সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

একজন পরীক্ষার্থীর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে খুব সহজেই তার ব্যক্তিগত রেজাল্ট দেখে নিতে পারে। কিন্তু কেউ যদি সম্পূর্ণ প্রতিষ্ঠানের রেজাল্ট অর্থাৎ কোন কলেজের সকল শিক্ষার্থীর রেজাল্ট একসাথে দেখতে চায় সে নিয়ম অনেকেই জানে না।

আজকে আমরা সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম বিস্তারিত আলোচনা করব।

সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম আমরা কয়েকটি ধাপে বিভক্ত করেছি। প্রতিটি ধাপ ভালোভাবে অনুসরন করলে কোন সমস্যা ছাড়াই রেজাল্ট দেখতে পারবেন। চলুন শুরু করা যাক ।

প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

 

প্রথমেই আপনার মোবাইল বা ল্যাপটপের ব্রাউজারে https://eboardresults.com/v2/home এই লিংক টি তে প্রবেশ করুন। এবং উপরের ছবির মত একটি পেজে প্রবেশ করবেন। এবং সর্বমোট ৬ টি ধাপ অনুসরন করে সহজেই সম্পূর্ন প্রতিষ্ঠানের এইচ এস সি রেজাল্ট দেখতে পারবনে।

ধাপ ১ – প্রথমেই Examination ফিল্ডে কোন পরিক্ষার রেজাল্ট দেখতে চান সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে চাই তাই HSC/ ALIM এই অপশন টি সেলেক্ট করুন।

ধাপ ২ – এই পর্যায়ে Year ফিল্ডে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ২০২২ সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চাই তাই সাল হসেবে 2022 সিলেক্ট করুন। তবে এই পোষ্ট আপনি যদি পরবর্তীতে পড়ে থাকেন তাহলে আপনার পরীক্ষার সাল দিতে হবে।

ধাপ ৩ – Board হিসেবে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করুন। উদাহরন হিসেবে আমরা Dhaka বোর্ড দিয়েছি। উল্লেখ্য আপনি যদি পলিটেকনিকের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বোর্ড হিসেবে Technical বোর্ড সিলেক্ট করতে হবে।

ধাপ ৪ – Result type এই ফিল্ডে Institution result সিলেক্ট করুন। আর্থাত আপনি কোন প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাচ্ছেন। আর যদি আপনি নিজের ব্যক্তিগত রেজাল্ট দেখতে চান তাহলে Individual সিলেক্ট করুন।

ধাপ ৫ – প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাইলে অবশ্যই সে প্রতিষ্ঠানের EIIN নাম্বার দিতে হবে। আপনি যে প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান তার EIIN নাম্বার জানা না থাকলে List অথবা Tree এই দুটি অপশনের মধ্যে যেকোন একটি সিলেক্ট করে আপনার কাংখিত প্রতিষ্ঠানের EIIN নাম্বার দেখে নিন।

ধাপ ৬ – সিকিউরিটি নিশ্চিত করতে Captcha কোড দিতে হবে। বাম পাশে ছবিতে হালকা করে যে কোডটি দেখতে পাচ্ছেন তা ডান পাশে খালি ঘরে ইনপুট করুন।

ধাপ ৭ – Get result বাটনে ক্লিক করুন। এটি ই সর্বশেষ ধাপ। উপরের সবগুলো তথ্য সঠিকভাবে দিলে আশা করা যায় খুব সহজেই সম্পূর্ন প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট পেয়ে যাবেন।

উপরে আমরা সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম আলোচনা করেছি। আশা করছি সহজ এই ৭ টি ধাপের মাধ্যমে যেকোন প্রতিষ্ঠানের রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবেন। ধন্যবাদ

SMS এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম হচ্ছে HSC<স্পেস>DHA<স্পেস>221426<স্পেস>2022  Send to 16222

রেজাল্ট এর দিন ইন্টারনেট সার্ভার বেশ ব্যস্ত থাকে। তাই অনেক সময় রেজাল্ট দেখতে দেরি হয়ে যায়। আপনি চাইলে খুব সহজে নিজের মোবাইল থেকে একটি এসএমএস পাঠানোর মাধ্যমে দ্রুত সময়ে রেজাল্ট দেখে নিতে পারেন। মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখতে HSC<স্পেস>DHA<স্পেস>221426<স্পেস>2022  Send to 16222 এই নিয়ম ফল করুন।

 HSC রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

বর্তমানে সর্বমোট তিনটি উপায়ে এইচএসসি রেজাল্ট দেখা যায়।

  1. https://eboardresults.com
  2. http://www.educationboardresults.gov.bd
  3. এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম – HSC<স্পেস>DHA<স্পেস>221426<স্পেস>2022  Send to 16222

মার্কশীট সহ HSC রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।

এছাড়াও উপরে আমরা সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

বাংলাদেশের সকল বোর্ডের শর্ট ফর্ম

এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার সময় পরীক্ষার্থী বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হয়। এ পর্যায়ে আমরা বাংলাদেশের সকল বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষরের সংক্ষিপ্ত ফর্ম দেখবো।

  • Dhaka board – DHA
  • Chittagong board – CHI
  • Rajshahi board – RAJ
  • Jessore board – JES
  • Sylhet board – SYL
  • Comilla board – COM
  • Dinajpur board – DIN
  • Barisal board – Bar
  • Mymensingh board – MYN
  • Madrasah board – MAD
  • Technical board – TEC

মন্তব্য

উপরে আমরা সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। আমি প্রতিনিয়ন শিক্ষা বিষয়ক বিভিন্ন পোষ্ট করে থাকি। সম্পূর্ণ প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে কোন প্রশ্ন বা মতামত থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply