কবুতরের খাবার তালিকা ও খরচ বিস্তারিত

কবুতরের খাবার তালিকা

কবুতরের খাবার তালিকা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা কবুতরকে যে ধরনের খাবার দিলে সেই কবুতরের  শরীরের পুষ্টি গুন অক্ষুন্ন থাকে পাশাপাশি রোগ-বালাই হওার আশঙ্কা কম থাকে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব কবুতরের খাবার তালিকা গুলো নিয়ে।যেগুলো একটি কবুতরের জন্য দৈহিক চাহিদা মিটিয়ে প্রজনন সক্ষম করে তোলে।

কবুতরের খাবার তালিকা গুলো হচ্ছে ডাবলি,মুশুর,হলুদ বুট,মাস কলাই,সবুজ কলই,হেলেন,ছোট ছোলা, খেসারি,সবুজ মুগ,বাদাম, সূর্যমুখীর বীজ , তিসি, ইত্যাদি।

কবুতরের খাবার দেওয়ার নিয়ম

সাধারণত একটি কবুতরের কি ধরনের খাবার এবং কতটুকু পরিমান খাবার দিলে কবুতরটি  সুস্থ থাকবে সেই ধরনের খাবার খাওয়ানো উচিত। যদি একটি কবুতরকে নিয়মিত নিয়ম মেনে খাবার দেওয়া হয় তাহলে কবুতরটির যেমন সুস্থ থাকবে সেই সাথে প্রজনন ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যাবে।

  • কবুতর কে খাবার দেওয়ার সময় প্রথমে কবুতরের খাবার পাত্র এবং পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
  • কবুতরের খাবার খাওয়া শেষ হওয়ার পর কবুতরের খাবার পাত্র গুলো নিচে নামিয়ে রাখতে হবে।
  • এরপর 5 থেকে 6 ঘন্টা পর ঠিক একই নিয়মে আবার কবুতরের খাবার দিতে হবে। খাবার শেষ হলে পাত্র নিচে নামিয়ে রাখতে হবে।
  • একটি কবুতরের জন্য দৈনিক 30 থেকে 50 গ্রাম খাবার হলেই যথেষ্ট। তাই চেষ্টা করবেন একটি কবুতরকে দৈনিক 30 থেকে 40 গ্রাম মত খাবার দিতে।

আপনারা যদি কবুতরের খাবার তালিকা করে কবুতরকে এ নিয়ম গুলো অনুসরণ করে খাবার দিয়ে থাকেন তাহলে আপনার কবুতর খাবার নষ্ট করবে না সেই সাথে কবুতরের খাবার প্রতি আগ্রহ জন্মাবে বেশি।

[irp]

কবুতরের আদর্শ খাবার তালিকা

কবুতরের খাবার তালিকা বা কবুতরের আদর্শ খাবারের তালিকা গুলো হচ্ছে

হাইড্রোকার্বন সমৃদ্ধ খাবার

হাইড্রোকার্বন সমৃদ্ধ খাবার গুলো হচ্ছে পপকন বা ছোট ভুট্টা,চাউল,বজরা,পলাও বা ছোট ধান এই আইটেমগুলো  রাখতে পারেন।তবে খেয়াল রাখতে হবে চালের পরিমাণ যাতে বেশি না হয়।

প্রোটিন সমৃদ্ধ খাবার

প্রোটিন সমৃদ্ধ খাবার গুলোর হচ্ছে ডাবলি,মুশুর,হলুদ বুট,মাস কলাই,সবুজ কলই,হেলেন,ছোট ছোলা, খেসারি,সবুজ মুগ এই খাবার গুলোর মধ্যে যেগুলো খুব সহজে পাওয়া যায় তার থেকে দুই থেকে তিনটি আইটেম কবুতরের আদর্শ খাবার তালিকায় রাখতে পারেন।

প্রোটিন সমৃদ্ধ খাবার

প্রোটিন সমৃদ্ধ খাবার গুলো হচ্ছে বাদাম, সূর্যমুখীর বীজ , তিসি, কালোজিরা,আংকর, চিনা, কুসুম ফুলের বীজ এই খাবার গুলোর মধ্যে যেগুলো খুব সহজে পাওয়া যাবে তার থেকে যেকোনো দুটি আইটেম কবুতরের খাবার তালিকায় রাখতে পারেন।

কবুতরের খাবার তালিকা

আপনার কবুতরের চাহিদা অনুযায়ী আপনি কবুতরের খাবার তালিকা তৈরি করতে পারে। তবে মনে রাখতে হবে খাবারের মূল উপাদান গুলো যদি ঠিক থাকে। একটি কবুতর তখনই সুস্থ থাকবে যখন তার খাবার পরিমাণ এবং উপাদান ঠিক থাকবে। একটি কবিতার জন্য কবুতরের প্রজনন ক্ষমতা ঠিক রাখতে আদর্শ সুষম খাবারের গুরুত্ব অনেক বেশি।

[irp]

Pigeon এর খাবার হজম না হলে করণীয়

চলুন আগে জেনে নেই কবুতরের খাবার হজম না হওয়ার কারণগুলো

  • একটি pigeonযদি প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করে থাকে তাহলে কবুতরের হজম শক্তি হ্রাস পায়।
  • কবুতর টি যদি অন্য কোন রোগে আক্রান্ত হয়ে থাকে সে ক্ষেত্রে হজম শক্তি হ্রাস পেতে পারি।
  • যেই কবুতরগুলোকে হ্যান্ড ফিডিং করা হয় মানে হাত দিয়ে খাওয়ানো হয় সেই কবুতর গুলোর হজম শক্তি হ্রাস  পেতে পারে।

এবার চলুন জেনে নেই হজম শক্তি হ্রাস পেলে করণীয় কি

  • যদি দেখা যায় pigeonটির পেট পানি দ্বারা পূর্ণ তবে প্রথমে কবুতরকে মাথা নিচ দিকে রেখে হালকা চাপ দিয়ে পানি বের করে দিতে হবে।
  • এরকম পরিস্থিতিতে হালকা গরম পানি খাওয়ান যেতে পারে।
  • অ্যাপেল সিডার থাকলে তা দিতে পারেন এতে করে কবুতরের হজম শক্তি বৃদ্ধি পাবে।
  • লবণ পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে কবুতরের হজম শক্তি বৃদ্ধি পাবে।
  • পরিস্থিতি যদি কোনো ভাবে উন্নতি না হয় তাহলে অবশ্যই ভাল কোন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

সাধারণত কবুতরের হজম শক্তি নষ্ট হয় একটি কারণেই সেটি হচ্ছে উপযুক্ত পরিবেশে কবুতরকে না রাখা। মানসম্মত খাবার না দেওয়া, সময় মত খাবার না দেওয়া এই কারণগুলোর জন্য কবুতরের হজম শক্তি হ্রাস পায় এবং নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে।

উড়ানো কবুতরের খাবার

উড়ানো কবুতরের খাবার তালিকা ধান 80 পার্সেন্ট রাখতে হবে। এছাড়া তিসি, গম, ভুট্টা কোন কবুতরের খাবারের তালিকায় রাখতে পারেন। কবুতরের খাবারের পানি সাথে মাঝে মাঝে সামান্য নেবু যোগ করে নেবেন এতে করে কবুতরের গরম ভাব দূর হয়ে যাবে।

  • ধান-80%
  • রেজা-7%
  • তিসি-3%
  • ভুট্টা-5%
  • কুসুম ফুলের বীজ-3%
  • সূর্যমুখীর বীজ-1%
  • চিড়া-1%

উড়ানো  কবুতরের যেহেতু গরম ভাবটা বেশি থাকে তাই আপনারা যদি এই পরিমাণে খাবার খাওয়াতে পারেন তাহলে একটি  কবুতরে সুস্থ থাকবে বলে আশা করা যায়।

কবুতরের খাবারের দাম

কবুতরের কয়েকটি খাবারের দামের তালিকা নিচে দেয়া হল

  • মোটা ধান-৪০ টাকা
  • পলাও ধান-৮০ টাকা
  • সরিষা-৯০ টাকা
  • কাউন-৭০ টাকা
  • ব্জ্রা-১৬০ টাকা
  • কুসুম ফুল-১৫০ টাকা
  • ডাবলি-৭০ টাকা

আমরা আপনাদেরকে কবুতরের খাবারের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।সময়ের পরিবর্তনের সাথে সাথে দাম কিছুটা পরিবর্তন হতে পারে সেটা আপনাকে কবুতরের খাবারের দোকান থেকে জেনে নিতে হবে।

কবুতরের ঔষধ

কবুতরের অনেক ধরনের রোগ হতে পারে তার মধ্যে কয়েকটি রোগের ওষুধ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব।

  • চোখের জীবানুনাশক এর জন্য Eye drops (civodex Vet)
  • এন্টিবায়োটিক এর জন্য New floxin lip
  • কৃমি রোগের জন্য wormazole
  • ভিটামিন বি কমপ্লেক্স এর জন্য Revital-7
  • পক্স নিরাময়য়ের জন্য ব্যবহার করা হয় Riboson
  • হজম শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় All eNzyme
  • শারীরিক সক্ষমতা উর্বরতা বাড়াতে AD3E ভিটামিন A, d3 ও E

কম খরচে কবুতরের খাবার

কম খরচে কবুতরের খাবার তৈরি করতে চাইলে আপনাকে কিছু দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যদি সুন্দর ভাবে সুষম বন্টন এর মাধ্যমে খাবার তালিকা তৈরি করতে পারেন।তাহলে খুব কম খরচে কবুতরকে নিয়মিত পুষ্টিকর খাবার  খাওয়াতে পারবেন।

আজকে আমরা আপনাদেরকে খাবারের একটি সুষম বন্টন সম্পর্কে জানাব যাতে আপনারা কম খরচে কবুতরের খাবার তৈরিতে উপকৃত হন।

  • দুই কেজি পরিমাণ ভুট্টা,
  • 500 গ্রাম বুট,
  • চিনা 150 গ্রাম,
  • সরিষা 250 গ্রাম,
  • গম 1 কেজি,

এই খাবার গুলো একত্রে মিশ্রিত করে যদি আপনি একটি খাবারের তালিকা তৈরি করতে পারেন।তাহলে কবুতরের জন্য খুব কম খরচে সুষম খাবারের ব্যবস্থা হবে বলে আশা করা যায়।

মন্তব্য

আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কবুতরের খাবার তালিকা গুলো নিয়ে এর সাথে কবুতরের খাবার নিয়ম, কবুতরের আদর্শ খাবারের তালিকা, কবুতরের খাবার হজম না হলে করনীয়, কবুতরের খাবারের দাম, কম খরচে কবুতরের খাবার গুলো সম্পর্কে বলার চেষ্টা করেছি।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব।

[irp]

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply