট 100 নম্বরের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাণিজ্য বিভাগ

বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য গুচ্ছ পরীক্ষার মানবন্টন হচ্ছে একাউন্টিং এর জন্য 25 নম্বর, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এর জন্য 25 নম্বর, আইসিটি 25 এবং বাংলা ও ইংরেজি মিলে 25 নম্বর।

মানবিক বিভাগ

মান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলায় 40, ইংরেজিতে 35, এবং আইসিটি বিষয়ে 25 নম্বরের প্রশ্ন থাকবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা মোট কতটি হয়

যেমনটা আমরা উপরে বলেছিলাম গুচ্ছ পরীক্ষা সর্বমোট ৩ টি ভাগে নেয়া হয়। অর্থাৎ সবগুলো সায়ত্বশাষীত বিশ্ববিদ্যাল্য গুলো ছাড়া অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়কে সর্বমোট ৩ টি ভাগে ভাগ করা হয়েছে।

  1. সকল পাবলিক ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসাথে জগন্নাথ বিশ্ববিদ্যাল্য, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির মত বিশ্ববিদ্যাল্য গুলো এই তালিকায় রয়েছে।
  2. কৃষি বিশ্ববিদ্যাল্যগুলো একসাথে – সিলেট কৃষি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এই তালিকায় রয়েছে।
  3. ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যাল্য গুলো একসাথে – কুয়েট, চুয়েট, রুয়েট এই ৩ টি বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়।

তবে আমরা আজকে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে আলোচনা করবো।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন হচ্ছে ১০০ নম্বরের এমসিকিউ। অর্থাৎ সকল বিভাগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন পদ্ধতি তে পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয় এবং প্রতিটি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ আকারের হয়ে থাকে। নিজ নিজ বিভাগের ভর্তি পরীক্ষা দিতে হবে।

গুচ্ছ তে আবেদন করতে কত পয়েন্ট লাগে?

গুচ্ছ ভর্তি পরীক্ষায় তারাই আবেদন করতে পারে যারা এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ এর উপর অনেকটা গুরুত্ব দেওয়া হয়।

  • বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দুটি পরীক্ষা গাড়ে জিপিএ ৮ পয়েন্ট থাকতে হবে থাকতে হবে।
  • বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি দুটি মিলে জিপিএ ৭.৫ থাকতে হবে
  • মানবিক বিভাগের জন্য জিপিএ ৭ থাকতে হবে।

তাহলে একজন শিক্ষার্থী গুচ্ছ পরীক্ষা আবেদন করতে পারবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন নিয়ম

গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় একসাথে নিয়ে থাকেন অর্থাৎ অনেকগুলো বিশ্ববিদ্যালয় একটি মাত্র প্রশ্ন প্যাটার্নের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ২০২৩ এখন প্রকাশিত হয়নি। তবে যেসব শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ২০২৩ এ অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি সব তথ্য জেনে নিতে পারেন।

আবেদন লিংক – https://www.gstadmission.ac.bd/

গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নিউজ সবার আগে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ভর্তি ভিজ্ঞপ্তি প্রকাশ করার পর অনলাইনে ফর্ম ফিলাপ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করা যায়।

GST Admission Test পরীক্ষার নিয়ম

গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক তোলার জন্য ভর্তি পরীক্ষার জন্য কিছু নিয়ম আছে নিয়ম গুলো হচ্ছে

  • Batch admission test মোট ১০০নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় থাকে।
  • প্রত্যেকটি ইউনিটের জন্য লিখিত পরীক্ষা এক ঘণ্টা করে বরাদ্দ থাকে।
  • প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে।
  • প্রতিটি ভুল প্রশ্নের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
  • গুচ্ছ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা প্রশ্ন করা হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য আলাদা প্রশ্ন মানবিক শাখার এর জন্য প্রশ্ন এবং বাণিজ্য বিভাগের জন্য আলাদা প্রশ্ন। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম গুলো এক থাকবে। অর্থাৎ প্রতিটি বিভাগের জন্য প্রশ্ন প্যাটার্ন আলাদা হলেও পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার নিয়ম এক থাকবে। তাই গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক অর্জনের জন্য আপনার নিয়মগুলো জেনে নেওয়া জরুরী।

গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক

গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় তালিকা

গুচ্ছ ভুক্ত কিছু বিশ্ববিদ্যালয়ের নাম তালিকা আকারে নিচে দেয়া হলো।

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • রংপুর বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক কত? এই সম্পর্কে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন কি রকম হতে পারে এবং গুচ্ছ দে আবেদন করার নিয়ম, আবেদন করতে কত পয়েন্ট লাগে ও ভর্তি পরীক্ষার মানবন্টন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।

আশা করি আজকের আর্টিকেলটি আপনাকে ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন খুব দ্রুত আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has One Comment

  1. Johny

    এই মানব বণ্টন কবে দেওয়া হয়েছে ?
    জানাবেন,অসংখ্য ধন্যবাদ

Leave a Reply