ঢাকা মহিলা কলেজের তালিকা – Dhaka girls college list

ঢাকা মহিলা কলেজের তালিকা

স্কুল জীবন শেষ করার পর একজন শিক্ষার্থীর স্বপ্ন থাকে ভালো কোন কলেজে ভর্তি হওয়ার।বাংলাদেশ সরকারি-বেসরকারি অনেক নামি দামি সেরা কলেজ আছে যেগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আগ্রহী। তবে যেকোনো শিক্ষার্থীর প্রথম চয়েজ থাকে ঢাকার কোন নামি দামি কলেজ থেকে পড়াশোনা করার। আজকে আমরা ঢাকার মহিলা কলেজের তালিকাসম্পর্কে জানাবো যেখানে শুধু মহিলারা পড়ালেখা করার সুযোগ পায়।

ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ

ঢাকার মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি। ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ ১/এ, নিউ, বেইলী রোড ঢাকায় অবস্থিত।

অবস্থানঃ১/এ, নিউ, বেইলী রোড ঢাকা।

যোগ্যতাঃ ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজে ভর্তির আবেদন করতে চাইলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5.00 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 4.50 এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 4.00 পেতে হবে। যে সকল ভর্তিচ্ছুক প্রার্থীর বিষয়ভিত্তিক উপরোক্ত জিপিও গুলো থাকবে তারা ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করবে অথবা আবেদন করতে পারবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা 2380 টি

  • বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের জন্য আসন সংখ্যা-1670 টি
  • বিজ্ঞান বিভাগে ইংলিশ ভার্সনের জন্য আসন সংখ্যা-160 টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা-300 টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-250 টি।

ঢাকা ওমেন কলেজ

ঢাকার মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে ঢাকা ওমেন কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি। ঢাকা ওমেন কলেজ ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর অবস্থিত।

অবস্থানঃ উত্তরা 12 নম্বর সেক্টর, ঢাকা।

যোগ্যতাঃ ঢাকা ওমেন কলেজে ভর্তির আবেদন করতে চাইলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5.00 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 4.50 এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 4.00 পেতে হবে। যে সকল ভর্তিচ্ছুক প্রার্থীর বিষয়ভিত্তিক উপরোক্ত জিপিও গুলো থাকবে তারা ঢাকা ওমেন কলেজ আবেদন করার যোগ্যতা অর্জন করবে অথবা আবেদন করতে পারবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা 2250 টি

  • বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের জন্য আসন সংখ্যা-1500 টি
  • বিজ্ঞান বিভাগে ইংলিশ ভার্সনের জন্য আসন সংখ্যা-150 টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা-350 টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-250 টি।

হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ

ঢাকার মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি। হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ তেজগাঁও ঢাকায় অবস্থিত।

অবস্থানঃ তেজগাঁও ঢাকা।

যোগ্যতাঃ হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজে ভর্তির আবেদন করতে চাইলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5.00 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 5.00-4.50 এর মধ্যে থাকতে হবে এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 4.00 পেতে হবে। যে সকল ভর্তিচ্ছুক প্রার্থীর বিষয়ভিত্তিক উপরোক্ত জিপিও গুলো থাকবে তারা হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করবে অথবা আবেদন করতে পারবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা হাজার 1976 টি

  • বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের জন্য আসন সংখ্যা-780 টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা-650 টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-546 টি।

ঢাকা মহিলা কলেজ

ঢাকার মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে ঢাকা মহিলা কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি। ঢাকা মহিলা কলেজ ধানমন্ডি ঢাকায় অবস্থিত।

অবস্থানঃ ধানমন্ডি ঢাকা।

যোগ্যতাঃ ঢাকা মহিলা কলেজে ভর্তির আবেদন করতে চাইলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 3.00 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 2.00 এর মধ্যে থাকতে হবে এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 2.00 পেতে হবে। যে সকল ভর্তিচ্ছুক প্রার্থীর বিষয়ভিত্তিক উপরোক্ত জিপিও গুলো থাকবে তারা ঢাকা মহিলা কলেজ আবেদন করার যোগ্যতা অর্জন করবে অথবা আবেদন করতে পারবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা হাজার 1660 টি

  • বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের জন্য আসন সংখ্যা-860 টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা-450 টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-350 টি।

উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ

ঢাকার মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি। হত গালস স্কুল এন্ড কলেজ উত্তরা ঢাকায় অবস্থিত।

অবস্থানঃ উত্তরা ঢাকা।

যোগ্যতাঃ উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজে ভর্তির আবেদন করতে চাইলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 4.50 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 3.50 এর মধ্যে থাকতে হবে এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 3.00 পেতে হবে। যে সকল ভর্তিচ্ছুক প্রার্থীর বিষয়ভিত্তিক উপরোক্ত জিপিও গুলো থাকবে তারা উত্তরা স্কুল এন্ড কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করবে অথবা আবেদন করতে পারবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা হাজার 2050 টি

  • বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের জন্য আসন সংখ্যা-850 টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা-650 টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-550 টি।

মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ

ঢাকার মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ অন্যতম Best college গুলোর মধ্যে একটি। ভেরণিকা গার্লস স্কুল এন্ড কলেজ ধানমন্ডি ঢাকায় অবস্থিত।

অবস্থানঃ ধানমন্ডি ঢাকা।

যোগ্যতাঃ মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজে ভর্তির আবেদন করতে চাইলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 4.00 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 3.00 এর মধ্যে থাকতে হবে এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 3.00 পেতে হবে। যে সকল ভর্তিচ্ছুক প্রার্থীর বিষয়ভিত্তিক উপরোক্ত জিপিও গুলো থাকবে তারা মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ এ আবেদন করার যোগ্যতা অর্জন করবে অথবা আবেদন করতে পারবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা হাজার 1750 টি

  • বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের জন্য আসন সংখ্যা-750 টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা-550 টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-450 টি।

ইডেন মহিলা কলেজ

ঢাকার মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে ইডেন মহিলা কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি। ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা অবস্থিত।

অবস্থানঃ আজিমপুর ঢাকা।

যোগ্যতাঃ ইডেন মহিলা কলেজে ভর্তির আবেদন করতে চাইলে এসএসসিতে  ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 5.00 এর মধ্যে থাকতে হবে এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 5.00 পেতে হবে। যে সকল ভর্তিচ্ছুক প্রার্থীর বিষয়ভিত্তিক উপরোক্ত জিপিও গুলো থাকবে তারা মেহেরুন্নেসা ইডেন মহিলা কলেজ এ আবেদন করার যোগ্যতা অর্জন করবে অথবা আবেদন করতে পারবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা হাজার 1345 টি

  • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা-1155 টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-190 টি।

ঢাকা মহিলা কলেজের তালিকা

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ঢাকার মহিলা কলেজের তালিকা গুলো সম্পর্কে. ঢাকা মহিলা কলেজের তালিকা গুলোর মধ্যে সেরা কলেজ গুলো হচ্ছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ওমেন কলেজ, হলিক্রস স্কুল এন্ড কলেজ, ঢাকা মহিলা কলেজ , উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ এবং ইডেন মহিলা কলেজ অন্যতম।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে দেখে নিন

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply