ই পাসপোর্ট ডেলিভারি চেক ২০২৩ (নতুন নিয়ম)

ই পাসপোর্ট ডেলিভারি চেক

বর্তমান সময়ে ঘরে বসে করা যায় না এমন কাজ খুবই কম। পাসপোর্ট রিনিউ করা বা নতুন পাসপোর্ট করার ঝামেলা খুবই কমন একটি বিষয়। তবে নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করলে কিভাবে অনলাইনে নিজের পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করা যায় অর্থাৎ ই পাসপোর্ট ডেলিভারি চেক সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – অনলাইনে কাতার আইডি চেক করার নিয়ম

ই পাসপোর্ট ডেলিভারি – e passport delivery

ই পাসপোর্ট ডেলিভারি হলো পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ। তবে সহজ ভাষায় সঠিক এবং নির্ভুল পাসপোর্ট ডেলিভারি পাওয়ার সিস্টেমকে ই পাসপোর্ট ডেলিভারি বলে এছাড়াও পাসপোর্ট রিনিউ করার জন্য অনলাইনে আবেদনের আপডেট অবস্থা জানাও ই পাসপোর্ট ডেলিভারির অন্তর্ভুক্ত।

এই পর্যায়ে আমরা ২০২৩ সালে ই পাসপোর্ট ডেলিভারি চেক করার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।

ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক করার নতুন নিয়ম

সাধারণত পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আবেদন শেষ করে ছবি, ফিঙ্গার প্রিন্ট, আইরিশ নেওয়ার পরবর্তীতে সাদা কাগজে পাসপোর্ট এর সঙ্গে সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ করে যে পেপারটি দেওয়া হয় মূলত সেটি পাসপোর্ট ডেলিভারি স্লিপ। এই ডেলিভারি স্লিপটি এনআইডি কার্ড এবং পূর্বের পাসপোর্ট এর সাথে মিলিয়ে দেখতে হবে। যদি কোন সংশোধন করে থাকেন সেটাও মিলিয়ে দেখতে হবে। সঠিকভাবে পাসপোর্ট ডেলিভারি পেতে পাসপোর্ট ডেলিভারি চেক করা খুবই গুরুত্বপূর্ণ।

পাসপোর্ট অফিসে থাকা অবস্থায় আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ অবশ্যই চেক করুন এবং যদি কোন ভুল দেখতে পান তবে সাথে সাথে ওই অফিসার কে জানাতে হবে। যিনি আপনাকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়েছিলেন। ই পাসপোর্ট ডেলিভারি চেক ফলো না করে অফিস থেকে চলে গেলে বা অন্য কোন দিন এসে সংশোধনী কথা বললে সংশোধনের জন্য টাকা এবং সময় দুটোই নষ্ট হবে এবং এটার জন্য আলাদা প্রসেসে এগোতে হবে যা অনেক ঝামেলা পূর্ণ।

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি

১। পাসপোর্ট ডেলিভারি চেক করতে প্রথমে ভিজিট করতে হবে www.r passport.gov.bd/application-status সাইটে। সরাসরি ভিজিট করতে এখানে ক্লিক করুন 

২। এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিতে হবে।

৩। এরপরে ডেট অফ বার্থ দিয়ে নিচে ভেরিফিকেশনের টিক চিহ্ন দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই ই পাসপোর্ট স্ট্যাটাস শো করবে।

৪। ই পাসপোর্ট ডেলিভারি চেক করার সময় যদি দেখা থাকে your passport ready for issuance তার মানে পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত আছে।

আরো পড়ুন – ইউনিয়ন গর্ভবতী কার্ড করতে কি কি লাগে ২০২৩

ই পাসপোর্ট ডেলিভারি পাসপোর্ট সংগ্রহ পদ্ধতি

ই পাসপোর্ট ডেলিভারি চেক ২০২৩ এর মাধ্যমে এ পাসপোর্ট ডেলিভারি এবং এমআরপি পাসপোর্ট এর ডেলিভারি পদ্ধতি একই। পাসপোর্ট আবেদন শেষে পাসপোর্ট অফিস থেকে ছোট্ট একটি স্লিপ দেয়া হয় যাতে আপনার পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকে। সেটাই পাসপোর্ট ডেলিভারি স্লিপ ওই ডেলিভারি স্লিপ নিয়েই আপনাকে পাসপোর্ট অফিসের পাসপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে পাসপোর্ট ডেলিভারি নিয়ে নিতে হবে।

পাসপোর্ট ডেলিভারির সময় যা যা নিতে হবে

পাসপোর্ট ডেলিভারি সময় অবশ্যই সাথে নিতে হবে পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং যদি আগে কোন পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে।

অনলাইনে ই পাসপোর্ট চেক করতে প্রয়োজনীয় জিনিস

অনলাইনে ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করার জন্য যা যা লাগবে সেগুলো হল-

১। ইন্টারনেট সংযোগসহ একটা কম্পিউটার অথবা মোবাইল ফোন।

২। অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ পাসপোর্টে অনলাইন আবেদন করার পর অ্যাপ্লিকেশন সামারি পেজ থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি ।

৩। পাসপোর্ট আবেদন দেয়া জন্ম তারিখ।

অনলাইনে ই পাসপোর্ট ডেলিভারী চেক করার নিয়ম ২০২৩

১। ই পাসপোর্ট আবেদন চেক করার জন্য প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার থেকে ই পাসপোর্ট এর অফিসিয়াল পেজ https://www.epassport.gov.bd/landing সাইটে প্রবেশ করতে হবে।

২। এরপর এই পাসপোর্ট সাইটে প্রবেশের পরবর্তীতে চেক স্টাটাস মেনুতে ক্লিক করতে হবে।

৩। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেইজে অনলাইনে পাসপোর্ট আবেদনের সময় যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়েছিল অথবা পাসপোর্ট অফিসের সকল কার্যসম্পাদনের পরবর্তীতে ডেলিভারি স্লিপ পেয়েছিলেন। সেই ডেলিভারি স্লিপের উল্লেখিত এপ্লিকেশন আইডি দিয়ে নিজের পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে পারা যায়।

৪। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে।

৫। এরপর পাসপোর্ট আবেদনে প্রধানকৃত নিজের জন্ম তারিখ সিলেক্ট করতে হবে।

৬। সবশেষে আইএম হিউম্যান (I am human) লেখার বাম পাশে ঘরে টিক চিহ্ন দিয়ে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

৭। সবশেষে নিচে নীল রঙের ঘরে লেখা চেক বাটনে ক্লিক করলে আপনার আবেদনকৃত ই পাসপোর্ট এর আপডেট অবস্থা শো করবে।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়

অনেক সময় অসাবধানতাবশত অনেকেরই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায়। ই পাসপোর্ট ডেলিভারি চেক ২০২৩ জানার পাশাপাশি পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করা উচিত তাও জেনে রাখা দরকার। পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে অবশ্যই প্রথমে থানায় জিডি করতে হবে। পাসপোর্ট ডেলিভারি সিপ হারিয়ে যাওয়ার সাথে সাথে থানায় জিডি করলে বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্তি লাভ করা যায় এবং ওই জিডির কপি নিয়ে পাসপোর্ট অফিসে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে।

ই পাসপোর্ট ডেলিভারি টাইম

ই পাসপোর্ট ডেলিভারি চেক ২০২৩ অনুযায়ী ই পাসপোর্ট ডেলিভারি টাইম বা অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার সময় শুক্র, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলো বাদে যে কোন দিন। তাছাড়া যেকোন পাসপোর্ট ডেলিভারি কাউন্টার থেকেই পাসপোর্ট সংগ্রহ করা যায়। বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস সকাল আটটা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকে। এ সময়ের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে।

তবে দেশের কিছু কিছু পাসপোর্ট অফিস এর টাইম আলাদাভাবে উল্লেখ করে তাদের অফিসের নোটিশ বোর্ডে নোটিশ দিয়ে থাকে। সবচেয়ে ভালো হয় পাসপোর্ট অফিসে পাসপোর্ট সংগ্রহ করতে যাওয়ার আগে তাদেরকে ফোন দিয়ে পাসপোর্ট ডেলিভারির সময় জেনে নিতে পারলে।

পাসপোর্ট ডেলিভারি ডেট

কোন ধরনের পাসপোর্ট আবেদন করছেন তার উপর নির্ভর করে পাসপোর্ট ডেলিভারির ডেট নির্ধারণ করা হয়। তবে ই পাসপোর্ট ডেলিভারি চেক ২০২৩ অনুসারে সাধারণ পাসপোর্ট এর জন্য আবেদন করলে আবেদন জমা নেওয়ার দিন থেকে ২১ দিন পরে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়। জরুরি অবস্থায় আবেদন করলে পাসপোর্ট আবেদনের দিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়।

অতি জরুরি আবেদন করলে তিন কর্ম দিবসের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়। তাছাড়া পাসপোর্ট ডেলিভারি স্লিপ এর উপরের বাম পাশে ই পাসপোর্ট এর ডেলিভারি টাইম উল্লেখ করে দেওয়া থাকে।

অনলাইনে ই পাসপোর্ট আবেদনের নতুন নিয়ম

ডিজিটাল বাংলাদেশ বিনির্মান এর লক্ষে বর্তমানে পাসপোর্ট আবেদন, সংশোধন ও রিনিউ সবকিছু অনলাইনে করা যাচ্ছে। পাসপোর্ট রিলেটেড যেকোন কাজ করতে প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে https://www.epassport.gov.bd/landing এই ওয়েবসাইটে

এই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে কোন প্রকার দালাল ছাড়া পাসপোর্ট রিলেটেড যেকোন কাজ করে ফেলা যাবে খুব সহজে এবং দ্রুত।

পরামর্শ

পাসপোর্ট এর যে কোন ভুল সংশোধনের জন্য অতিরিক্ত টাকা এবং সময় এর প্রয়োজন হয়। তাই পাসপোর্ট এর ফরম পূরণের সময় এবং তথ্য প্রদানের সময় সঠিক তথ্য ও নির্ভুলভাবে ফরম পূরণ করা উচিত। এর ফলে অহেতুক ঝামেলা এড়িয়ে চলা সম্ভব হয়। এবং পাসপোর্ট সময় মত হাতে পাওয়া সম্ভব হয়। পাসপোর্ট হারিয়ে গেলে কি করনীয় কিংবা পুরাতন পাসপোর্ট রিনিউ করার জন্য এছাড়া বিভিন্ন তথ্যের জন্য পাসপোর্ট অফিসের হেল্পলাইনে কল করে বিস্তারিত জেনে নিলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

ই পাসপোর্ট ডেলিভারি চেক

মন্তব্য

আজকে আমরা ই পাসপোর্ট ডেলিভারি চেক ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply