ঢাবি ক ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটি?

Table of Contents show

ঢাবি ক ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটি

বাংলাদেশে যে কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ঢাবি তার মধ্যে অন্যতম। ঢাকার ভেতরে হওয়ায় এবং ওয়ার্ল্ড রেংকিং এ ভালো পজিশনে থাকায় সব ছাত্রের স্বপ্ন থাকে ঢাবিতে ভর্তি হওয়া। চান্স পাওয়ার পরে সবচেয়ে বেশি যে সমস্যায় ছাত্ররা পড়ে তা হল কোন সাবজেক্ট তুলনামূলক ভালো তা অনেক ছাত্র বুঝতে পারে না। ফলশ্রুতিতে তুলনামূলক খারাপ সাবজেক্ট উপরে দিয়ে দেয়ার মত সমস্যা দেখা যায়।

আজকে আমরা ঢাবি ক ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটি এই প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করবো। আমরা বর্তমান চাকরির বাজার বিবেচনায় সময়োপযোগী সবচেয়ে ভালো সাবজেক্ট গুলো সাজেশন দেওয়ার চেষ্টা করব।

ক ইউনিটের মোট কতটি সাবজেক্ট রয়েছে

ঢাবি ক ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটি এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানতে হবে ঢাবি ক ইউনিটের মোট কতটি সাবজেক্ট রয়েছে। নিচে আমরা ঢাবির ক ইউনিটের সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা করব

ঢাবি ক ইউনিটের অনুষদ সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 10 অনুষদ এর আন্ডারে 32 টি সাবজেক্ট রয়েছে। অর্থাৎ একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ক ইউনিট এ সর্বমোট সর্বোচ্চ 32 টি সাবজেক্ট চয়েজ করতে পারবে। নিচে আমরা ঢাবির ক ইউনিটের ফ্যাকাল্টি গুলো এক নজরে দেখে নেব।

  1. জীববিজ্ঞান অনুষদ
  2. ফার্মেসি অনুষদ
  3. বিজ্ঞান অনুষদ
  4. আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ
  5. ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ
  6. পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট
  7. পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউট
  8. তথ্যপ্রযুক্তির ইনস্টিটিউটে
  9. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
  10. ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট

প্রতিটি অনুষদের আন্ডারে আবার কয়েকটি ডিপার্টমেন্ট বা সাবজেক্ট রয়েছে।

ঢাবি ক ইউনিটের সাবজেক্ট সমূহ

এই পর্যায়ে আমরা ঢাবি ক ইউনিটের 10 টি অনুষদের আন্ডারে মোট 32 সাবজেক্ট রয়েছে তা বিস্তারিত জানব এবং এর মধ্যে কোন সাবজেক্টে ভালো হবে সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব।

জীববিজ্ঞান অনুষদ

  1. উদ্ভিদবিজ্ঞান
  2. মৃত্তিকা পানি ও পরিবেশ
  3. প্রাণিবিদ্যা
  4. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
  5. মনোবিজ্ঞান
  6. অণুজীববিজ্ঞান
  7. মৎস্য বিজ্ঞান
  8. প্রকৌশল ও প্রযুক্তি

বিজ্ঞান অনুষদ

  1. পদার্থবিজ্ঞান
  2. গণিত
  3. রসায়ন
  4. পরিসংখ্যান
  5. ফলিত গণিত

ফার্মেসি অনুষদ

এই অনুষদে শুধুমাত্র একটি সাবজেক্ট রয়েছে। অর্থাৎ একটি মাত্র ডিপার্টমেন্ট নিয়ে ঢাবির ফার্মেসি অনুষদ গঠিত। তবে পরবর্তীতে চাইলে সম্মানিত শিক্ষক গণ আরোসাবজেক্ট যোগ করতে পারবেন

  1. ফার্মেসি

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল টেকনোলজি অনুষদ

  1. ভূগোল ও পরিবেশ
  2. ভূতত্ত্ব
  3. সমুদ্রবিজ্ঞান
  4. ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলেন্স
  5. আবহাওয়া বিজ্ঞান

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ

  1. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  2. ফলিত রসায়ন ও কেমিকৌশল
  3. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
  4. নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
  5. রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট

এই ইনস্টিটিউটে একটিমাত্র সাবজেক্ট রয়েছে। অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট নিয়ে সম্পর্ক ইনস্টিটিউট পরিচালিত হয়।

  1. পুষ্টি ও খাদ্য বিজ্ঞান

তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট

এই ইনস্টিটিউট একটি মাত্র ডিপার্টমেন্ট নিয়ে গঠিত।

  1. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউট

  1. ফলিত পরিসংখ্যান

লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট

  1. লেদার ইঞ্জিনিয়ারিং
  2. ফুড ইঞ্জিনিয়ারিং
  3. লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

  1. ভৌত বিজ্ঞান
  2. জীববিজ্ঞান

ঢাবি ক ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটি?

সব দিক বিবেচনায় ফার্মেসি, অনুজীববিজ্ঞান ও রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই তিনটি সাবজেক্টকে ঢাবি ক ইউনিটের সেরা সাবজেক্ট বলা যেতে পারে।

তবে কোন সাবজেক্ট ভালো তা নির্ভর করে আপনি কোন অনুষদে পড়তে চান তার উপর। যেমন ইঞ্জিনিয়ারিং ফাকাল্টি ভালো সাবজেক্ট এবং জীববিজ্ঞান অনুষদের ভালো সাবজেক্ট আলাদা। তাই আমরা অনুভব ভিত্তিক ভাল সাবজেক্ট কোনটি তা আলোচনা করব।

ঢাবি বিজ্ঞান অনুষদের ভালো সাবজেক্ট কোনটি

বিজ্ঞান অনুষদের সর্বমোট 5 সাবজেক্ট রয়েছে। বর্তমান চাকরির বাজার বিবেচনায় সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে রসায়ন ও পরিসংখ্যান। বাকি সাবজেক্টগুলো খারাপ তা নয় তবে তুলনামূলক চাকরির বাজার বিবেচনায় এই দুটি সাবজেক্ট বেশি ভালো।

  1. রসায়ন
  2. পরিসংখ্যান

ঢাবি জীববিজ্ঞান অনুষদের সবচেয়ে ভাল সাবজেক্ট কোনটি

জীববিজ্ঞান অনুষদের সবচেয়ে ভাল সাবজেক্ট হচ্ছে অণুজীববিজ্ঞান এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এই দুটি সাবজেক্ট। বর্তমান চাকরির বাজারে বিবেচনায় জীববিজ্ঞান অনুষদের সবচেয়ে ভাল সাবজেক্ট এই দুটি।

  1. অণুজীববিজ্ঞান
  2. প্রাণ রসায়ন

ঢাবি ইঞ্জিনিয়ারিং ফাকাল্টি সবচেয়ে ভালো সাবজেক্ট

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বর্তমান চাকরির বাজার বিবেচনায় এই দুটি সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ফাকাল্টি সবচেয়ে ভালো বলে বিবেচনা করা হয়। এছাড়াও রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যথেষ্ট ভাল এবং চাকরির বাজারে যথেষ্ট চাহিদা হয়েছে

  1. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  2. নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
  3. রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

ঢাবির খ ইউনিটের জন্য কোন কোচিং ভালো

ইউসিসি এবং উদ্ভাস এই দুটি কোচিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যথেষ্ট ভালো। অর্থাৎ আপনার যদি বুয়েট কুয়েট চুয়েটের মত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট না থাকে শুধুমাত্র ঢাবি কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়ার স্বপ্ন থাকে তাহলে এই দুটি কোচিং আপনার জন্য ভালো অপশন নিতে পারেন।

কেননা এই দুটি কোচিং এ স্পেশালভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর জন্য কোচিং করানো হয়। এছাড়াও আরো কিছু কোচিং রয়েছে। যেমন

  1. UCC 
  2. Udvash
  3. UniAid
  4. Focus

আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনি সরাসরি উদ্ভাস অথবা ইউসিসি তে ভর্তি হতে পারেন।

ঢাবি ক ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট

ঢাবি ক ইউনিটের জন্য কিভাবে পড়া উচিত

শুধুমাত্র ঢাবি নয় বরং যেকোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোন বিকল্প নেই। ইতোপূর্বে বিভিন্ন কোচিং থেকে স্পেশাল গাইড বই দেয়া হতো তবে বর্তমানে যেহেতু এডমিশন এ রিটেন রয়েছে তাই পাঠ্যবই ভালোভাবে পড়া না থাকলে কোনভাবে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়।

তাই শুধু ঢাবি নয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো করতে চাইলে পাঠ্যবই ভালো করে পড়তে হবে।

Du Ka Unit admission test 2023

উপরে আমরা ঢাবি ক ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আর্টিকেলটি উপকারী হবে বলে আশা করি। ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদেরও সাথে আর্টিকেলটি শেয়ার করতে পারেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কেন্দ্রিক যেকোন প্রশ্ন ও মতামত থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করব

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply