তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ কি?

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

মুসলমানদের জীবনের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় পরস্পরকে শুভেচ্ছা জানাতে সাধারণত আমরা ঈদ মোবারক ব্যবহার করে থাকি। এই শব্দের অর্থ আনন্দ বা খুশি আর ঈদ মোবারক শব্দের অর্থ কল্যাণময় এবং বরকতপূর্ণ।

কিন্তু বর্তমানে অনেকেই তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে থাকেন। কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর অর্থ কি সে সম্পর্কে বিস্তারিত জানেন না। আজকে আমরা তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ কি এবং সে সম্পর্কে বিস্তারিত ইতিহাস এবং তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব।

আরো পড়ুন – ঈদের চাঁদ নিয়ে ক্যাপশন, ঈদের চাঁদ ইসলামিক পোষ্ট

ঈদ মোবারক এর ইতিহাস

Untitled design 2023 11 08T211349.384

ঈদ মোবারক বা ঈদ মুবারক আরবিতে বলা হয়। ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হিসেবে এটি অনেক আগ থেকেই প্রচলিত হয়ে আসছে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। সাধারণত ঈদ শব্দের অর্থ আনন্দ খুশি উচ্ছ্বাস আর মোবারক শব্দের অর্থ কল্যাণময় এবং বরকতপূর্ণ।

সুতরাং ঈদ মোবারক এর অর্থ হল ঈদ কল্যাণময় হোক অথবা আনন্দ উদযাপন কল্যাণজনক হোক। আমাদের দেশে সাধারণত ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা সবাইকে জানানো হয়। এ প্রচলনটা অনেক আগ থেকেই সুন্দর এবং প্রচলিত। তবে সালামের আগেই ঈদ মোবারক বলা উচিত নয়। কারণ এভাবে শুভেচ্ছা বিনিময় করতে গেলে সালাম দেওয়া হয় না।

আরো পড়ুন – ঈদে ঘুরাঘুরি ক্যাপশন, ঈদ আনন্দ নিয়ে স্ট্যাটাস

তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম এর ইতিহাস

ইদ মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই ঈদের দিন একে অপরের সঙ্গে দেখা হলে এক মুসলমান অপর মুসলমানের সাথে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করা সর্বোত্তম পদ্ধতি এবং দোয়া হলো-

تقبل الله منا ومنكم

উচ্চারণ : তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

যার অর্থ- আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন।

এ সম্পর্কে হাদিসে আছে- “ওয়াসিলা রাদিয়াল্লাহু বলেন- আমি রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম আমি বললাম তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা রাসূল সাল্লালাহু সাল্লাম বললেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা। (বায়হাকী হাদিস নাম্বার ৩/৪৬)

হাদীস শরীফে অন্যথায়, “এসেছে জুবায়ের ইব নুনু ফায়দা রাদিয়াল্লাহু তায়ালা আল্লাহু হতে বর্ণিত- তিনি বলেন নবীজি সাঃ এর সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আমার এবং আপনার সকল ভাল কাজগুলোকে কবুল করুক। (ফাতহুল কাদির খন্ড দুই পৃষ্ঠা নাম্বার ৫১৭)

ঈদের দিনে সালাম এর গুরুত্ব

ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সালাম দেওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে সালাম দিতে ভুলে যায়। অথচ সালামের মাধ্যমে মহান আল্লাহতালা একে অপরের মাঝে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে দেন। হাদিসে এসেছে-

“নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর একে অন্যকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবেনা। আমি কি তোমাদেরকে এমন একটি কাজ শিখিয়ে দেবো যা করলে তোমরা পরস্পরকে ভালবাসতে পারবে। সে কাজটি হল তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন কর। (সহীহ মুসলিম হাবিব, হাদিস নাম্বার ১২৭)

ঈদের দিনে কোলাকুলি করার গুরুত্ব

মোয়ানাকা বা কোলাকুলি মুসলিম সংস্কৃতির একটি অংশ। কোন ব্যক্তির সঙ্গে প্রথম সাক্ষাৎ হলে সালাম মোসাফা এবং কোলাকুলি করার সুন্নতি আমল। প্রতিদিনই করা উচিত সারা বছর শুধুমাত্র আমল না করে ঈদের দিনের জন্য জমা করে রাখা কোন ভাবেই ঠিক নয়। হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন-

“রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সাহাবীরা পরস্পর সাক্ষাৎ হলে হাত মেলাতো আর তারা সফর থেকে আগমন করলেও মোয়ানাকা করত”

ঈদের দিন করণীয়

Untitled design 2023 11 08T211417.577

তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম অর্থ কি সে সম্পর্কে আমরা উপরে জেনেছি। এখন আমরা জানবো ঈদের দিন এই শুভেচ্ছা বিনিময় ছাড়াও আরো কি কি বিষয় করতে হয়-

  • ঈদের দিন ফজরের নামাজ জামাতে পড়া উত্তম
  • সকালে ঈদের নামাজ আদায় করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনে গোসল করা
  • ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের জামাতে যাওয়ার আগে সুন্দর পোশাক পরা
  • সুগন্ধি ব্যবহার করা
  • সুন্দর করে সাজসজ্জা করা
  • ঈদের শাওয়ালের চাঁদ দেখার প্রথম সুন্নত কাজ হল তাকবির পড়া
  • ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করা
  • ঈদের নামাজের আগে যাবার আগে খাবার বা যেকোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার খাওয়া
  • ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া
  • এক পথে যাওয়া এবং অন্য পথে ঈদগাহ থেকে ফিরে আসা
  • আত্মীয়-স্বজনদের মাঝে তোহফা বিতরণ করা
  • ঈদের নামাজের পর খুতবা শোনা
  • সামর্থ্য অনুযায়ী দান খয়রাতে যাওয়া
  • ঈদগাহে দ্রুত আগে যাওয়া
  • ঈদগাহে ধীরস্থিরভাবে যাওয়া
  • ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় নিঃশব্দে তাকবীর করা
  • ঈদুল আযহা দিন ঈদগাহে যাওয়ার সময় তাকবীর উচ্চ সরে পড়া
  • চলতে ফিরতে তাকবির বলা
  • মুসলমানদেরকেও প্রার্থনা জানানো
  • কোরবানি ঈদের দিন যে লোকের পক্ষে কোরবানি করা সম্ভব সে কোরবানি করা
  • ঈদের নামাজ এবং কোরবানির জন্য যবেহ করার পর নখ এবং শরীরের লোম কাটা মুস্তাহাব

ঈদের দিনের ভুলগুলো

ইদের দিন আমরা এমন সব কাজ করে থাকে যার শরীয়ত বিরোধী এবং যা করা মোটেও উচিত নয়। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ অনেকে জানলেও কি কি কাজ ইদের দিন করা উচিত নয় অনেকেই কিন্তু সে সম্পর্কে অনেকে জানে না। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম শুভেচ্ছা বিনিময় করার পর ইদের যে ভুল গুলো হয় তা নিচে তুলে ধরা হল-

  • ঈদের দিন সারারাত ইবাদতের মাধ্যমে অতিক্রম করার বিধান আছে এরূপ বিশ্বাস করা
  • দুই ইদে কবর জিয়ারত করা
  • জামাত পরিত্যাগ করা
  • দেরিতে ঘুমানো এবং ফজরের সালাত আদায় করতে না পারা
  • নামাজ পড়ার স্থানে রাস্তাঘাটে বা বিভন্ন স্থানে পুরুষদের সাথে নারীদের একত্রিত হওয়া
  • আর ওইসব জায়গায় পুরুষদের সাথে ভিড় জমানো
  • নারীদের সুগন্ধি ব্যবহার করার সাজগোজ করে পর্দা ছেড়ে বের হওয়া
  • হারাম গান শোনা

নারীরা ঈদের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা?

পুরুষদের ঈদের নামাজ সম্পর্কে মাসয়ালা জানলেও নারীদের ইদের নামাজ সম্পর্কে অনেকেই কোন তথ্য জানেন না। অনেকেই মনে করেন ঈদের নামাজ মহিলা এবং পুরুষ সবার জন্যই ওয়াজিব। এটি শুদ্ধ নয়। ঈদের জামাতে অংশগ্রহণ করা এবং জুমার নামাজের অংশগ্রহণ করা নারীদের জন্য ওয়াজিব নয়।

এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। নারীরা ঈদের নামাজ অংশগ্রহণ না করলে বা নামাজ না পড়লে গুনাগার হবেন না। কিন্তু চাইলে জুমুয়ার নামাজে অংশগ্রহন করতে পারবেন।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ কি?

আজকে আমরা তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম অর্থ কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ  সম্পর্কে আর্টিকেলটি ভালো লেগেছে। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম সম্পর্কে আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইট  বুকমার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply