HSC 2023 Accounting 1st paper suggestion – এইচএসসি হিসাববিজ্ঞান সাজেশন

HSC 2023 Accounting 1st paper suggestion

হ্যালো এইচএসসি পরীক্ষার্থীরা চলছে তোমাদের  এইচএসসি ২০২৩ পরীক্ষা। বাংলা ইংলিশ এর মত পরীক্ষা পার করে আসলেও অনেকে হয়তো হিসাব বিজ্ঞান নিয়ে টেনশনে রয়েছে ভাবছো ভালো ফলাফল করতে পারবে কিনা। মূলত তাদের জন্যই আজ আজকের এই HSC 2023 Accounting suggestion।কোন অধ্যায়গুলো পড়লে তুমি সহজেই পরীক্ষায় কমন পাবে এবং ফুল মার্কস এন্সার করে আসতে পারবে তাই নিয়ে আজকে আমরা কথা বলব এবং তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ সাজেশন এর মধ্য দিয়ে নিয়ে যাব। আমি ফাহিম রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালইয়ে ।আজকে আমি তোমাদের আমার পূর্ণাঙ্গ সাজেশন দেব।

আরো পড়ুনঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগে।

এইচএসসি ২০২৩ একাউন্টিং শর্ট সিলেবাস (hsc 2023 short syllabus)

এইচএসসি ২০২২ এর শর্ট সিলেবাসের ধারাবাহিকতায় এইচএসসি ২০২৩ শর্ট সিলেবাস যেই অধ্যায়গুলো রয়েছে তা হল

* প্রথম অধ্যায়

* দ্বিতীয় অধ্যায়

* তৃতীয় অধ্যায়

* চতুর্থ অধ্যায়

* সপ্তম অধ্যায়

* অষ্টম অধ্যায়

* নবম অধ্যায় 

এর মধ্যে হলো নবম অধ্যায় হলো আর্থিক বিবরণী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যাইয় এবং তুলনামূলক সহজ। এ অধ্যায় থেকে কমপক্ষে ২ টি  সৃজনশীল আসবে। এই অধ্যায়টি একটি একটি বাধ্যতামূলক অধ্যায় এটি স্ক্রিপ করার কোন সুযোগ নেই। তাই এই অধ্যায় ভাল করে দেখে যাবে।

বাকিগুলো গ্রুপ ক এর অধ্যায় এগুলো থেকে তুমি তোমার পছন্দ মত অধ্যায় হিসেবে আনসার করে আসতে পারবে। কিন্তু কিভাবে সহজে এবং কম টপিকে তুমি অধ্যায়গুলো কাভার করতে পারবে তা আমি তোমাদের এখন দেখাবো।

HSC 2023 Accounting suggestion pdf download করা ঠিক হবে কিনা

২৭ তারিখ থেকে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা শুরু এবং তাই নিয়ে তোমাদের দুশ্চিন্তা ভাবছো হিসাববিজ্ঞান খুবই কঠিন একটি সাবজেক্ট তাই ভয় পেয়ে হিসাববিজ্ঞানে ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তার জন্য খুঁজছোএকটি বিশ্বস্ত সাজেশন। অনলাইনে তুমি অসংখ্য পিডিএফ পাবে সেগুলো মূলত বিশ্বস্ত নয় এবং তোমার কাছে এখন নষ্ট করার মত সময় নেই। তাই আমি সাজেশন থাকবে এসব পিডিএফ থেকে দূরে থাকবে এবং নিজের বই ও টেস্ট পেপার এ বেশি গুরুত্ব দিবে।

কিভাবে টেস্ট পেপার ফলো করে পড়বে আজকে সাজেশন আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিব এবং কোন টপিক গুলো পড়বে কোন অধ্যায় থেকে তাও তোমাদের দেখিয়ে দেব । পরীক্ষার আগের কয়েকদিনে কিভাবে একটি পূর্ণাঙ্গ রিভিশন তুমি দিতে পারবে তার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন আজকে তোমাদের আমি দিব।

HSC 2023 Accounting 1st paper suggestion (১ম অধ্যায়)

হিসাববিজ্ঞান ১ম অধ্যায় হিসাবের পরিচিতি থেকে সর্বনিম্ন একটি প্রশ্ন আসবেই। এই অধ্যায়ের থেকে আসা সৃজনশীলের ক নম্বরে সবসময় চাইবে প্রারম্ভিক মূলধন নির্ণয়। তাই প্রারম্ভিক মূলধন নির্ণয় শিখে গেলেই তুমি অধ্যায় ক নং উত্তর করতে পারবে। ক নাম্বারে আরো কিছু জিনিস চাইতে পারে যেমন মোট ক্রয়, বিক্রয় অথবা ব্যয়ের পরিমাণ। যা নির্ণয় করা খুবই সহজ। তাই এগুলো আসলে খুব সহজে উত্তর করতে পারবে বলে আশা করা যায়।

খ  নাম্বারে থাকবে হিসাব শ্রেনি অথবা মালিকানা স্বত্ব নির্ণয় করা। হিসাব শ্রেণী অথবা হিসাব খাতও একই কথা নির্দেশ করে।

গ নাম্বারে বলা থাকবে টেবুলার ছক অথবা বিবরণী ছক নির্ণয়। এই দুইটি পড়ে গেলেই তুমি গ নং সহজে তো করতে পারবে এবং প্রথম অধ্যায় থেকে আসা সৃজনশীল সম্পূর্ণ করতে পারবে

HSC 2023 Accounting 1st paper suggestion (২য় অধ্যায়)

দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বই সমূহ থেকে সর্বোচ্চ দুইটি প্রশ্ন আসবে। নিচে এই অধ্যায়ের ইম্পরট্যান্ট টপিকগুলো  দেওয়া হল

* দু-তরফা দাখিলা।

* জাবেদা।

* খতিয়ান।

* নগদান বই।

* নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান।

এই টপিক গুলোর মধ্য থেকে নগদান বই টপিকটি খুবই ইম্পরট্যান্ট এবং এর আসার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত। তাই নগদান বই ভালোভাবে পড়ে যাবে তাহলেই এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আশা করা যায়।

এইচএসসি ২০২৩ হিসাববিজ্ঞান ফাইনাল সাজেশন(৩য় অধ্যায়)

তৃতীয় অধ্যায়টি হলো ব্যাংকসমনে বিবরণী যা খুবই সহজে একটি অধ্যায় এবং অনেকেই অধ্যায়ের পড়ে মজা পাও। কারণ এই অধ্যায়ে হতে সহজে উত্তর করা যায়। এই অধ্যায় থেকে কমপক্ষে একটি সৃজনশীল এবং সর্বোচ্চ দুটি সৃজনশীল আসতে পারে।নিচে অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো দেয়া হলো যা পরীক্ষায়আসার খুবই সম্ভাবনা রয়েছে।

* D.M/C.M নির্ণয় নির্ণয়।

* ব্যাংক/নগদান বই লেখা হয়নি এমন লেনদেনের পরিমান।

* জাবেদা দাখিল প্রস্তুত করা।

* প্রচলিত পদ্ধতিতে ব্যাংক স সমন্বয় বিবরণী প্রস্তুত করা।

এই কয়টি টপিক ভালোভাবে দেখে গেলে তৃতীয় অধ্যায় থেকে তোমার সম্পূর্ণ প্রশ্ন কেমন পড়ে যাবে বলে আশা করা যায়। টেস্ট ব্যাপারে আগের বছরের প্রশ্নগুলো বের করে দেখে যেতে পারো।

HSC 2023 Accounting 1st paper suggestion(চতুর্থ অধ্যায়)

চতুর্থ অধ্যায় ও মোটামুটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেননা এ অধ্যায় থেকেও দুটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই অধ্যায় টপিকে সংখ্যা একটু বেশি হতে পারে কিন্তু এই অধ্যায় থেকে থেকে দুটি সৃজনশীল  আসার সম্ভাবনা রয়েছে। নিচে যে টপিকগুলো রয়েছে সে টপিকগুলোর কয়েকটি সৃজনশীল সল্ভ করে গেলে পরীক্ষায় তোমার টপিক কমন পড়ার চান্স অনেক বেশি। তাই টেস্ট পেপারে নিচের দেওয়া টপিক গুলো একবার করে পড়ে যাবে।

* সমন্বিত ক্রয়ের পরিমাণ।

* চলতি সম্পদ এবং চলতি আয়েরপরিমাণ বের করা অথবা পার্থক্য বের করা।

* রেওইয়ামিল প্রস্তুত করা।

সংশোধনী রেওয়ামিল:

* নীতিগত ভুলের পরিমাণ।

* বাদ পড়া ভুলের পরে।

* ভুল সংশোধন জাবেদা প্রস্তুত করা।

* অনিশ্চিত হিসাব প্রস্তুত করা।

এইচএসসি ২০২৩ হিসাববিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন(সপ্তম অধ্যায়)

সপ্তম অধ্যায় হল কার্যপত্র। অনেক শিক্ষার্থী এই অধ্যায়ে থেকে প্রশ্ন উত্তর করতে চাও না কেননা এই অধ্যায় থেকে প্রশ্ন সব করতে অনেক সময় লাগে।  কার্যপত্রের প্রশ্নে অনেক বড় বড় ঘরসহ অনেক বড় প্রশ্ন সল্ভ করতে হয়।

কিন্তু কার্যপত্র এর  প্রশ্ন তুলনামূলক সহজ হয়ে থাকে। কেউ যদি আগে থেকে কার্যপত্র ভালো পেরে থাকো এবং হাতে সময় থাকে তাহলে কার্যপত্রের প্রশ্ন উত্তর করে আসতে পারো। কার্যপত্র হতে একটি সৃজনশীল আসতে পারে । সাধারণত একটির বেশি আসে না। নিচে কার্যপত্রের ইম্পরট্যান্ট টপিকগুলো দেওয়া হলো।

* নেট সম্পদের পরিমাণ নির্ণয় অথবা নীর সেবা আয়ের পরিমাণ নির্ণয়।

* সমন্বয়ে দাখিলা প্রস্তুত করা।

* ৮ ঘরা/10 ঘরা কার্যপত্র প্রস্তুত করা।

HSC 2023 Accounting 1st paper suggestion(অষ্টম অধ্যায়)

অষ্টম অধ্যায় হলো দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদে হিসাবরক্ষণ যা অবচয়ের অধ্যায় হিসেবেও তোমরা চেনো। এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তাই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এ অধ্যায় তোমাদের খুবই ভালো ভাবে পড়তে হবে। এই অধ্যায় যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সে টপিক গুলো সম্পর্কে নিচে ধারণা দেওয়া হল।

সরলরেখিক পদ্ধতি:

* সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়।

* মোট মূল্য/লাভ বা ক্ষতি নির্ণয়।

* প্রয়োজনে জাবেদা দাখিল।

* অবচয় হিসাব/পুঞ্জিভূত অবচয় প্রস্তুত করা।

* আসবাবপত্র যন্ত্রপাতি হিসাব তৈরি করা।

ক্রম হ্রাসমান জের পদ্ধতি:

* ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার তৈরি করা অথবা অবচয় তালিকা তৈরি।

* প্রয়োজনীয় জাবেদা দাখিল।

* যন্ত্রপাতি/অবচয় খতিয়ান প্রস্তুত করা।

HSC 2023 Accounting 1st paper suggestion(নবম অধ্যায়)

নবম অধ্যায় আর্থিক বিবরণী থেকে দুটি প্রশ্ন আসবে এটিতো শতভাগ নিশ্চিত। এটি সবাই জানে তাই সবচেয়ে এই অধ্যায় পড়ে যাবে পড়ে যাবে যেন এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক দুইটা সৃজনশীল এই অধ্যায় থেকে তুমি দিয়ে ভালো মার্কস তুমি তুলে আনতে পারো। এই অধ্যাইয়ের দুটি সৃজনশীল তুমি শিওর ভাবে দিয়ে আসলে তোমার সর্বপরি এক্সামে ভালো মার্কস তুলতে পারবে ।

HSC 2023 Accounting 1st paper suggestion

HSC 2023 Accounting 1st paper suggestion

আশা করা যায় তোমাদের দেয়া HSC 2023 Accounting 1st paper suggestion এর গুরুত্বপূর্ণ  টপিকগুলো যদি ভালোভাবে পড়ে যাও এবং টেস্ট পেপার থেকে যদি সেই টপিকের ম্যাথ এবং বিবরণ গুলো ভালোভাবে দেখে যাও তাহলে তোমার একাউন্টিং পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবে।

বিবরণী অনুযায়ী যে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোর কথা বলা আছে তা তোমরা গুরুত্ব দিয়ে পড়লে শতভাগ গমন পেয়ে যাবে এবং একটি সুন্দর পরীক্ষার মাধ্যমে তোমাদের একাউন্টিং পরীক্ষার সম্পূর্ণ করতে পারবে। এখনই সাজেশন ফলো করে পড়া শুরু করে দাও এবং তোমার ভালো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন তারাও তোমার মত সাজেশন ফলো করে পরীক্ষার আগে একটি পূর্ণাঙ্গ রিভিশন সম্পন্ন করতে পারে।

আর যে কোন পরীক্ষার সাজেশন এর জন্য চোখ আমাদের ওয়েব সাইটে এবং পেয়ে যাও তোমার এইচএসসি ২০২৩ পরীক্ষার শতভাগ কমন সাজেশন।

আরো পড়ুন-

 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply