ঢাকার কোথায় আবাসিক হোটেল আছে
চিকিৎসার জন্য অথবা বিভিন্ন কাজে রাজধানীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। অনেক সময় আত্মীয়ের বাসায় থাকা সম্ভব হয়নি তাই আবাসিক হোটেলে উঠতে হয়। যারা প্রথমবারের মতো আবাসিক হোটেলে উঠবেন অনেকেই জানেন না কীভাবে আবাসিক হোটেল ভাড়া করতে হয় এবং ঢাকার কোথায় আবাসিক হোটেল আছে।
আজকের ডিজেলের আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম, খরচ সহ সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে।
আবাসিক হোটেল ভাড়ার নিয়ম
ঢাকার ভেতর আবাসিক হোটেলগুলো সাধারণত সরাসরি কল দিয়ে বুক করতে হয়। আপনি যে এলাকায় আবাসিক হোটেল তালিকা এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। সরাসরি কল দিয়ে অগ্রিম হোটেল রুম ভাড়া করতে পারবেন।
ঢাকা শহরের সাধারণ আবাসিক হোটেলগুলো সাধারণত দুই ভাবে ভাড়া করা যায়
- ফোন কলের মাধ্যমে অগ্রিম বুকিং
- সরাসরি উপস্থিত হয়ে রুম ভাড়া করা
এমন যদি হয় আপনি একদিন বা দুইদিন আগেই ফোন কলের মাধ্যমে রুম ভাড়া করতে চান সে ক্ষেত্রে অনলাইন থেকে ফোন নাম্বার কালেক্ট করে সরাসরি কল দিতে হবে। নাম ফোন নাম্বার এবং কতজন থাকবেন তা বলে রুম ভাড়া করতে পারবেন।
এছাড়া আপনি সরাসরি হোটেলের রিসিপশন রুম থেকে টাকা পরিশোধ করার মাধ্যমে রুম ভাড়া করতে পারবেন।
[irp posts=”1132″ ]
ঢাকার কোথায় আবাসিক হোটেল আছে
শনির আখড়া আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম গুলো আমরা মোটামুটি জেনে গেছি। ঠিক সেরকম ভাবে ঢাকার অন্যান্য আবাসিক হোটেলগুলো প্রায় একই নিয়মে ভাড়া দিয়ে থাকে।ঢাকা জেলায় অনেক Residential hotel আছে যেখানে আপনারা অনেক কম দামে বা আপনাদের সাধ্যের মধ্যে থাকতে পারবেন। ঢাকা জেলার কিছু আবাসিক হোটেলের তালিকা নিয়ে আলোচনা করা যাক
উত্তরা আবাসিক হোটেল
আপনারা অনেকেই ব্যবসার উদ্দেশ্যে বা যে কোন উদ্দেশ্যে ঢাকার মধ্যে আসেন। কিন্তু একদিন বা দুই দিনের জন্য বাসা ভাড়া যেহেতু নেওয়া সম্ভব নয় তাই আপনারা ভালো একটি হোটেলের সন্ধান করেন। যদি আপনার ঢাকা উত্তরায় আবাসিক হোটেল খুঁজে থাকেন তাহলে উত্তরার একটি নামকরা ভালো হোটেলের সন্ধান জানাবো হোটেলটি হচ্ছে হোটেল সিটি হোমস।
হোটেল সিটি হোমসঃ এই হোটেলটিতে মোট 26 টি রুম রয়েছে। হোটেলটি মূলত 6 তলা বিশিষ্ট। গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং, অনুসন্ধান ও অভ্যর্থনা কেন্দ্র, বিজনেস, সেন্টার লিফট এরিয়া রয়েছে। দুই তলা থেকে ছয় তলা পর্যন্ত নানা ক্যাটাগরি রুম রয়েছে এবং ষষ্ঠ তলায় একটি কনফারেন্স রুম রয়েছে। এখানে প্রতিরাতের জন্য আপনার খরচ পড়তে পারে 1000 থেকে 1200 টাকার মতো।
- হোটেলের ঠিকানাঃ সিটি হোমস, বাড়ি#৪, রোড#৩, সেক্টর #৬ উত্তরা ঢাকা
- ফোন-02-8951463,8931280
- ফ্যাক্স-88-02-8931465
- ই-মেইল[email protected]
হোটেল ডি মেরিডিয়ান: উত্তরা ঢাকায় অবস্থিত হোটেল ডি মেরিডিয়ান এই হোটেলের জন্য প্রতি রাতে রুম ভাড়া এক 1000 থেকে 1200 টাকার মতো।
- ঠিকানাঃ হোটেল ডি মেরিডিয়ান-বাড়ি নং 11, রোড নং 12, সেক্টর 6 উত্তরা ঢাকা।
- ফোন-8095 340
কল্যাণপুর আবাসিক হোটেল
ঢাকা শ্যামলী কল্যাণপুরে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। অনেকে আসে ব্যবসার উদ্দেশ্যে আবার অনেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। যারা এই স্বল্প সময়ের জন্য ঢাকায় আসেন তারা কল্যাণপুর আবাসিক হোটেল গুলোর মধ্যে হক ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে থাকতে পারেন।
হক ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলঃ হক ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল শ্যামলী থেকে অতি নিকটে ইবনে সিনা হাসপাতাল এর পাশেই। এখানে প্রতিরাতের জন্য আপনার খরচ পড়তে পারে 400 থেকে 500 টাকা।
- হোটেলের ঠিকানাঃ হক ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল, শ্যামলী, কল্যাণপুর ঢাকা।
- ফোন-8925462, 256789
মিরপুর আবাসিক হোটেল
মিরপুর আবাসিক হোটেল গুলোর মধ্যে গ্রান্ড প্রিন্স হোটেল মোটামুটি অনেক ভালো মানের একটি হোটেল। এই হোটেলটি তে থাকতে গেলে প্রতিরাতের জন্য 500 থেকে 600 টাকার মতো দিতে হবে।
- হোটেলের ঠিকানাঃ গ্রান্ড প্রিন্স হোটেল,প্লট নং 06 ও 11 ব্লক মেইনরোড 01, মিরপুর বাস স্টান্ড, ঢাকা 1216
- ফোন: 9012952
গুলশান আবাসিক হোটেল
গুলশান আবাসিক হোটেল গুলোর মধ্যে হোটেল ওয়াশিংটন একটি অন্যতম হোটেল। যেখানে প্রতিরাতেরর জন্য রুম ভাড়া 500 থেকে 800 টাকার মত দিতে হয়।
- হোটেলের ঠিকানাঃ হোটেল ওয়াশিংটন-56 গুলশান দক্ষিণ এভিনিউ /এ, ঢাকা
- ফোনঃ 8851467
কাকরাইল আবাসিক হোটেল
কাকরাইল আবাসিক হোটেল গুলোর মধ্যে “রাজমনি ঈশা খাঁ ইন্টারন্যাশনাল” এই হোটেলটি একটি অন্যতম হোটেল। এই হোটেলে প্রতিরাতের জন্য রুম ভাড়া 400 থেকে 500 টাকার মত হয়ে থাকে।
- হোটেলের ঠিকানাঃ রাজমিন ঢাকা ইন্টারন্যাশনাল হোটেল 89/3, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা
- ফোন: 83 2242 6
সোনারগাঁও আবাসিক হোটেল
সোনারগাঁও আবাসিক হোটেল গুলোর মধ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল জনপ্রিয় পাঁচ তারকা হোটেল। এই হোটেলটি তে রুম ভাড়া দিতে হয় 12000 থেকে 12500 টাকা।
- ঠিকানাঃ প্যান প্যাসিফিক সোনারগাঁও, 107 কাজী নজরুল ইসলাম সরণি, ঢাকা
- ফোন-12150 2222-240400
ঢাকার ৫ স্টার আবাসিক হোটেল
ঢাকায় এমন কিছু আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল রয়েছে যেগুলোতে খরচ বেশি হলেও সার্ভিস কোয়ালিটি অনেক ভালো। এই পর্যায়ে আমরা ঢাকার কিছু ভালো মানের ৫ তারকা হোটেল দেখে নিবো যেগুলোতে আন্তর্জাতিকমানের সেবা পাবেন।
- এশিয়া হোটেল এন্ড রিসোর্ট
- হোটেল শুকতারা
- Grand Oriental Hotel
- White House Hotel
- Royal park Residence
- Eastern hotel
কমদামে আবাসিক হোটেল
ঢাকায় আবাসিক হোটেল গুলোর ভাড়া সাধারনত প্রতিরাতের জন্য ৫০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে আবাসিক হোটেলের কোয়ালিটি অনুযায়ী এই ভাড়া কম বেশি হতে পারে। আপনি যদি ঢাকায় কমদামে আবাসিক হোটেল ভাড়া করতে চান সেক্ষেত্রে মূল রাস্তার পাশের বড় হোটেল গুলো এড়িয়ে চলুন। চেষ্টা করুন তুলনামূলক ভেতরের দিকের হোটেল গুলো ভাড়া নিতে। এতে করে ভাড়া কিছুটা কম পড়বে।
সাধারনত একটু ভেতরের দিক থেকে হোটেল ভাড়া করলে ৩০০ টাকার মধ্যেই ডাবল রুম পেয়ে যাবেন। কম খরচে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবাসিক হোটেলের সুবিধা
আবাসিক হোটেলের সার্ভিস বলতে বোঝায় আপনি হোটেলে ওঠার পর আপনার হোটেল সম্পর্কিত যে কোন প্রয়োজনে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা সাথে সাথে আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। এছাড়াও আপনার কখন কি প্রয়োজন হতে পারে সে বিষয়গুলো তারা সবসময় খেয়াল রাখবে। আবাসিক হোটেলে সার্ভিস গুলো হচ্ছে
- হোটেলে ওঠার পর আপনার হোটেল সম্পর্কিত যাবতীয় সমস্যা তারা সমাধান করার চেষ্টা করবে।
- আপনার হোটেল রুম টি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেবে।
- যদি আপনি এসি রুম বুকিং করে থাকেন তাহলে এসি সার্ভিস চালু করে দিবে।
- হোটেল রুমে কোন বাল্বের সমস্যা হয়েছে কিনা এই সার্ভিসটাও তারা দিয়ে থাকবে।
- আপনি যে খাবার অর্ডার করবেন সেই সার্ভিস টি তারা নিজ দায়িত্বে পালন করে থাকবে।
এধরনের আরো অনেক সার্ভিস আবাসিক হোটেল থেকে পাবেন।
মন্তব্য
আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি শনির আখড়া আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম গুলো নিয়ে। এবং সেই সাথে আরো জানানোর চেষ্টা করেছি কম খরচে ঢাকার আবাসিক হোটেল গুলো সম্পর্কে এবং ঢাকার আবাসিক হোটেলের তালিকা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছে।
[irp posts=”2316″ ]