ফ্লেক্সিলোড সিমের দাম কত
ফ্লেক্সলোড সিমের দাম 6 হাজার টাকা। সিম ক্রয়ের পর এটা মূলত আপনার একাউন্টে ব্যালেন্স হিসেবে অ্যাড থাকে। যা আপনি ফ্লেক্সিলোড করার কাজে ব্যবহার করতে পারবেন। আপনি এই টাকা দিয়ে ফ্লেক্সলোড বিক্রি করতে পারবেন। আপনি যদি একদিনে এই 6000 টাকা ফ্লেক্সিলোড দিতে পারেন তাহলে আপনি কমিশনসহ 6000 টাকা ফেরত পাবেন।
বর্তমানে অল্প পুজিতে কোন ব্যবসা শুরু করতে চাইলে ফ্লেক্সিলোড ব্যবসা অন্যতম সেরা একটি পছন্দ হতে পারে। এখানে মাত্র 6 হাজার টাকা মূলধন হলেই নিজের মত করে ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করতে পারবেন।
ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করতে কি কি লাগে?
ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করতে আপনার কয়েকটি জিনিস থাকতেই হবে।
- দোকান
- ব্যবসার ট্রেড লাইসেন্স
- ভোটার আইডি কার্ড
এই কয়েকটি জিনিস থাকলেই আপনি নিজের মত করে একটি যায়গা নির্বাচন করে ফ্লেক্সলোড ব্যবসা শুরু করতে পারবন। এই ব্যবসা অল্প অল্প পুজিতে হলেও অনেক লাভ করার সুযোগ রয়েছে। ভালো একটা জায়গা সিলেক্ট করতে পারলে শুধু অযত্নের সিলেট করে মাসে 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তাই এই ব্যবসা করার পরিকল্পনা থাকলে প্রথমেই আপনাকে একটি কোলাহল যুক্ত জায়গা পছন্দ করতে হবে যেখানে সবসময় মানুষের যাতায়াত থাকে।
এক সিম দিয়ে সব সিমে ফ্লেক্সি লোড
এখন এক সিম দিয়ে সব সিমে ফ্লেক্সিলোড করা খুব সহজ ব্যাপার। এখন আর আগের মত আলাদা আলাদা সিমের জন্য আলাদাভাবে ফ্লেক্সিলোড করার ঝামেলা নেই। এক সিম দিয়ে সব সিমে ফ্লেক্সিলোড করা হয় অ্যাপের মাধ্যমে। এর জন্য প্রথমে আপনাকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।
তারপর যে কোন সিম দিয়ে একাউন্ট ক্রিয়েট করে খুব সহজে এক সিম দিয়ে সব সিমে ফ্লেক্সিলোড করতে পারবেন। অর্থাৎ বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল যেকোনো সিমে রিসার্চ করতে পারবেন।
ফ্লেক্সিলোড কমিশন
বর্তমানে ১০০০ টাকা রিচার্জ করতে পারলে ৩০ টাকা কমিশন পাওয়া যায়। এভাবে যদি আপনারা 2000 টাকা রিচার্জ করতে পারেন তাহলে কমিশন 60 টাকা পাবেন। এবং 10 হাজার টাকা ফেক্সিলোড করলে 300 টাকা কমিশন পাবেন। অর্থাৎ যত বেশি ফ্লেক্সিলোড করতে পারবেন ততবেশি কমিশন পাবেন।
ভালো একটি যায়গা নির্বাচন করতে পারলে দিনে ১৫/২০ হাজার টাকা ফ্লেক্সিলোড করা কোন ব্যাপার ই না। তাই এই ব্যবসা শুরু করার আগে আপনাকে দোকানের লোকেশন নিয়ে একটু ভাবতে হবে। এমন যায়গায় দোকান দিতে হবে যেখানে সবসময় মানুষ যাতায়াত করে।
ফ্লেক্সি লোড একাউন্ট কিভাবে খোলা যায়
প্রথমে একটি Flexiload App ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তারপর অ্যাপটিতে অনেকগুলো অপশন থাকবে সে অপশন গুলোর মধ্য থেকে Portal নামে অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে Register New Downlink অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোন নাম্বার Username এবং Password সেটাপ করে নিলেই আপনার ফেক্সিলোড একাউন্ট খুলে যাবে।
আপনারা এভাবে খুব সহজেই ফেক্সিলোড অ্যাপ দিয়ে ফেক্সিলোড অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বর্তমানে প্লেস্টোরে অনেকগুলো সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই ফ্লেক্সিলোড করা যায়। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন।
আরো পড়ুন – কম খরচে হালাল ব্যবসার আইডিয়া ২০২৩
ফ্লেক্সিলোড ব্যবসা করার নিয়ম
ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করার আগে আপনার অবশ্যই ফ্লেক্সিলোড ব্যবসা আইডিয়া সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। ফ্লেক্সিলোড ব্যবসায় লাভ আছে কিনা? ফ্লেক্সিলোড সিমের দাম কত? কিভাবে ব্যবসা শুরু করব এ প্রশ্নগুলো এবং কিছু নিয়ম কানুন যদি জেনে যান তাহলে খুব সহজে ফ্লেক্সিলোড ব্যবসা করে লাভবান হবেন।
ফ্লেক্সিলোড ব্যবসা করার ক্ষেত্রে আপনার কিছু নিয়ম কানুন মাথায় আনতে হবে। আপনি যদি সঠিক নিয়মে অথবা সঠিকভাবে ফ্লেক্সিলোড ব্যবসা করতে পারেন তাহলে খুব সহজে লাভবান হতে পারবেন। নিয়মগুলো হচ্ছে
স্থান নির্বাচন
ব্যবসা করার ক্ষেত্রে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ভালো জায়গা নির্বাচন করুন। যেখানে লোকজনের চলাচল বেশি থাকবে এ ধরনের জায়গায় দোকান দেওয়ার চিন্তা ভাবনা করুন। আপনি যদি সঠিক স্থানে আপনার দোকান দিতে পারেন তাহলে মানুষজন খুব সহজে আপনার কাছ থেকে ফ্লেক্সিলোড করে নেবে। এতে করে দেখা যাবে আপনি যত বেশি ফ্লেক্সিলোড করতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন।
ট্রেড লাইসেন্স
ফ্লেক্সিলোড ব্যবসা করার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি ট্রেড লাইসেন্স করা থাকে তাহলে আপনি খুব সহজে ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করতে পারবেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স করে নিয়ে তারপর ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করতে হবে। কেননা ট্রেড লাইসেন্স ছাড়া এই ব্যবসা করা সম্ভব না।
ভোটার আইডি কার্ড
আপনারা যারা ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করতে চান তাদের অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। ভোটার আইডি কার্ডের ফটোকপি ছাড়া সিম কোম্পানি আপনাকে ফ্লেক্সিলোড সিম দেবে না। তাই ফেক্সিলোড ব্যবসা শুরু করার জন্য ভোটার আইডি কার্ড বেশ গুরুত্বপূর্ণ।
ফ্লেক্সিলোড এ লাভ কেমন
আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অর্থাৎ নতুন ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করতে যাচ্ছেন।তাদের মনে প্রথম যে প্রশ্ন আসে তা হচ্ছে ফ্লেক্সিলোড সিমের দাম কত এবং সাথে ফ্লেক্সিলোডের ব্যবসায় লাভ কেমন এই বিষয়গুলো সম্পর্কে।
ফ্লেক্সিলোড ব্যবসা লাভ অনেক বেশি। যে যত বেশি ইনভেস্ট করবে এবং কাস্টমার ধরতে পারবে সে তত বেশি লাভবান হতে পারবে। সাধারণের প্রতি 1000 টাকার জন্য 30 টাকা পর্যন্ত কমিশন দিয়ে থাকে। যদি আপনি দিনে 10000 টাকা টাকা ফ্লেক্সিলোড করতে পারেন তাহলে দিনে 300 টাকার মত ইনকাম করে। প্রয়োজনের ব্যবসা খুব লাভজনক এবং পরিশ্রম বিহীন একটি ব্যবসা।
মন্তব্য
আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ফ্লেক্সিলোড সিমের দাম কত? ফ্লেক্সিলোড ব্যবসা, ফ্লেক্সিলোড করার নিয়ম, ফ্লেক্সিলোড কমিশন এবং ফ্লেক্সিলোড একাউন্ট কিভাবে খোলা যায়। এছাড়াও ফ্লেক্সিলোড ব্যবসা করার নিয়ম এবং ফ্লেক্সিলোড লাভ কেমন এগুলো সম্পর্কে।
আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন – ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো – কত টাকা লাগে?