১০০+ জালাল উদ্দিন রুমির উক্তি ও পংক্তি

জালাল উদ্দিন রুমির উক্তি

জালাল উদ্দিন রুমি কে চিনে না এমন মানুষ খুবই কম আছে। তিনি ১৩ শতাব্দীর একজন ফার্সি কবি ছিলেন। এছাড়াও একজন সুফিয়ান ছিনেন তিনি। তিনি সুন্দর সুন্দর উক্তি বাণী এবং পংক্তির মাধ্যমে অনেক মানুষের মন জয় করেছিলেন। তাই অনেকেই বিখ্যাত জালাল উদ্দিন রুমির উক্তি সম্পর্কে জানতে গুগলে সার্চ করেন।

আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আরো পড়ুন – প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জালাল উদ্দিন রুমি কে?

জালাল উদ্দিন মোহাম্মদ রুমি ৩০ সেপ্টেম্বর ১২৮৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৭ই ডিসেম্বর ১২৭৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি জালাল উদ্দিন মোহাম্মদ বালখি, মাওলানা রুমি, মৌলভী রুমি নামেও পরিচিত। ১৩ শতাব্দীর একজন ফার্সি সুন্নি মুসলিম কবি আইন ও ইসলামিক ব্যক্তিত্ব ধর্ম তাত্ত্বিক এবং সুফি ছিলেন।

রুমির প্রভাব দেশের সীমানা ছাড়িয়েও বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছিল। তাকে ফার্সি, মধ্য এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার মুসলমানরা তাকে সমাদর করে হত।

জালাল উদ্দিন রুমির জীবনী

জালাল উদ্দিন মোহাম্মদ বালখি বা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি হল তার পুরো নাম। ইংরেজিতে তাকে রুমি নামে বেশি ডাকা হয়। বাকি এবং রুমিই তার জাতিগত নাম। তিনি মোল্লা রুমি নামেও পরিচিত ছিলেন। তবে তার ইরান উপনাসমূলক মাওলানা নামে পরিচিত। তুরস্কের মউলানা নামে পরিচিত। মাওলানা শব্দের আরবি অর্থ হচ্ছে শিক্ষক।

রুমি ফার্সি পিতা-মাতার ঘরে জন্মগ্রহণ করেন। তারা বর্তমান আফগানিস্তানের বালকের বাসিন্দা ছিলেন। বর্তমান তাজাকিস্তানের নদীর কাছের একটি গ্রামে বালক শহরের জন্মগ্রহণ করেন। বালকি ছিল তখন সুফি চর্চার কেন্দ্রবিন্দু।

আরো পড়ুন – একাকিত্ব নিয়ে ক্যাপশন, ছন্দ, বানী, উক্তি

জালাল উদ্দিন রুমির উক্তি

১। আল্লাহর কোরআনের কাছে যাও তাতে আশ্রয় নাও সেখানে নবীর আত্মার সাথে মিশো। বইটি বহন করে নবীর বিভিন্ন অবস্থার কথা তার পবিত্র মহিমা প্রকাশ কর।

২। যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে আমি কোরআনের দাস। আমি মোহাম্মদের রাস্তায় ধূলিকণা নির্বাচিত ব্যক্তি যদি কেউ আমার বলা বাণী ছাড়া অন্য কিছু আমার নামে চালায় আমি ত্যাগ করবো সে সকল শব্দের প্রতি ক্ষুব্ধ হয়ে।

৩। আমি আমার দুই চোখে বিরত রেখেছি এই পৃথিবী আর আখিরাতের অভিলাষ থেকে যা আমি মুহাম্মদ থেকে শিখেছি।

৪। হাদা কিতাবুল হচ্ছে মসনবী বই এবং এটি ধর্মের মূলের মূল এটি কোরআনের বর্ণনাকারী।

৫। আমার নির্দিষ্ট কোন ধর্ম নেই প্রেমই আমার একমাত্র ধর্ম।

৬। আমি মোঃ সাঃ এর পদনির্বাচিত পথে একটি ধূলিকণা মাত্র।

৭। যে মুহূর্তে তুমি তোমার উপর প্রতিটা সকল বাধা-বিপদ থেকে স্বীকার করে নেবে তখন থেকেই গুপ্ত দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে।

৮। কৃতজ্ঞতা আত্মার মত তাই মাতাল হও।

৯। জানো তুমি কে তুমি হচ্ছ একটা ঐশ্বরিক চিঠির খসড়া তুমি একটা আয়নার দেখাচ্ছ একটা মুহূর্ত চেহারা।

১০। মহাবিশ্ব তোমার বাইরে নয় নিজের ভিতর তাকাও তুমি যা চাও সব তুমি নিজে।

১১। যদি তুমি কারো হৃদয় জয় করতে চাও তবে প্রথমে অন্তরে ভালোবাসা রাখ নিজেকে আপন করার জন্য।

১২। যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে অন্যের পথে কাঁটা বিছানো ছেড়ে দাও।

১৩। কামেল পীর এর প্রতি সেজদাবণত হও এবং অনেক নৈকট্য অর্জন করো।

১৪। আমি প্রভুকে বললাম আমি তোমাকে জানার আগে মরবো না প্রভু উত্তর দিলেন যে আমাকে জানি সে কখনো মরে না।

১৫। কামেল পীর ব্যাতীত কেহ অন্তরকে সুস্থ করতে পারে না।

১৬। এই পৃথিবীতে মন থেকে ফুটে আসা মিষ্টি মুখের হাসির চেয়ে মূল্যবান আর কিছুই মনে হয় নাই বিশেষ করে তা যদি কোন নিষ্পাপ শিশু থেকে আসে।

জালাল উদ্দিন মোহাম্মদ রুমির উক্তি বাণী

১। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোন পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যে পোশাকের ভিতর কোন মানুষ নেই।

২। দুঃখ করো না তুমি যা কিছু হারিয়েছো তার জন্য তুমি আবার ফিরে পাবে যা কিছু হারিয়েছো তা অন্য এক রূপে।

৩। প্রেম সর্বদাই তৃষ্ণা সরূপ আর প্রেমিক সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতোই অনুসরণ করে।

৪। তোমাকে যা পরিশুদ্ধ করে সেটি হল সঠিক পথ।

৫। ছিলাম আমি নিষ্প্রাণ হয়েছি আমি প্রাণবন্ত।

৬। যদি আল্লাহর দয়া পেতে চাও তবে দুর্বলদের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও।

৭। যদি থাকে তোমার অতুল তবে দান করো তোমার সম্পদ যদি তোমার কিছুই না থাকে তবে দান করো তোমার হৃদয়।

৮। তোমরা চালাকি বিক্রি করে মুগ্ধতা কিনে এনো তাহলে লাভবান হবে।

Add a heading 10

৯। সবকিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা।

১০। মৃত্যু আমার বিবাহ বিবাহের দিন কি কেউ কাঁদে?

১১। সবকিছু জেনে ফেলায় জ্ঞানের অংশ নয় জ্ঞান হল কোন কোন বিষয় এরিয়ে যেতে হবে এবং ছেড়ে দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানা।

১২। ভালোবাসা হলো সুস্থ থাকার উপায় ভালোবাসা হলো সত্যি ভালোবাসা হলো সব কিছু বদলে দেওয়ার জাদু। ভালোবাসা হলো স্বর্গীয় সুখ।

১৩। এসো আবারও ভালবাসায় নিমগ্ন হয়ে এসো ভালবাসা এই পৃথিবীর সমস্ত ধূলিকণা চকচকে সোনায় রূপান্তর করি।

১৪। মুমিন ও কামেলদের দিল হাসিল করা তোমাদের জন্য হজে আকবর।

১৫। আল্লাহ প্রেমিকদের রুহ বা আত্মায় আশ্চর্যজনক বুলবুল। সে মুখে খুলে এমন হা করে যে কাঁটা এবং ফুল উভয় কে সে গিলে ফেলে।

১৬। প্রার্থনায় তো ধরা বাধা নিয়মের কোন দরকার নেই তিনি তো শুনতে পান ছলনাহীন অন্তরের কথা।

১৭। ওলীদের খেয়াল দুর্বল হয় না অবশ্যই অলিগন দের সব খেয়ালের প্রভাব ক্রিয়ায় আল্লাহর প্রেমের জ্বালা আবদ্ধ হয়ে থাকেন।

১৮। তা বস্তু নয় তুমি সরল পথ না চিনতে পারলেই তোমার নফস তোমাকে যা করতে বলে তা আর বিপরীত কর। সেটাই তোমার জন্য সরল পথ।

১৯। আমি আমার জন্য মরে গেছি বেঁচে আছি আমি তোমার কারনে।

২০। দোল ছাড়া আমার সমাধিতে এসো না কেননা খোদার ভোজ সভায় নিরানন্দ শোভা পায় না।

জালাল উদ্দিন রুমির পংক্তি

১। গোলাপ মরে গেল এবং বাগান বিধ্বস্ত আমরা কোথায় খুজে পাব গোলাপের সুগন্ধি গোলাপ জলে।

২। আমার কানে কে কথা বলছে তাহলে আমার কথাগুলো শুনছে কে

সে আমার কথাগুলো যেন আমার মুখ দিয়ে বলছে

কে আমার চোখ দিয়ে তবে বাহিরে দেখছে।

৩। তাহলে সারাদিন কি নিয়ে নিয়ে ভাবি তারপর আমি রাতে বলি আমার কথা। কোথা হতে আমি আগে আগত আমার লক্ষটি তাহলে কি আমার আত্মাটি অন্য কোথাও আমি তাতে নিশ্চিত।

৪। সবর হল চাবি যা সুখের দরজা খুলে দেয়।

৫। তুমি এমন ভাবে পূর্ণ অর্জন করা যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতে পারো তুমি তোমার খোদার ইবাদতে মগ্ন আছো।

৬। তুমি কেবলমাত্র তোমার হৃদয়ের মাধ্যমে অসীম আকাশটাতে ছুঁতে পারবে।

৭। বিদায় শুধু তারাই বলে যারা শুধু চোখ দিয়ে ভালোবাসে যারা মন এর চোখে দেখাই হল একমাত্র ভালোবাসা।

৮। যারা আত্মার হৃদয় দিয়ে ভালবাসে তাদের কাছে কোন বিদায় নেই কারণ আত্মার হৃদয় থেকে দূরে যাওয়া সম্ভব নয়।

৯। একাকী বোধ করো না কারণ সমগ্র পৃথিবী তোমার মাঝে বিদ্যমান।

১০। তোমার অন্তরের চোখ খোলো চেয়ে দেখ এই দুনিয়া একটি মায়া স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

১১। প্রত্যেক হৃদয়ের একটি জানালা আছে তুমি তোমার নিজেরই নিজের হৃদয়ে জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে।

১২। যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি তাহলে তাদেরকে বলে দিও ইচ্ছের বলিদান।

১৩। প্রিয় হৃদয় কখনো ভেবোনা যে তুমি অন্যদের চেয়ে উত্তম।

১৪। অপরের দুঃখগুলো সহানুভূতির সাথে শোনো।

১৫। তুমি যদি শান্তি চাও খারাপ চিন্তা গুলোকে মনে রেখো না পরনিন্দা করে না এমন কিছু শেখাতে যেওনা তুমি যা তুমি জানো না।

১৬। যে কখনো বাড়ি ছাড়েনি তার থেকে যাত্রার উপদেশ নিও না।

১৭। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ো না নিজের পথ তৈরি কর নিজের জীবন সাজাও।

১৮। কিছু মানুষ রাতে ঘুমায় কিন্তু প্রেমিকরা নয় তারা অন্ধকারে বসে স্রষ্টার সাথে কথা বলে।

১৯। মেনে নাও স্রষ্টা যে সমস্যাগুলো তোমাকে দিয়েছেন কেবল তখনই সমস্যাটি উত্তরণের দরজা খুঁজে পাবে।

২০। এসো আবারও ভালবাসায় নিমগ্ন হয়ে এসব ভালোবাসা এই পৃথিবীর সমস্ত ধূলিকণাকে চকচকে সোনায় রূপান্তর করি।

২১। মোমবাতি হওয়া সহজ কোনো কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমেই নিজেকেই পুড়তে হয়।

২২। যদি আলো থাকে তোমার হৃদয় তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই নিজে খুঁজে পাবে।

২৩। যদি আল্লাহর দয়া পেতে চাও তবে অবশ্যই দুর্বলদের প্রতি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও।

২৪। নতুন পথে যাত্রা শুরুতে এমন কারো উপদেশ গ্রহণ করে না যে কিনা কখনো বাইরে পদার্পণ করেনি।

২৫। কৃতজ্ঞতাকে আলখাল্লা রূপে পরিধান কর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে।

২৬। ভয় পেয়ো না জগতে সব বাতি যদি কাপে নিভে যায় আমাদের আছে ফুলকি যেখান থেকে নতুন আগুন জন্মায়।

২৭। ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুনের পাখির মতো কোনো খাচায় বন্দি করা সম্ভব নয়।

২৮। প্রভু তুমি তো সব জায়গায় বিরাজমান তবুও আমি তোমাকে পাগলের মত খুঁজছি।

২৯। বৃক্ষের মতো হও মরা পাতাগুলো ঝরে যেতে দাও।

৩০। যে তোমাকে সত্যি মন দিয়ে ভালবাসবে সে তোমাকে সব রকম বন্ধন থেকে অবমুক্ত রাখবে।

৩১। আমার প্রিয় আত্মা আজ রাতে যদি তুমি ঘুমাতে না পারো তবে তুমি কি মনে কর হতে পারে যদি তুমি রাতটি কাটিয়ে দাও এবং ভোরের সাথে মিশিয়ে দাও।

৩২। তোমার হৃদয়ের স্বার্থে ভালোবাসার রাজ্যে কোন কথার কোন স্থান নেই ভালোবাসা হলো নিরবতা মেনে নেওয়া।

৩৩। স্রষ্টা যে সমস্যাগুলো তোমাকে দিয়েছেন কেবল তখনই সমস্যা থেকে উত্তরণের পথ পাবে।

৩৪। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীকে বদলে যেতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই আমি নিজেকে বদলে ফেলতে চাই।

৩৫। যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য শীঘ্রই আসবে।

Add a heading 11

৩৬। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুনকে খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছাতে পারবে না।

৩৭। আমি তাকে বলেছিলাম জ্বালাও আমায় যত খুশি আমার দেহাবোশেষ তখন তোমার ভালবাসার ধোয়া থাকবে।

৩৮। যদি তুমি নফসকে কালসাপ হতে বাচাতে চাও তবে নফস মোরশেদা কামিলকে শক্ত করিয়া ধর অন্যথায় তোমাদের জীবন অপরিপূর্ন।

৩৯। যদি শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলার ইয়াদের শহীদ বাহির না হয় তাহলে বেইমান হইয়া মারা যাইতে হবে।

৪০। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে।

৪১। আমি তোমার হাতের এক ফোঁটা মধু ছুঁয়ে দেখিনি প্রভু তবুও আমি বিশ্ব মাতাল।

৪২। প্রেম হচ্ছে তোমার এবং বাকি সবকিছুর মধ্যে সেতুবন্ধন।

৪৩। যখন আমি নীরব হয় তখন এমন পৌঁছে যেখানকার সবকিছুই সংগীত।

৪৪। তুমি গলে যাওয়া বরফের মত হও নিজেকে দিয়ে নিজেকে ধুয়ে নাও।

৪৫। নিরবতাই প্রভুর ভাষা বাকি সব দুর্বল অনুবাদ।

৪৬। তোমার আমাদের হৃদয়ের কোমলতা এবং প্রেমময় তাই আমাদের সর্বশ্রেষ্ঠ সত্যি।

৪৭। হাজার রাত কাতর ভাবে ইবাদত করার চাইতে ভালোবাসা দিয়ে কারো মনে আনন্দ সৃষ্টি করা উত্তম।

৪৮। আমি তোমার চোখে তাকিয়ে দেখি মহাবিশ্ব এখনো জন্মায়নি।

৪৯। পৃথিবীর প্রেমের জন্য মানুষ সৃষ্টি নতুবা আল্লার ইবাদতের জন্য ফেরেশতাদের অভাব ছিল না।

৫০। আমরা প্রেমের সন্তান প্রেম আমাদের জননী।

৫১। যেখানে দুঃখ আছে সেখানেই দুঃখ হতে মুক্তির উপায় আছে।

৫২। প্রকৃত গুরু ঠিক ততটাই জ্ঞান দান করে যতটা শীর্ষ গ্রহণ করার ক্ষমতা রাখে।

৫৩। শত বছরের খাটি ইবাদতের চেয়েও অলিগনের সামনের দিকে কিছুক্ষণ বসা উত্তম।

জালাল উদ্দিন রুমির উক্তি

১০০+ জালাল উদ্দিন রুমির উক্তি ও পংক্তি

আজকে আমরা জালাল উদ্দিন রুমির উক্তি সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি জালাল উদ্দিন রুমির উক্তি ভালো লেগেছে। জালাল উদ্দিন রুমির উক্তি আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শিঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং জালাল উদ্দিন রুমির উক্তি আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।

জালাল উদ্দিন রুমির উক্তি উপরে বর্ণিত করা হলো। নতুন নতুন আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইট বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply