ঢাকার ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তালিকা
বর্তমানে ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলের তুলনায় ইংলিশ মিডিয়াম মাদ্রাসা খুবই কম। তবে আজকে আমরা ঢাকার ইংলিশ মিডিয়াম মাদ্রাসা তালিকা ও মাদ্রাসার শিক্ষার মান ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এটি আপনাদের অনেক ভালো লাগবে।
আরো পড়ুন – ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা
কওমি এডুকেশন ইনস্টিটিউট ঢাকা
এটি বাংলাদেশের প্রথম হাফেজী মাদ্রাসা। যেখানে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম সিস্টেম রয়েছে। শিক্ষার পরিবেশ এখানে খুবই উন্নত মানের। এখানে খুব অল্প সময়ে ছোট ছোট বাচ্চাদের পবিত্র কোরআনের হাফেজ বানানো হয় এবং প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমে পড়ানো হয়।
ঠিকানা- ঢাকা চিটাগাং রোডের পাশেই সিদ্ধিরগঞ্জ, হাউসিং, নারায়ণগঞ্জ।
মোবাইল নাম্বার- ০১৭২২ ৪৭৬১৬০ । whatsapp বা ইমো নাম্বার ০১৯৭২ ৪৭৬১৬০
কিভাবে যাবেন- চিটাগাং রোড নেমে রিকশাযোগে হাউসিং ফকির বাড়ি মসজিদের সামনে গ্লোবাল কমিয়ে এডুকেশন ইনস্টিটিউট।
মাদ্রাসার বৈশিষ্ট্য
- এখানে পাঁচজন শিক্ষার্থীর পাঠদানের জন্য একজন বিষয় ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক নিযুক্ত থাকেন
- শিক্ষকরা মুখে মুখে এবং খেলার ছলে হাতে কলমে পাঠ দান করায় যাতে চার বছর বয়সে শিশু ভর্তি হওয়ার এক বছরের মধ্যে নাজেরা শেষ করে হিপজ শুরু করার যোগ্যতা গড়ে ওঠে
- মেধা অনুযায়ী তদবির হদর মশকের মাধ্যমে পূর্ণ কোরআনুল কারীমের ৩০ পারা শেষ করে
- নাজারা বিভাগে পাঁচ পারা সহ ৭০% কুরআনুল কারীম মুখস্ত করানো হয়
- ভর্তি হওয়ার তিন বছরের মধ্যে অনর্গল ইংলিশে কথা বলতে সক্ষম হয়
- ভর্তির পাঁচ বছরের মাধ্যমে ইংরেজি আরবিও বাংলা ইসলামিক বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে বিষয়ভিত্তিক বক্তব্য দিতে সক্ষম হয়
Idc ইংলিশ মিডিয়াম মাদ্রাসা
idc ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আরবি ও ইংরেজি মিডিয়ামে পরিচালিত। ছেলে ও মেয়েদের সুশিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান। সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে এই মাদ্রাসা হতে পারে সুন্দর একটি প্রতিষ্ঠান। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষাও দেওয়া হয়।
ঠিকানা- ক 65/5 শাহজাদপুর গুলশান ঢাকা ১২১২
মাদ্রাসার বৈশিষ্ট্য
- এই প্রতিষ্ঠানে নূরানী নাজেরা হিফজুল কোরআন প্লে থেকে এ লেবেল পর্যন্ত এবং তাকমীল শাখা ফতোয়া বিভাগ দাওয়া রুকাইয়া ইসলামের রিসার্চ সেন্টার রয়েছে।
- এছাড়াও প্রতিদিন নির্দিষ্ট সময় নূরানী পদ্ধতিতে সুন্দর ও শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়
- আইসিটি সহ ডিজিটাল এডুকেশনের বিশেষ ব্যবস্থা রয়েছে।
- আবাসিক অনাবাসিক সিস্টেম রয়েছে
- আলাদা টিউশনি পড়তে হয়না
পাঠ দানের ধরন- এখানে মর্নিং মাদ্রাসা বা ডে কেয়ার অনাবাসিক, আবাসিক বয়স্ক শিক্ষা দেওয়ার সিস্টেম রয়েছে। এবং বালক বালিকা আলাদা শাখা রয়েছে। ক্লাসের ধরন ছাত্র এবং ছাত্রীদের আলাদাভাবে ক্লাস নেওয়া হয় এবং ছাত্রীদের পর্দা রক্ষা করে পরিচালনা করা হয়।
বিভাগ-
- নূরানী
- নাজেরা
- হিফজুল কুরআন
- প্লে টু এ লেবেল
- দীনিয়া এবং পর্যায়ক্রমে তাকমীল শাখা পর্যন্ত রয়েছে
- ফতোয়া দেওয়া
- রুকাইয়া
- আইসিটি ও ডিজিটাল বিভাগ
- এবং রিসার্চ সেন্টার
মাদ্রাসার বিভিন্ন ধরনের সুবিধা
এই মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। যা তাদের মেধাবিকাশে সহায়তা করে।
- ক্লাস ফাইভ থেকে ক্লাস ১২ পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ যত্নের সহকারে পড়ানোর ব্যবস্থা রয়েছে
- স্পেশাল শিক্ষক ও শিক্ষিকার মাধ্যমে বিশেষ ক্লাসের ব্যবস্থা
- এতিম বা অনাথ ছাত্র ছাত্রীদের ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা
- গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড়
- ক্লাস টেনের পর থেকে কর্ম শিক্ষার উপর 50% গুরুত্ব দেওয়া হয়
- আরবিও ইংরেজি ভাষা কোর্স ক্লাস ফাইভ থেকে শুরু করা হয়
- প্রোগ্রামিং, গণিত অলিম্পিয়া,ড, জুনিয়র সাইন্স অলিম্পিয়াড আন্তর্জাতিক অলিম্পিয়া্ড, প্রোগ্রামিং কন্টেস্টে যোগ দেওয়ার জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা
- হাফেজ ছাত্র এবং ছাত্রীদের আন্তর্জাতিক হাফেজ এবং ক্বারী সাহেব বা সাহেবার মাধ্যমে শুনানো
- হদর ও কারিয়ানা প্রশিক্ষার ব্যবস্থা এবং
- ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য বিশেষভাবে আলাদা তৈরি করা হয়
ইংলিশ মিডিয়াম মাদ্রাসার খরচ
অনাবাসিক ছাত্রছাত্রীরা শুধুমাত্র ভর্তি ফি ও মাসিক বেতন দিবে। মাসিক বেতন ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে। আবাসিক ছাত্রদের জন্য থাকা খাওয়ার আলাদা ফি দিতে হয়। এছাড়াও হাফেজি এবং নূরানী পড়ানোর জন্য আলাদা ভর্তি ফি দিতে হয়।
ছাত্র-ছাত্রীদের শ্রেণীর উপর নির্ভর করে সিলেবাস বই মাদ্রাসার নির্দিষ্ট ড্রেস ইত্যাদি তৈরিতে অন্যান্য মাদ্রাসার চাইতে খরচ কিছুটা বেশি হতে পারে। তবে ইংলিশ মিডিয়াম মাদ্রাসার খরচ একটু বেশি হলেও এখানে পড়ার মান অনেক উন্নত হয়ে থাকে।
মন্তব্য
আজকে আমরা ঢাকার ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তালিকা ও মাদ্রাসার পাঠদান এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি অভিভাবকদের জন্য এটি অনেক কাজে লাগবে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন।
ঢাকার ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পউন –
- চট্টগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা
- ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ কেমন
- ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা