ঢাবি প্রযুক্তি ইউনিট মানবন্টন ও আবেদনের নিয়ম

Table of Contents show

ঢাবি প্রযুক্তি ইউনিট মানবন্টন

ঢাবি প্রযুক্তি ইউনিট মানবন্টন গুলো সাধারণত এই চারটি বিষয়ে অর্থাৎ রসায়ন, পদার্থ বিজ্ঞান,গণিত ও ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকে। এই পরীক্ষায় রসায়ন থেকে 35 পদার্থবিজ্ঞান থেকে 35 গণিত থেকে 35 এবং ইংরেজি বিষয়ের উপর 15 মার্কসের প্রশ্ন করা হয়। যেহেতু কোন নেগেটিভ মার্কস নাই তাই পরীক্ষার্থীরা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবে।

ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে অন্তর্গত একটি ইউনিট হচ্ছে প্রযুক্তি ইউনিট। এই ইউনিটের 6টি কলেজে মোট 1455 আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়  একটি ইউনিট। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এটি কোন ইউনিট নয়।

ঢাবি প্রযুক্তি ইউনিট সাব্জেক্টসমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট এর সাবজেক্ট এবং সাথে প্রতিষ্ঠান গুলোর নাম দেওয়া হলো। আমরা চেষ্টা করেছি ঢাবি প্রযুক্তি ইউনিটের আন্ডারে সব প্রতিষ্ঠান ও সাব্জেক্ট এর নাম উল্লেখ করতে।

 ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (সরকারি)

  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং
  • বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
  • বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

ফরীদপুর ইঞ্জিনীরিং কলেজ(সরকারি)

  • বি এস সি এন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ(সরকারি)

  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ

  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
  • ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং
  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং
  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ

  • সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

ঢাবি প্রযুক্তি ইউনিট মানবন্টন 2023

ঢাবি প্রযুক্তি ইউনিট মানবন্টন 2023 এ সাধারণত যে চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে সেটি হচ্ছে রসায়ন ,পদার্থ বিজ্ঞান ,গণিত ও ইংরেজি বিষয়ের উপর। এই পরীক্ষায় রসায়ন থাকবে 35, পদার্থবিজ্ঞানে থাকবে 35, গণিতে থাকবে পয়েন্ট 35 এবং ইংরেজীতে 15 মার্কস।যেহেতু কোন নেগেটিভ মার্ক নেই তাই শিক্ষার্থীরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবে।

ঢাবি প্রযুক্তি ইউনিট আসন সংখ্যার মানবন্টন

চলুন এখনো আমরা ঢাবি প্রযুক্তি ইউনিট মানবন্টন এবং আসন সংখ্যা মানবন্টন কেমন সেগুলো জেনে নেই

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (সরকারি)

সর্বমোট আসন সংখ্যা ১৮০ টি। এর মধ্যে

  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)
  • বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)
  • বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)

ফরীদপুর ইঞ্জিনীরিং কলেজ(সরকারি)

সর্বমোট আসন সংখ্যা ১৮০ টি। এর মধ্যে

  • বি এস সি এন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)
  • বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)
  • বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ(সরকারি)

সর্বমোট আসন সংখ্যা ১২০ টি। এর মধ্যে

  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)
  • সিভিল ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ

সর্বমোট আসন সংখ্যা ৬৮৫ টি। এর মধ্যে

  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ২৯০ টি)
  • ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ১৪০ টি)
  • ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৭৫ টি)
  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৬০ টি)
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ১২০ টি)

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

সর্বমোট আসন সংখ্যা ২৫০ টি। এর মধ্যে

  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন ( জন্য আসন সংখ্যা ১২০ টি)
  • অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৩০ টি)
  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৫০ টি)
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৫০ টি)

কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ

সর্বমোট আসন সংখ্যা ৮০ টি। এর মধ্যে

  • সিভিল ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৫০ টি)
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ( জন্য আসন সংখ্যা ৩০ টি)

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট আবেদনের নিয়ম

ঢাবির প্রযুক্তি ইউনিট এ আবেদন করতে হলে প্রথমে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে আপনি সরাসরি প্রযুক্তি ইউনিট এর জন্য আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রযুক্তি ইউনিট এ যেহেতু চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ ,একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং একটি টেক্সটাইল ইন্সটিটিউট আছে। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তিনটি সরকারি এবং একটি বেসরকারি।

 

তবে উল্লেখ্য যে ঢাবি প্রযুক্তি ইউনিট এর শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে।

ঢাবি প্রযুক্তি ইউনিট মানবন্টন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট প্রশ্ন ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট প্রশ্ন ব্যাংক এর মধ্যে আপনি “প্রযুক্তি ইউনিট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি সহায়ক” এই বইটি পড়তে পারেন। এই বইটি মোটামুটি অনেক ভালো মানের বই।

এছাড়াও আরেকটা বইয়ের ব্যাপারে জানাবো

  • বই: ঢাবি প্রযুক্তি ইউনিট প্রশ্ন ব্যাংক
  • প্রকাশনী: বিশ্ব সাহিত্য কেন্দ্র
  • ক্যাটাগরি: গল্প, উপন্যাস, নাটক
  • প্রথম প্রকাশনা কাল: 2005 সাল
  • পৃষ্ঠাঃ 170+
  • দামঃ 200 টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট সেরা কোচিং

ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে শুধু আপনি ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য হলে আপনি ঢাবিতে পড়ার সুযোগ পাবেন। কোচিং সেন্টার মূল বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু জানেন অথবা কিভাবে গুছিয়ে পড়াশোনা করবেন এই গাইডলাইন শুধু কোচিং সেন্টার আপনাকে দেবে। অর্থাৎ কোচিং সেন্টার আপনাকে ভর্তি পরীক্ষার কৌশিক শেখাবে মাত্র।

তাই আমরা এটাই বলব যে সেরা কোচিং বলতে কিছু নেই আপনি মূল বই থেকে ভালো করে পড়াশোনা চালিয়ে যান এবং বিগত সালের প্রশ্ন প্যাটার্ন গুলো দেখে প্রস্তুতি নিলে সফলতা আসবেই।

ঢাবি প্রযুক্তি ইউনিটে পড়াশুনার খরচ

ঢাবিতে প্রযুক্তি ইউনিটে সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার খরচ প্রতি সেমিস্টারে 8000 টাকা কত খরচ হতে পারে। আর বেসরকারি প্রতিষ্ঠানের আন্ডারে প্রযুক্তি ইউনিট এ পড়াশোনা করতে টোটাল খরচ হতে পারে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকার মতো।

ঢাবি প্রযুক্তি সার্টিফিকেটের দাম কেমন

ঢাবি প্রযুক্তি সার্টিফিকেটের দাম অনেকাংশেই বেশি। কেননা যারা ঢাবিতে পড়াশোনা করে সচরাচর তাদের সার্টিফিকেট মূল্য অনেকটাই বেশি হয়। যে কোন চাকরির পরীক্ষায় তাদের সার্টিফিকেট মূল্য বেশি অগ্রাধিকার দেওয়া হয়। তাই কেউ যদি ঢাবি প্রযুক্তি ইউনিট এ পড়াশোনা করতে চায় তাহলে সে নির্দ্বিধায় পড়তে পারে। ঢাবি প্রযুক্তি ইউনিট সার্টিফিকেটের মূল্য মোটামুটি অনেকাংশেই ভালো।

আর যেহেতু প্রযুক্তি ইউনিট এর সাবজেক্ট গুলো বর্তমান চাকরির বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে তাই আশা করা যায় বের হওয়ার পর খুব দ্রুতই চাকরি পেয়ে যাবেন।

মন্তব্য

আমরা আজকে আপনাদের সাথে ঢাকা প্রযুক্তি ইউনিট মানবন্টন গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এবং ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা কেমন। সাথে ঢাবির প্রযুক্তি ইউনিট এ আবেদন করার নিয়ম গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করলাম।

আজকে আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এ আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন।

আরো পড়ুন –

 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply