ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা ২০২৩

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা

আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী এবং ঢাকার সরকারি কলেজের তালিকা গুলো সম্পর্কে জানতে আগ্রহী আজকের আর্টিকেলটি শুধু তাদের জন্য। প্রতিবছর সারাদেশ থেকে স্টুডন্ট ঢাকায় আসে বিভিন্ন সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য। এই পর্যায়ে আমরা ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা নিয়ে আলোচনা করবো। একনজরে ঢাকার সেরা সরকারি কলেজ গুলোর তালিকা হচ্ছে –

আরো পড়ুন – ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা ২০২৩

একনজরে ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা

এই পর্যায়ে আমরা একনজরে ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা দেখে নিবো। যেমনটা টাইটেল দেখে বুঝা যাচ্ছে এই তালিকায় শুধুমাত্র সরকারি কলেজ নিয়ে আলোচনা করা হবে। বেসরকারি কলেজ থাকবে না এই তালিকায়।

  1. সরকারি ধামরাই কলেজ
  2. পদ্মা সরকারি কলেজ
  3. সরকারি ইস্পাহানি ডিগ্রী কলেজ
  4. নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ
  5. সাভার সরকারি কলেজ
  6. জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ
  7. সরকারি ল্যাবরেটরি হাই স্কুল এন্ড কলেজ
  8. সরকারি কালা চাঁদপুর হাই স্কুল এন্ড কলেজ
  9. শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ
  10. শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
  11. ভাষানটেক সরকারি কলেজ
  12. খিলগাঁও সরকারি কলোনি কলেজ
  13. আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ
  14. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  15. গভমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইট হিউম্যান সাইন্স
  16. লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
  17. সরকারি রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ
  18. সরকারি বাংলা কলেজ
  19. শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ
  20. ঢাকা উদয়ন সরকারি কলেজ
  21. সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় এন্ড কলেজ
  22. মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
  23. লালমাটিয়া সরকারি মহিলা কলেজ
  24. মতিঝিল সরকারি হাই স্কুল এন্ড কলেজ
  25. দুয়ারীপাড়া সরকারি কলেজ
  26. সরকারি বঙ্গবন্ধু কলেজ
  27. সরকারি সংগীত কলেজ
  28. শেরেবাংলা নগর আদর্শ সরকারি স্কুল এন্ড কলেজ
  29. সরকারি শহীদ সোহরাওয়ারদী কলেজ
  30. কবি নজরুল সরকারি কলেজ
  31. সবুজবাগ সরকারি কলেজ
  32. সরকারি মোল্লারটেক উদ্যান কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা বিস্তারিত

উপরে আমরা একনজরে ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা দেখেছিলাম। এই পর্যায়ে আমরা ঢাকার উল্লেখযোগ্য কিছু বেসরকারি কলেজ নিয়ে আলোচনা করবো সেই সাথে সেসব কলেজের সুবিধা অসুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা করবো।

ঢাকা কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা মধ্যে ঢাকা কলেজ অন্যতম।ঢাকা কলেজ নিউ মার্কেট, ধানমন্ডি ঢাকায় অবস্থিত। এই কলেজে শুধু ছেলেদের জন্য পড়াশোনা করার সুযোগ আছে। এই কলেজে ভর্তি হতে গেলে শিক্ষার্থীর যেসব যোগ্যতা থাকতে হবে। তা হচ্ছে

বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য আবেদন করতে জিপিএ 5.00 পেতে হবে। মানবিক বিভাগের ছাত্রদের জন্য জিপিএ 4.75 পেতে হবে। এবং আর্টস এর ছাত্রদের জন্য জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ঢাকা কলেজে আসন সংখ্যাঃ ঢাকা কলেজে মোট আসন সংখ্যা 1200 টির মত। বিজ্ঞান বিভাগের জন্য 900 টি মানবিক বিজ্ঞান এর জন্য 150 টি এবং আর্টস এর জন্য 150 টি আসন বরাদ্দ থাকে।

গভমেন্ট সাইন্স কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা মধ্যে আরেকটি সেরা কলেজ হচ্ছে গভমেন্ট সাইন্স কলেজ।গভমেন্ট সাইন্স কলেজ ফার্মগেট, তেজগাঁও ঢাকায় অবস্থিত। এই কলেজে ও শুধু ছেলেদের জন্য পড়াশোনা করার সুযোগ আছে। এই কলেজে ভর্তি হতে গেলে শিক্ষার্থীর যেসব যোগ্যতা থাকতে হবে। তা হচ্ছে

এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্ররা আবেদন করতে পারবেন। আবেদন করতে যোগ্যতা লাগবে জিপিএ 5.00। এখানে মোট আসন সংখ্যা 1230 টি।

গভমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা গুলোর মধ্যে আরেকটি কলেজ হচ্ছে গভমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ।গভমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ অবস্থিত লক্ষ্মীবাজার ঢাকা। যে খানের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 3.50। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 থাকলেই গভমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 1800 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 350 টি আর্টস এর জন্য 550 টি এবং কমার্সের জন্য 900 টি আসন বরাদ্দ রয়েছে।

কবি নজরুল গভমেন্ট কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা মধ্যে কবি নজরুল গভমেন্ট কলেজ অন্যতম।কবি নজরুল গভমেন্ট কলেজ অবস্থিত লক্ষ্মীবাজার ঢাকায়। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 3.50। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 থাকলেই কবি নজরুল গভমেন্ট কলেজ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 1600 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 500 টি আর্টস এর জন্য 600 টি এবং কমার্সের জন্য 500 টি আসন বরাদ্দ রয়েছে।

বেগম বদরুন্নেসা গভমেন্ট গার্লস কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা মধ্যে বেগম বদরুন্নেসা গভমেন্ট গার্লস কলেজ সেরা কলেজ গুলোর মধ্যে একটি।বেগম বদরুন্নেসা গভমেন্ট কলেজ অবস্থিত বকশি বাজার ঢাকায়। এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 4.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 থাকলেই বেগম বদরুন্নেসা গভমেন্ট কলেজ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 2060 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 550 টি আর্টস এর জন্য 750 টি এবং কমার্সের জন্য 760 টি আসন বরাদ্দ রয়েছে।

শহিদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মজিব গভমেন্ট কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা মধ্যে আরেকটি কলেজ হচ্ছে শহিদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব গভমেন্ট কলেজ।শহিদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব গভমেন্ট কলেজ অবস্থিত হাজারীবাগ ঢাকায়। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 4.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 থাকলেই শহিদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব গভমেন্ট কলেজ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 700 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 150 টি আর্টস এর জন্য 300 টি এবং কমার্সের জন্য 250 টি আসন বরাদ্দ রয়েছে।

গভমেন্ট বাংলা কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা এরমধ্যে গভমেন্ট বাংলা কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি।গভমেন্ট বাংলা কলেজ অবস্থিত মিরপুর ঢাকায়। এখানে মেয়ে ছেলে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 3.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 2.50 থাকলেই গভমেন্ট বাংলা কলেজ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 1925 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 425 টি আর্টস এর জন্য 875 টি এবং কমার্সের জন্য 625 টি আসন বরাদ্দ রয়েছে।

আজিমপুর গভমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা মধ্যে আজিমপুর গভমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ অন্যতম।Azimpur Government Girls School and College অবস্থিত আজিমপুর ঢাকায়। এখানে মেয়ে ছেলে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 4.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 থাকলেই আজিমপুর গভমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 945 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 310 টি আর্টস এর জন্য 325 টি এবং কমার্সের জন্য 310 টি আসন বরাদ্দ রয়েছে।

লালবাগ গভমেন্ট মডেল স্কুল এন্ড কলেজ

লালবাগ গভমেন্ট মডেল স্কুল এন্ড কলেজ অবস্থিত লালবাগ ঢাকায়। এখানে মেয়ে ছেলে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 4.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 থাকলেই লালবাগ গভমেন্ট মডেল স্কুল এন্ড কলেজ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 650 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 200 টি আর্টস এর জন্য 250 টি এবং কমার্সের জন্য 200 টি আসন বরাদ্দ রয়েছে।

খিলগাঁও গভমেন্ট হাই স্কুল

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা সেরা কলেজ গুলোর মধ্যে একটি।খিলগাঁও গভমেন্ট হাই স্কুল অবস্থিত খিলগাঁও ঢাকায়। এখানে মেয়ে ছেলে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 4.50। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.00 থাকলে খিলগাঁও গভমেন্ট হাই স্কুল এ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 250 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 100 টি এবং কমার্সের জন্য 150 টি আসন বরাদ্দ রয়েছে।

আরো পড়ুন – নটরডেম কলেজে পড়ার যোগ্যতা ও খরচ

ঢাকা উদয়ন গভমেন্ট কলেজ

ঢাকা উদয়ন গভমেন্ট কলেজ অবস্থিত মোহাম্মদপুর ঢাকায়। এখানে মেয়ে ছেলে উভয় আবেদন করতে পারবে। এখানে ভর্তি হতে যোগ্যতা লাগে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ 4.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.25 এবং আর্টস এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 থাকলেই ঢাকা উদয়ন গভমেন্ট কলেজ এ আবেদনের সুযোগ থাকবে।

এখানে মোট 900 টি আসন রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 300 টি আর্টস এর জন্য 300 টি এবং কমার্সের জন্য 300 টি আসন বরাদ্দ রয়েছে।

এছাড়া ঢাকার মধ্যে আরো অনেক সেরা সরকারি কলেজ রয়েছে। আমরা শুধু ঢাকার কয়েকটি কলেজ সম্পর্কে জানানোর চেষ্টা করেছে।

ঢাকার সরকারি কলেজের খরচ কত?

ঢাকার প্রায় সকল সরকারি কলেজে ইন্টারে ভর্তি এবং পড়াশুনার খরচ প্রায় একই। যেমন ভর্তি হতে সর্বোমোট ৩ হাজার থেকে ৪ হাজার টাকা লাগে। আর বছরে ১৫০০ টাকার মত লাগতে পারে। অর্থাৎ দুই বছরে ভর্তি ছাড়া ২৫০০ টাকার মত লাগবে। আর ভর্তি সহ হিসাব করলে দুই বছরে সর্বমোট ৪০০০ + ৩০০০ = ৭০০০ টাকা লাগবে। 

যদিও কলেজের উপর নির্ভর করে খরচ কিছুটা কম বেশি হতে পারে। যেমন ঢাকা কলেজে খরচ কিছুটা বেশি সে তুলনায় কবি নজরুল সরকারি কলেজে খরচ কমে। এর বাইরে রাজনীতিক বড় ভাইদের কিছু কমিশন থাকে বিভিন্ন কলেজে।

ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ঢাকার সেরা সরকারি কলেজের তালিকা গুলো সম্পর্কে। সেরা কলেজ গুলোর মধ্যে ঢাকা কলেজ, গভমেন্ট সাইন্স কলেজ ,গভমেন্ট শহীদ সরোয়ারদী কলেজ, কবি নজরুল গভমেন্ট কলেজ, বেগম বদরুন্নেসা গভমেন্ট গার্লস কলেজ, শহিদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব গভমেন্ট কলেজ, বাংলা কলেজ, আজিমপুর গভ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ এবং খিলগাঁও গভমেন্ট কলেজ। এ কলেজগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছে।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারে। আর্টিকেলটির সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে দেখে নিন

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply