বাংলাদেশে ল্যাপারোস্কপিক অপারেশন খরচ কত?

ল্যাপারোস্কপি কি?

ল্যাপারোস্কপি হল একটি অস্ত্রোপচার বা অপারেশনের পদ্ধতি। ইতোপূর্বে পেটের ভেতর ছোট-বড় যে কোনো অপারেশন কিংবা পরীক্ষা করার ক্ষেত্রে পেটের একটি অংশ কাটাতে হত। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে বর্তমানে পেটের ভেতর যেকোনো পরীক্ষা বা চিকিৎসার ক্ষেত্রে পেট কাটতে হয় না।

পেন্সিলের মত চিকন ও লম্বাকৃতি একটি বিশেষ ধরনের যন্ত্র দ্বারা পেট ফুটা করে পেটের ভেতর দেয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

“ল্যাপার” একটি গ্রিক শব্দ এটি সাধারনত চিকিৎসকরা পেট পেট সম্পর্কিত কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করে। আর চিকিৎসাবিজ্ঞানে “স্কোপ” শব্দটি দ্বারা পরীক্ষা-নিরীক্ষা বা চেকআপ কে বোঝানো হয়। সর্বোপরি ল্যাপারোস্কপ পেট সম্পর্কিত কোন পরীক্ষা নিরীক্ষা বোঝানো হয়।

অর্থাৎ ল্যাপারোস্কপি কোন নির্দিষ্ট চিকিৎসার নাম নয় বরং এটি সামগ্রিকভাবে পেট সম্পর্কিত যে কোন চিকিৎসা কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়।

ল্যাপারোস্কপি কেন করা হয়

যেমনটা আমরা উপরে বলেছিলাম ল্যাপারোস্কপি হচ্ছে পেট সম্পর্কিত যেকোন পরীক্ষা-নিরীক্ষা কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইতোপূর্বে শুধুমাত্র পিত্তথলির চিকিৎসা করার জন্য ল্যাপটপ ব্যবহার করা হলেও বর্তমানে পেট সম্পর্কিত যেকোন বড় চিকিৎসা প্রাথমিক পর্যায় শুরু হয় ল্যাপারোস্কপ এর মাধ্যমে।

অর্থাৎ সম্পর্কিত যেকোন চিকিৎসা করার আগে ডাক্তার ল্যাপারোস্কপির মাধ্যমে  রোগ সম্বন্ধে পরিষ্কার ধারণা নিতে পারেন। এছাড়াও এই অস্ত্রোপচার পেটের যেকোন সমস্যা সমাধানে ডাক্তাররা বর্তমানে ব্যবহার করে থাকেন।

বাংলাদেশে ল্যাপারোস্কপিক অপারেশন খরচ কত

ল্যাপারোস্কপি কি এবং ল্যাপারোস্কপি কেন করা হয় এ ব্যাপারে উপরে আমরা কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের এভারেস্ট অপারেশনের খরচ সর্বনিম্ন 40,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

আপনাকে প্রথমত এটা বুঝতে হবে যে কোন অপারেশন এর খরচ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন

  • রোগীর কন্ডিশন
  • কোন হসপিটালে করাচ্ছেন
  • রোগের ব্যাপকতা

অর্থাৎ রিকন্ডিশন এবং কোন হসপিটালে অপারেশন হবে তার ওপর নির্ভর করে খরচ কিছুটা কম বেশি হতে পারে। তবে আমরা বিভিন্ন হসপিটালের খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি সর্বনিম্ন 40 হাজার টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে।

আরো পড়ুন – রক্ত আমাশয় রোগের ঔষধ, আমাশয় রোগীর খাবার তালিকা

ল্যাপারোস্কপিক অপারেশন কোথায় করা হয়?

ল্যাপারোস্কপিক অপারেশন কোন বড় বা কটিন অপারেশন নয়। বাংলাদেশের মোটামুটি মানের যেকোন সরকারি বা বেসরকারি মেডিকেলে এই অপারেশন করা যায় খুব সহজেই।

ঢাকার ভেতরে সরকারি মেডিকেলে করাতে চাইলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে খুব কম খরচে করতে পারবেন এই অপারেশন। এক্ষেত্রে খরচ ৫০ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে।

আর ঢাকার ভেতরে বেসরকারি মেডিকেলে করাতে চাইলে স্কয়ার, কিংবা ইবনে সিনার মত স্পেশালাইজড হসপিটালগুলোতে করাতে পারেন। এক্ষেত্রে খরচ হবে ১ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার মত

রোগীর কন্ডিশন ও আপনার বাজেট অনুযায়ী যেখানে ইচ্ছা এই অপারেশন করাতে পারেন।

ইন্ডিয়ায় ল্যাপারোস্কপিক অপারেশন খরচ

কিছু কিছু ক্ষেত্রে রোগীর কন্ডিশন জটিল আকার ধারন করলে দেশে চিকিতসা করা কিছুটা রিস্কি হয়ে যায় সেক্ষেত্রে অনেকে ভারতে যায়। এছাড়াও অনেকেই বাজেট থাকলে রিস্ক না নিয়ে সরাসরি ভারতে গিয়ে চিকিতসা নেয়।

ভারতের চেন্নাইতে ল্যাপারোস্কপিক অপারেশন এর জন্য বেশ কিছু স্পেশালাইজড হসপিটাল রয়েছে। এক্ষেত্রে খরচ একটু বেশি পড়তে পারেন। ২.৫ লক্ষ থেকে শুরু করে ৩ লক্ষ টাকা লাগতে পারে। আপনার বাজেট যদি ৩ লক্ষ টাকার মত থাকে তাহলে সরাসরি ভারতে গিয়েও চিকিতসা করাতে পারেন।

ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালে ল্যাপারোস্কপিক অপারেশন করা যায়। রোগীর কন্ডিশন অনুযায়ী বাংলাদেশ থেকে ডাক্তার ই সাজেস্ট করবে কোথায় অপারেশন করালে ভালো হবে।

বাংলাদেশে ল্যাপারোস্কপিক অপারেশন খরচ কত

মন্তব্য

যেমনটা আমরা বাংলাদেশে ল্যাপারোস্কপিক অপারেশন খরচ কত এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ

আরো পড়ুন – তল পেটের চর্বি কমানোর উপায়

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply