বিমানে ওঠার আগে কি কি করতে হয়
আসসালামুআলাইকুম বন্ধুরা। যারা এর আগে কখনো বিদেশ যান নাই তাদের প্রধান একটা সমস্যা থাকে বিমানবন্দরের যাওয়ার পরে কিভাবে কি করবেন। বিমানে যাত্রার পূর্বে বিমানবন্দরে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয়। সবগুলো নিয়ম আগে থেকে ভালোভাবে জানা না থাকলে এয়ারপোর্টে আপনার অনেক সময় নষ্ট হতে পারে। এমনকি আপনার ফ্লাইট ক্যানসেল হয়ে যেতে পারে। তাই যেসব প্রবাসী ভাইয়েরা প্রথমবারের মতো বিদেশ যাবেন তাদের জন্য আজকের ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
আজকের ব্লগে আমরা বিমানে ওঠার আগে কি কি করতে হয়, বিমানে ওঠার সম্পূর্ণ নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকার পর থেকে আপনার গন্তব্য স্থল অর্থাৎ বিদেশের বিমানবন্দরে নামার পর পর্যন্ত কি করতে হবে সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে আজকের ব্লগে।
বিমানে ওঠার সম্পূর্ণ নিয়ম
এয়ারপোর্টে ঢোকার পর থেকে বিমানে ওঠার আগ পর্যন্ত অনেকগুলো সিকিউরিটি চেকিং হয় এবং নির্দিষ্ট কিছু নিয়ম আছে সবগুলো ফলো করতে হয়। আমরা বিমানে ওঠার আগে কি কি করতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি
ধাপ ১ – ব্যাগ স্ক্যানিং : বিমানবন্দরের ঢুকার সময় প্রথমে আপনার ব্যাগ টি কেন করা হয়। অর্থাৎ চেকিং করা হবে আপনার ব্যাগে কোন ক্ষতিকর জিনিস রয়েছে কিনা একই সাথে আপনার সম্পূর্ণ শরীর চেক করা হবে। এর জন্য আপনার কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। স্ক্যানিং ও সিকিউরিটি চেকিং হয়ে গেলে আপনাকে ভেতরে ঢুকতে দেবে।
ধাপ ২ – করোনা রিপোর্ট জমা : পরবর্তী দাপে আপনাকে একটি কাউন্টারের করোনা টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। করোনার আগে এই নিয়ম ছিল না কিন্তু ২০২০ সালের পর থেকে করোনা রিপোর্ট জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। আপনার সাথে করোনা টেস্ট করানো না থাকে অথবা করোনা রিপোর্ট বেশি পুরাতন হয় তাহলে প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে বিনামূল্যে করোনা টেস্ট করাতে পারবেন।
প্রবাসী কল্যাণ ডেস্ক এ স্যাম্পল জমা দেয়ার পর একটা জায়গায় অপেক্ষা করতে হবে এবং নির্দিষ্ট সময় পরে আপনার রিপোর্ট দেয়া হবে। তবে আমাদের সাজেশন থাকবে আপনি আগেই করোনা টেস্ট করিয়ে নিন। এতে করে এয়ারপোর্টে গিয়ে আপনার কষ্ট করতে হবে না এবং অনেক সময় সেভ হবে।
ধাপ ৩ – বোর্ডিং পাস : করোনা রিপোর্ট জমা দেয়ার পর আপনাকে বোর্ডিং পাস এর জন্য অনুমোদন দেয়া হবে। বোর্ডিং পাস হচ্ছে ইমিগ্রেশনে যাওয়ার আগে ওয়েট করার জায়গা। বোর্ডিং পাস হচ্ছে এমন একটি কাগজ যেটা আপনার কাছে থাকা মনে হচ্ছে আপনি এর আগে সবগুলো কাজ ঠিকভাবে করেছেন এবার আপনি ইমিগ্রেশন এর জন্য প্রস্তুত। করোনা রিপোর্ট জমা দেয়ার পর দেখবেন সবাই সিরিয়াল ধরে বোর্ডিং পাস নিচ্ছে আপনিও সিরিয়ালে দাঁড়িয়ে নিজের বোডিং পাস গ্রহণ করবেন।
ধাপ ৪ – ইমিগ্রেশন : ইমিগ্রেশন বিমানে ওঠার আগে এয়ারপোর্ট এর সর্বশেষ চেকিং। যেমনটা আমরা বলেছিলাম এয়ারপোর্টে ঢোকার সময় আপনার ব্যাগ এবং আপনার শরীর একবার চেক করা হবে। কিন্তু ইমিগ্রেশনে একটি গোপন কক্ষে আপনার ব্যাগ এবং আপনার শরীর পুনরায় ভালোভাবে চেক করা হবে। এক্ষেত্রে আপনার জুতা মোজা শরীরের জামা কাপড় খুলে এক নির্দিষ্ট ঝুড়িতে রাখতে হবে। এরপর সম্পূর্ণ শরীর ভালো ভাবে চেক করা হয়ে গেলে আপনাকে বিমানে ওঠার অনুমতি দেয়া হবে।
ধাপ ৪ – বিমানে উঠা : ইমিগ্রেশন এর ফাইনাল চেক শেষ করার পর আপনি সরাসরি বিমানে উঠতে পারবেন। এক্ষেত্রে বিমান ছাড়ার কিছু সময় আগে আপনাদেরকে বিমানে উঠতে হবে। সাধারণত বিমান আকাশে উড়ার সময় মোবাইল ব্যবহার করতে দেয় না। তাই বিমান রানওয়েতে থাকা অবস্থাতেই পরিবারের সাথে কথা বলে নিতে পারেন।
ধাপ ৪ – বিমানে যাত্রা : সাধারণত বিমানের যাত্রীদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দেয়া হয়। যেমন আপনার জন্য ফ্রি খাবারের ব্যবস্থা থাকবে এবং আপনি চাইলে মুভি এবং নাটক দেখতে পারবেন। আপনার যে কোন রকম সমস্যা হলে বিমানে থাকা বিমানবালাদের ডাক দিতে পারেন। তারা যেকোন সময় আপনার সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত থাকবেন। এছাড়াও বিমানের টয়লেট ব্যবহার করতে পারেন। বিমানে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত তা জানতে এই পোস্টটি পড়ুন।
ধাপ ৪ – বিমানে ল্যান্ডিং : সব ঠিক ঠিক থাকলে আতিকুল শুধু সময়ের মধ্যেই দেশে পৌঁছে যাবেন। সাধারণত বিমান নামার পর কাউন্টার পর্যন্ত একটি বিশেষ গাড়িতে করে যাত্রীদের কাউন্টার প্রশান্ত নিয়ে যাওয়া হয়। এরপর যে দেশে যাবেন সে এয়ারপোর্টের কাউন্টারে আপনার কাগজপত্র পুনরায় চেক করা হবে। এবং সব ঠিক থাকবে আপনি কয়েক ঘন্টার মধ্যেই এয়ারপোর্ট থেকে বের হয়ে আসতে পারবে।
বিমানে যেসব কাজ ভুলেও করবেন না
যারা প্রথম বিমানে যাচ্ছেন তাদের অনেকেই জানেনা বিমানে ওঠার আগে কি কি করতে হয় আর কোন জিনিসগুলো করা উচিত না। বিমানের যাত্রা বাস কিংবা ট্রেনের চেয়ে কিছুটা ভিন্ন। এখানে সব কিছু একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে করতে হয়। তাই যারা প্রথমবার বিমানে উঠবেন তাদের জন্য আমরা কিছু নিয়ম বলে দেয়ার চেষ্টা করছি।
- পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দর যেতে হবে। যেমনটা উপরে দেখেছেন বিমানে ওঠার আগে বেশ কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই নিরাপদ থাকার জন্য কমপক্ষে তিন ঘন্টা অতিরিক্ত সময় হাতে নিয়ে আসুন।
- বিমানে উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। এতে করে অন্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- হেডফোন ছাড়া গান শোনা অথবা ভিডিও কলে কথা বলা থেকে বিরত থাকুন।
- বিমানের টয়লেট ব্যবহার করলে পর্যাপ্ত পানি দিয়ে তা পরিষ্কার করে আসবেন। এবং টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করা অভদ্রতা।
- বিমানের প্রত্যেক যাত্রীর জিনিসপত্র রাখার জন্য কিছু জায়গা বরাদ্দ থাকে। আপনার কোন কিছু রাখার সময় খেয়াল করবেন অন্য কারো জায়গা বেদখল না হয়।
- বিমানের ভেতর ধূমপান করা থেকে বিরত থাকুন। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।
- বিমানবালাদের সাথে ভালো ব্যবহার করুন। আপনার যে কোন সমস্যা হলে তাদের ভদ্রভাবে ডেকে কথা বলুন।
ঢাকা থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে
এতক্ষন আমরা বিমানে ওঠার আগে কি কি করতে হয় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যারা প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন তাদের মাথায় একটি কমন প্রশ্ন বারবার আসে তা হচ্ছে ঢাকা থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে। সাধারণত ঢাকা থেকে সৌদি আরব যেতে ৫ ঘণ্টার মতো সময় লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সময় একটু কম বেশি হতে পারে।
আরো পড়ুন – অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক | gamca medical report check online
ঢাকা থেকে সৌদি আরব কত কিলোমিটার
উপরে আমরা বিমানে ওঠার আগে কি কি করতে হয় সে ব্যাপারে আলোচনা করেছি। অনেকেই আমাদের কাছে জানতে চান থাকা থেকে সৌদি আরবের দূরত্ব কত কিলোমিটার। ঢাকা থেকে সৌদি আরবের দূরত্ব ৪৫৮৭ কিলোমিটার। এবং এই দূরত্ব পার করতে আপনার প্রায় ৬ ঘন্টার মত সময় লাগবে
ঢাকা থেকে সৌদি আরব বিমান ভাড়া কত
যেমনটা উপরে আমরা দেখেছি ঢাকা থেকে সৌদি আরবের দূরত্ব ৪৫৮৭ কিলোমিটার। ঢাকা থেকে সৌদি আরবের বিমান ভাড়া ১,৫০,৫৮০ টাকা অর্থাৎ প্রায় দেড় লক্ষ টাকার মত।
বিমানে ওঠার আগে কি কি করতে হয়
উপরে আমরা বিমানে ওঠার আগে কি কি করতে হয় ও বিমানে উঠার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমরা নিয়মিত প্রবাসি ভাইদের জন্য বিভিন্ন পোষ্ট করে থাকি। ভালো লাগলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোষ্টগুলো পড়তে পারেন। এছাড়া কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ
আরো পড়ুন – সৌদি যাত্রীদের এয়ারপোর্টে কি কি কাগজ লাগে – এয়ারপোর্টে কি কি করতে হয়