মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৩

মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৩

বর্তমানে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য যেসব স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের জন্য খুবই ভালো মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে মাদ্রাসার অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের জন্য মদিনা বিশ্ববিদ্যালয় বিখ্যাত। আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি সবার ভালো লাগবে।

বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ

মদিনা বিশ্ববিদ্যালয় মোট আটটি অনুষদ রয়েছে ২৩ টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউট রয়েছে। ইসলামিক অনুষদ বা বিভাগ গুলোয় মুখ্য তবে পাশাপাশি বেশ কিছু আধুনিক অনুষদও চালু করা হয়েছে। বিদ্যমান অনুষদ গুলো হল-

  • Faculty of islamic law-
  • Preaching and theology
  • Of the holy Quran and islamic studies
  • Of prophetic tradition and islamic studies
  • Of the arabic language

প্রয়োজনীয় কাগজপত্র

সৌদি আরবের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাগজের প্রয়োজন হয়। মদিনা ইউনিভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে কি কি সহায়ক প্রয়োজন হয় তা অন্য ইউনিভার্সিটিতে এতগুলো কাগজপত্রের প্রয়োজন হয় না। তাই মদিনা ইউনিভার্সিটি প্রিপারেশন নিলে সৌদি আরবের অন্যান্য ইউনিভার্সিটি আবেদন করতে পারা যাবে।

  • পাসপোর্ট
  • জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড
  • চেয়ারম্যানের পরিচয় পত্র
  • সানবিয়া বা আলিম বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট
  • প্লাস মার্কশিট
  • শাহাদাতুর মুসনুস সুলুক বা প্রশংসাপত্র
  • দুটি তাসকিয়া বা রেফারেন্স লেটার
  • মেডিকেল রিপোর্ট
  • সিভি
  • স্টুডেন্টের ফটো
  • ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং টুপি চশমা পরা চলবে না
  • বিস্তারিত তথ্য অবশ্যই আরবীতে অনুবাদ করতে হবে
  • দুজন ইসলামিক স্কলারের সুপারিশ

আরো পড়ুন – চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ

আবেদনের নিয়ম

উল্লেখিত ডকুমেন্টগুলো প্রথমে আরবি ও লটারি করে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।তবে পাসপোর্ট আরবিও সত্যায়িত করতে হবে না

  • এরপর এসব ডকুমেন্টস স্ক্যান করে ভার্সিটির এডমিশন ওয়েব পেজে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে
  • আবেদন প্রক্রিয়া নিজে নিজেই করা যায়
  • আরবি জানা থাকলে আরবিতে করতে পারেন অথবা আরবি জানা না থাকলেও ইংরেজিতে করা যায়
  • আবেদন প্রক্রিয়া শেষ হলে প্রার্থীকে বৃত্তিপ্রাপ্ত রেজাল্টের জন্য নিয়মিত ইমেইল অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে
  • আবেদন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ও বিনামূল্যে করা যায়
  • বিশ্বের কোথাও ভার্সিটির কোন এজেন্ট নাই তাই কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না
  • আবেদন নির্বাচিত হলে শুরু হবে ভিসা প্রসেসিং
  • আবেদনের লিংক হলো- https://admission.iu.edu.sa/welcome portal.aspx

আবেদনের যোগ্যতা

  • আগ্রহী প্রার্থীকে উচ্চমাধ্যমিক বালীন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • উত্তীনের পর পাঁচ বছর অতিক্রম করা যাবে না
  • আবেদন আবেদনকারীকে অনারবি হতে হবে
  • প্রার্থীকে অবশ্যই ২৫ বছরের কম হতে হবে স্নাতকের ক্ষেত্রে
  • দাখিল আলিম বা সম্মান পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীকে বৃত্তি প্রদানের প্রাধান্য দেওয়া হয়
  • হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়
  • আবেদনকারী মুসলিম হতে হবে
  • আরবী ভাষায় পারদর্শী হতে হবে
  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকবে
  • সৌদি আরবের আইনের বাইরে কোন প্রকার রাজনীতির সন্ত্রাসবাদ বা চরমপন্থা অবলম্বন করা যাবে না এবং এসব বিষয়ে আলোচনা করাও যাবে না
  • সৌদি আরবের স্থানীয় আইন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য তাই শিক্ষার্থীকে অবশ্যই সেগুলো মেনে চলতে হবে
  • সৌদি আরবের অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়
  • কোর্স সম্পন্ন হলে দেশে ফিরে যেতে হবে
  • যারা জন্মগতভাবে মুসলিম না তাদের ইসলাম গ্রহণের সনদপত্র লাগবে
  • শিক্ষার্থীকে ইসলামিক বিশুদ্ধ আকিদা পোষণকারী এবং সালেহীনদের অনুসারী হতে হবে
  • সৌদি আরবের অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়

আরো পড়ুন – চীনে মেডিকেলে পড়ার যোগ্যতা

ভর্তির ফলাফল

সাধারণত আগস্ট থেকে মে মাসে মদিনা ইউনিভার্সিটি আবেদনের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় ধরা হয়। তবে অন্য সময়ও হতে পারে আবেদন করার পর নাম আসে কিনা সেটা দেখার জন্য সর্বোচ্চ তিন বছরের মতন অপেক্ষা করতে হতে পারে। অনেকের প্রথম বছরেই চান্স হয়ে যায়। আবেদন প্রক্রিয়া শেষ হলে প্রার্থীকে বৃত্তিপ্রাপ্ত রেজাল্টের জন্য নিয়মিত ইমেইল অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে।

মদিনা বিশ্ববিদ্যালয় পড়ার খরচ

সাধারণত বিশ্ববিদ্যালয় পড়ার খরচ স্টুডেন্ট স্কলারশিপ এর উপর নির্ভর করে। যদি স্টুডেন্টের স্কলারশিপ ফুল ফ্রি হয় তাহলে মদিনা বিশ্ববিদ্যালয় পড়তে কম খরচ হবে। কেননা সেখানে থাকা খাওয়া বিনামূল্যে হবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফি দিতে হবে এক্ষেত্রে ৭ থেকে ৮ লাখ টাকা লাগতে পারে। তবে সেমিস্টার ফ্রি দিতে অক্ষম হলে মেধাবী ছাত্র-ছাত্রীদের সেখানে সেমিস্টার ফি মওকুফ অথবা কিছুটা কম নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কোন অতিরিক্ত খরচ নেই। বরং ছাত্র-ছাত্রীদের সেখানে পড়ার জন্য বিভিন্ন ধরনের সুযোগ প্রদান করা হয়। এবং বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়।

আরো পড়ুন – চীনে মেডিকেলে পড়ার খরচ

মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধা

  • উচ্চশিক্ষার উন্নত পরিবেশের পাশাপাশি একজন ছাত্রকে আর্থিক সুবিধা দেওয়া হয়
  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ভিসা ও এয়ার টিকেট খরচ ভার্সিটি বহন করে
  • শিক্ষার্থীর শিক্ষা বেতন ও পরীক্ষার ফি মওকুফ
  • আধুনিক পরিচ্ছন্ন ছাত্রাবাসে ফ্রি আবাসন ব্যবস্থা
  • রেস্টুরেন্টে উন্নত খাবারের সুব্যবস্থা
  • খাবারের বিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট হারে ভর্তুকি প্রদান করে
  • প্রতি মাসে নির্দিষ্ট হারে অনার্স মাস্টার্স করা হয়
  • গ্রীস্মের সময় তিন থেকে চার মাস ছুটি কাটাতে দেশে যেতে পারে
  • নতুন বছরের সেমিস্টারের শুরুতে বইপত্র কেনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়
  • যারা পরপর দুই সেমিস্টারের জিপিএ ৫ ফলাফল অর্জন করে তাদেরকে অতিরিক্ত বৃত্তই দেওয়া হয়
  • বিশ্ববিদ্যালয়ে নিজস্ব হসপিটালে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হয়
  • বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হজ্জ এবং ওমরা আদায় করানো হয়
  • বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়
  • মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা স্ত্রী এবং সন্তান সহ মদিনায় বসবাস করায় সুযোগ পায়
  • ক্যাম্পাস থেকে মসজিদে নববীতে যাতায়াতের জন্য ভার্সিটি নিজস্ব গাড়ির সুবিধা রয়েছে

পরামর্শ

মদিনা বিশ্ববিদ্যালয় পড়তে ইচ্ছুক হলে অবশ্যই ছাত্র ছাত্রীদের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিতে হবে। অর্থাৎ হঠাৎ করে কিছু পাওয়া সম্ভব নয়। জেএসসি এসএসসি বা দাখিল এইচএসসি বা আলেম পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আরবিতে দক্ষ হতে হবে। তাহলেই মদিনা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ বেশি থাকবে।

মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

মন্তব্য

আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি ছাত্র-ছাত্রীদের জন্য এই আর্টিকেলটি অনেক কাজে আসবে। বিভিন্ন স্কলারশিপ এবং শিক্ষা রিলেটেড আর্টিকেল সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ রইলো।

মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৩ সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply